http://themonthlymuktidooth.blogspot.com

Saturday, November 2, 2019

৮ ফাল্গুন ২১ ফেব্রুয়ারিকরণ করে বাংলা বর্ষপঞ্জি সংস্কার করায় সরকারকে ধন্যবাদ

৮ ফাল্গুন ২১ ফেব্রুয়ারিকরণ করে বাংলা বর্ষপঞ্জি সংস্কার করায় সরকারকে ধন্যবাদ

৮ ফাল্গুন ২১ শে ফেব্রুয়ারিকরণ করে বাংলা বর্ষপঞ্জি পরিবর্তন করায় ‘হৃদয় ৮ ফাল্গুন’ ও ‘ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদ’ এর উদ্যোগে যৌথভাবে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট লেখিকা ও সংগঠনদ্বয়ের উপদেষ্টা সেলিনা খালেক।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ড. মোমতাজ উদ্দিন আহাম্মদ, সৈয়দ নাজমুল আহসান, ডাঃ এম এ মুক্তাদীর, কবি মতিয়ারা চৌধুরী মিনু, সালমা আহমেদ হীরা, হাফিজুর রহমান কবির, রাসেল আহমেদ, হাসানুল বান্না, শামসুল আলম বাবু, সায়মা আহমেদ রিভা,  সালাউদ্দীন কুটু, রিফাত আমীন, নাসীমুল বারী, নাসের ইকবাল যাদু, মাহমুদ খান বিজু, রবিউল মাশরাফি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ৮ ফাল্গুন বাঙালির জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারির ঐতিহাসিক ভাষা শহীদ দিবসে বাংলা তারিখ ছিল ৮ ফাল্গুন ১৩৫৮ বঙ্গাব্দ। কিন্তু দুঃখ জনক হলেও সত্য শহীদ বরকত, সালাম, জব্বার, রফিকসহ নাম না জানা ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমাদের মাতৃভাষা বাংলা রাষ্ট্র ভাষার মর্যাদা পেলেও আমরা ৮ ফাল্গুনকে হারিয়ে ফেলেছিলাম। সংস্কারকৃত চলমান বাংলা বর্ষ পঞ্জিকায় এখন ২১ শে ফেব্রুয়ারি হচ্ছে ৯ ফাল্গুন। এভাবে চলতে থাকলে পরবর্তী প্রজন্ম চিরদিনের জন্য ৮ ফাল্গুনের চেতনা থেকে বঞ্চিত হবে। বিষয়টি উপলদ্ধি করেই সরকারের বর্তমান বাংলা বর্ষপঞ্জি সংস্কারের ফলে ২১ ফেব্রুয়ারি ৮ ফাল্গুনকরণ করায় আমরা ঐতিহাসিক ৮ ফাল্গুনের চেতনাকে আবার ফিরে পেলাম।

আমাদের সংগঠন ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদ ও হৃদয়ে ৮ ফাল্গুনের আবেদনে সাড়া দিয়ে ৮ ফাল্গুন ২১ ফেব্রুয়ারিকরণ করায় আমরা মাননীয় প্রধামন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী, বাংলা একাডেমিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি সংস্কারকৃত বাংলা বর্ষপঞ্জি নতুন বছরের ক্যালেন্ডারে/বর্ষপঞ্জিতে শোভা পাবে। সে সাথে প্রত্যাশা করছি সর্বস্তরে বাংলা সন তারিখ ব্যবহারে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাই আন্তরিক হবেন এবং সাইন বোর্ডে বাংলা নামফলক ব্যবহারে সবাই আরো বেশি সচেষ্ট হবেন।


আদায়কৃত অতিরিক্ত ভাড়াই চাঁদার টাকার উৎস বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধ কর--Save The Environment (POBA)


Av`vqK…Z AwZwi³ fvovB Puv`vi UvKvi Drm
ev‡m AwZwi³ fvov Av`vq I hvÎx nqivwb eÜ Ki

ch©vß gvbm¤§Z evm bv _vKvq †gvUi mvB‡Kj, cvVvI, Devimn evo‡Q Ab¨vb¨ cwienb| G‡Z mvaviY gvby‡li `y‡f©vM I cwienb e¨q evo‡Q, evo‡Q hvbRU I ˆbivR¨| wewfbœ iæ‡U †h cwigvb evm Pvjv‡bvi K_v Zv Pvjv‡bv n‡”Qbv| GKwU wmwÛ‡KU cy‡iv cwienb †m±i‡K `Lj K‡i wb‡q‡Q| GB cwienb wmwÛ‡KU nvB‡Kv‡U©i iæj‡KI c‡ivqv K‡ibv| Zv‡`i wR¤§vq P‡j hv‡”Q †Kv¤úvbx¸‡jvi evm| †h Kvi‡Y hvÎx‡`i mwVK †mev Zviv cÖ`vb Ki‡Z cvi‡Q bv| wewfbœ †Kv¤úvwb †h cwigvY I †h gv‡bi evm Pvjv‡bvi k‡Z© iæU cviwgU cvq Zviv Zvi †P‡q A‡bK Kg cwigvY Ges wb¤œgv‡bi evm Pvjvq| †Kv¤úvbxi †hLv‡b 50 wU evm Pvjv‡bvi K_v †mLv‡b Zviv Pvjv‡”Q 10 wU evm| hvÎx‡`i Mv`vMvw` K‡i hvZvqvZ Ki‡Z Ges AwZwi³ evm fvov eva¨ Kivi Rb¨ †Kv¤úvwb¸‡jv B”QvK…Zfv‡e Kg evm Pvjvq| hvÎxiv h‡_ô hvbevnb bv †c‡q PjšÍ ev‡m SzuwK wb‡q DVvbvgv K‡i G‡Z `yN©Ubv †e‡o hvq| Ab¨w`‡K Pvwn`v _vKvq †MU jK bv w`‡q AwZwi³ fvov Av`vq K‡i evm †Kv¤úvwb¸‡jv| Gfv‡e hvÎx‡`i wRw¤§ K‡i evowZ fvov Av`vq K‡i evm gvwjKiv wewfbœ ‡m±‡i Puv`v w`‡”Q| AvR 02 b‡f¤^i 2019, kwbevi, mKvj 11.00 Uvq kvnevM¯’ RvZxq Rv`yN‡ii mvg‡b ÒAv`vqK…Z AwZwi³ fvovB Puv`vi UvKvi Drm; ev‡m AwZwi³ fvov Av`vq I hvÎx nqivwb eÜ KiÓ `vex‡Z Av‡qvwRZ gvbee܇bi e³viv D³ AwfgZ e¨³ K‡ib| cwi‡ek euvPvI Av‡›`vjb cevmn myeÜb mvgvwRK Kj¨vY msMVb, †K›`ªxq †LjvNi Avmi, MÖxY †dvm©, cwi‡ek Av‡›`vjb gÂ, wewmGBPAviwW D³ gvbee܇bi Av‡qvRb K‡i|

cevÕi †Pqvig¨vb Avey bv‡mi Lv‡bi mfvcwZ‡Z¡ Ges bvm‡di mvaviY m¤úv`K †gv. ˆZqe Avjxi mÂvjbvq D³ gvbee܇b e³e¨ iv‡Lb, cevÕi mvaviY m¤úv`K cÖ‡KŠ. †gv. Ave`ym †mvenvb, cwi‡ek Av‡›`vjb g‡Âi mfvcwZ Avwgi nvmvb, m`m¨ wR Gg iæ¯Íg Lvb, myeÜb mvgvwRK msMV‡bi mfvcwZ †gv. nvweeyi ingvb, mn-mfvcwZ †gv. dviæK ûmvBb, †Ljv N‡ii mvaviY m¤úv`K iæby Avjx, bvm‡di m`m¨ K¨v‡gwjqv †PŠayix, mgvR †meK †gv. †mwjg, wewmGBPAviwWÕi mfvcwZ gvnveye nK, MÖxY †dv‡m©i m`m¨ `y¨‡jvK bvCg, bvwn` ivqnvb cÖgyL|

e³viv e‡jb, moK cwienb 2018 AvBb ev¯Íevqb Kivi Rb¨ cwi‡ek evPuvI Av‡›`vjb (cev)Õi cÿ †_‡K Awfb›`b| GiB g‡a¨ gvV ch©v‡q wKQz wKQz cÖ¯‘wZ Avgiv †`L‡Z cvw”Q| ‡hgb mo‡K wbwe©‡Nœ PjvP‡ji j‡ÿ¨ RbM‡bi Rb¨ UªvwdK AvBb †g‡b Pjvi weavb Kiv n‡q‡Q| †mB‡ÿ‡Î AvBb Agvb¨ Kiv n‡j Rwigvbv Kiv n‡e| wKš‘ XvKv kn‡i †Kv_vI mqswµq UªvwdK wmMbvj bvB| hw`I cÖvq GK‡kv †KvwU UvKv e¨‡q CASE cÖK‡íi e¨e¯’v Kiv n‡q‡Q wKš‘ Gi ev¯Íe cÖwZdjb bvB| A‰ea cvwKs‡qi Rb¨ 5000 UvKv Rwigvbvi e¨e¯’v Kiv n‡q‡Q| wKš‘ †`Lv hv‡”Q bMixi evwYwR¨K fe‡bi cvwK©s‡qi RvqMv¸‡jv evwYwR¨K D‡Ï‡k¨ e¨envi Kiv nq| Ab¨w`‡K †Reªv µwms, c`Pvix-‡mZz, cvZvjc_mn Ab¨vb¨ wba©vwiZ ¯’vb e¨vwZZ hÎZÎ iv¯Ív cvivcv‡ii Rb¨ c_Pvix‡K 10,000 UvKv Rwigvbv e¨e¯’v aiv n‡q‡Q wKš‘ cvivcv‡ii Rb¨ h‡_ó †Reªv µwms-Gi myweav bvB| GQvov AeKvVv‡gv ev¯Íevq‡bi Rb¨ AvB‡bi Ab¨vb¨ welq¸‡jv gvV ch©v‡q ev¯Íevqb Kiv AZ¨šÍ Riæwi| Gj‡ÿ¨ weAviwUG, wWGgwc, DËi I `wÿY wmwU K‡c©v‡ikb, ivRDK, moK cwienb gš¿Yvjqmn mswkøó mKj wWcvU©‡g‡›Ui mgš^‡q AvBb¸‡jv m¤ú‡K© RbMY, PvjK, gvwjKmn mevB‡K m‡PZb Kivi j‡ÿ¨ wgwWqvmn wewfbœfv‡e e¨vcK cÖPvi Pvjv‡Z n‡e|

wbwe©‡Nœ hvZvqv‡Zi ‡ÿ‡Î e³viv e‡jb, cÖwZwU iæ‡U wcK I Ad-wcK mg‡q kZ© Abymv‡i ch©vß cwigv‡Y eo eo evm PjvPj wbwðZ Kiv| iv¯Ívq hvÎx DVv‡bv bvgv‡bv I †ec‡ivqvfv‡e evm Pvjv‡bv Kgv‡Z evmPvjK‡`i †eZb wUªc wfwËK bv K‡i gvwmK †eZ‡bi wfwˇZ wb‡qvM w`‡Z n‡e| evm PvjK I  wbw`©ó †Kv¤úvbxi nv‡Z ev‡mi `vwqZ¡ w`‡j hvÎx‡mevi gvb Kg‡e wKš‘ fvov evo‡e, mo‡K ˆbivR¨ Av‡iv evo‡e| XvKv gnvbMix‡Z hvbRU n«v‡m MYcwien‡Yi `¶ e¨e¯’vcbv M‡o †Zvjvi gva¨‡g A‡c¶vi mgq, ev‡m IVvbvgv I evm cwieZ©‡bi myweav m„wó cvkvcvwk ev‡mi Rb¨ c„_K †jb Kiv †M‡j ev‡m hvZvqv‡Zi mgq A‡bK K‡g Avm‡e| hv gvbyl‡K evm e¨env‡i DrmvwnZ Kivi gva¨‡g cÖvB‡fU Mvwo e¨env‡i wbqš¿‡Y f~wgKv ivL‡e|

cvewjK evm mvwf©‡mi gv‡bvbœq‡b `¶fv‡e cvewjK evm cwiPvjbvi Rb¨ AwffveK ms¯’v ivLv I Kg©iZ me ms¯’vi g‡a¨ mgš^q Kiv `iKvi| evmhvÎx‡`i ‡mev wbwðZ n‡”Q wK-bv ‡m wel‡q Z`viwK I AvBbvbyM e¨e¯’v MÖnY Kivi cvkvcvwk miKvi wba©vwiZ fvovi AwZwi³ A_© Av`vq Kiv cÖwZ‡iva Ki‡Z n‡e| G Qvov evm ÷‡c‡Ri wWRvBb Ki‡Z n‡e Ggbfv‡e, hv‡Z bvix, wkï, e…×, cÖwZeÜxmn mevB IVvbvgv Ki‡Z cv‡i| M‡elYvi wfwˇZ mwVKfv‡e evm iæU wWRvBb I eivÏ ‡`Iqvi e¨e¯’v Ki‡Z n‡e| G Qvov evm ÷‡c‡Ri m‡½ evmv I Awd‡mi ga¨eZ©x hvZvqv‡Zi Rb¨ ‡nu‡U, wmMb¨v‡j evm‡K cÖvB‡fUKv‡ii Av‡M ‡Q‡o ‡`Iqv; miKvwi D‡`¨v‡M evm wW‡cv wbg©vY I ‡mLv‡b evm ‡givg‡Zi hveZxq myweav ivLv; Pvwn`v Abyhvqx ‡UKmB eo eo evm bvgv‡bvi e¨e¯’v Kiv; ‡ijI‡q ‡÷kb, ‡bŠ Uvwg©bvj I `~icvj¬vi evm Uvwg©bv‡ji m‡½ wmwU ev‡mi mgš^q welq¸‡jv wbwðZ Ki‡Z n‡e|

Ab¨w`‡K mo‡K cÖwZw`bB evo‡Q `~N©Ubv ev nZ¨vKvÛ| wkÿv_©xmn mKj †kÖwYi gvbyl GB `~N©Ubvi ¯^xKvi| cÖwZw`b `~N©Ubv NU‡Q †`ke¨vcx wKš‘ Zv cÖwZ‡iva Ki‡Z †Zgb †Kvb D‡`¨vM Avgv‡`i †Pv‡L c‡o bv| mo‡K ˆbivR¨, g„Zz¨wgwQj I Rb`~‡f©vM †VKv‡Z bvbv c`‡ÿc MÖnY Kiv n‡q‡Q| †KvbwUiB mydj ¯’vqx n‡”Q bv| Dciš‘ Rb`~‡f©vM I hvZvqvZ LiP †e‡oB Pj‡Q|

mycvwikmg~n t

  1. be¨ moK cwienb AvBb, 2018 ev¯Íevq‡bi †ÿ‡Î weAviwUG, wWGgwc, DËi I `wÿY wmwU K‡c©v‡ikb, ivRDK, moK cwienb gš¿Yvjqmn mswkøó mKj wWcvU©‡g‡›Ui mgš^‡q moK cwienb AvBb¸‡jv m¤ú‡K© cÖ_‡gB RbMY, PvjK, gvwjKmn mevB‡K m‡PZb Ki‡Z wgwWqvmn Ab¨vb¨ gva¨‡g e¨vcK cÖPvi Pvjv‡bv|
  2. iæU cviwg‡Ui kZ© †gvZv‡eK mKj iæ‡U ch©vß evm PjvPj wbwðZ Kiv|
  3. miKvi wba©vwiZ fvovi AwZwi³ A_© Av`vq I cwien‡b Puv`vevwR e‡Ü wbqwgZ Z`viwK I AvBbvbyM e¨e¯’v MÖnY Kiv|
  4. ch©vß weAviwUwm evm Pvjy Kiv|
  5. evm‡K cÖvavb¨ w`‡q MYcwien‡b e¨env‡ii Rb¨ wba©vwiZ ¯’v‡b ÷‡cRmn Avmv-hvIqvi myweavmn GKwU mgwš^Z cwienb e¨e¯’v M‡o †Zvjv|
  6. ev‡m †hb bvix, wkï, e„×, cÖwZeÜxmn mevB hv‡Z wbwe©‡Nœ hvZvqvZ Ki‡Z cv‡i †mB e¨e¯’v Kiv|


ab¨ev`mn

†cÖvMÖvg Awdmvi
cwi‡ek euvPvI Av‡›`vjb (cev)

sncdct??

কবি রাসেল আশেকী’র ৪৮তম শুভ জন্মোৎসব



৪ নভেম্বর, ২০১৯
কবি রাসেল আশেকী’র ৪৮তম শুভ জন্মোৎসব
কবি রাসেল আশেকী নব্বই দশকের গণনন্দিত, জনপ্রিয় ও মৌলিক কবিসত্তা। প্রেম, শান্তি ও মানবতার সাধনায় উজ্জীবিত এই কবি ইতিমধ্যে অর্জন করেছেন ব্যাপক পাঠকপ্রিয়তা। মা, মাটি ও মানুষ হচ্ছে তার কবিতার প্রকৃত আরাধনা। সময়, সমাজ ও রাজনৈতিক বাস্তবতার অধ্যাত্মিক শক্তি ও মননশীল প্রতিচ্ছবি তার কবিতার প্রধান বৈশিষ্ট্য। নদীমাতৃক আলো বাতাসে বেড়ে ওঠা এই কবির কবিতার নন্দনশৈলীতে রয়েছে দৈশিক পটভূমি ও বৈশ্বিক বিবেচনা বোধ, বিনয় ও বিন¤্র সত্যের প্রকাশ এবং গভীর আন্তর্জাতিকতা। দর্শন ও বিজ্ঞানের প্রজ্ঞা তার কবিতাকে দিয়েছে নতুন মাত্রা। একারণে গতি তার কবিতার অমল নিয়ামক।
শিকড় সন্ধানী ও মানবপ্রেমিক এই কবির জন্ম ৪ নভেম্বর ১৯৭১ সালে গোপালগঞ্জের শান্তিগ্রাম চরচাপ্তা শেখ বাড়িতে সাধবী মা ও সুফি পিতার পরিবারে। জন্মগত কাব্যপ্রতিভা ও গভীর সাধনা তার কবিতাকে দিয়েছে পাঠকপ্রিয়তা ও আন্তর্জাতিক মর্যাদা। প্রায় তিন দশক ধরে তার কবিতা জাতীয় পর্যয়ে শক্তিশালী ও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। মানচিত্র এখন কালনাগিনীর খোঁপায় কবিতাগ্রন্থ নিয়ে আবির্ভূত হলেও প্রেমিক এসেছি ফিরে, বইকন্যা সশব্দ পুরুষ, লালঘোড়া নীলঘোড়া, মাটির স্বীকৃতি কিংবা মা’র কাছে পুত্র’র প্রার্থনা, হাড়ের গোলাপ, বুকজুড়ে বাংলাদেশ, কবিতার বাড়ি, ভাষাভূমি, প্রেমভূমি, বিন্দুতে বিশ্বভ্রমণ, সাদা মেঘের ছুরি, জয়সিঁড়ি, মাটির গিটার, পোশাকে লুকানো দুঃখগুলো, একটি ভাষণ একটি দেশ, প্রেম ছাড়া কোনো পথ খোলা নেই, দ্য লিজেন্ড আনফিনিশ্ড, কবিতাগ্রন্থগুলো বহুমাত্রিক বৈশিষ্ট্যম-িত ও ব্যাপক আলোচিত। এ যাবৎ তার উনিশটি কবিতাগ্রন্থ প্রকাশিত হয়েছে। এখন প্রকাশের পথে একটি মহাকাব্য। তিনি বিশ্বস্বীকৃত চড়বঃ খধঁৎবধঃব বিশ্বের সাত মিলিয়ন কবির আদর্শ প্রতিষ্ঠান ঢ়ড়বঃৎু.পড়স থেকে অর্জন করেছেন এই স্বীকৃতি ও সম্মান। উপন্যাস, ছোটগল্প, নাটক ও গান রচনায়ও তিনি সিদ্ধহস্ত। তার প্রথম উপন্যাস ‘সলোক’ ধারাবাহিক নাটকরূপে প্রচারিত হয়েছে বিটিভিতে। ছোটগল্প ‘একজন মা এবং পরবর্তী গল্প’ বিশেষ নাটক হিসেবে প্রচারিত হয়েছে এটিএন বাংলায়। তার কবিতা সুর করেছেন লাকী আকন্দ, শেখ সাদী খান, ওস্তাদ আবু হানিফ রতন, ফকির শাহবুদ্দীন, কৌশিক হোসেন তাপসসহ অনেক সুর¯্রষ্টা। গেয়েছেন কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, আসিফ আকবর, সিনথিয়া, বেলাল খান, সালমা, নোলক, মিল্টন, প্রতিক হাসান, জেনস শাহীনসহ অনেক গুণী কণ্ঠশিল্পী। তিনি সাহিত্যের পাশাপাশি স্বচ্ছধারার রাজনীতিতেও সমান জনপ্রিয় ও আলোচিত।
আগামী ৪ নভেম্বর ২০১৯ কবি রাসেল আশেকীর ৪৮তম শুভ জন্মদিন। এ উপলক্ষে ৪ নভেম্বর সোমবার সময় বিকেল ৫:৩০ জাতীয় জাদুঘর বেগম সুফিয়া কামাল মিলনায়তনে কবি রাসেল আশেকী জন্মোৎসব উদযাপন পরিষদ আয়োজন করেছে কথা, কবিতা, গানের অনুষ্ঠান। কবি ও কবিতা সাময়িকী ‘কবিতাচর্চা’ ও ছোট কাগজ ‘গুচ্ছমূল’ থেকে প্রকাশিত হচ্ছে কবিকে নিয়ে বিশেষ সংখ্যা।
৪ নভেম্বর কবির জন্মোৎসবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমানসহ দেশবরেণ্য কবি লেখক বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ পাঠকশ্রোতা ও গুণগ্রাহী ব্যক্তিগণ।

Tuesday, October 29, 2019

ঢাকা মহানগর উত্তর জাসদের সাধারণ সম্পাদক এস এম ইদ্রিস আলীর পিতা নুর মোহাম্মদের ইন্তেকাল

ঢাকা মহানগর উত্তর জাসদের সাধারণ সম্পাদক এস এম ইদ্রিস আলীর পিতা নুর মোহাম্মদের ইন্তেকাল
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম ইদ্রিস আলীর পিতা নুর মোহাম্মদ আজ দুপুর ৩ টায় বরিশাল শেরে বাংলা মেডিকেলে বার্ধক্যজনিত অসুস্থ্যতায় ইন্তেকাল করেন (ইন্না.....রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ৩ ছেলে, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে ঝালকাঠি জেলার গগনপুর গ্রামস্থ পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন হবে। 

জাসদের শোক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ এক শোক বার্তায় ঢাকা মহানগর উত্তর জাসদের সাধারণ সম্পাদক এস এম ইদ্রিস আলীর পিতা নুর মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
সহ-দফতর সম্পাদক

Monday, October 28, 2019

জাসদের গৌরবোজ্জ্বল সংগ্রামের ৪৭ বছর। ৩১ অক্টোবর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী


জাসদের গৌরবোজ্জ্বল সংগ্রামের ৪৭ বছর। ৩১ অক্টোবর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
আগামী ৩১ অক্টোবর ২০১৯ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭২ সালের এই দিনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের কমান্ডার মেজর এম এ জলিল অব: এবং ছাত্রলীগের এককালীন সাধারণ সম্পাদক, সরাসরি ভোটে নির্বাচিত ডাকসুর প্রথম ভিপি, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের শীর্ষ নেতা, মুক্তিযুদ্ধে বিএলএফ-মুজিব বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের উপ-অধিনায়ক আ স ম আব্দুর রব যুগ্ম আহ্বায়ক করে ৭ (সাত) সদস্যের কমিটি ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। একই বছর ২২ ডিসেম্বর প্রথম জাতীয় সম্মেলনের মাধ্যমে মেজর এম এ জলিল অব: সভাপতি এবং আ স ম আব্দুর রবকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। ষাট দশকে তৎকালীন ছাত্রলীগের অভ্যন্তরে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে যে নেতা-সংগঠক-কর্মীরা স্বাধীনতার নিউক্লিয়াসের নেতৃত্বে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধে আপসহীন র‌্যাডিকাল ভূমিকা পালন করেছেন সেই বিপ্লবী ধারার যুব নেতৃত্বই মুক্তিযুদ্ধের চেতনায় সামাজিক বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষণা করে জাসদ গঠন করেন। ক্ষমতার অংশীদারিত্ব ত্যাগ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজতন্ত্রের লক্ষ্যে জাসদ পরিচালিত গণআন্দোলন গণসমর্থন লাভ করে। দেশের ছাত্র-তরুণ-যুব সমাজ জাসদের প্রতি আকৃষ্ট হয়। ১৯৭৩ সালে জাসদ ১ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে জাসদ তৎকালীন ক্ষমতাসীর আওয়ামী লীগ দ্বারা বাঁধার সম্মুখীন হয়। মেজর জলিল, ইঞ্জিনিয়ার আব্দুর রশীদসহ ককেয়কজন প্রার্থীকে বিজয়ী ঘোষণার পরও পরবর্তীতে পরাজিত দেখানো হয়। উল্লেখ্য, ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ ইঞ্জিনিয়ারের বিজয় কেড়ে নিয়ে খন্দকার মোশতাককে বিজয়ী ঘোষণা করা হয়। টাঙ্গাইল থেকে জাসদ প্রার্থী আব্দুস সাত্তার বিজয়ী হন। স্বতন্ত্র বিজয়ী প্রার্থী আব্দুল্লাহ সরকার জাসদে যোগদান করেন। জাতীয় নেতা এ এইচ এম কামরুজ্জামান রাজশাহীর ২টি আসনে বিজয়ী হয়ে একটি আসন ছেড়ে দিলে, রাজশাহীর সেই আসনের উপ-নির্বাচনে জাসদ প্রার্থী মাইনউদ্দিন আহমেদ মানিক বিজয়ী হন। তিনটি আসন নিয়ে জাতীয় সংসদে জাসদ সোচ্চার বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলে। জাসদের উপর ক্ষমতাসীন সরকার ও রাষ্ট্রের পক্ষ থেকে ব্যাপক দমন-পীড়ন-নির্যাতন নেমে আসে। সংসদীয় রাজনৈতিক দল হিসাবে জাসদের বিকাশের পথ শুরুতেই রুদ্ধ করে দেয়া হয়। 

১৯৭৪ সালে দেশে জরুরী অবস্থা জারি হলে এ দমন-পীড়ন আরো বেড়ে যায়। ১৯৭৫ এর ২৫ জানুয়ারি বাকশাল গঠন করা হলে জাসদ নিষিদ্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে একদিকে রাষ্ট্রের পক্ষ থেকে জাসদের বিরুদ্ধে হত্যা-জেল-জুলুমসহ চরম-দমন-পীড়ন চলতে থাকে। সভাপতি মেজর এম এ জলিল অব:, সাধারণ সম্পাদক আ স ম আব্দুর রবসহ কেন্দ্রীয় কমিটির প্রায় সকল নেতা এবং জেলা ও থানা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রধান নেতৃবৃন্দসহ জাসদের হাজার হাজার নেতা-কর্মীকে কারাগারে বন্দী করে রাখা হয়। জেলের বাইরে থাকা জাসদ কর্মীদের অবস্থা ছিল বাঘের হিং¯্র আক্রমণের মুখে হরিণের আত্মরক্ষা করার মত অবস্থা। এরকম পরিস্থিতিতে জেলের বাইরে থাকা জাসদের নেতা-কর্মীরা আত্মরক্ষা এবং বিপ্লবী সংগ্রাম এগিয়ে নিতে সাময়িককালের জন্য গণবাহিনী গঠন করে। অন্যদিকে জাসদসহ বিরোধী রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হবার ফলে সৃষ্ট রাজনৈতিক শুন্যতার সুযোগ নিয়ে প্রাসাদ ষড়যন্ত্র শুরু হয়। জাসদ ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে প্রকাশ্য ঘোষণা দিয়ে প্রকাশ্য রাজনৈতিক অবস্থান গ্রহণ করলেও কখনই ষড়যন্ত্র-চক্রান্তের পথে পা বাড়ায়নি, ষড়যন্ত্র-চক্রান্তকারীদের সাথে হাত মেলায়নি। 

খন্দকার মোশতাকের নেতৃত্বে স্বাধীনতা বিরোধী চক্র ষড়যন্ত্রে মেতে উঠে। খন্দকার মোশতাকের নেতৃত্বে ষড়যন্ত্রকারীরা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ক্ষমতা দখল করে। দেশের এ হতবিহ্বল ও সংঘাতময় পরিস্থিতিতে যখন স্বাধীনতার স্বপক্ষের সকল রাজনৈতিক দল কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে, তখন জাসদ কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থেকে তাৎক্ষনিকভাবে খন্দকার মোশতাকের ক্ষমতা দখলের বিরুদ্ধে প্রতিবাদ করে রুখে দাঁড়ায়। খন্দকার মোশতাকের ৮৩ দিনের শাসনেও জাসদের নেতা-কর্মীদের উপর খুন-গুম-জেল-জুলুম অব্যাহত রাখে। জলিল-রবসহ কারাবন্দী জাসদ নেতাদের কারাগারেই বন্দী রাখা হয়। 

খন্দকার মোশতাকের ক্ষমতা দখল এবং মোশতাক অনুসারী সেনা অফিসারদের উশৃংখলতা সেনাবাহিনীর মধ্যে চরম বিশৃংখল অবস্থা তৈরি করে, উচ্চাভিলাষী সামরিক অফিসাররা ক্ষমতার লোভে সেনাবাহিনকে বিভক্ত করে ফেলে, উচ্চাভিলাষী অফিসাররা ক্ষমতার খেলায় গুলি-গোলার মুখে সিপাহীদের ঠেলে দেয়। উচ্চাভিলাষী অফিসার খালেদ মোশাররফ কর্তৃক সেনাপ্রধান জিয়ার অপসারণ ও বন্দী করে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করে। বঙ্গবন্ধুর খুনী মোশতাকের সাথে আপস করে। কর্নেল রশিদ-কর্নেল ফারুকসহ বঙ্গবন্ধুর খুনীদের জেলখানায় চার জাতীয় নেতাকে হত্যা করে নিরাপদে দেশত্যাগ করার সুযোগ করে দেয়। এরকম জাতীয় সংকটময় ও অনিশ্চিত পরিস্থিতিতে অবৈধ ক্ষমতা দখলদারের কবল থেকে দেশকে মুক্ত এবং সেনাবাহিনীতে শৃংখলা ফিরিয়ে আনতে সাধারণ সিপাহীরা ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহের প্রস্তুতি নেয়। সেনাবাহিনীর উচ্চাভিলাসী অফিসাররা আর সাধারণ সিপাহীরা মুখোমুখি হয়। এ পরিস্থিতিতে সেনা ছাউনিতে রক্তারক্তির ঘটনা এড়ানো, সেনাবাহিনীতে শৃংখলা ফিরিয়ে আনা, অনিশ্চয়তা থেকে দেশকে রক্ষা করার লক্ষ্য নিয়ে জাসদ কর্নেল তাহেরের নেতৃত্বে বিদ্রোহী সিপাহীদের সুনির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করতে উদ্যোগী ও সাহসী ভূমিকা নেয়। ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার অভ্যূত্থান সংগঠিত হয়। জাসদের বলিষ্ঠ হস্তক্ষেপ ও ভূমিকায় সেনা ছাউনিতে গুলি-রক্তারক্তি-খুনাখুনী অবস্থা রোধ হয়।
বন্দীদশা থেকে মুক্ত হয়ে জিয়া সিপাহীদের ১২ দফা দাবির সাথে বেঈমানী করে। কর্নেল তাহেরকে মিথ্যা সজানো মামলায় গ্রেফতার করে। সামরিক আদালতে প্রহসনমূলক বিচারে কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা, জলিল-রব-ইনুসহ জাসদ নেতৃবৃন্দকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদী কারাদন্ড দন্ডিত করে। পূর্ববর্তী সরকারগুলোর মতই জিয়ার সামরিক সরকারও জাসদের উপর চরম দমন-পীড়ন-নির্যাতন চালায়।
১৯৭৯ সালে জলিল-রব-ইনুসহ জাসদের শীর্ষ নেতৃবৃন্দকে কারাবন্দি রেখেই জিয়া তার সামরিক শাসনকে বৈধতা দেয়ার জন্য জাতীয় সংসদ নির্বাচন দেয়। জাসদ সামরিক শাসনের অধীনে সংসদ নির্বাচন অনুষ্ঠানের নীতিগত বিরোধিতা করে। কিন্তু আওয়ামী লীগসহ প্রায় সকল দল নির্বাচনে অংশগ্রহণের পক্ষে অবস্থান নিলে জাসদও ১৯৭৯ সালের নির্বাচনে অংশ নেয়। এ নির্বাচনে জাসদের ৯ জন প্রার্থী বিজয়ী হয়। যদিও প্রাথমিক ফলাফল ঘোষণায় জাসদের আরও বেশ কয়েকজন প্রার্থী বিজয়ী হলেও পরবর্তীতে ফলাফল পরিবর্তন করে বিজয় ছিনিয়ে নেয়া হয়। 

জিয়ার সামরিক সরকারের বিরুদ্ধে জাসদ সংসদ ও রাজপথে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। এ সময়ই জাসদ ‘মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ শক্তি’ বিষয়ে রাজনৈতিক অবস্থান গ্রহণ করে এবং জিয়ার বিরুদ্ধে স্বাধীনতার স্বপক্ষ শক্তির বৃহত্তর ঐক্যের নীতি-কৌশলের অংশ হিসাবে আওয়ামী লীগসহ অপরাপর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে ১০ দলীয় ঐক্য জোট গড়ে তোলে। 

১৯৮২ সালে এরশাদের অবৈধ ক্ষমতা দখল ও সামরিক শাসনের বিরুদ্ধে জাসদ আন্দোলন গড়ে তোলে এবং বৃহত্তর ঐক্যের নীতি-কৌশলের প্রয়োগ করে আওয়ামী লীগসহ অপরাপর স্বাধীনতার সপক্ষ শক্তির সাথে ১৫ দলীয় জোট গড়ে তোলে। এরশাদ সামরিক শাসন বিরোধী আন্দোলন কৌশল নিয়ে আন্দোলনকারী শক্তিসমূহের ভাঙ্গন দেখা দিলেও জাসদের উদ্যোগেই ৫ দল-৭ দল-৮ দলের লিয়াজো কমিটি গড়ে ওঠে এবং ১৯৯০ সালে ঐতিহাসিক গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে সামরিক শাসনের অবসান ঘটে। এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলনে ডা. মিলন, শাজাহান সিরাজ, জয়নালসহ অনেক নেতা-কর্মী শহীদ হন। 

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ জন্মলগ্ন থেকে ক্ষমতাসীন শাসকগোষ্ঠী ও রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ধারাবাহিক ও বিরতিহীনভাবে সংগ্রামমুখর ঝঞ্ঝাবিক্ষুদ্ধ সময় পার করে। রাষ্ট্রের পক্ষ থেকে জাসদের উপর সীমাহীন দমন-পীড়ন-নির্যাতন নেমে আসে। শাসকগোষ্ঠী ও প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে সংগ্রামে জাসদের শতশত নেতা-কর্মীকে হত্যা করা হয়, হাজার হাজার নেতা-কর্মী জেল-জুলুম-নির্যাতনের শিকার হন। ফলে জাসদ সুস্থিরভাবে নির্বাচনী কৌশল গ্রহণ করে নির্বাচনী এলাকা ও নির্বাচনী শক্তি গড়ে তুলতে পারেনি। ১৯৯১ সালের এককভাবে জাসদ নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু সাফল্য পায়নি। ১৯৯১-৯৬ সালে বেগম জিয়ার দুঃশাসনের বিরুদ্ধে জাসদ বামগণতান্ত্রিক ফ্রন্ট গঠন করে গণআন্দোলন সংগঠিত করে। পাশাপাশি জাসদ নেতা কাজী আরেফের উদ্যোগে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঐতিহাসিক গণআদালত গঠিত হয় এবং গণআন্দোলন গড়ে ওঠে। ১৯৯৬ সালের নির্বাচনের পর ঐক্যবদ্ধ জাসদের সংসদীয় সমর্থন নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। জাসদ সরকারে অবস্থানের পাশাপাশি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজপথে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করে। 

২০০১ সালে বিএনপি-জামাত জোট ক্ষমতায় আসলে জাসদ বিএনপি-জামাত জোট সরকাররে বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করে এবং বিএনপি-জামাত জোট সরকারের সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গীবাদী শক্তিকে পৃষ্ঠপোষকতা-দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে দলীয় উদ্যোগে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি স্বাধীনতার স্বপক্ষ শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগ নেয়। ২০০১ সালের পর নির্যাতন-দমনে বিপর্যস্থ আওয়ামী লীগের পাশে জাসদ দাঁড়ায় এবং ১৪ দলীয় জোট গড়ে তোলে। ২০০৭ সালে মইনউদ্দিন-ফখরুদ্দিন সরকার ক্ষমতা দখল করলে জাসদ অবিলম্বে ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করে। ২০০৮ সালের নির্বাচনে জাসদ ১৪ দলীয় জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করে ৩ টি আসনে বিজয়ী হয়। মহাজোট সরকারে জাসদের অংশগ্রহণ না থাকলেও সরকারের বাইরে থেকেই জাসদ শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারকে নীতিগত সমর্থন দেয়ার পাশাপাশি সংসদ-রাজপথে যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদ-মৌলবাদের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নেয়। শ্রমিক-কৃষক-নারীর অধিকারের পক্ষে সোচ্চার ভূমিকা রাখে। ২০১২ সালে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীসভায় অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান। জাসদ দলীয়ভাবে সম্মতি প্রদান করলে শেখ হাসিনা জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেন। দলীয় সভাপতি হাসানুল হক ইনু মন্ত্রীসভার সদস্য হলেও জাসদ সরকার-সংসদ-রাজপথে আদর্শগত অবস্থান থেকে যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ নির্মূল, শ্রমিক-কৃষক-নারীর অধিকারের প্রশ্নে দলের সোচ্চার ভূমিকা অব্যাহত রাখে।
২০১৪ সালে বিএনপি-জামাতের নির্বাচন বানচালের চরম অন্তর্ঘাত ও নাশকতার মধ্যেও সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়া ও ধারাবাহিকতা সমুন্নত রাখতে জাসদ ১৪ দল গতভাবে নির্বাচনে অংশগ্রহণ করে। এ নির্বাচনে জাসদ ৫ টি আসনে বিজয়ী হয় এবং নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে পুনরায় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেন। জাসদ পূর্বের ধারাবাহিকতায় সরকার-সংসদ-রাজপথে জঙ্গিবাদ-সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাসদ ১৪ দলীয় জোটগতভাবে অংশ গ্রহণ করে এবং ২টি আসনে বিজয়ী হয়। জাসদ সরকার বা সংসদে থাকুক বা না থাকুক জাসদ কখনই অন্যায়-অত্যাচার-দুর্নীতি-লুটপা
টের সাথে আপস করেনি। 

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের দীর্ঘ ৪৭ বছরের সংগ্রামী পথ চলায় বিভিন্ন সময় ব্যক্তিগত স্বার্থে জাসদের শীর্ষ পর্যায়ের নেতাদের অনেকে দল ত্যাগ করে ভিন্ন দলে যোগদান বা পৃথক দল গঠন করলেও জাসদের নেতা-কর্মীরা তাদের আদর্শ-পতাকা-ঠিকানা বুকে আগলে রেখে জাসদকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে রেখেছে। প্রমাণ হয়েছে জাসদ নেতাদের নয়-কর্মীদের দল। জাসদ বর্তমানে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে শেখ হাসিনার দুর্নীতিবাজ ও লুটেরা বিরোধী শুদ্ধি অভিযানকে সমর্থন দিয়ে রাজপথে সোচ্চার থাকার পাশাপাশি দলের নিজস্ব রাজনৈতিক লক্ষ্য ও কর্মসূচির ভিত্তিতে সমাজতন্ত্রের লক্ষ্যে সমাজে সকল ধরনের বৈষম্যের অবসান এবং জাতীয় সংসদে উচ্চ কক্ষ গঠন করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চালু, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু, সিটি কর্পোরেশন-জেলা পরিষদ-উপজেলা পরিষদ-ইউনিয়ন পরিষদ-পৌরসভাসহ সকল স্থানীয় সরকারকে স্বশাসিত কার্যকর সংস্থা হিসাবে গড়ে তোলাসহ শাসনি-প্রশাসন ব্যবস্থাকে আরও গণতান্ত্রিক ও অংশিদারিত্বমূলক করা এবং জনগণের ক্ষমতায়ণের লক্ষ্যে অবিচলভাবে সংগ্রামের রাজপথে আগুয়ান আছে। 

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদের শুভেচ্ছা
৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ এক বিবৃতিতে দেশবাসী ও জাসদের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী
দের শুভেচ্ছা জানিয়েছেন। তারা একই সাথে জাসদের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা জাসদের সংগ্রাম এগিয়ে নিতে জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তারা বলেন, জাসদের ৪৭ বছরের ইতিহাসে প্রমাণ হয়েছে, জাসদ নেতাদের দল নয়, কর্মীদের দল। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বা দলের নেতারা দলের পাহারাদার মাত্র। 

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার ভোর ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিকাল ৩ টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আলোনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি যথাযথ মর্যাদায় দলের সকল জেলা-উপজেলা কমিটিকে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের নির্দেশ দিয়েছেন।
বার্তা প্রেরক

সাজ্জাদ হোসেন
সহ-দফতর সম্পাদক