প্রতিষ্ঠাতা সম্পাদক/প্রকাশক/মুদ্রাকর : ইশফাকুল মজিদ সম্পাদনা নির্বাহী /প্রকাশক : মামুনুল মজিদ lপ্রতিষ্ঠা:১৯৯৩(মার্চ),ডিএ:৬১২৫ lসম্পাদনা ঠিকানা : ৩৮ এনায়েতগঞ্জ আবু আর্ট প্রেস পিলখানা ১ নং গেট,লালবাগ, ঢাকা ] lপ্রেস : ইস্টার্ন কমেরসিএল সার্ভিসেস , ঢাকা রিপোর্টার্স ইউনিটি - ৮/৪-এ তোপখানা ঢাকাl##সম্পাদনা নির্বাহী সাবেক সংবাদ সংস্থা ইস্টার্ন নিউজ এজেন্সী বিশেষসংবাদদাতা,দৈনিক দেশ বাংলা
http://themonthlymuktidooth.blogspot.com
Friday, June 21, 2013
"PRESS RELEASE FROM H' MINISTER IF INFORMATION OF BANGLADESH""
Thursday, June 20, 2013
COMPLENTARY SUB EDITORIAL FROM THE DAILY JUGANTOR...
PRESS RELEASE FROM SPB
তারিখ : ২০/৬/২০১৩
গার্মেন্টসে গণহত্যার
বিচার, শ্রমিকদের জীবনের নিরাপত্তা, ন্যায্য মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নসহ অন্যান্য দাবিতে
শ্রমিক গণকনভেনশন অনুষ্ঠিত
রানা প্লাজা, তাজরিন ফ্যাশনসসহ সকল শ্রমিক হত্যার বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গার্মেন্টস শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, ট্রেড ইউনিয়ন অধিকারসহ বিভিন্ন দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চা ও বাসদ (কনভেনশন প্রস্তুতি কমিটি)-এর উদ্যোগে আজ ২০ জুন শ্রমিক গণকনভেনশন অনুষ্ঠিত হয়। শ্রমিক গণকনভেনশন থেকে শ্রমিক হত্যাকাণ্ডের বিচার, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, ট্রেডইউনিয়ন অধিকার আদায়সহ শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবিতে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করা হয়।
আজ বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে (নীচতলা) অনুষ্ঠিত এ গণকনভেনশনে বক্তব্য রাখেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, জ্বালানি বিশেষজ্ঞ বি. ডি. রহমতুল্লাহ, দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান। গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়কারী মোশরেফা মিশুর সভাপতিত্বে এ গণকনভেনশনে আরো বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্ত্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা অধ্যাপক আব্দুস সাত্তার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মাহবুব)এর নেতা ইয়াসিন মিয়া এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা হামিদুল হক। এছাড়াও কনভেনশনে বিভিন্ন বাম প্রগতিশীল রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবীগণ উপস্থিত ছিলেন।
আলোচকগণ বলেন, বাংলাদেশের শ্রমিকদের মধ্যে সবচেয়ে করুণ ও দুর্দশাগ্রস্ত দশায় আছে আমাদের গার্মেন্ট শ্রমিকরা। বিশ্বের সবচেয়ে কম মজুরিতে তারা কাজ করে। গার্মেন্টগুলোর কর্মপরিবেশের কি হাল সেটা সকলেই জানেন। কারখানাগুলো যেন একেকটা মৃত্যুকূপ। কিন্তু এই শ্রমিকদের দাবি নিয়ে কথা বলবার পর্যন্ত উপায় নেই। তাদের ট্রেডইউনিয়ন অধিকার নেই। মালিকের লেলিয়ে দেয়া গুন্ডা-মাস্তান তো আছেই, শ্রমিকরা রাস্তায় নামলে পুলিশ-শিল্প পুলিশ-র্যাব সব শক্তি নিয়ে রাষ্ট্র এদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ অবস্থায় গার্মেন্ট শ্রমিকদের রক্ষা, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সম্মিলিত আন্দোলন গড়ে তোলার প্রতি নেতৃবৃন্দ আহ্বান জানান।
পরবর্তী কর্মসূচিঃ
২৩ জুন : জাতীয় স্বার্থবিরোধী টিকফা চুক্তি বাতিলের দাবিতে ২৩ জুন বিকেলে ঢাকায় বিক্ষোভ সমাবেশ।
২৭ জুন : অগণতান্ত্রিক শ্রম আইন (সংশোধনী) বাতিলের দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চা ও বাসদ আগামী ২৭ জুন জাতীয় সংসদ অভিমুখে মিছিল এবং জাতীয় সংসদের স্পিকারকে স্মারকলিপি পেশ করবে।
বার্তা প্রেরক
ফখরুদ্দিন কবির আতিক
Wednesday, June 19, 2013
PRESS RELEASE FROM H' MINISTER OF INORMATION :ENU
প্রেস বিজ্ঞপ্তি
১৯ জুন ২০১৩
‘জাতীয় বাজেটে কৃষি পল্লী উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভারাষ্ট্রকে কৃষি ও কৃষকের মাথার উপর ছাতা ধরে রাখতে হবে: ইনু
‘জাতীয় বাজেটে কৃষি পল্লী উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভারাষ্ট্রকে কৃষি ও কৃষকের মাথার উপর ছাতা ধরে রাখতে হবে: ইনু
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, সামরিক শাসকরা বাংলাদেশের কৃষি ও কৃষককে এতিম শিশুতে পরিণত করেছিল। অতীতে রাষ্ট্র কৃষি ও কৃষকের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। মহাজোট সরকারের আমলে রাষ্ট্র কৃষির দিকে ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারকে কৃষি ও কৃষকের মাথার উপর ছাতা ধরে রাখার নীতি চালু রাখতে হবে। তিনি সারসহ কৃষি উপকরনে সরকারের ভর্তূকি প্রদানের নীতি অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন এবং তিন মাস পর পর পর্যালোচনা সাপেক্ষে তা বাড়ানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
তিনি আজ সকাল ১১ টায় কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় কৃষক জোট আয়োজিত ‘জাতীয় বাজেটে কৃষি ও পল্লী উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় ভাষনদানকালে এ কথা বলেন। জাতীয় কৃষক জোটের সভাপতি ইকবাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড. শাহ জিকরুল আহমেদ এমপি, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় কৃষক জোটের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম খান, ভূমিহীন সমিতির সভাপতি সুবল সরকার, জাতীয় কৃষক জোটের সহ-সভাপতি রুহুল আমিন কাওসার, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, সাংগঠনিক সম্পাদক রতন সরকার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমূখ। সভায় মুল বক্তব্য উপস'াপন করেন সংগঠনের কোষাধ্যক্ষ জিয়াউল হক মুক্তা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে সরকার তার অতীত ভালো কাজগুলো থেকে পিছিয়ে এসেছে। বক্তারা অতীতে গৃহীত সরকারের ভালো কাজগুলো বাস্তবায়নে প্রস্তাবিত বাজেটের কৃষি ও পল্লী উন্নয়ন খাতে বিনিয়োগ ও অর্থায়ন বাড়ানোর প্রস্তাব করেছেন। তারা বলেন, বাজেটে মৎস ও প্রাণী সম্পদ এবং পানি সম্পদ খাতে বরাদ্দ বাড়ানো হলেও কৃষি, স'ানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ আশংকাজনকভাবে কমানো হয়েছে। তারা বলেন, যেহেতু বর্ধিত কৃষি উৎপাদন প্রবৃদ্ধিতে অবদান রাখে, সেহেতু কৃষি ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ কমালে কাংখিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না। তারা বাংলাদেশের অতীত বাজেটগুলোর উদাহরণ তুলে ধরে বলেন, কৃষিতে বিনিয়োগ ও অর্থায়নের সমানুপাতিক হারে বৃদ্ধি পায় জাতীয় প্রবৃদ্ধি। বক্তাগণ সরকারকে তার প্রথম দু’বছর অনুসৃত বরাদ্দনীতি প্রস্তাবিত বাজেটে পুনর্বহালের দাবি জানান।
বার্তা প্রেরক
হাসিনআক্তারনাইনু
দফতর সম্পাদক
তিনি আজ সকাল ১১ টায় কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় কৃষক জোট আয়োজিত ‘জাতীয় বাজেটে কৃষি ও পল্লী উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় ভাষনদানকালে এ কথা বলেন। জাতীয় কৃষক জোটের সভাপতি ইকবাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড. শাহ জিকরুল আহমেদ এমপি, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় কৃষক জোটের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম খান, ভূমিহীন সমিতির সভাপতি সুবল সরকার, জাতীয় কৃষক জোটের সহ-সভাপতি রুহুল আমিন কাওসার, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, সাংগঠনিক সম্পাদক রতন সরকার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমূখ। সভায় মুল বক্তব্য উপস'াপন করেন সংগঠনের কোষাধ্যক্ষ জিয়াউল হক মুক্তা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে সরকার তার অতীত ভালো কাজগুলো থেকে পিছিয়ে এসেছে। বক্তারা অতীতে গৃহীত সরকারের ভালো কাজগুলো বাস্তবায়নে প্রস্তাবিত বাজেটের কৃষি ও পল্লী উন্নয়ন খাতে বিনিয়োগ ও অর্থায়ন বাড়ানোর প্রস্তাব করেছেন। তারা বলেন, বাজেটে মৎস ও প্রাণী সম্পদ এবং পানি সম্পদ খাতে বরাদ্দ বাড়ানো হলেও কৃষি, স'ানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ আশংকাজনকভাবে কমানো হয়েছে। তারা বলেন, যেহেতু বর্ধিত কৃষি উৎপাদন প্রবৃদ্ধিতে অবদান রাখে, সেহেতু কৃষি ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ কমালে কাংখিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না। তারা বাংলাদেশের অতীত বাজেটগুলোর উদাহরণ তুলে ধরে বলেন, কৃষিতে বিনিয়োগ ও অর্থায়নের সমানুপাতিক হারে বৃদ্ধি পায় জাতীয় প্রবৃদ্ধি। বক্তাগণ সরকারকে তার প্রথম দু’বছর অনুসৃত বরাদ্দনীতি প্রস্তাবিত বাজেটে পুনর্বহালের দাবি জানান।
বার্তা প্রেরক
হাসিনআক্তারনাইনু
দফতর সম্পাদক
Tuesday, June 18, 2013
Monday, June 17, 2013
Subscribe to:
Posts (Atom)