http://themonthlymuktidooth.blogspot.com

Monday, January 26, 2015

"Press Release from বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটি/আন্দোলনের নামে মানুষ হত্যা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ......মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি"



মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এম.পি বলেছেন, আন্দোলনের নামে মানুষ হত্যা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। তিনি বলেন মানবিক মর্যদা, সাম্য, সুশাসন হচ্ছে মুক্তিযুদ্ধের মূলভিত্তি। ২৬ জানুয়ারি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় ও মৃত্যুঞ্জয়ী স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা অভিন্ন ও অবিচ্ছেদ্য। বতমান সরকার বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। যার ফলে দেশে অর্থনীতি ও সামাজিক অগ্রগতি এগিয়ে চলেছে। বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ প্রসংশনীয় কাজ করে আসছে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কবি কাজী রোজী ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক আরো বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র রক্ষা হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃতে জাতীয় ও আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ও মর্যাদা উন্নত হয়েছে। বর্তমান সরকারের গতিশীল কার্যক্রম অব্যাহত থাকলে ২০২১ সালের পূর্বেই বাংলাদেশ মধ্যম আয়ের ও ২০৪০ সালের মধ্যে উন্নত ধনী দেশের পরিণত হবে। তিনি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কার্যক্রমের প্রশংসা করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও তাঁর সম্পর্কে জানতে গবেষণা প্রয়োজন। বঙ্গবন্ধু গবেষণা পরিষদ এই লক্ষ্যে কাজ করছে। বঙ্গবন্ধুর সম্পর্কে অনেক অজানা ও মূল্যবান তথ্য বঙ্গবন্ধু গবেষণা পরিষদের নিরলস চেষ্টায় পাওয়া সম্ভব বলে তিনি প্রত্যাশা করেন। বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য কবি কাজী রোজী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে তরুন সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি তরুন সমাজকে লেখাপড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর সর্ম্পকে জানার আহŸান জানিয়েছেন। প্রধান আলোচকের বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্যে সর্বস্তরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা প্রয়োজন। সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি  মিয়া  বাবুল বলেন, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ও জনগণের স্বার্থ রক্ষায় সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করতে হবে।

বার্তা প্রেরক

(মোঃ আব্দুর রাজ্জাক)
দপ্তর সম্পাদক
বঙ্গবন্ধু গবেষণা পরিষদ
কেন্দ্রীয় কমিটি

No comments: