http://themonthlymuktidooth.blogspot.com

Friday, January 23, 2015

"Communist Party of Bangladesh -CPB"



২৩ জানুয়ারি ২০১৫: চলমান রাজনৈতিক সংকট বাংলাদেশকে গভীর অনিশ্চয়তার দেশে পরিণত করেছে। এ পরিস্থিতির পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ সংবিধানের ১৫তম সংশোধনী। বুধবার এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রতিবাদ সমাবেশ পালনের স্থানগুলো বর্তমানে অনিরাপদ হয়ে উঠেছে। এমনকি প্রতিবাদ কর্মসূচি না থাকলেও, দেশটিতে জনগনের ও সম্পদের নিরাপত্তার কোন নিশ্চয়তা নেই। ভেঙে পড়া সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন অবস্থায় রয়েছে যে, সম্পদহানি আর মানুষকে আহত বা হত্যা হচ্ছে কোনো প্রকার জবাবদিহি বা বিচারের ভয় ছাড়াই। প্রায়ই এসব কর্মকান্ড চলাকালে আইন প্রয়োগকারী সংস্থাগুলো কোন প্রকার হস্তক্ষেপ না করে প্রত্যক্ষ করছে বা তারা হস্তক্ষেপ করলেও তার ফল হচ্ছে জনগণও সম্পদের অধিক ক্ষয়ক্ষতি।- ওএনবি, লন্ডন 

No comments: