http://themonthlymuktidooth.blogspot.com

Wednesday, July 9, 2014

ব্যাটারী চালিত যানবাহনরগুলি বিদ্দুত অপচয় এবং যান চলাচলে মানুষের দুর্ভোগ ""







চিত্র ব্যাটারী চালিত যানবাহনরগুলি বিদ্দুত অপচয় এবং যান চলাচলে মানুষের দুর্ভোগ

চিত্র ব্যাটারী চালিত যানবাহন (আদৌ যানবাহন কিনা ) যে গুলি বিরাট পরিমান বিদ্দুত শক্তি ব্যবহার করে ঢাকার নিউ মার্কেট থেকে সেকশন, নবাবগঞ্জ বট তোলা থেকে চকবাজার, কিল্লার মোর থেকে মাতবর বাজার চলাচল করে প্রচন্ড যানজট সৃস্টি ও পরিবেশ গুলি নষ্ট করসে, সেদিকে বাংলাদেশ সরকারের ঘোষিত নিষেধাগ্গা কি প্রযোজ্য নহে ল রেগিস্ত্রান্তীয়ন, নম্বর বিহীন যান বাগন গুলির রোড এ চলার এখতিয়ার আসে কি? উচ্চ আদালতের নিসেধাগ্গা কিভাবে অমান্য হোএ? ফিটনেস বিহীন যানবাহন গুলি কি সেটিং ও ফিটিং এর মধ্ধেই চলতে থাকবে? যোগাযোগ মন্ত্রনালয় এর আদেশ,ট্রাফিক বিভাগ কি ঘুষ দিয়া সামলানো সম্ভব? যথার্থ কর্তিপখ্খের দৃষ্টি হওয়া উচিত বলে মনে করি বিশাল সংখ্যক জন সাধারণের স্বার্থে l
 ঢাকা,বাংলাদেশ

No comments: