http://themonthlymuktidooth.blogspot.com

Saturday, November 19, 2011

খুলনায় বিএনপির রোডমার্চ সফল করতে ব্যাপক প্রস্তুতি

খুলনায় বিএনপির বিভাগীয় রোডমার্চ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগমন ও যশোরে অবস্থান উপলক্ষে দলের তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। দীর্ঘদিন পর খালেদা জিয়া এ অঞ্চল সফর করছেন বলে নেতাকর্মীরা দফায় দফায় সভা করে নিজেদের সংগঠিত ও লোকসমাগমের চেষ্টা চালাচ্ছেন। অনুষ্ঠানকে সফল করতে ইতোমধ্যে শুরু হয়েছে প্রচার। এমনকি আগামী ২৬ তারিখ নেতাকর্মীদের রাতযাপনের জন্য যশোরের সকল আবাসিক হোটেলের সিট আগাম বরাদ্দ নেয়া হয়েছে। এ উপলৰে শনিবার যশোর আলমগীর সিদ্দিকী হলে এ ব্যাপারে বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে। জেলার বাইরে থেকে অসংখ্য মেহমান আসবে তাদের আপ্যায়ন ও থাকার জন্যও সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ২৬ নবেম্বর বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা থেকে রওনা হয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে পাবনার দাশুয়াড়ি মোড়ে পথসভা করবেন। পরে কুষ্টিয়ার পেঁৗছে বিকেলে কুষ্টিয়ায় জনসভায় ভাষণ দেবেন তিনি। এরপর সড়কপথে ঝিনাইদহ হয়ে তিনি রাতে যশোরে পৌঁছবেন। রাতযাপন করবেন যশোর সার্কিট হাউসে। ২৭ নবেম্বর সকাল ৯টায় বেগম খালেদা জিয়া যশোর ঈদগাহ ময়দানে পথসভায় ভাষণ দেবেন। এরপর যশোর থেকে সোজা বাগেরহাট যাবেন এবং খানজাহান আলীর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে তিনি খুলনা সার্কিট হাউস মাঠে ভাষণ দেবেন।
বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৮ সালের নির্বাচনের আগ মুহূর্তে সর্বশেষ যশোর সফর করেন। দীর্ঘ তিন বছর পর বিএনপির দেশব্যাপী রোডমার্চকে কেন্দ্র করে আবারও যশোরে আসছেন তিনি। এ নিয়ে যশোর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। খালেদা জিয়ার আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ ও র্যাব। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার কাজ শুরম্নুকরেছে। একইসঙ্গে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। পুলিশ সুপার কামরম্নল আহসান জানান, বিরোধীদলীয় নেত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরম্ন করেছে পুলিশ। আগমনের তিন দিন আগ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ছাড়া বিরোধীদলীয় নেত্রীর প্রটোকল অনুযায়ী সকল প্রকার নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে। তিনি আরও জানান, এ ছাড়াও ঢাকা থেকে একটি বিশেষ নিরাপত্তা বাহিনী যশোরে আসবে।

No comments: