http://themonthlymuktidooth.blogspot.com

Monday, January 2, 2012

পুলিশে সংস্কার/Bangladesh Police Service Establishments and reconstruction is Hanging!!!

পুলিশ বাহিনীকে জনগণের সেবক বানানোর সদিচ্ছা নিয়ে প্রণীত প্রস্তাবিত পুলিশ অধ্যাদেশ-২০০৭ আইনটি ফাইলচাপা হয়ে আছে তিন বছর ধরে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সদিচ্ছার অভাবে এর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। পুলিশ বাহিনীতে সংস্কার আনার যে উদ্যোগ নেওয়া হয়েছিল বিগত তত্ত্বাবধায়ক আমলে_ কায়েমি স্বার্থবাদী চক্রগুলো তা সম্ভবত ভালো চোখে দেখছে না। বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত পুলিশ অধ্যাদেশ-২০০৭ আইনে পুলিশকে সেবাদানকারী সংগঠনে পরিণত করার তাগিদ ছিল। এটি বাস্তবায়িত হলে পুলিশের ওপর রাজনৈতিক খবরদারির সুযোগ হ্রাস পেত। রাজনৈতিক চাপে পুলিশ সুপার থেকে শুরু করে আইজিপি পর্যন্ত কাউকে দুই বছরের আগে সরানো যেত না। পুলিশের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মন্ত্রী, সংসদ সদস্য বা যে কোনো প্রভাবশালী ব্যক্তির মৌখিক, লিখিত বা টেলিফোনে সুপারিশ ফৌজদারি অপরাধ বলে গণ্য হতো। স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে কাজ করত পুলিশ। এ বাহিনীর অর্থ ব্যয়ে মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ারও প্রয়োজন হতো না। বরাদ্দের পর পুলিশ কমিশনের সুপারিশে আইজি এ টাকা খরচ করতে পারতেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করেন প্রস্তাবিত আইনে পুলিশকে বেশি মাত্রায় ক্ষমতা দেওয়া হয়েছে। এ আইন কার্যকর হলে পুলিশের ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন হয়ে দাঁড়াবে। তবে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য_ রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব থাকবে না বলেই সংস্কার প্রস্তাব ফাইলচাপা দেওয়া হয়েছে। পুলিশের সংস্কার এভাবে থেমে যাওয়ার বিষয়টি যে কোনো মূল্যায়নে দুর্ভাগ্যজনক। সভ্য দুনিয়ায় পুলিশ বাহিনী জনগণের সেবক হিসেবে নিজেদের ভাবমূর্তি গড়ে তুলতে পেরেছে তাদের ওপর বাইরের অবাঞ্ছিত হস্তক্ষেপ না থাকার কারণে। আমাদের দেশে পুলিশকে সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহারের ভুল নীতির কারণেই দুর্নীতি, অসততা এবং অনিয়ম এ বাহিনীর নিয়ামক শক্তিতে পরিণত হয়েছে। এ যাচ্ছেতাই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে পুলিশে যথাযথ সংস্কারের কোনো বিকল্প নেই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে সরকারকে এ ব্যাপারে উদার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

No comments: