http://themonthlymuktidooth.blogspot.com

Friday, August 25, 2017

Press release from Shr e Bangla Foundation



২৪ শে আগস্ট ২০১৭ বৃহস্পতিবার বিকাল ৪.৩০ মিনিটে অন্যান্য সোস্যাল ফাউন্ডেশনের উদ্যোগে প্রফেসর আখতার ইমাম অডিটোরিয়ামে সন্ত্রাস, দূর্নীতি ও মাদক প্রতিরোধে জন প্রতিনিধি ও নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান খোকন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচারপতি সৈয়দ আবু কাওসার মোঃ দাবিরুস্বান, উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন ভাষা সৈনিক রেজাউল করিম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরে বাংলা গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার গোলাম নবী, বিশিষ্ট সংগঠক হান্নান আহমেদ খান বাবলু, বিশিষ্ট সাংবাদিক এ.টি.এম মশিউর রহমান পারভেজ, মোহাম্মদ শাহজাহান, ডাঃ মোঃ আল মাহির ফেরদৌস, ডাঃ এম,কে বড়াল সহ প্রমূখ। সভায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ জনকে মহাত্মা গাঁন্ধী স্বর্ণপদক ২০১৭ প্রদান করা হয়। উপস্থাপনা, সেরা সংগঠক হিসেবে শেরে বাংলা গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব, বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক মোঃ মঞ্জুর হোসেন ঈসাকে সংগঠক হিসেবে হান্নান আহমদ খান বাবলুকে চিকিৎসায় ডাঃ এম,কে বড়াল, ডাঃ মোঃ আল মাহির ফেরদৌস, সাংবাদিকতায় মোঃ শাহজাহান, আইন সেবায় ব্যারিষ্টার গোলাম নবী কে এই পদক প্রদান করা হয়। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নৈতিক অবক্ষয় এবং সামাজিক মূল্যবোধের অভাবে আমরা ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছি। মাদক, দূর্নীতি ও সন্ত্রাস আমাদেরকে গিলে ফেলেছে। সুস্থ ধারায় ফিরে আসতে হলে রাজনীতিতে সুস্থ ধারা আনতে হবে।

Journalist Majid

Tuesday, August 22, 2017

Press release from JASOD

রাজশাহী মহানগর জাসদ নেতা আমিরুল কবীরর বাবুর মাতা সালেতা খাতুনের ইন্তেকাল
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ রাজশাহী মহানগর কমিটির নেতা আমিরুল কবীর এর মাতা সালেহা খাতুন আজ ২১ আগস্ট ২০১৭ সকাল ৭ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না.....রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছল ৭০ বছর। তিনি ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আছর ঘোড়ামারা ক্রিকটে ক্লিনিক মাঠে নামাজে জানাজা শেষে টিকাপাড়া গোরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়। 

জাসদের শোক
জাতীয় সমাজতান্ত্রিক দর-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ এক শোক বার্তায় জাসদ রাজশাহী মহানগর কমিটির নেতা আমিরুল কবীর এর মাতা সালেহা খাতুন এর মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। 
বার্তা প্রেরক 


Curtesy : Majjid

Sunday, August 20, 2017

Press release from BASOD

eb¨vZ© gvby‡li cv‡k `vuov‡bvi Avn&evb : evm`

evsjv‡`‡ki mgvRZvwš¿K `j-evm` Gi mKj †bZvKg©x‡`i‡K evbfvwm gvby‡li cv‡k `vuov‡bvi Avn&evb Rvwb‡q‡Qb cvwU©i †bZ…e…›`| MZ 18 I 19 †m AvM÷ 2017 `‡ji †K›`ªxq KwgwUi ˆeV‡K †bZ…e„›` GB Avnevb Rvbvb| 23/2, †ZvcLvbv †ivW (wbPZjv) XvKv-1000 †K›`ªxq Kvh©vj‡q `‡ji fvicÖvß Avn&evqK Kg‡iW m‡š—vl ¸ß Gi mfvcwZ‡Z¡ ˆeV‡K †`‡ki me©‡kl ivR‰bwZK I `‡ji mvsMVwbK wel‡q we¯—vwiZ Av‡jvPbv nq| ˆeV‡K Dcw¯’Z †bZ…e…›` g‡a¨ e³e¨ iv‡Lb Kg‡iW kIKZ †nv‡mb Avn‡g`, gwnbDwÏb †PŠayix wjUb I Iqvwn`y¾vgvb cÖg~L|

eb¨vDc`ª“Z AÂjmg~‡n Lv`¨ I my‡cq cvwbi e¨vcK msKU I evbfvwm gvbyl‡`i AeY©bxq `y`©kvq I eZ©gvb †`‡ki cwiw¯’wZ‡Z ˆeV‡K Mfxi D‡ØM cÖKvk Kiv nq| †bZ…e…›` e‡jb, †`‡ki DËivÂjmn Ab¨vb¨ †Rjvq fqven eb¨vq gvby‡li cÖvYnvwb, nvRvi nvRvi evwoNi weaŸ¯—, dmwj Rwg I dm‡ji e¨vcK ¶q¶wZ‡Z wecbœ eb¨vKewjZ gvbyl‡`i cÖwZ †`kevmxi g‡Zv AvgivI Mfxifv‡e gg©vnZ| G‡nb c«vK…wZK `y‡h©vM eb¨vi cvwb‡Z Wy‡e g…Zy¨eiYKvix‡`i cwievi cwiRb Ges `ytL `y`©kvq cwZZ †eu‡P _vKv gvby‡li mnvbyf~wZ Rvbv‡bvi fvlv Avgv‡`i Rvbv †bB|

†bZ…e…›` e‡jb, eb¨vKewjZ GjvKvq A‡bK iv¯—vNvU Zwj‡q †M‡Q, wk¶v cÖwZôv‡b wk¶v Kvh©µg eÜ n‡q †M‡Q| b`x fv½‡b MÖv‡gi ci MÖvg b`xM‡f© wejxb n‡q hv‡”Q| eb¨v wbqš¿Y evua, nvUevRvi b`x fvO‡bi wkKvi n‡”Q|

†bZ…e…›` e‡jb, †eu‡P _vKvi Rb¨ Lv`¨, my‡cq cvwb I Ily‡ai Zxeª msK‡U eb¨vKewjZ gvbyl Pig `y‡f©v‡Mi g‡a¨ c‡o‡Q| GB iKg `y‡h©vMgq cwiw¯’wZ‡Z miKvi wbwj©ß I D`vmxb| eb¨vKewjZ GjvKvq `yM©Z gvby‡li mvnvh¨v‡_© GLb ch©š— ÎvY ZrciZvq miKvi †Kv‡bv Kvh©Ki c`‡¶c MÖnY K‡iwb| miKv‡ii me©bvkv bxwZi Kvi‡YB †envj      iv¯—vNvU, Amnbxq we`y¨r weåvU Ges jvMvgnxb `ªe¨g~‡j¨i EaŸ©MwZ, Amnbxq gy`ªvùxwZ‡Z †`k AvR wecbœ| Zvi Ici GB eb¨vi fqven e¨vcKZv eb¨vKewjZ gvbyl‡K Pig msK‡Ui w`‡K †V‡j †`‡e|

†bZ…e…›` e‡jb, evm` GB ¸i“Zi msK‡U eb¨vKewjZ Amnvq gvby‡li cv‡k _vK‡e|