http://themonthlymuktidooth.blogspot.com

Wednesday, January 4, 2012

Comilla Election in bangladesh//আজ কুসিক নির্বাচন নাশকতার আশঙ্কা : সব বৈধ অস্ত্র জমা পড়েনি, ধরা পড়েনি সন্ত্রাসীরা, ভারতীয় নাগরিকদের বাদ না দেয়ায় এক মেয়র প্রার্থী সরে দাঁড়ালেন

নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রথম নির্বাচন আজ। ৫৩ বর্গমাইল এলাকা নিয়ে গঠিত এই সিটি করপোরেশনের প্রথম নগরপিতার আসনে কে বসবেন, তা নির্বাচনে ১ লাখ ৬৯ হাজার ২৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তফসিল ঘোষণার পর থেকে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করলেও মঙ্গলবার রাত থেকে পরিস্থিতি পাল্টে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে নাশকতার আশঙ্কা করছেন খোদ নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন। নাশকতার পরিকল্পনার অভিযোগে এর মধ্যেই সন্দেহভাজন ২ জনকে আটক করে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেছেন, নাশকতার আশঙ্কায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনে নাশকতামূলক কর্মকাণ্ড হলে নির্বাচন স্থগিত করা হবে। এদিকে নগরীর চিহ্নিত সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারায় পুলিশ প্রশাসনের ব্যর্থতায় উদ্বিগ্ন ভোটাররা। এমনকি জমা পড়েনি লাইসেন্স করা সব আগ্নেয়াস্ত্র। ভোটারদের আশঙ্কা, এতে যে কোনো মুহূর্তে মাথাচাড়া দিয়ে উঠতে পারে সন্ত্রাসীরা। এদিকে উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার তালিকা থেকে ভারতীয় নাগরিকদের নাম প্রত্যাহার না করায় নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সালমান সাঈদ। তবে নির্বাচনের লড়াইয়ে মাঠে রয়েছেন আওয়ামী লীগের তিন নেতা। পাশাপাশি মহাজোটের প্রধান শরিক দল জাতীয় পার্টির প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মেয়র প্রার্থীরা। তাদের আশঙ্কা বহিরাগত সন্ত্রাসীরা নির্বাচনকে প্রভাবিত করতে পারে, ভোটারদের ভয়-ভীতি দেখাতে ও নিরাপদে ভোট দিতে বাধা দিতে পারে। সম্মিলিত নাগরিক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মনিরুল হক সাক্কু গতকাল অভিযোগ করে বলেন, নির্বাচনে সরকারদলীয় নেতাকর্মী ও বহিরাগতরা ভোটকেন্দ্র দখল ও ভোটারদের নিরাপদে ভোট দিতে বাধা দিতে পারে। পুলিশ সদস্যরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে তার কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হানা দিয়ে ভোটারদের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। অন্যদিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও আওয়ামী লীগসমর্থিত প্রার্থী আফজল খান অভিযোগ করেছেন, রিটার্নিং কর্মকর্তা ও তার দফতরের অন্য কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন না। জাতীয় পার্টিসমর্থিত প্রার্থী এয়ার আহমেদ সেলিম অভিযোগ করে বলেন, নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার হতে পারে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূর-উর রহমান তানিমের আশঙ্কা, তার ওপর হামলা হতে পারে। তবে অতিরিক্ত পুলিশ সুপার সাজিত হোসেন গতকাল আমার দেশ-কে বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীতে নির্বাচন হবে। আকস্মিক নাশকতার আশঙ্কা : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ২৩ নভেম্বর। এর পর থেকে বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন কর্মকর্তারা। ঠিকভাবে প্রচারণাও চালান প্রার্থীরা। তবে নির্বাচনের শেষ পর্যায়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ একডজন কেন্দ্রীয় নেতার বিশাল মহড়া ও বাড়াবাড়িতে উত্তপ্ত হয়ে ওঠে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচন স্থগিত করতে কমিশনের আলটিমেটামে গত বুধবার রাতে তারা নির্বাচনী এলাকা ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে নাশকতার অভিযোগে গ্রেফতার হয় দুই ব্যক্তি। এর পরই সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে তাওহীদ হাসান ও ইমরান নামে দুই ব্যক্তিকে আটক করে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি জানান, মঙ্গলবার ভোর রাতে রানীরবাজার সড়কের ধর্মপুর এলাকায় প্রেস লেখা দেখে একটি প্রাইভেট কার থামিয়ে চ্যালেঞ্জ করেন। তারা নিজেদের সাংবাদিক হিসেবে দাবি করেন। কিন্তু কোথায় কাজ করেন—জানতে চাইলে সন্দেহভাজনরা নিজেদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেসকর্মী হিসেবে পরিচয় দেন। তারা কোনো প্রমাণ উপস্থাপন করতে না পারায় গাড়িটি তল্লাশি চালিয়ে নাশকতার পরিকল্পনা সংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়। উদ্ধার করা কাগজপত্রে বিভিন্ন ওয়ার্ডেও সন্ত্রাসীদের তালিকা, কাউন্সিলর প্রার্থীদের তালিকা, বিশিষ্টজনদের তালিকা, তাদের গায়ের রং ও উচ্চতা শনাক্তকারী চিহ্ন, ভোটার তালিকাসহ বিভিন্ন উপকরণ পাওয়া যায়। তাদের ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হলে সিনিয়র বিচারিক ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান গাজী আটকদের জিজ্ঞাসাবাদ করে ৬ মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠিয়ে দেন। তবে তারা কার পক্ষে কাজ করছিলেন, তা জানাতে পারেননি তিনি। এ সময় রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, আমাদের ধারণা, নির্বাচন বানচাল করতে তারা বড় ধরনের পরিকল্পনা করেছিল। তিনি আরও বলেন, এই মুহূর্তে আমরা নির্বাচনে নাশকতার আশঙ্কা করছি। কোনো একটি মহল নির্বাচন বানচালের জন্য বড় ধরনের পরিকল্পনায় জড়িত থাকতে পারে। নাশকতা বিষয়ে বিশেষ নজর দেয়া হচ্ছে; তবে নাশকতামূলক ঘটনা ঘটলে তাত্ক্ষণিকভাবে নির্বাচন স্থগিত করা হবে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাজিত হোসেন বলেন, আমরাও নাশকতার কিছুটা আশঙ্কা করছি; তবে নির্বাচনের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আজ ভোটগ্রহণ ও নিরাপত্তা ব্যবস্থা : নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি সূত্র জানায়, এ নির্বাচনে মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ২১৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে একজন নগরপিতা, ২৭ জন কাউন্সিলর ও ৯ জন মহিলা কাউন্সিলর নির্বাচিত হবেন। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬৫ কেন্দ্রের ৪২১টি বুথে বিরতিহীন চলবে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের ইতিহাসে এবারই প্রথম সব কেন্দ্রে ইলেকট্রোনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণ হবে। কেন্দ্রগুলোর মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ৬৫টি মধ্যে ৪৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে সব কেন্দ্রেই প্রথমবারের মতো ওয়েবক্যাম স্থাপন করা হয়েছে। নির্বাচন চলাকালে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ওয়েবক্যামের ফুটেজ দেখে তাত্ক্ষণিকভাবে তাকে শাস্তি দেয়া হবে। নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে আজ ও আগামীকাল তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনে ২ হাজার ৩২৪ জন পুলিশ ও আনসার সদস্য এবং প্রায় এক হাজার র্যাব সদস্য নিয়োগ দেয়া হয়েছে। তারা গতকাল নগরীর বিভিন্ন পয়েন্টে মহড়া দিয়েছেন। এছাড়া ওয়ার্ডপ্রতি থাকছে নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক। প্রতি ওয়ার্ডে গোপন পর্যবেক্ষক রাখার ঘটনাও এই প্রথম। ৫ জানুয়ারির এই নির্বাচন অবাধ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ইসি। প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৪ জন এবং সাধারণ কেন্দ্রে ২২ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে। এছাড়া কেন্দ্রের বাইরের পরিস্থিতি দেখভালে প্রতিটি কেন্দ্রে একজন এসআইর নেতৃত্বে ৫ জন করে অ্যাকশন ফোর্স থাকবে। প্রতি তিন কেন্দ্রের জন্য পুলিশের একটি মোবাইল টিম সক্রিয় থাকবে। কেন্দ্রের আশপাশে ৮ জনের একটি র্যাবের টিম টহল দেবে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ২৭ ওয়ার্ডে ২৭ জন ইসির নিজস্ব গোপন পর্যবেক্ষক কমিশনকে নির্বাচন সংক্রান্ত যাবতীয় রিপোর্ট দেবে। কোথাও অনিয়ম দেখলে এ গোপন পর্যবেক্ষকরা তাত্ক্ষণিকভাবে তা রিটার্নিং অফিসারকে জানাবেন। কোথাও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তা বন্ধে র্যাব-পুলিশের ৫০ জন রিজার্ভ ফোর্স রিটার্নিং অফিসারের দফতরে উপস্থিত থাকবেন। থানার ওসিদের কর্মকাণ্ড দেখভালে দু’জন ইসির পর্যবেক্ষক সার্বক্ষণিকভাবে তাদের সঙ্গে থাকবেন। ভোটের দিন বহিরাগতরা যাতে নগরীতে প্রবেশ করতে না পারে সেজন্য প্রবেশপথে চৌকি বসানো হয়েছে। তারা তল্লাশি করে সব যানবাহন ঢুকতে দেয়া হচ্ছে। ভারতীয় নাগরিক বাদ না দেয়ার প্রতিবাদে প্রার্থিতা প্রত্যাহার : কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার তালিকায় ভারতীয় নাগরিকদের বাদ না দেয়ার প্রতিবাদে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. সালমান সাঈদ। গতকাল রাতে তিনি বলেন, দৈনিক আমার দেশ পত্রিকায় গত ১৫ ডিসেম্বর ‘ভারত ও বাংলাদেশে অভিন্ন ভোটার’ শীর্ষক সংবাদে কুমিল্লায় বেশ কয়েকজন ভারতীয় ভোটার থাকার তথ্য প্রকাশিত হয়। নির্বাচনের জন্য সংগ্রহ করা ভোটার তালিকায় সিটি করপোরেশন এলাকায় বিপুল ভারতীয় ভোটার রয়েছে বলে জানতে পারি। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করি। কিন্তু কোনো ব্যবস্থা না নেয়ায় গত ২০ ডিসেম্বর হাইকোর্টে ত্রুটিমুক্ত ভোটার তালিকা হালনাগাদ করে পুনঃতফসিল ঘোষণার জন্য রিট দায়ের করি। ওই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসাইন হায়দার এবাং বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ৭ দিনের মধ্যে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দেন। কিন্তু নির্বাচনী কর্মকর্তা এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা না নেয়ায় গতকাল বুধবার এ ব্যাপারে হাইকোর্টে আবেদন করলে আদালত ৪ সপ্তাহের রুল জারি করেন। এ অবস্থায় ভোটার তালিকার আমার আপত্তি থাকায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। তালিকাভুক্ত সন্ত্রাসীরা ধরা পড়েনি, উদ্ধার হয়নি অস্ত্র : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে অতীত রেকর্ড যাচাই করে ১৪৮ জনের চিহ্নিত সন্ত্রাসীদের একটি তালিকা করা হয়। এর মধ্যে শুধু কোতোয়ালি থানায় ১২ জন ও সদর দক্ষিণ থানার ২৮ সন্ত্রাসীর তালিকা করা হয়। তালিকার বাইরে রয়েছে আরও অনেক সন্ত্রাসী। এসব সন্ত্রাসীকে গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থতার পরিচয় দিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশের হিসাব অনুযায়ী তফসিল ঘোষণা থেকে গতকাল পর্যন্ত মাত্র ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়নি অবৈধ অস্ত্র। জেলা প্রশাসনের হিসাবে কুমিল্লা শহরে বৈধ আগ্নেয়াস্ত্রের সংখ্যা ২০৫টি। এ পর্যন্ত ১৩১টি বৈধ অস্ত্র জমা পড়েছে। ভোটারদের আশঙ্কা, আটক না হওয়া সন্ত্রাসীরা নির্বাচনের যেকোনো মুহূর্তে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। গর্জে উঠতে পারে বৈধ-অবৈধ সব আগ্নেয়াস্ত্র। যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার সাজিত হোসেন বলেন, নির্বাচন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা গড়ে তোলা হয়েছে। এ পর্যন্ত ১৪ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অনেক বৈধ অস্ত্র থানায় জমা হয়নি। ওইসব অস্ত্রধারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সাক্কুর সংবাদ সম্মেলন : নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি ও সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে নিজের শঙ্কার কথা জানাতে সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী মনিরুল হক সাক্কু গতকাল নানুয়াদীঘির পাড়ের নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজল খান ও দলীয় নেতারা নির্বাচনে বহিরাগতদের নিয়ে কেন্দ্র দখল করতে পারেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো ফল পাননি বলে অভিযোগ করেন। তিনি অভিযোগ করে বলেন, আমার নেতাকর্মীদের বাসায় গিয়ে পুলিশ তল্লাশির নামে অযথা হয়রানি করছে। তারা যাতে আমাকে ভোট না দেন বা আমার পক্ষে কাজ না করেন সেজন্য ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি বলেন, মঙ্গলবার রাতে সালমানপুরে এক ছাত্রকে আটক করার পর আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় মোটরসাইকেল সমাবেশ করেছেন, লোটাস কামাল পুলিশ প্রটোকল নিয়েছেন, জাতীয় সংসদের হুইপ মুজিবুর রহমান মোবাইলে ফোন করে আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন। অথচ পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমার কর্মীদের হয়রানি করছে। তিনি আরও বলেন, কেন্দ্র ও ভোটারদের যাতায়াতের নিরাপত্তার নিশ্চিত করতে হবে। ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, অন্তত তিন মাস আগ থেকে প্রচারণা চালালে ভোটাররা আরও বেশি জানতে পারতেন। এ পদ্ধতিতে কোনো কারচুপি হলে জনগণ তার জবাব দেবেন। নির্বাচন কমিশন থেকে পর্যবেক্ষণের জন্য যাদের নিয়োগ দেয়া হয়েছে, তাদের বেশিরভাগই সরকারদলীয় সমর্থক বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহসভাপতি ফজলুল হক ফজলুল, কণ্ঠশিল্পী আসিফ আকবর, আবদুর রউফ চৌধুরী ফারুক, প্রার্থীর ভাই অ্যাডভোকেট কাইয়ুম উল রিংকু, অ্যাডভোকেট আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মেয়র প্রার্থীরা যা বললেন : আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আফজল খান গতকাল আমার দেশকে বলেন, যুবদলের সম্মেলনে অস্ত্রের যে ঝংকার শোনা গিয়েছিল, সেসব অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। এসব অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসীরা যাতে নির্বাচন ব্যাঘাত সৃষ্টি করতে পারে। এ ছাড়া প্রচুর পরিমাণে কালো টাকার ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনসহ নির্বাচনী কর্মকর্তারা নিরপেক্ষ নন। তাদের কাজকর্ম সন্দেহজনক। জাপা সমর্থিত মেয়র প্রার্থী এয়ার আহমেদ সেলিম বলেন, মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর গতকাল ডাকা সংবাদ সম্মেলনকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন আখ্যায়িত করে বলেন, আওয়ামী সমর্থিত প্রার্থী আফজল খান ও মনিরুল সাক্কু দু’জনই কালো টাকা বিতরণ ও সন্ত্রাসীদের লালন করেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি বলেন, এ দুই প্রার্থীর কাছে মানুষ আজ অসহায়। এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে বিষোদ্গার করে কথা বললেও আসলে এটা তাদের অভিনয়। নির্বাচন কমিশনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। আওয়ামী লীগ নেতা মেয়র প্রার্থী নূর-উর রহমান তানিম বলেন, ভোটগ্রহণের দিন আজ আমার ওপর হামলা হতে পারে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তৃতীয় পক্ষ এ হামলা চালাতে পারে। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্যে কয়েকজনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। একই দলের তিন প্রার্থী সম্পর্কে তিনি বলেন, এটি স্থানীয় সরকার নির্বাচন। সাধারণ মানুষ চায় এ নির্বাচনে দল হস্তক্ষেপ না করুক। এতে স্থানীয় গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়। তানিমের সংবাদ সম্মেলন : এদিকে গতকাল নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে জনরায় ছিনতাইয়ের আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী নূর-উর রহমান তানিম। তিনি বলেন, পুলিশ প্রশাসন সরকারি দলের প্রার্থীর পক্ষে কাজ করছে। ইসির অধীনে প্রশাসন থাকলে কেন সরকারি দলের প্রার্থীর পক্ষে পুলিশ কাজ করছে তা সরকার ও নির্বাচন কমিশনের কাছে জানতে চান তিনি। মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন : আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আফজল খান (আনারস) নগরীর নজরুল এভিনিউ এলাকায় মডার্ন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, নাগরিক কমিটির মনিরুল হক সাক্কু (হাঁস) উত্তর চর্থা এলাকার হোচ্ছামিয়া হাইস্কুল কেন্দ্রে, জাতীয় পার্টির এয়ার আহমেদ সেলিম (টেলিভিশন) ইসলামপুর এলাকার ইসলামিয়া আদর্শ বিদ্যালয় কেন্দ্রে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম (চশমা) রানীর দীঘির পাড় ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান মিঠু (জাহাজ) অশোকতলা এলাকার ইসহাক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। এ ছাড়া জেএসডির শিরিন আক্তার (তালা) দক্ষিণ চর্থা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, স্বতন্ত্র প্রার্থী চঞ্চল কুমার ঘোষ (ঘোড়া) পদুয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও মো. সালমান সাঈদ (দোয়াত কলম) হাউজিং এস্টেট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন বলে জানিয়েছেন।

No comments: