http://themonthlymuktidooth.blogspot.com

Friday, October 7, 2011

আরো ৫টি ইঞ্জিন পাচ্ছে বাংলাদেশ রেলওয়ে Bangladesh Railway getting another five(5) Engines

বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন পাঁচটি ইঞ্জিন যুক্ত হচ্ছে। কোরিয়া থেকে আমদানি করা এসব ইঞ্জিন শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

কর্তৃপক্ষ বলছে, কমিশনিং শেষ দুই সপ্তাহ পর পর্যায়ক্রমে ইঞ্জিনগুলো ট্রেন বহরে যুক্ত হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "!সংকট কাটাতে নয়টি নতুন ইঞ্জিন কেনার সিদ্ধান্ত হয়েছিলো। প্রথম চারটি গত অগাস্টে আনা হয়। শুত্রবার বাকি পাঁচটি এসে পৌঁছালো।"

পূর্বাঞ্চলের যুগ্ম মহাপরিচালক (মেকানিক্যাল) মো. শামসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে জাহাজ থেকে ইঞ্জিনগুলো নামানো হয়েছে। রাতের মধ্যেই এগুলো রেলওয়ের ওয়ার্কশপে নেওয়া হবে।

প্রায় ২০৪ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ কোরীয় কোম্পানি হুন্দাই রোটেনের কাছ থেকে ইঞ্জিনগুলো কেনা হয়েছে বলে তিনি জানান।

এসব ইঞ্জিন মিটারগেজ লাইনে যাত্রী ও মালবাহী ট্রেনে সংযুক্ত করা যাবে।

শামসুজ্জামান জানান, বর্তমানে বাংলাদেশ রেলওয়ের বহরে মোট ২৯০টি ইঞ্জিন রয়েছে। এর মধ্যে ১৪০টি পূর্বাঞ্চলের অধীনে। তবে চালু আছে ৯০টির মতো ইঞ্জিন । বাকিগুলো 'প্রায় অচল'।

No comments: