http://themonthlymuktidooth.blogspot.com

Saturday, September 14, 2019

Jatiya Samajtantrik Dal Jasod

Rvm` †K›`ªxq Kvh©Kix KwgwUi Riæwi mgvß
mykvm‡bi Rb¨ ivR‰bwZK Pzw³i `vwe‡Z

20 †m‡Þ¤^i †_‡K 30 †m‡Þ¤^i ch©šÍ avivevwnK Kg©mywP ‡Nvlbv
  এসপি, সিভিল সার্জন, জেলা রেজিষ্টার(ডিআর) Gi Kv‡Q 24 †m‡Þ¤^i ¯§viK wjwc cÖ`vb
RvZxq mgvRZvwš¿K `j-Rvm` Gi Riæix mfv MZKvj ïµevi mKvj 10Uvq ïiæ n‡q mܨv 7Uv ch©šÍ e½eÜz GwfwbD¯’ knx` K‡b©j Zv‡ni wgjbvqZ‡b `jxq mfvcwZ nvmvbyj nK Bbyi mfvcwZ‡Z¡ `‡ji †K›`ªxq Kvh©Kix KwgwUi mfvq AbywôZ nq| mfvq mvaviY m¤úv`K wkixb AvLZvi Ggwc, Kvh©Kix mfvcwZ GW. iweDj Avjg, Aa¨vcK W. Av‡bvqvi †nv‡mb, Wv. Gg G Kwig, GW. kvn wRKiæj Avn‡g`, GW. nvweeyi ingvb kIKZ, byiæj AvLZvi, Avd‡ivRv nK ixbv, gwReyi ingvb eKz, mwd DwÏb †gvjøv, AvdRvj †nv‡mb †RvwK, Ievq`yi ingvb Pzbœy, kIKZ ivqnvb, bBgyj Bmjvg Ry‡qj, †ivKby¾vgvb †ivKb, GW. Avãyj nvB gvnveye, Avãyj Avjxg ¯^cb, wgR©v †gvt Av‡bvqviæi nK, BkivRyi ingvb kvgxg, ‡Mvjvg dviæK gbv, Rwmg DwÏb eveyj, gvnveyev Av³vi wjwc mn †K›`ªxq †bZ…e„›` e³e¨ †i‡L‡Qb| mfvq,  mykvm‡bi Rb¨ ivR‰bwZK Pzw³i `vwe‡Z Pjgvb cÖPvi Av‡›`vj‡bi bZzb Kg©mywP cvj‡bi wm×všÍ M„nxZ nq| GQvov `‡ji cieZx© RvZxq KvDwÝj-†Rjv KvDwÝj-Dc‡Rjv KvDwÝj Abyôvb, ¯^vaxbZvi myeY©RqwšÍ D`hvcb, Rvm‡`i myeY© RqwšÍ D`hvcb, gywRe el© D`hvc‡bi wel‡q we¯ÍvwiZ Av‡jvPbv nq Ges  `‡ji fwel¨Z ivR‰bwZK-mvsMVwbK cwiKíbv I Kg©m~wPi PzovšÍ Kiv nq|
Kg©mywPt
1.      AvMvgx 20 I 21 †m‡Þ¤^i 2019 ïµ I kwbevi mKj †Rjv m`‡i †K›`ªxq †bZ„e„‡›`i Dcw¯’wZ‡Z †Rjv Rvm‡`i Kg©x mfv
2.     24 †m‡Þ¤^i 2019 g½jevi AvBb k„sLjv cwiw¯’wZ AviI Dbœq‡bi `vwe‡Z ‡Rjv cywjk mycvi(Gmwc), ¯^v¯’¨ †mevi gvb Dbœq‡bi `vwe‡Z ‡Rjv wmwfj mvR©b Ges fzwg Awd‡mi Ae¨e¯’vcbv, `yb©xwZ nqivwb e‡Üi `vwe‡Z †Rjv †iwRóvi(wW.Avi) Gi Kv‡Q ¯§viK wjwc †ck
3.    25 †m‡Þ¤^i †_‡K 29 †m‡Þ¤^i 2019 ch©šÍ mykvm‡bi `vwe‡Z †Rjv-Dc‡Rjvq cÖPvicÎ wewj
4.      30‡m‡Þ¤^i 2019 mKj Dc‡Rjv m`‡i gvbe eÜb Ges mnKvwi Kwgkbvi fzwg(Gwm j¨vÛ) Gi Kv‡Q ¯§viK wjwc cÖ`vb

evZ©v †cÖiK

mv¾v` †nv‡mb
mn-`dZi m¤úv`K

উন্নয়নের বরাদ্দের টাকা যে দুর্নীতিবাজ-লুটেরারা উইপোকা-ইঁদুরের মত কেটে খাচ্ছে সেগুলিকে বিষ দিয়ে মারতে হবে: হাসানুল হক ইনু

জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির জরুরি সভা শুরু
উন্নয়নের বরাদ্দের টাকা যে দুর্নীতিবাজ-লুটেরারা উইপোকা-ইঁদুরের মত কেটে খাচ্ছে সেগুলিকে বিষ দিয়ে মারতে হবে: হাসানুল হক ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সাধ্যাতিত চেষ্টা করে যাচ্ছে। উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিচ্ছে কিন্তু কিছু কিছু দুর্নীতিবাজ-লুটেরারা উইপোকা-ইঁদুরের মত উন্নয়ন বরাদ্দের টাকা কেটে খাচ্ছে। এই দুর্নীতিবাজ-লুটেরা উইপোকা-ইঁদুরগুলিকে বিষ দিয়ে মারতে হবে। জনাব ইনু বলেন, ব্যাংক লুটেরা, শেয়ার বাজার লুটেরা কেউই ছাড় পাবে না। তাদের ঠিকানা হবে জেলখানা। জনাব ইনু বলেন, যারা সরকারী টাকাকে বাপের টাকা মনে করে ইচ্ছামত পকেটে ভরছেন, অপচয় করছেন, তাদের প্রতিটি পাইপয়সার হিসাব দিতে হবে। জনাব ইনু বলেন, যেভাবে জঙ্গিদের দমন করা হয়েছে, লুটেরা-দুর্নীতিবাজদের সেভাবেই দমন করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, উন্নয়নের সুফল সকল মানুষের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে আইনের শাসন-সুশাসনের বিকল্প নাই। জনাব ইনু বলেন, জঙ্গি দমনের যুদ্ধে জাসদ শেখ হাসিনার পাশে আছে, সুশাসন প্রতিষ্ঠার লড়াইয়েও জাসদ শেখ হাসিনার পাশে থাকবে। জনাব ইনু সুশাসনের প্রশ্নটিকে জাতীয় এজেন্ডায় পরিণত করতে এবং সুশাসনের পক্ষে প্রবল জনমত তৈরি করতে জাসদের নেতা-কর্মীদের দেশপ্রেমিক সচেতন জনগণকে ঐক্যবদ্ধ করে রাজপথে সোচ্চার হবার আহ্বান জানান।  
আজ শুক্রবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলীয় সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভা শুরু হয়েছে। সভায় এখন পর্যন্ত দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ডা. এম এ করিম, এড. শাহ জিকরুল আহমেদ, এড. হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, আফরোজা হক রীনা, সফি উদ্দিন মোল্লা বক্তব্য রেখেছেন। সভা রাত পর্যন্ত চলবে।  
সভায় সুশাসনের জন্য প্রচারাভিযান, দলের পরবর্তী জাতীয় কাউন্সিল-জেলা কাউন্সিল-উপজেলা কাউন্সিল অনুষ্ঠান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উদযাপন, জাসদের সুবর্ণ জয়ন্তি উদযাপন, মুজিব বর্ষ উদযাপনসহ দলের ভবিষ্যত রাজনৈতিক-সাংগঠনিক পরিকল্পনা ও কর্মসূচির উপর আলোচনা চলছে।
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
সহ-দফতর সম্পাদক

Shah Abdul Karim nation folk singers Resources Rafiqul Alam legendary singer ....

 
 
 
লোক সংগীত শিল্পী শাহ আব্দুল করিম বাঙালি জাতির সম্পদ
.....কিংবদন্তি কন্ঠশিল্পী রফিকুল আলম

বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা ভাষাসংগ্রামী বাউল সংগীত স¤্রাট শাহ আব্দুল করিমের ১০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ আজ বিকাল ৪.৩০ ঘটিকায়  সাংবাদিক নির্মলসেন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের সাবেক সহসভাপতি সিনিয়র আইনজীবী এড. এম সাজাওয়ার হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রফিকুল আলম।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় পার্টির (জেপির) নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দীকি।
আলোচনায় অংশগ্রহণকরেন বাঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাংস্কৃতিক বক্তিত্ব অরুন সরকার রানা, সাবেক দায়রা জজ শরীফ লুৎফর রহমান, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা আ স ম মোস্তফা কামাল, জাতীয় উন্নয়ন পার্টির সভাপতি মাহবুবুর রহমান খোকন, জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি মিজানুর রহমান মিজু, মুক্তিযোদ্ধা পল্লী সোসাইটির সভাপতি আলমগীর শেখ, নারী নেত্রী লিজা রহমান, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি সর্দার মোহাম্মদ আলী বাদল প্রমুখ।

কিংবদন্তী কণ্ঠশিল্পী রফিকুল আলম বলেন, শাহ আব্দুল করিম এতই জনপ্রিয় যে  দেশে ও  দেশের বাহিরে যেখানেই সংগীত অনুষ্ঠান হয় সেই সব অনুষ্ঠানে আমাদের কাছে অনুরোধ আসে যে শাহ আব্দুল করিমে রচিত যে কোন একটি গান পরিবেশন করতে হবে। এই জন্যই আমি বলবো বাউল স¤্রাট শাহ আব্দুল করিম বাঙালিদের সম্পদ। তিনি অসাম্পদ্রায়িক চেতনার একজন প্রাণ পুরুষ। শাহ করিম কোন দিন অন্যায়ের কাছে, জুলুমের কাছে মাথানত করেন নাই। তিনি ছিলেন রাজনৈতিক সচেতন একজন মানুষ এই কারণেই বঙ্গবন্ধু, শেরে  বাংলা, সোহরাওয়ার্দী ও মওলানা  ভাসানী শিল্পী আব্দুর করিমকে ভালবাসতেন এবং তার গান দ্বারা য্ক্তুফ্রন্টের জনসভার কাজ আরম্ভ হতো। শাহ আব্দুল করিম বাঙালিদের জাতি ধর্ম বর্ণ গোত্র সবার বাসউপযোগী দেশ প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু যে ব্রত নিয়েছিলেন সেটাকে শাহ আবদুল করিম সমর্থন দিয়েছেন। শাহ আবদুল করিমদের সাহসী ভুমিকার জন্যই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি ছাত্র শ্রমিক কৃষক জনতাকে ঐকবদ্ধ্য করে নয় মাসের  যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন।
লোক সংগীত শিল্পী শাহ আব্দুল করিম বাঙালি জাতির সম্পদ
.....কিংবদন্তি কন্ঠশিল্পী রফিকুল আলম

বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা ভাষাসংগ্রামী বাউল সংগীত স¤্রাট শাহ আব্দুল করিমের ১০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ আজ বিকাল ৪.৩০ ঘটিকায়  সাংবাদিক নির্মলসেন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের সাবেক সহসভাপতি সিনিয়র আইনজীবী এড. এম সাজাওয়ার হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রফিকুল আলম।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় পার্টির (জেপির) নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দীকি।
আলোচনায় অংশগ্রহণকরেন বাঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাংস্কৃতিক বক্তিত্ব অরুন সরকার রানা, সাবেক দায়রা জজ শরীফ লুৎফর রহমান, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা আ স ম মোস্তফা কামাল, জাতীয় উন্নয়ন পার্টির সভাপতি মাহবুবুর রহমান খোকন, জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি মিজানুর রহমান মিজু, মুক্তিযোদ্ধা পল্লী সোসাইটির সভাপতি আলমগীর শেখ, নারী নেত্রী লিজা রহমান, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি সর্দার মোহাম্মদ আলী বাদল প্রমুখ।

কিংবদন্তী কণ্ঠশিল্পী রফিকুল আলম বলেন, শাহ আব্দুল করিম এতই জনপ্রিয় যে  দেশে ও  দেশের বাহিরে যেখানেই সংগীত অনুষ্ঠান হয় সেই সব অনুষ্ঠানে আমাদের কাছে অনুরোধ আসে যে শাহ আব্দুল করিমে রচিত যে কোন একটি গান পরিবেশন করতে হবে। এই জন্যই আমি বলবো বাউল স¤্রাট শাহ আব্দুল করিম বাঙালিদের সম্পদ। তিনি অসাম্পদ্রায়িক চেতনার একজন প্রাণ পুরুষ। শাহ করিম কোন দিন অন্যায়ের কাছে, জুলুমের কাছে মাথানত করেন নাই। তিনি ছিলেন রাজনৈতিক সচেতন একজন মানুষ এই কারণেই বঙ্গবন্ধু, শেরে  বাংলা, সোহরাওয়ার্দী ও মওলানা  ভাসানী শিল্পী আব্দুর করিমকে ভালবাসতেন এবং তার গান দ্বারা য্ক্তুফ্রন্টের জনসভার কাজ আরম্ভ হতো। শাহ আব্দুল করিম বাঙালিদের জাতি ধর্ম বর্ণ গোত্র সবার বাসউপযোগী দেশ প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু যে ব্রত নিয়েছিলেন সেটাকে শাহ আবদুল করিম সমর্থন দিয়েছেন। শাহ আবদুল করিমদের সাহসী ভুমিকার জন্যই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি ছাত্র শ্রমিক কৃষক জনতাকে ঐকবদ্ধ্য করে নয় মাসের  যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। 

"রোহিঙ্গাদের কাছে সিম বিক্রি না করার অনুরোধ করেছেন বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিশেয়ন"


গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিশেয়নের সভাপতি আমিনুল ইসলাম বুলু বলেন -আশ্রিত রোহিঙ্গারা বিভিন্নপন্থায় বাংলাদেশী সিম ব্যবহার করে সীমান্তের এপার এবং ওপারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে। এতে রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে অনেকে চোরাচালানমাদক পাচারমানব পাচারইয়াবা পাচারসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। বেসরকারী পরিসংখ্যান অনুযায়ী  লক্ষাধিক মোবাইল সিম রয়েছে রোহিঙ্গাদের মাঝে। বাংলাদেশী অপারেটরদের সিম শুধু রোহিঙ্গা আশ্রয় শিবিরে নয়সীমান্তের ওপারে মিয়ানমারের মংডু পর্যন্ত বিস্তৃত রয়েছে। অনুরূপভাবে মিয়ানমারের চার অপারেটরের সিমকার্ড এপারে আশ্রিত রোহিঙ্গারা ব্যবহার করে থাকে। গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের মহাসমাবেশ অনুষ্ঠান করার পর সকল মহলে বিস্ময় ছড়িয়েছে  কারণে যেএরা কিভাবে নিজেদের মাঝে যোগাযোগের মাধ্যমে এমন সমাবেশ করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে মোবাইল ফোনের অনিবন্ধিত সিম বিক্রি বেআইনি। আর মোবাইল সিম নিবন্ধনের জন্য প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্র। নির্বাচন কমিশনে সংরক্ষিত জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডারের সঙ্গে আঙ্গুলের ছাপ মেলানোর পর ‘বায়োমেট্রিক’ নিবন্ধনের কাজ শেষ হয়।  নিয়ম অনুসরণ করা হলে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বৈধভাবে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাওয়ার কথা নয়। তাই মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের প্রতি আমার দাবি থাকবে রোহিঙ্গাদের  কাছে সিম বিক্রি না করার।
কিন্তু কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে থাকা সাড়ে ১১ লাখ রোহিঙ্গার একটি বড় অংশের হাতে মোবাইল ফোন রয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে বিভিন্ন সময়ে। এসব অবৈধ মোবাইল সিম চাঁদাবাজিমাদক চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করে আসছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ।সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার পক্ষে রোহিঙ্গা শিবির কেন্দ্রিক মোবাইল সেবা বন্ধের কথা বলা হলেও অদ্যাবধি  ব্যাপারে কার্যকর কিছুই হয়নি। আশ্রিত রোহিঙ্গারা ঠিকই নেটওয়ার্ক পাচ্ছে। দিনরাত ব্যবহৃত হচ্ছে এদেশীয় সিম। এতে করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিমিষেই পাচার হয়ে যাচ্ছে।
এদিকে বিভিন্ন সংস্থার অনুসন্ধানে বেরিয়ে এসেছেরোহিঙ্গাদের প্রত্যাবাসনবিরোধী কর্মকা-সহ সকল অপকর্মের ক্ষেত্রে মোবাইল ফোনই অন্যতম। নিমিষেই তথ্য পাচার হয়ে যাচ্ছে। ফলে রোহিঙ্গাদের মাঝে মোবাইল সেবা বন্ধের একটি উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে,  রোহিঙ্গাদের হাতে বাংলাদেশী অপারেটদের মোবাইল সিম গেল কিভাবে। একটি নয়কারও কারও কাছে  থেকে ৭টি সিমও রয়েছে।  ব্যাপারে তথ্যানুসন্ধানে বেরিয়ে এসেছে রোহিঙ্গারা এদেশে আশ্রয় নেয়ার পর স্থানীয়রাই মূলত এদের কাছে মোবাইল সিম সরবরাহ করেছে। স্থানীয়রা নিজেদের নামে একাধিক সিমকার্ড নিয়ে কিছুটা অধিক মূল্যে রোহিঙ্গাদের কাছে বিক্রি করেছে। এসব মোবাইল সিম শুধু এদেশে আশ্রিতদের মাঝে নয়সীমান্তের ওপারেও চলে গেছে। উখিয়া টেকনাফ অঞ্চলের মোবাইল অপারেটরদের যেসব টাওয়ার রয়েছে এসব টাওয়ার থেকে নেটওয়ার্ক ওপারের মংডু পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া দুটি মোবাইল অপারেটর সংস্থা আশ্রয় শিবির কেন্দ্রিক টাওয়ারও প্রতিষ্ঠা করে দিয়েছেযাতে রোহিঙ্গারা সহজে মোবাইল নেটওয়ার্ক যোগাযোগের আওতায় থাকে। সরকারের প্রতি আমাদের দাবি রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে থাকা দুটি  টাওয়ার যাতে বন্ধ করার ব্যবস্থা করেন।


NASA Space Apps Challenge 2019| Application Submission Going On

আসসালামুআলাইকুম,

আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার উদ্যোগে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৯!

টানা ৫ম বারের মতো বেসিস-এর তত্ত্বাবধানে এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সহায়তায় বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহে বড় পরিসরে এই প্রতিযোগিতার আয়োজন হতে চলেছে।

ব্যবসা প্রতিষ্ঠান, ছাত্র, কোডার, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

ক্যাটাগরি হিসেবে থাকছে আর্থস ওশানস, আওয়ার মুন, প্লানেটস নেয়ার অ্যান্ড ফার, টু দ্য স্টারস এবং লিভিং ইন আওয়ার ওয়ার্ল্ড।

প্রজেক্ট হিসেবে জমা দিতে পারবেন হার্ডওয়্যার, সফটওয়্যার, মোবাইল অ্যাপ, গেমস এবং হার্ডওয়্যার/সফটওয়্যার/মোবাইল অ্যাপ/গেমস প্রটোটাইপ।

আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট: http://bsf.basis.org.bd/NASA-2019

রেজিস্ট্রেশন চলবে ১৯ সেপ্টেম্বর, ২০১৯ (বৃহস্পতিবার) রাত ১১:৫৯ পর্যন্ত।

বিস্তারিত জানতে যোগযোগ করুন:
ইমেইল: bsf@basis.org.bd
ফোন: +880-96-123-BASIS (22747) (শনি-বৃহস্পতি; সকাল ১০টা-সন্ধ্যা ৬টা)
 
ধন্যবাদান্তে,

দিদারুল আলম
আহ্বায়ক, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৯

পরিচালক, বেসিস

পূবালী ব্যাংক লিমিটেড এর আর্মড গার্ডদের ২৪ ঘন্টা ডিউটি প্রত্যাহারের দাবী’র সংবাদ সম্মেলনে


Thursday, September 12, 2019

Press Release JASOD

আগামীকাল জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির জরুরি সভা
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির জরুরি সভা আগামীকাল ১৩ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, সকাল ১১ টায়, ৩৫-৩৬, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা-১০০০ স্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভায় সুশাসনের জন্য প্রচার আন্দোলন, কেন্দ্রীয় এবং জেলা ও উপজেলা শাখার কাউন্সিল; জেলা ও উপজেলায় সহযোগী সংগঠনসমূহের কমিটি গঠন বিষয়ে আলোচনা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি।
জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ এক বিবৃতিতে আগামীকাল অনুষ্ঠিত জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির জরুরি সভায় কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
সহ-দফতর সম্পাদক

Eminent personalities support JU protest, issue statement and 70 eminent citizens support JU students protest over ‘corruption’

Fiasco news of JU in the local media - Prothom Alo and The Daily Star

 
 
শ্রদ্ধাভাজনেষু
শুভেচ্ছা জানবেন।
গতকাল সংবাদপত্রে পাঠানো বিবৃতিটি আজকের ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকাতেও প্রকাশিত হয়েছে।
সংবাদের লিংক নিচে দেয়া হল এবং ছবি সংযুক্ত করা হল।
সবাইকে ধন্যবাদ ও কৃত্জ্ঞতা।
তারেক


Dhaka Tribune

Wednesday, September 11, 2019

"Bangladesh Jatiyo Gonotantrik League"



evsjv‡`k RvZxq MYZvwš¿K jxM

evox- 13/5, †ivW- 13, Kj¨vYcyi, wgicyi, XvKv-1207,

 


m~Ît                                                                                              ZvwiLt 11/09/2019Bs

evDj Mv‡bi wKse`wšÍ
kvn Ave`yj Kwig Gi
10Zg gyZz¨evwl©Kx‡Z Av‡jvPbv mfv

12 †m‡Þ¤^i 2019 weKvj 4.30Uvq
mvsevw`K wbg©j‡mb wgjbvqZb, †ZvcLvbv †ivW, XvKv|
 
                                                                










evOvwji ms¯‹…wZi cÖvY cyiæl †jvK msMxZ Gi cyiav evDj Mv‡bi wKse`wšÍ A¯úªv`vwqK ivRbxwZi GKRb Ab¨Zg cÖe³v kvn Avãyj Kwi‡gi 10Zg g„Zz¨evwl©Kx‡Z GK Av‡jvPbv mfvi Av‡qvRb K‡i evsjv‡`k RvZxq MYZvwš¿K jxM 12 †m‡Þgi 2019 weKvj 4.30Uvq mvsevw`K wbg©j‡mb wgjbvqZb, †ZvcLvbv †ivW, XvKv|



Av‡jvPbv mfvq cÖavb AwZw_t

wKse`šÍx KÉwkíx iwdKzj Avjg, ¯^vaxb evsjv †eZvi †K‡›`ªi †miv MvqK e½eÜzi Av`‡k©i ‰mwbK I mnmfvcwZ e½eÜz mvs¯‹…wZK †RvU 





cÖavb Av‡jvPK t

gyw³‡hv×v mv‡`K wmwÏKx,  wbe©vnx m¤úv`K, RvZxq cvwU© (†Rwc)



we‡kl AwZw_ t

†kL Rvnv½xi Avjg, mn mfvcwZ evsjv‡`k K…lK jxM

Aiæb miKvi ivbv, mvaviY m¤úv`K, e½eÜ mvs¯‹…wZK †RvU

Kwe bvwn` †ivKmvbv, mn mfvcwZ, e½eÜz †jLK cwil`

wkLv PµeZ©x, hyM¥ mvaviY m¤úv`K, AvIqvgx gwnjv jxM

 Av m g †gv¯Ídv Kvgvj, XvKv DËi AvIqvgxjxM ‡bZv|





mfvcwZZ¡ Ki‡ebt

Gg G Rwjj, mfvcwZ, evsjv‡`k RvZxq MYZvwš¿K jxM|



ab¨ev`v‡šÍ



Kvgvj †nv‡mb

`ßi m¤úv`K

evsjv‡`k RvZxq MYZvwš¿K jxM

Majid, Peelkhana