http://themonthlymuktidooth.blogspot.com

Saturday, October 1, 2016

"মাননীয় বাংলাদেশ প্রধান মন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে শরীয়তপুর ছাত্র লীগ এর আয়োজন "



Majid, Peelkhana Post Office Masjid, Dhaka

"URGING TO REBUILD BANGLADESH ELECTION COMMISSION BY ALL POLITICAL PARTIES PARTICIPATION FOR FUTURE BANGLADESH DEVELOPMENT: BY DUDU VICE CHAIRMAN OF BNP"

ইসি গঠনে আলোচনার উদ্যোগ নিন : দুদু
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীন নির্বাচন কমিশন গঠনের জন্য আলোচনার উদ্যোগ গ্রহণ করুন। গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত স্বাধীন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলের ভূমিকা ও জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, সকলে মিলে আলোচনার বিষয়বস্তু হবে, আগামী নির্বাচন কোন সরকারের অধীনে হবে, দেশে স্থিতিশীল পরিবেশ ফিরে আনা, ব্যক্তিবিদ্বেষ নয় এবং দেশকে সমৃদ্ধ করার বিষয়ে আলোচনা হবে। আলোচনা-সমঝোতা ছাড়া গণতন্ত্র অর্থহীন। আমরা রাস্তায় গিয়ে আন্দোলন করে দাবি মানতে সরকারকে বাধ্য করব, এটি কোনো স্বাধীন দেশের ঘটনা হতে পারে না। আমরা আমাদের কথা সভা-সেমিনারে বলব, তিনি (প্রধানমন্ত্রী) বিবেচনা করবেনÑ এটিই গণতন্ত্র। তিনি বলেন, দীর্ঘ সফর শেষে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন। তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, দেশ পরিচালনা করেছেন। তিনি যেভাবেই ক্ষমতায় আসুন না কেন, তিনি এখন প্রধানমন্ত্রী। গণতন্ত্রের সপক্ষে দায়িত্ব পালন করার জন্য তার একটা সুযোগ রয়েছে। দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্বচ্ছ নির্বাচনের প্রথম পদক্ষেপ হিসেবে তিনি তার সহকর্মীদের নিয়ে উদ্যোগী হয়ে বিএনপিসহ সকল বিরোধী দলকে আলোচনার আহ্বান জানাতে পারেন। প্রধানমন্ত্রীর কাছে দেশবাসী এটা প্রত্যাশা করে। কিন্তু আমরা দেখছি, প্রধানমন্ত্রী আলোচনার পাশ কাটাচ্ছেন। প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার কাছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি সুযোগ আছে। এটা হলো, দেশের সকল বিরোধী দলগুলোকে নিয়ে আলোচনায় বসতে হবে। তাই আর দেরি না করে বিরোধী দলগুলোকে আলোচনায় বসার জন্য আহ্বান জানান। : নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘সমসাময়িক সময়ে নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবীদের পক্ষ থেকে নানা কথাবার্তা বলা হচ্ছে। বিএনপির পক্ষ থেকেও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে দলের বক্তব্য তুলে ধরেছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো তামাশার নির্বাচন এ দেশের মানুষ আর দেখতে চায় না। কারণ ওই নির্বাচন ছিল জাতির জন্য একটি কলঙ্ক। আমরা চাই, জনগণ উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। রাজনৈতিক দলগুলো স্বাচ্ছন্দ্যে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিতে পারবে, যেখানে মৃত্যুর ভয় থাকবে না।’ ইসি গঠন নিয়ে প্রস্তাব রেখে দুদু বলেন, স্বাধীন-সার্বভৌম ক্ষমতার অধিকারী কোনো ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার করতে হবে। এছাড়া শিক্ষক, অবসরপ্রাপ্ত বিচারপতি, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও পেশাজীবী নেতাদের মধ্য থেকে তিন-চারজন সহকারী নির্বাচন কমিশনার নিয়োগ করা যেতে পারে। রাজনৈতিক দলের বাইরে থেকে নিতে চান, অসুবিধা নেই। কারণ দেশে এমন ধরনের হাজার হাজার লোক রয়েছেন। বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘স্পষ্ট কথাÑ আমরা দেখতে চাই, আগামী নির্বাচনের প্রথম পদক্ষেপ হিসেবে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সারাদিন কেমন যাবে, তা যেমন ভোরের সূর্য জানান দেয়; তেমনি এই সরকার আগামী দিনে কী চাচ্ছে, নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে তা-ও আমরা বুঝতে পারব। সে জন্য এই নির্বাচন কমিশন গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ : বিএনপির সদ্য মরহুম নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহকে ‘লড়াই-সংগ্রাম করা মানুষ’ হিসেবে আখ্যায়িত করে শামসুজ্জামান দুদু বলেন, ওয়ান-ইলেভেনে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের অনেক মন্ত্রী বন্দি ছিলেন, তখন তাদের মুক্তির দাবি ও ওয়ান-ইলেভেনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন হান্নান শাহ। অথচ তাঁর মৃত্যুতে সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশিত সম্মান প্রদর্শনের ব্যাপারটি দেখলাম না। : বন্ধু দলের আহ্বায়ক শরীফ মোস্তফাজামান লিটুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. ওবাইদুর রহমান, নির্বাহী সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, শাহবাগ থানা কৃষক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম, নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুক পীর সাহেব প্রমুখ। : :
Majid, Complementary reproduced from The Daily Dinkal 

"গণতান্ত্রিক বাম মোর্চা - প্রেস রিলিজ "

গণতান্ত্রিক বাম মোর্চা
কেন্দ্রীয় পরিচালনা পরিষদ
অস্থায়ী কার্যালয়ঃ ২৩/, তোপখানা রোড (নিচতলা), ঢাকা- ১০০০।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন, শ্রমিক-কৃষক সমাজবাদী দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, গণসংহতি আন্দোলন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী)
মোবাইল: ০১৭১১১৮২০৫৯, ০১৭১২৫৮৪৩৯৯, ০১৭১১৮৯৫৮৪৫, ০১৭২০০৫৭৩৯০, ০১৭১৬৯০১৬৪৭
প্রেসবিজ্ঞপ্তি/৩০ সেপ্টেম্বর ২০১৬


সুন্দরবন রক্ষার সাইকেল ্যালিতে ছাত্রলীগের হামলা পুলিশি বাধার ঘটনায় Ñগণতান্ত্রিক বাম মোর্চার নিন্দা ক্ষোভ
                                                    

গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক বাসদ(মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্ত্তী মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হেসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, বাসদ(মাহবুব)-এর কেন্দ্রীয় নেতা ইয়াসিন মিঞা মহিনউদ্দিন লিটন যুক্ত বিবৃতিতে, “রামপালে কয়লাভিত্তিক বিদ্যু কেন্দ্র বাতিলের দাবিতে আয়োজিত সাইকেল ্যালি কর্মসূচিতে দফায় দফায় বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলা এবং পুলিশের জলকামান থেকে গরম পানি নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করেন। নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, দীর্ঘদিন ধরে সুন্দরবন রক্ষার আন্দোলনের কারণে মানুষের মধ্যে এই আন্দোলনের যৌক্তিকতা প্রতিষ্ঠা পেয়েছে। এই আন্দোলনে সর্বস্তরের  মানুষ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করছে। তার ধারাবাহিকতায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সাইকেল ্যালির আয়োজন। সাইকেল ্যালিতে ছাত্রলীগের হামলা নৈতিক পরাজয়েরই নামান্তর। নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সাথে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেফতার দাবি করেন এবং একই সাথে সর্বনাশা রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যু প্রকল্প বাতিল করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

"HINDU JATIYO MOHAJOT - HUMAN RALLY "


"মাদক ও জঙ্গি বিরোধী আলোচনা এবং বইয়ের মোড়ক উন্মোচন "





Sangbadik Majid, Peelkhana Post Office Masjid, Dhaka

Wednesday, September 28, 2016

"জানাজা এবং জন্মদিনের দোআ অনুষ্ঠিত : ঢাকা বিশ্বব্যালায় এলামনাই প্রেস রিলিজ , আলী নেয়ামত "


"MESS OWNER ASSOCIATION DINAJPUR"


Majid, Peelkhana Post Office Mess, Dhaka

Press Release from Jatiyo Sonajtantrik Dall (JASOD)



সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে জাসদের শোক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারন সম্পাদক শিরীন আখতার এমপি আজ মঙ্গলবার এক শোক বার্তায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, লেখনির মাধ্যমে সামছুল হকের অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরন রাখবে। তারা প্রয়াত লেখক সামছুল হকের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন

"BANGLADESH SOCIALIST PARTY (BASOD)"

মজদুর, এক হও!

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)
             কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটি
                              ২২/ তোপখানা রোড (৬ষ্ঠ তলা) ঢাকা-১০০০। ফোন ফ্যাক্স : ৯৫৭৬৩৭৩। -মেইল: সধরষ@ংঢ়নস.




ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্পের প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী)’ আয়োজনে আগামী Ñ অক্টোবর ঢাকা Ñ কুড়িগ্রাম রোডমার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোডমার্চ কর্মসূচির বিস্তারিত বিবরণসহ এক সংবাদ সম্মেলন আগামীকাল ২৯ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নির্মল সেন মিলনায়তনে(২৩/ তোপখানা রোডস্থ, নীচতলা) অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বাসদ(মার্কসবাদী) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 

"CHAIRPERSON BEGUM KHALEDA ZIA OF BNP MET THE FAMILY MEMBERS OF DEATH BRIGADIER GENERAL HANNAN SHAH AT HIS HOME "



 বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হান্নান শাহ' মরদেহের প্রতি শ্রদ্ধা প্রদর্শন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য মরহুমের বাস ভবনে যান — with Zia Parishod, Zia Porishod and Voiceof Zia Sena.