http://themonthlymuktidooth.blogspot.com

Friday, July 22, 2011

BOMBING IN OSLO, NORWAY





নরওয়ের রাজধানী অসলো শহরের গুরুত্বপূর্ণ অঞ্চলে বোমা বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু ও অন্তত ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

অসলো শহরে প্রধানমন্ত্রীর কার্যালয়, একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও নরওয়ের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম এনআরকে-র প্রধান কার্যালয় সংবলিত গুরুত্বপূর্ণ অঞ্চলে স্থানীয় সময় বিকাল ৩টা ২৬ মিনিট (আন্তর্জাতিক সময় দুপুর ১টা ২৬ মিনিট)-এ এই বোমা বিস্ফোরণ ঘটে।

ক্ষতিগ্রস্থ সরকারী ভবনগুলোর মধ্যে রয়েছে দেশের তেল মন্ত্রণালয়। বিস্ফোরণের পর ভবনটিতে আগুন ধরে যায়।

বিস্ফোরণের ধরণ ও উৎস প্রসঙ্গে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা বলছেন অন্তত দুটি স্থানে গাড়ীবোমার সাহায্যে এই আঘাত হানা হয়েছে। বিস্ফোরণে আক্রান্ত সড়কের সংলগ্ন অধিকাংশ ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে।

দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম এনআরকে-র প্রধান কার্যালয়ে আগুন জ্বলতে দেখা গিয়েছে। সংলগ্ন ভবনে অবস্থানকারীরা নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্থ ও আগুনের কবলে থাকা ভবনগুলোতে মানুষ আটকা পড়ে আছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় বিস্ফোরণস্থলের কাছে হলেও প্রধানমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ অক্ষত আছেন বলে জানা গিয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন ব্যাক্তি বা গোষ্ঠী বোমা হামলার দায়িত স্বীকার করেনি।

ছবির উৎসঃ বিবিসি

No comments: