http://themonthlymuktidooth.blogspot.com

Friday, February 21, 2020

জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা জাতীয় বীর নুর আলম জিকুর ১০ মৃত্যবার্ষিকী পালিত


জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা জাতীয় বীর নুর আলম জিকুর ১০ মৃত্যবার্ষিকী পালিত
 জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ কেন্দ্রীয় কার্যকরী আজ ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দলের অন্যতম প্রতিষ্ঠাতা ও জাতীয় বীর নুর আলম জিকুর ১০ মৃত্যবার্ষিকী পালন করে। পালিত কর্মসূচির মধ্যে ছিল ভোর ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে কালোপতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল ১০ টায় মিরপুর বীর মুক্তিযোদ্ধা কবরস্থানে নুর আলম জিকুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১১টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্ত্বরে স্মরণসভা।
এসকল কর্মসূচিতে দলের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ কেন্দ্রীয় ও মহানগর জাসদ এবং সহযোগী সংগঠনসমুহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
দলীয় সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্ব  অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, সাংগঠনিক সম্পাদক  মোঃ নুরুন্নবী, ঢাকা মহানগর পশ্চিম জাসদ নেতা কাজী সিদ্দিকুর রহমান  প্রমুখ। হাসানুল হক ইনু প্রয়াত নেতা নুর আলম জিকুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেনায় সমাজতন্ত্রকে আদর্শ হিসাবে ধারণ করেই নুর আলম জিকু জাসদ প্রতিষ্ঠায় অগ্রণী ভুমিকা পালন করেন। শিরীন আখতার বলেন, নুর আলম জিকু মনে প্রাণে একজন অসাম্প্রদায়িক নেতা ছিলেন। দল-পরিবার-ব্যক্তিজীবনে অসাম্প্রদায়িকতা ও বাঙালিয়ানারা চর্চা করতেন। 
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
সহ-দফতর সম্পাদক

Thursday, February 20, 2020

আগামীকাল জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা জাতীয় বীর নূর আলম জিকুর ১০ম মৃত্যুবার্ষিকী। জাসদের কর্মসূচি

আগামীকাল জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা জাতীয় বীর নূর আলম জিকুর ১০ম মৃত্যুবার্ষিকী। জাসদের কর্মসূচি
আগামীকাল ২১ ফেব্রুয়ারি ২০২০ বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম-স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযুদ্ধের অন্যতম পথিকৃৎ, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার বিপ্লবী আন্দোলনের নেতা জাসদের এককালীন সাংগঠনিক সম্পাদক, এককালীন কার্যকরী সভাপতি নূর আলম জিকুর ১০ম মৃত্যুবার্ষিকী। প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আগামীকাল ভোর ৬ টায় দলীয় কার্যালয়ে কালোপতাকা উত্তোলণ ও দলীয় পাতাক অর্ধনমিতকরণ, সকাল ১০ টায় মিরপুর বীর মুক্তিযোদ্ধা কবরস্থানে নূর আলম জিকুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ এবং সকাল ১০:৩০ টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কমপ্লেক্স চত্বরে স্মরণ সভার কর্মসূচি গ্রহণ করেছে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে প্রয়াত নেতা নূর আলম জিকুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, নূর আলম জিকু ৬০ দশকের শুরুতেই জাতীয়তাবাদী ছাত্র আন্দোলনকে স্বাধীনতার সুনির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করার উদ্যোগ গ্রহণ করেন। প্রয়াত নূর আলম জিকুই স্বাধীনতার সংগ্রামের অন্যতম রূপকার সিরাজুল আলম খানকে ১৯৬২ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করতে প্রধান ভূমিকা পালন করেন। নূর আলম জিকু ১৯৬২ সালে ছাত্রলীগ থেকে বিদায় নিয়ে আওয়ামী লীগের তরুন নেতা এবং বঙ্গবন্ধুর দূত হিসাবে রাজশাহী ও খুলনা বিভাগে আওয়ামী লীগকে সংগঠিত কাজে নিয়োগ করেন। তিনি মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর দক্ষিণ আঞ্চলীয় কমান্ডের ডেপুটি কমান্ডার হিসাবে মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা পালন করেন। তিনি সদ্য স্বাধীন দেশে প্রথম বিরোধী দল জাসদ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। পরবর্তীতে জাসদ নেতা হিসাবে গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখেন।
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
সহ-দফতর সম্পাদক

প্রেস বিজ্ঞপ্তি। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ এর কেন্দ্রীয় কমিটির বিলুপ্ত কমিটির বিরুদ্ধে অভিযোগ



