http://themonthlymuktidooth.blogspot.com

Wednesday, March 7, 2012

International Women's Day Observed-6th March-2012 Front of National Press Club - Dhaka

International Women's Day Observed-6th March-2012 Front of National Press Club - Dhaka https://www.facebook.com/media/set/?set=a.314189068639153.73699.100001441878306&type=1 ইউটিউব লিন্ক ভিডিও:-:- http://www.youtube.com/watch?v=K-wE3iKy-fw&feature=youtu.be http://www.youtube.com/watch?v=zgS6EbPKhmQ&feature=youtu.be আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চারটি সংগঠনের যৌথ উদ্দ্যোগে ৬ মার্চ ২০১২, মানব বন্ধন ও র‌্যালি কর্মসূচী অনুষ্ঠিত ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ ৬ মার্চ ২০১২ চারটি সংগঠন :- মুক্ত শিশু ও নারী শ্রমিক ফোরাম, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারি ফেডারেশন এবং টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়নস্ ফেডারেশন এর যৌথ উদ্দ্যোগে “নারীর প্রতি সহিংসতা রুখে দাও” স্লোগানকে ধারন করে সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সন্মুখে এক মানব বন্ধন ও র‌্যালি কর্মসূচী পালিত হয়। উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন “মুক্ত শিশু ও নারী শ্রমিক ফোরাম” এর সভাপতি লাভলী ইয়াসমিন, ‘‘স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন” এর সভাপতি শামিমা নাসরিন, ‘‘বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারি ফেডারেশন” এর জাহানারা বেগম, এবং ‘‘টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়নস্” ফেডারেশন এর কোহিনুর বেগম। ‍উক্ত কর্মসূচীতে আরও সংহতি বক্তব্য রাখেন,‘‘গার্হস্থ্য নারী শ্রমিক ফোরাম” এর মুর্শিদা বেগম, ‘‘ন্যাচার ক্যাম্পেইন বাংলাদেশ” এর আহ্বায়ক আশা মনি ও সদস্য সচিব এস. সাজু এবং বিশিষ্ঠ নারী বান্ধব শ্রমিক নেতা আবুল হোসাইন। মানব বন্ধন কর্মসূচীতে শ্রমিক ও নারী নেতৃবৃন্দ বলেন ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে নারী শ্রমিকদের সংগ্রামের দিন। ১৮৫৭ সালে নারীর যে সংগ্রামের সুত্রপাত ঘটিয়েছিল সেই সংগ্রাম আজও চলমান। বাংলাদেশের শ্রমজীবি নারীরা তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রেখেছেন। বক্তারা আরও বলেন আজ নারীরা তাদের দক্ষতা ও পরিশ্রমে দেশের সকল কর্মকান্ডে প্রশংসিত অবদান রেখে চলেছেন। গার্মেন্টস শিল্পে নারীরা শ্রমের ফলশ্রুতিতে আজ এই শিল্প দেশের দ্বীতিয় রপ্তানী কারক দেশে প্রতিষ্ঠিত হয়েছে। নেতৃবৃন্দ অত্যন্ত দু:খের সঙ্গে বলেন, আজও দেশের শিল্প কলকারখানায় নারীদের মজুরী দাস হিসেবে ব্যাবহার করা হচ্ছে। কথায় কথায় ফতোয়া প্রদানের মাধ্যমে নারীদের নির্যাতন করা হয়। উক্ত কর্মসূচীতে নারী শ্রমিকদের ন্যায্য মজুরী, মাতৃকালীন সুযোগ সুবিধা, স্বাস্থ্য সম্মত কর্ম পরিবেশ ও সকল ফতোয়াবাজের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবী জানানো হয় এবং এ পর্যন্ত নির্যাতনে মৃত্যু বরনকারি নারীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। বার্তা প্রেরক, ইসরাত তন্নী

No comments: