http://themonthlymuktidooth.blogspot.com

Thursday, August 3, 2017

Bongobodhu o Bongomata Jubo Porished



e½eÜz I e½gvZv hye cwil`
Kvh©vjq t mviv‡q Lvg, evox-676 (cyivZb) avbgwÛ-32, XvKv
 

ZvwiL: 01 AvM÷, 2017


e½eÜz I e½gvZv hye cwil‡`i Av‡qvR‡b RvwZi RbK e½eÜz †kL gywReyi ingv‡bi 42Zg kvnv`vr evwl©Kx I RvZxq †kvK w`em-2017 Dcj‡¶ AvR 1 AvM÷, 2017 mKvj 9Uvq  avbgwÛ-32 b¤^‡i †kvKven AvM÷ gv‡mi gvme¨vcx Kg©m~wPi D‡Øvab I RvwZi wcZvi cÖwZK…wZ‡Z msMV‡bi c¶ †_‡K dz‡ji kª×v wb‡e`b Kiv nq|

Abyôv‡b cÖavb AwZw_- gvbbxq †ijc_ gš¿x †gvt gywReyj nK Ggwc I we‡kl AwZw_- evsjv‡`k AvIqvgx jx‡Mi Dc‡`óvgÛjxi m`m¨ evey mZxk P›`ª ivq| e½eÜz I e½gvZv hye cwil‡`i †Pqvig¨vb wkwib AvKZvi gÄy I m`m¨ mwPe †gvt gwbi“¾vgvb Ry‡qj Gi †bZ…‡Z¡ AviI Dcw¯’Z wQ‡jb ‡K›`ªxq KwgwUi †bZv †gvt †gvqv‡¾g †nv‡mb, †gvt AvjgMxi †nv‡mb, ˆmq` Avt gwZb, Avb›` Kzgvi †mb, GW‡fv‡KU gvmyg wej­vn, ‡gvt †ivKb DwÏb cvVvb, myRb gRyg`vi, Rvnv½xi Avjg, w`ßxmn †jK mvK©vm D”P evwjKv we`¨vj‡qi `yÕkZvwaK wkï-wK‡kvi †kvK i¨vjx‡Z AskMÖnY K‡i|

‡ijc_ gš¿x gywReyj nK e‡jb, AvM÷ gvm †kv‡Ki gvm| GB gv‡mi 15B AvM÷ 1975 mv‡j evOvwj RvwZi RbK e½eÜz I Zvi cwievieM© b„ksmfv‡e nZ¨vh‡Ái wkKvi nb| GB nZ¨vhÁ wQj AZ¨š— mycwiKwíZ I ¯^vaxbZvwe‡ivax P‡µi Øviv msNwUZ| Lywbiv †P‡qwQj e½eÜz‡K nZ¨v Ki‡Z cvi‡jB evsjv‡`k †bZ…Z¡k~b¨ n‡e I we‡k¦ AKvh©Ki ivóª wn‡m‡e cwiwPwZ cv‡e| wKš‘ Zv‡`i †mB cwiKíbv fyj cÖgvwYZ n‡q‡Q| e½eÜz Kb¨v gvbbxq cÖavbgš¿x Rb‡bÎx †kL nvwmbv ivóª ¶gZvq G‡m e½eÜz nZ¨vi wePvi, hy×vcivax‡`i wePvi m¤úbœ K‡i Ges A_©‰bwZKfv‡e †`k‡K `ª“Z ¯^wbf©iZvi w`‡K GwM‡q wb‡q hv‡”Qb| wZwb GKRb mdj †bÎx| wZwb gyw³hy‡×i †PZbvi avivq †`k‡K cwiPvwjZ Ki‡Qb Ges 2041 mv‡ji g‡a¨ evsjv‡`k‡K DbœZ I mg„× †`‡ki Avm‡b cÖwZwôZ Ki‡eb|  


evZ©v †cÖiK

Avb›` Kzgvi †mb
†K›`ªxq †bZv
e½eÜz I e½gvZv hye cwil`

Press release from BNP



রাস্তায় নামলে সরকারকে কোন ছাড় নয় : দুদু

বিএনপি রাস্তায় নামলে সরকারকে কোন ছাড় দিবে না জানিয়ে দলটির  ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,দেশের চলমান সংকট নিয়ে আমরা বার বার আলোচনার কথা বলছি সরকার উদ্দোগ নিলে ভাল ব্যর্থ হলে কিভাবে আলোচনা করতে হয় বিএনপি ভাল করেই জানে। অতীতে এরশাদ সাহেব দেখেছে

বৃহস্পতিবার( আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য হূঁশিয়ারি উচ্চারণ করে শামসুজ্জামান দুদু বলেন,'আমি পরিষ্কার ভাষায় বলছি খালেদা জিয়া অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরে আসবেন। খালেদা জিয়া এবং তার দল যদি একবার রাস্তায় নেমে আপনার পতন ত্বরান্বিত করে আলোচনার মাধ্যমে আপনি যে ছাড়টা পেতেন রাস্তায় নামলে কোন ছাড় পাবেন না। প্রতিহিংসা মূলক পরিস্থিতির মুখোমুখী হয়ে আমরা কিছুই করবো না এটা আপনার ভূল ধারনা

বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন সহ-সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আলোচনা সভাটির আয়োজন করা হয়

বিএনপির এই নেতা বলেন,'হাজীদের হজ্জ করতে দেয়ার ক্ষমতা যে সরকারের নেই তারা আবার সুষ্ঠ নির্বাচনের কথা বলেন। বিমানমন্ত্রী বলেছেন এবার নাকি ৪০ হাজার হজ্জ যাত্রী হজ্জে যেতে পারবে না। দুর্ণীতি,স্বজনপীতি,আর গুম,খুন ছাড়া কোন কিছুতেই তারা দক্ষতার পরিচয় দিতে পারেনি।এত বড় দুর্ণীতিবাজ সরকারকে দেশে আগে কখন আসেনি

দুদু বলেন,'আজকে দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। ছাগলের ছবি ফেসবুকে প্রকাশ করলে মন্ত্রীর বদনাম হয় এবং সাংবাদিকদের জেলে যেতে হয়। আজকে সরকারই তো ছাগলের মত আচরণ করছে ৫৭ ধারা পুশিল আবার মেকাপ করছে উপরের নির্দেশ ছাড়া মামলা যেন  না নেয়া হয়। যে আইন আছে সেটা বাতিল করেন। সাংবাদিকরা কি এতোই বোধ জ্ঞানহীন যে কোনটা লিখতে হবে কোনটা লিখতে হবেনা তা তারা জানে না। আইন করছেন বলে শুধু তারা নয় রাজনৈতিক নেতাদেরও আপনারা অপদস্থ করছেন।তাই অবিলম্বে এই ৫৭ ধারা বাতিল করুন

তিনি আরও বলেন,'বাতিল আমরা চাই এই সরকারের। এই সরকার যতদিন বাতিল না হবে দেশে সুস্থ ধারার রাজনীতি, অর্থনীতি কোনো কিছুই ঠিক হবে না। 

নির্বাচন প্রসঙ্গে সাবেক ছাত্রদলের এই সভাপতি বলেন, নির্বাচন আমরা করতে চাই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমাদের নেত্রী, মহাসচিব সবাই বলেছেন নির্বাচনে বিএনপি যাবে এতে কোনও সন্দেহ নেই। আমরা ২০১৪ সালের জানুয়ারিতেও নির্বাচনে যেতে চেয়েছি কিন্তু আমাদেরকে নির্বাচনে যেতে দেয়া হয়নি। এবারও ঠিক সে রকম একটি নির্বাচন করতে চায় তারা আর সে জন্যেই একটি শিক্ষণ বিহীন মূলক নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তারা সে রকমই একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনা আর একবার ক্ষমতায় থাকতে চায় তাদের নেতারা এমনটাই বলে। আর সেজন্যেই তারা রকম একটি নির্বাচনের ব্যবস্থা করছে। এই স্বপ্ন তারা দেখছেন। স্বপ্ন যতই দেখেন তা আর বাস্তবায়ন হবে না। কেননা বিএনপি এবার নির্বাচনে যাবে, সহায়ক সরকার প্রতিষ্ঠা হবে এবং ক্ষমতায়ও আসবে আর সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া

বগুড়ায় মা মে ধর্ষণের কথা উল্লেখ করে তিনি বলেন,'তুফান কেন বহিস্কার হবে।সরকার নিজেই তো বহিস্কার হওয়া মত কাজ করেছেন

আয়োজক সংগঠনের সভাপতি মো:রাসেল খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন-বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, কল্যান পার্টির ভাইস-চেয়ারম্যান সাইদুর রহমান তামান্না, জিনাপের সভাপতি মিয়া মো:আনোয়ার, ৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোঃ আলিম, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ

বার্তা প্রেরক