http://themonthlymuktidooth.blogspot.com

Tuesday, January 17, 2017

"গুলিস্তানে উচ্ছেদকৃত হকারদের সাথে জাসদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা"

পুনর্বাসন ছাড়া একতরফা উচ্ছেদ অযৌক্তিক: শিরীন আখতার
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নেতৃবৃন্দের সাথে আজ সন্ধ্যা :৩০ টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে গুলিস্তানে উচ্ছেদকৃত হকারদের সাথে মতবিনিময় করেন। হকার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত হাকর জোটের সভাপতি মোহাম্মদ আলী হাওলাদার, মোঃ শফিকুল ইসলাম, শাহ আলম শেখ, শহিদ, আনোয়ার হোসেন, আলাউদ্দিন টোকনসহ অসংখ্য হকার। জাসদ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি শিরীন আখতার এমপি, জাসদের সহ-সভাপতি এড. হাবিবুর রহমান শওকত, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, ওবায়দুর রহমান চুন্নু, সহ-দফতর সম্পাদক মনির হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুজ্জামান বাদশা, সহ-সম্পাদক আশরাফুল হক ঝন্টু, শ্রমিক জোটের দফতর সম্পাদক কনক বর্মন, প্রচার সম্পাদক সরদার খোরশেদ প্রমূখ। 

মতবিনিময় সভায় শিরীন আখতার বলেন, পুনর্বাসন ছাড়া একতরফা উচ্ছেদ অযৌক্তিক। তিনি বলেন, আলোচনা সাপেক্ষে হকারদের সমস্যা সমাধান করতে হবে। বল প্রয়োগে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। শিরীন আখতার হকারদের পরিচয় পত্র প্রদান করার আহ্বান জানান। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ফুটপাতের হকার ফুটপাতেই থাকবে। 
বার্তা প্রেরক 


সাজ্জাদ হোসেন 


No comments: