http://themonthlymuktidooth.blogspot.com

Wednesday, March 7, 2012

জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন

জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন ৩১ এফ তোপখানা রোড, ঢাকা …………………………………………………………………………….. আন্তর্জাতিক নারী দিবসের ঘোষনা: গার্হস্থ্য শ্রমের জাতীয় স্বীকৃতি এবং শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আইএলও কনভেনশন-১৮৯ অনুমোদন ও শ্রম আইন চাই। ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ১৯১০ সাল থেকে ৮ই মার্চ বিশ্বব্যাপি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৮৫৭ সালে নিউ ইয়র্কের নারী শ্রমিকের সংগ্রামের মধ্য দিয়েই নারী দিবসের সংগ্রামের সূত্রপাত। উন্নত কর্ম পরিবেশ, বাঁচার মতো মজুরীর দাবীতে সেদিন নারী শ্রমিকেরা সংগ্রামের সূত্রপাত ঘটিয়েছিল। সে সংগ্রাম আজও বিদ্যমান। নারী দিবসের ১০২ তম বার্ষিকীতে বাংলাদেশের নারী শ্রমিকেরা আজও নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের নারী শ্রমিকেরা কর্মস্থলে নানান ধরনের হয়রানী ও বৈষম্যের শিকার। বাংলাদেশের গৃহকর্মে নিয়োজিত লক্ষ লক্ষ নারী শ্রমিক, তাদের মানবাধিকার পদদলিত। গার্হস্থ্য শ্রমের জাতীয় স্বীকৃতি এবং গৃহ শ্রমিকের শ্রমিক হিসেবে স্বীকৃতি না থাকায়, গৃহ শ্রমিকেরা তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে পারছে না। তাই এ বছর আন্তর্জাতিক নারী দিবসে গৃহ শ্রমিকের দাবী হচ্ছে, স্লোগান হচ্ছে- ‘‘গার্হস্থ্য শ্রমের জাতীয় স্বীকৃতি এবং গৃহ শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আইএলও কনভেনশন ১৮৯ অনুমোদন এবং শ্রম আইন প্রনয়ণ কর”। XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

No comments: