http://themonthlymuktidooth.blogspot.com

Friday, December 30, 2011

Procession Towards Energy Ministry by Oil Gas Protection National Committee Police Attack on Activist of Tel Gas Jatiyo Komitee, Oil-Gas Committee’s rally, baton-charged: 35 injured http://www.banglanews24.com/English/detailsnews.php?nssl=8c4b0479f20772cb9b68cf5f161d1e6f&nttl=2011122929807 http://www.youtube.com/watch?v=U6UGKigot2c&feature=youtu.be https://twitter.com/ http://www.facebook.com/video/video.php?v=270225759702151&saved http://www.facebook.com/media/set/?set=a.270164109708316.65058.100001441878306&type=1 http://www.banglanews24.com/detailsnews.php?nssl=feb419199c0ef41acaf52287c4cb54a0&nttl=2912201177556 ইউটিউবে)http://www.youtube.com/watch?v=U6UGKigot2c&feature=youtu.be https://twitter.com/ http://www.facebook.com/video/video.php?v=270225759702151&saved http://www.facebook.com/media/set/?set=a.270164109708316.65058.100001441878306&type=1 http://www.banglanews24.com/detailsnews.php?nssl=feb419199c0ef41acaf52287c4cb54a0&nttl=2912201177556 লাঠি, গুলি, টিয়ার গ্যাস, - জবাব দেবে বাংলাদেশ। জাতীয় কমিটির জ্বালানি মন্ত্রনালয় ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত সম্পদ রক্ষা কমিটির মিছিলে লাঠিচার্জ-টিয়ারসেল, আহত ৩৫ # ঢাকা: তেল-গ্যাস-খনিজ-সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির বিক্ষোভ মিছিলেপুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করেছে। এতে ৩০-৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। আহতদের মধ্যে কমিটির আহ্বায়ক প্রকৌশলী শহীদুল্লাহ ও অধ্যাপক রেহনুমা খানমও আছেন। মিছিলে পুলিশের বাধা, লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপের প্রতিবাদে আগামী ২ জানুয়ারি সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বাংলানিউজকে বলেন, আমাদের পাঁচ কর্মীকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন— হ‍াসান, সুমনা, মাসুদ, আপন এবং আরিফা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কমিটির বিক্ষোভ মিছিলটি জ্বাল‍ানি মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার কথা ছিল। সেখানে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিল কমিটি। কিন্তু তোপখানা রোডে ঢোকার মুখে পুলিশ মিছিলের গতি রোধ করে। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ার সেল নিক্ষেপ করে। এর আগে মিছিল পূর্ব সমাবেশে আনু মুহাম্মদ বলেন, আবারো ফুলবাড়ীতে উন্মুক্ত খনি করার পাঁয়তারা করছে সরকার। কিন্তু সেখানে যে ডাকাতরাই যাক না কেন, তারা জীবিত ফিরতে পারবে না। জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিকে মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্ব উল্লেখ করে তিনি বলেন, ‘এর মাধ্যমে বাঙালি জাতিকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলা হবে।’ এ আন্দোলনে জনগণকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘জ্বালানি মন্ত্রণালয়ে দেশি-বিদেশি দুর্ব‍ৃত্তদের রুখতে না পারলে এই দেশেদারিদ্র্য ক্রমান্বয়ে বাড়তে থাকবে। জ্বালানি মন্ত্রণালয়ের দুর্নীতির কারণে জনগণের পরিবহন ব্যয় ৫০ শতাংশ বেড়েছে উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, ‘একের পর এক কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র দিয়ে সরকার দেশের সামগ্রিক অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের অপকর্মেরবিরুদ্ধে কেউ যেন আদালতে যেতে না পারে সে জন্য ২০১০ সালে দায়মুক্তির আইন করে দিয়েছে। এ ‍আইনের কারণে দেশের খনিজ সম্পদের ওপর দেশের জনগণের মালিকানা হাতছাড়া হয়ে যাচ্ছে। তিনি বিদ্যুৎ খাতকে লুটেরাদের হাত থেকে রক্ষার আহ্বান জানিয়ে বলেন, ‘জাতীয় কমিটির এ আন্দোলনের মাধ্যমে লুটেরা ও দুর্বৃত্তদের রুখে দিতে হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মুক্তাঙ্গণ ও তোপখানা রোডে ব্যাপক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়। সকাল ১১টার দিকে তোপখানা রোডে দুইস্তর বিশিষ্টি কাঁটা তারের বেড়া দিয়ে সব ধরণের যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। পুলিশের বাধা পেয়ে কমিটির মিছিল আবার প্রেস ক্লাবের সামনে ফিরে আসে এবং সেখানে বিক্ষোভ সমাবেশ করে। লাঠি. গুলি. টিয়ার গ্যাস-জবাব দেবে বাংলাদেশ। জাতীয় কমিটির জ্বালানি মন্ত্রনালয় ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত। ছবি, ভিডিও, নিউজ গুলো নিচের লিন্কগুলো পাওয়া যাবে (ট্যুইটার, ফেসবুক

No comments: