http://themonthlymuktidooth.blogspot.com

Thursday, August 10, 2017

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ

                            প্রেস বিজ্ঞপ্তিঃ

বৃহস্পতিবার১০ আগস্ট২০১৭

১০ আগস্ট হিরাচরশ্রাবটতলীখাগড়াছড়িপাবলাখালী গনহত্যা দিবস!এই দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ

আজ হিরাচরশ্রাবটতলীখাগড়াছড়িপাবলাখালী গনহত্যা দিবস১৯৮৮ সালের ৮ আগষ্ট৯ আগষ্ট১০ আগষ্ট ঘটে হিরাচরশ্রাবটতলীখাগড়াছড়িপাবলাখালী গণহত্যাএই গণহত্যায় ৩৮ হাজার বাঙ্গালীর হত্যাকারী সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সশস্ত্র সংগঠন শান্তি বাহিনীর গেরিলা যোদ্ধারা ও উপজাতি সন্ত্রাসী হায়নারা যৌথভাবে হিরাচরশ্রাবটতলীখাগড়াছড়িপাবলাখালীতে নিরীহ বাঙ্গালী গ্রামগুলোতে অগ্নি সংযোগ সহ লুটতরাজহত্যাবাঙ্গালী নারীদের গণধর্ষণ সহ কঠিন নারকীয়তা সৃষ্টি করেছিলোএই গনহত্যায় ৫০০ জনের অধিক নিরস্ত্র নিরীহ বাঙ্গালীকে নির্মম ভাবে হত্যাবাঙ্গালী নারীদের গণধর্ষণ পুর্বক হত্যাসহ আহত করা হয়েছে আরও ৮০০ জনের অধিকএবং সেই সাথে অপহরণ ও গুম করা হয়েছে আরো শত শত বাঙ্গালীকেনিহতদের সিংহ ভাগ বৃদ্ধনারী ও শিশুগনহত্যার পর ঐ অঞ্চল পরিনত হয় উপজাতি অধ্যাসিত লোকালয়

অপ্রিয় হলেও সত্য,এখন পর্যন্ত উক্ত হত্যাকাণ্ডের কোন একটিরও বিচার পায়নি ভুক্তভুগি এসব অসহায় বাঙ্গালী পরিবার!পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এই গণহত্যার দ্রুত বিচার সাপেক্ষে উক্ত নির্মম গণহত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের জোড় দাবী জানাচ্ছে


বার্তা প্রেরকঃ
SING.jpg
শাহাদাৎ ফরাজি সাকিব
সাধারণ সম্পাদক
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ


Tuesday, August 8, 2017

Press release from CIS-BCCI

‡c«mweÁwß
KgbI‡qj_ AeBwÛ‡c‡Û›U †÷Um-evsjv‡`k †P¤^vi AeKgvm© A¨vÛBÛvw÷ª‡Ri (wmAvBGm-wewmwmAvB) mfvcwZRbve †gvtnvexeDjøvnWb I †P¤^vi cwiPvjbv cl©‡`i bewbev©wPZm`m¨e„›` MZKvj 7B AvM÷ evsjv‡`‡k wbhy³ ivwkqv †dWv‡ik‡biivóª`~Z Av‡jKRvÛviBMbv‡Zv‡fi mv‡_ GK †mŠRb¨ mvÿvZKvimfvqwgwjZnb|
wmAvBGm-wewmwmAvB‡qimfvcwZZvibewbev©wPZcwiPvjKe„›`‡K cwiPqKwi‡q †`b Ges †P¤^v‡iiKvh©µg Zz‡ja‡ib| wZwbgnvb gyw³hy× †_‡K G ch©šÍivwkqv-evsjv‡`‡ki †mŠnv`©c~Y© I Mfxim¤ú‡K©iK_vD‡jøLK‡iRvbvb †h, `yÕ‡`‡kig‡a¨ e¨emvqevwYR¨ I mnvqZvi †ÿÎ µgktcÖmvigvb|wZwbRvbvb, RvwZiwcZv e½eÜz †kLgywReyiingv‡bi 1972 mv‡jZrKvjxb †mvwf‡qZBDwbqb, eZ©gv‡bivwkqvmiKv‡iigva¨‡g GB m¤ú‡K©IwfwË ¯’vwcZnq|
RbvenvexeDjøvnWbAvgv‡`i Abym„ZißvbxbxwZievRvieûgyLxKi‡YcÖ‡Póvwn‡m‡eivwkqv‡KGKwU m¤¢vebvgqevRviwn‡m‡ewPwýZK‡ibGesmiKv‡ii D‡`¨v‡Micvkvcvwkcvi¯úwiKwØ-cvwÿKevwYR¨ e„w×IRb¨ Zvi ‡P¤^v‡iiwbijmfv‡eKvRK‡ihv‡”Q|
wmAvBGm-wewmwmAvB‡qimfvcwZ G eQ‡iigvP© gv‡mAvšÍtmiKviKwgkbMVbmsµvšÍ Pzw³ ¯^vÿi‡KGKwUhyMvšÍKvix c`‡ÿcwn‡m‡ewPwýZK‡iGB Kwgkb `yÕ‡`‡kiga¨Kvie¨emvqevwYR¨ GesG‡ÿ‡Î we`¨gvbevav¸wj `~ixKi‡YKvh©Kif‚wgKvivL‡ee‡jAvkvK‡ib|
wZwbD‡jøLK‡ib †h, Avgv‡`i †cvkvKLvZmnPvgov I cvURvZ `ªe¨, wngvwqZgvQ, JlawkícÖf…wZiGe m¤¢vebvgqevRviivwkqv| G m¤¢vebv‡KKv‡RjvMv‡bviRb¨ wmAvBGm †P¤^vi ivkwqv-evsjv‡`‡kiAvšÍ-e¨vswKsmyweavmngvjvgvjcwien‡Y †hvMv‡hvMe¨e¯’vi DbœwZiRb¨ `yB ‡`‡kimiKvihv‡ZcÖ‡PóvAe¨nZiv‡L †m j‡ÿ¨ KvRK‡ihv‡e|
iækivóª`~Z wmAvBGm †P¤^v‡iiKvh©µ‡gif‚qmxcÖksmvK‡iRvbvb ‡h, PjwZeQ‡ii †kl w`‡KAvšÍtmiKviKwgk‡biAv‡jvPbvmfvAbywôZnIqviK_vi‡q‡Q| AbywôZe¨ mfvq `yÕ‡`‡kievwYR¨ e„w×iRb¨ weivRgvbcÖwZeÜKZvwPwýZKiY I mgvavb m¤¢e|wmAvBGm †P¤^vi‡KwZwb G j‡ÿ¨ ‡KŠkjcÎcÖYqbK‡iZvDfqmiKvi‡KAewnZKiviRb¨ Aby‡ivaK‡ib|wZwbivwkqvbevRv‡ievsjv‡`‡kiißvbxcb¨ we‡klK‡iJlac‡Y¨iPvwn`viK_vZz‡ja‡i G wel‡q †hŠ_ wewb‡qv‡MicÖ¯ÍveK‡ib|
Av‡jvPbvmfvqAv‡ivDcw¯’Z wQ‡jbwmAvBGm-wewmwmAvB‡qimn-mfvcwZRbve ‡gvnv¤§` AvjxØxb, cwiPvjKe…›`- RbvegvneyeBmjvgiyby, RbvegÄyiAvn‡g`, RbvedviyKAvn‡g`, W±ijwKq¨ZDj­vn, ‡n‡jbv Rvnv½xi, RbveivqnvbAvRv`, RbveAvgRv` ûmvBb, Rbvegvmy` Kv‡`i gbv, BwÄt ‡g‡n`xnvmvb, Rbvekvgxg ‡iRvGeswmAvBGm-wewmwmAvB‡qimwPegy¯ÍdvgwnDÏxbc«gyL|




gy¯ÍvdvgwnDÏxb
Gulshan 1
Dhaka

Press release from BONGOBONDHU PORISHOD

Turn off for: Bangla
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে 
বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে অগস্ট মঙ্গলবার সকালে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভিআইপি কনফারেন্স রুমেবেগম ফজিলাতুন্নেছা মুজিব, মুক্তিযুদ্ধ বাংলাদেশশীর্ষক আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ। তিনি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সহধর্মিনী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ইতিহাসে চিরঞ্জীব। বেগম ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুকে সর্বদা সাহস, শক্তি পরামর্শ দিয়ে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। তিনি বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করতেন

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তথ্য গবেষণা সম্পাদক এডভোকেট মো. আফজাল হোসেন, সংসদ সদস্য কবি কাজী রোজী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান ইসমত কাদির গামা

এডভোকেট মো. আফজাল হোসেন বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ বাংলাদেশ অবিচ্ছেদ্য অভিন্ন। তিনি বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী পাঠ্যপুস্তকে অধিক লিপিবদ্ধ করার আহ্বান জানান

কবি কাজী রোজী এম.পি বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সকল কাজের প্রেরণার উৎস। বঙ্গবন্ধুকে সকল কাজে বুদ্ধি, পরামর্শ, অর্থ, সাহস, শক্তি যুগিয়েছিলেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব। 

লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন মানবিক গুণাবলীতে উজ্জীবিত একজন মহিয়সী নারী। তার জীবনীর উপর ব্যাপক গবেষণা প্রয়োজন। বেগম ফজিলাতুন্নেছার গুণাবলী জানা, অনুসরণ অনুকরণ করা আমাদের জন্যে অত্যাবশ্যক। 

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের মহাসচিব মো. আতাউর রহমান, সংগঠনের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম তালুকদার, নির্বাহী সদস্য মো. দুলাল মিয়া, মো. মাসুদ আলম, চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, সহ সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সদস্য লায়ন সালাম মাহমুদ, জহিরুল হক বশির, আরজেএফ চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম, কবি শাহনাজ পারভীন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, লোকশক্তি পার্টির সাহিকুল আলম টিটু

আলোচনা শেষে ১৯৭৫ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল


Press release from JASOD


জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আমীর হোসেন বাচ্চুর ইন্তেকাল
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সম্পাদক আমীর হোসেন বাচ্চু গতকাল রাত ১১:৫৫ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এ্যাপোলো হাসপাতাল ইন্তেকাল করেন (ইন্না.....রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি স্ত্রী, কন্যা, পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর খিলগাঁও ঈদগা মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা শাজাহানপুর হযরত হাউসুল আযম জামে মসজিদে দ্বিতীয় নমাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়। এর পূর্বে সকাল ১১ টায় খিরগাঁওস্থ মরহুমের বাসভবনে জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, রোকনুজ্জামান রোকনসহ জাসদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মরহুমের কফিনে দলীয় পতাকা মুড়িয়ে দেন এবং পুস্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। 
জাসদ নেতা আমীর হোসেন বাচ্চুর অকাল মৃত্যুতে জাসদের শোক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ মঙ্গলবার এক শোক বার্তায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সম্পাদক আমীর হোসেন বাচ্চুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। 
বার্তা প্রেরক 


সাজ্জাদ হোসেন 

সহ-দফতর সম্পাদক