Wednesday, February 19, 2020

দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে ডেভেলপার কোম্পানি বিশ্বাস বিল্ডার্সের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরুল ইসলাম ওরফে দুলাল বিশ্বাসের বিরুদ্ধে

দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে ডেভেলপার কোম্পানি বিশ্বাস বিল্ডার্সের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরুল ইসলাম ওরফে দুলাল বিশ্বাসের বিরুদ্ধে। সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে গত বুধবার (১১ ফেব্রুয়ারি) নজরুল বিশ্বাসকে দিনভর জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।
দুদক সূত্রে জানা গেছে— জিজ্ঞাসাবাদে নজরুল বিশ্বাস তার সম্পদের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। এমনকি দুর্নীতি দমন কমিশনের প্রশ্নে বারবার খেই হারিয়ে ফেলেন তিনি।
দুদকে দায়ের হওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, নজরুল বিশ্বাস ওরফে দুলাল বিশ্বাস বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে।
নজরুল ওরফে দুলাল বিশ্বাসের বাবা আব্দুর রশীদ মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু স্বাধীনতার পর পথভ্রষ্ঠ হন। ১৯৭৩ সালে ডাকাতির একটি ঘটনায় তিনি জেলও খাটেন। ছয় বছর জেল খেটে বের হয়ে যোগ দেন বিএনপিতে। তার পুরো পরিবার বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শুধু তাই নয় ‘টাকার জোরে’ নজরুল বিশ্বাস কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতিও হয়েছেন।
গ্রামে এক সময় নজরুল বিশ্বাসের ভিটেমাটি ছাড়া কিছুই ছিল না। সংসার চালাতে মাটি কাটা থেকে শুরু করে অন্যের বাড়িতে কাজও করেছেন নজরুল। এই নজরুল নব্বই দশকে বিডিআরে সৈনিক হিসেবে যোগদান করেন। পরে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তার চাকরি চলে যায়। এরপর চলে আসেন ঢাকায়।
জানা গেছে, অনেক চাকরি খোঁজার পর রাজধানীর মুগদার একটি রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি হয় নজরুল বিশ্বাসের। ঘটনাচক্রে সেই প্রতিষ্ঠানের মালিকের বিবাহিত মেয়ের সঙ্গে নজরুলের পরিচয় হয়। সেই মেয়ের স্বামী থাকতেন জাপানে। মেয়েটির সঙ্গে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। বিয়ে করেন সেই মেয়েকে। কিন্তু যে নজরুলের কিছুই ছিল না সেই নজরুল গ্রামের বাড়িতে এখন ৫০ বিঘা জমির ওপর করেছেন রাজপ্রাসাদ বাড়ি।
এ ছাড়া বিশ্বাস বিল্ডার্সের চলমান প্রকল্পগুলোর মধ্যে জানা যায়, ধানমন্ডিতে জে কে টাওয়ার, ক্রেডেন্স ও বিশ্বাস আম্রঝুড়ি, গুলশানে গ্রেস, মিরপুরে বিশ্বাস দিগন্ত, মিরপুর ৬ এ বিশ্বাস নীলাঞ্জনা, মিরপুর ১০ এ বিশ্বাস মাধবী, উত্তরায় বিশ্বাস বলাকা, বিশ্বাস ফাইয়াস, বিশ্বাস মারজান, বিশ্বাস প্রশান্তি, পশ্চিম কাফরুলে বিশ্বাস মঈন টাওয়ার, মহাখালীতে আরজত আলী কমপ্লেক্স ও সুলতানা প্লাজা, খিলগাঁওয়ে বিশ্বাস হাসনা হেনা, বিশ্বাস চলন্তিকা, মোহাম্মদপুরে বিশ্বাস নীহারিকা ও কুঞ্জছায়া, হবিগঞ্জে সাইহাম ফিউচার কমপ্লেক্স। আর সম্পন্ন হওয়া প্রকল্পগুলো হচ্ছে— নিউ মার্কেটে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, উত্তরায় বিশ্বাস লেক টাচ, মোহাম্মদপুরে বিশ্বাস রাতুল, কমলাপুরে বিশ্বাস ভিলা ও বিশ্বাস টাওয়ার প্রভৃতি।
অভিযোগে আরও বলা হয়েছে, ধনীর প্রবাসী স্ত্রীকে বাগিয়ে বিয়ে করে উপরে ওঠার সিঁড়ি পাওয়ার পর নজরুল বিশ্বাস নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের মাধ্যমে আঙুল ফুলে কলাগাছ হন। নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের অন্যতম অংশীদার ইস্রাফিল হোসেন। এই ইস্রাফিলের বাপ দাদার ৭৮ জন শরীকের নামমাত্র অংশ বুঝিয়ে দিয়ে পুরো কমপ্লেক্সই দখল করে রেখেছেন নজরুল। ২২ তলার এই সিটি কমপ্লেক্সের ১৭টি তলায় রয়েছে ২৬৭টি আবাসিক ফ্ল্যাট। আর নিচের তলাগুলোতে দোকানঘর রয়েছে প্রায় ৭০০টি। কিন্ত নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে ভবণ নির্মাণের চুক্তি থেকে শুরু করে সবকিছুই প্রতারণা করেছেন নজরুল। আর প্রতিবাদ করলে ক্যাসিনো হোতা সম্রাটকে দিয়ে নাজেহাল করত নজরুল বিশ্বাস বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ দুলাল বিশ্বাসের বিরুদ্ধে আরও অভিযোগ করেছেন একই এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন জামান লক্ষনের পুত্র খন্দকার মাসুদ-উজ-জামান। তিনি তার অভিযোগে বলেন- আমি তার ব্যবসার নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিলাম। দুলাল বিশ্বাস আমার ব্যবসার অংশ ৫০ লাখ টাকার বেশী আত্মসাৎ করেন। তিনি তার প্রাপ্য টাকার জন্য অনেক দেন-দরবার করেও তার প্রাপ্য অর্থ আদায় করতে পারেননি।
দুদকে দায়ের হওয়া অভিযোগ সূত্রে আরও জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত কৃষক লীগের ১১১ সদস্যের তালিকায় নজরুল ইসলামের নাম নেই। গত বছরের ৩১ জুলাই নিয়ম বহির্ভূতভাবে কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা নজরুল বিশ্বাসকে কৃষক লীগের নেতা বানিয়েছেন। এখানে কৃষক লীগের নেতা মোটা অংকের টাকা খেয়ে নজরুল বিশ্বাসকে কৃষক লীগের সহ-সভাপতি করেছেন।
এদিকে বিএনপি আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা নজরুল ইসলামের ক্যাডার বাহিনীর হাতে হামলা-মামলায় জর্জরিত হয়েছেন। এ ছাড়া নজরুল বিশ্বাস তার গ্রামে একজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে একদিনে ১৭টি মামলাও করেন। আবার আওয়ামী লীগ সরকারের আমলে নজরুল ইসলাম প্রভাব খাটিয়ে একই ঘটনা ঘটিয়েছেন। ওই মুক্তিযোদ্ধা ও ছেলেদের নামে তিনি ৯টি মামলা করেছেন।
এদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) নজরুল বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধান করছে কমিশন। তার বিরুদ্ধে জি কে শামীম ঠিকাদারসহ অবৈধভাবে ঘুষ দিয়ে বড়বড় ঠিকাদারি কাজ নিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে শতশত কোটি টাকা অর্জন ও বিদেশে অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে বিশ্বাস বিল্ডার্সের এমডি নজরুল বিশ্বাস বলেন, ‘আমার অবৈধ কোনো সম্পদ নেই।’
এত অল্প সময়ে কীভাবে বিপুল পরিমাণ সম্পদের মালিক হলেন জানতে চাইলে আরও বলেন, ‘আমি অনেক বছর ধরে ব্যবসা করি। আমার যে সব সম্পত্তি তা পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছি।’
অপরদিকে কৃষক লীগে নজরুল বিশ্বাসের পদ বিষয়ে জানতে চাইলে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র বলেন, ‘গত ৬ নভেম্বর কাউন্সিলে কৃষক লীগের আগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এরপর কৃষক লীগের পক্ষ থেকে ১১১ সদস্য বিশিষ্ট নামের তালিকা আওয়ামী লীগ সভাপতির কাছে পাঠানো হয়েছে। তা এখনও অনুমোদন হয়নি। অর্থাৎ ওই কমিটিতে তার নাম আছে কি না তা আমার জানা নেই। তবে খসড়া তালিকা পরিবর্তন-পরিবর্ধন বা সংযোজন হতে পারে। আর নতুন কমিটি অনুমোদন হয়নি তাই সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়া কৃষক লীগে বর্তমানে কোনো পদ নেই।’
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা নজরুল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগটি অনুসন্ধান করছি। অনুসন্ধান শেষ হলে জানা যাবে তিনি দোষী না নির্দোষ।

Majid, Peelkhana Post office Msjid Mess

BOARD AFFILIATED SOCIETY FOR MEDICAL TECHNOLOGY INSTITUTIONS



BANGLADESH HOSPITAL ASSISTANT ASSOCIATION






             evsjv‡`k †nj_& Gwm÷¨v›U G‡mvwm‡qkb
A¯’vqx Kvh©vjq: evox bs 58,†evW bs 8, wWAvBwU cÖ‡R± `wÿY evwiaviv, †giæj evÇv XvKv|
---------------------------------------------------------------------------------------------------------
                            †cÖm weÁwß
†UKwbK¨vj c`gh©v`vmn 4 `dv `vwe‡ZKg©weiZx‡Z hv‡”Qb ¯^v¯’¨ mnKvixiv


‡eZb ‡¯‹j I †UKwbK¨vj c`gh©v`vmn 4 `dv `vwe Av`v‡qi j‡ÿ¨ AvMvgx kwbevi (22 †deªæqvix) †_‡K Kg©weiZx‡Z hv‡”Qb mviv‡`‡ki ¯^v¯’¨ mnKvixiv| d‡j ‡`‡ki 1 jvL 20 nvRvi AvDUwiP iæwUb wUKv`vb ‡K‡›`ªi wUKv`vb Kg©m~wP eÜ _vK‡e| hZ¶b ch©šÍ Zv‡`i `vwei cÖÁvcb bv n‡e Z¶b ch©šÍ Zv‡`i G Kg©weiZx Ae¨vnZ _vK‡eb|
eyaevi (19 †deªæqvix) mKvj 10Uvq RvZxq †cÖm K¬v‡ei gIjvbv †gv. AvKivg Luvb nj iæ‡g GK msev` m‡¤§j‡bi gva¨‡g G ‡NvlYv‡`b evsjv‡`k †nj_& Gwm÷¨v›U G‡mvwm‡qkb bv‡g GKwU msMVb|
Zv‡`i `vwe ¸‡jv n‡jv, ‡UKwbK¨vj c`gh©v`vmn ¯^v¯’¨ mnKvix‡`i ‡eZb ‡MÖW 16Zg ‡_‡K 14Zg‡Z DbœxZKiY Ges µgvbymv‡i ¯^v¯’¨ cwi`k©K I mnKvix ¯^v¯’¨ cwi`k©K‡`i ‡MÖW DbœwZ Kib, ¯^v¯’¨ mnKvix‡`i ‡eZb †¯‹jmn ‡UKwbK¨vj c`gh©v`v cÖ`v‡bi Rb¨ 3eQi ‡gqvw` wW‡cøvgv ‡U«wbs PvjyKiYmn ‡U«wbs-cieZ©x A‡Uv 11Zg ‡MÖ‡W Avc‡MÖ‡Wkb, cÖwZ 6 nvRvi Rb‡Mvwói Rb¨ 1 Rb cÖwZ cyivZb Iqv‡W©i Rb¨ 2 Rb ¯^v¯’¨ mnKvix wb‡qvM `vb Ges ¯^v¯’¨ mnKvix‡`i Re ‡Wmwµckb Z_¨ e¨e¯’vcbvi (GgAvBGm) gva¨‡g ¯^v¯’¨ wefv‡Mi I‡qemvBU bx‡oi cvZvq AšÍf©y³KiY|
msev` m‡¤§j‡b wjwLZ e³e¨ cvV K‡ib msMV‡bi cÖavb mgš^q †gv. Gbv‡qZ ivweŸ wjUb| G mgq Dcw¯’Z wQ‡jb, ‡nj&_ Gwm÷¨v›U G‡mvwm‡qkb ‡K›`ªxq `vwe ev¯Íevqb mgš^q cwil‡`i mgš^q †kL iweDj Avjg †LvKb, ‡K›`ªxq `vwe ev¯Íevqb mgš^q cwil‡`i m`m¨ Aveyj Iqv‡ik cvkv cjvk,RvKvwiqv ‡nv‡mb, dvwng wmwÏKx, †gv‡k©`yj Avjg, wRqvDj ingvb Kveyj I IqvwmDwÏb Avn‡¤§` ivbv mn†`‡ki wewfbœ ‡Rjv KwgwUi ‡bZ…e…›`|


msev` m‡¤§j‡b msMV‡bi cÖavb mgš^q †gv. Gbv‡qZ ivweŸ wjUb e‡jb, 1971 mv‡j ¯^vaxbZvi AR©‡bi ci RvZxi RbK e½eÜy ‡kL gwReyi ingvb 1974 mv‡j me© cÖ_g _vbv ¯^v¯’¨ Kg‡cø· cÖwZôv K‡ib| ZrKvwjb mg‡q mv‡o 7 ‡KvwU gvby‡li miKvix ¯^v¯’¨ ‡mev cÖ`v‡bi j‡¶ ¯^v¯’¨ Kg‡cø‡·i Aax‡b cÖwZ 4 nvRvi Rb‡Mvwôi Rb¨ GKRb ¯^v¯’¨ mnKvixi c` m…wô K‡i ¯^v¯’¨ ‡mev cÖ`v‡bi ïf m~Pbv K‡ib|
70 `k‡K cix¶v g~jK fv‡e G mKj ¯^v¯’¨ mnKvix‡`i wb‡q ïaygvÎ emšÍ I g¨vwjwiqv ‡ivM wbqš¿‡Yi `vwqZ¡ GKK fv‡e Zv‡`i‡K cÖ`vb K‡ib| ïay gvÎ ¯^v¯’¨ mnKvix‡`i HKvwšÍK cÖ‡Pôvi d‡j ‡`‡k ‡_‡K emšÍ wbg©~j Ges wbqwš¿Z nq| emšÍ I g¨vwjwiqv ‡ivM GB mdjZvq 1979 mv‡j 7 GwcÖj Pvjy Kiv nq m¤cÖmvwiZ wUKv `vb Kg©m~Px (BwcAvB)|
G Kg©m~Pxi AvIZvq ‡`‡ki 1 jvL 20 nvRvi AvDUwiP iæwUb wUKv`vb ‡K‡›`ªi Kg©m~wP GKKfv‡e ¯^v¯’¨ mnKvix‡`i Dci b¨¯Í Kiv nq| wUKv`vb Kg©m~wPi gva¨‡g ¯^v¯’¨ mnKvixMb eZ©gv‡b 10 gvivZ¡K msµvwgZ ‡ivM (wkï‡`i h²v, ‡cvwjI, abyósKvi, ûwcsKvwk, wWc‡_wiqv, ‡ncvUvBwUm-we, wn‡gvdvBjvm Bbdy‡qÄvi, wbD‡gvwbqv I nvg-iæ‡ejv)Õi wUKv cÖ`vb K‡i‡Qb|
GQvov 2013 mv‡j 25 Rvbyqvix 9 gvm ‡_‡K 15 eQi Kg eq‡mi 5 ‡KvwU 20 jvL wkï‡K GK ‡WvR nvg-iæ‡ejv wUKv mdj fv‡e cÖ`vb K‡i G ¯^v¯’¨ mnKvixiv| Avi G me wUKv cÖ`v‡bi Rb¨ evsjv‡`ki 64 ‡Rjvi wb‡qvwRZ i‡q‡Qb cÖvq mv‡o 26 nvRvi ¯^v¯’¨ mnKvix| G Rb¨ Zviv ågY fvZv eve` gv‡m cvb gvÎ 600 UvKv| Avi Zvu‡`i ‡eZb me©mvK‡j¨ 9 nvRvi 745 UvKv|
GKRb ¯^v¯’¨ mnKvix wUKv cÖ`v‡bi c~‡e© mviv gvm miKvix QywU e¨wZZ ‡iŠ‡`-e…wó‡Z Iqv‡W© Iqv‡W© Ny‡i gv I wkï ‡iwR‡÷kb K‡i wUKv cÖ`vb K‡ib| GB Kg©Pvix‡`i Rb¨ eQ‡i GKwU QvZvI eivÏ Kiv nq bv miKv‡i mswkøó wefvM ‡_‡K|
Gw`‡K 1974 mv‡j 4 nvRvi Rb‡Mvwôi Rb¨ GKRb ¯^v¯’¨ mnKvixi c` m…wô n‡jI eZ©gv‡b GKRb ¯^v¯’¨ mnKvix 30 nvRvi ‡_‡K 40 nvRvi Rb‡Mvwô wb‡q KvR Ki‡Z n‡”Q| AZQ miKvix wbqg Abymv‡i ‡m Lv‡b 6 ‡_‡K 7 Rb ¯^v¯’¨ mnKvix wb‡qvwRZ _vKvi K_v|
cÖRvZ‡š¿i c‡`vbœwZ wewa Abyhvqx GKRb miKvwi Kg©KZ©v ev Kg©Pvix 3 ‡_‡K 7 eQi cici c‡`vbœwZ cvb| wKš‘ GKRb ¯^v¯’¨ mnKvix 20 eQ‡iI c‡`vbœwZ ‡c‡q mnKvix ¯^v¯’¨ cwi`k©K n‡Z cv‡ib bv| hw`I c‡`vbœwZ cvb Zv‡j ¯^v¯’¨ cwi`k©K n‡Z AviI Kgc‡ÿ 5 ‡_‡K 7 eQi A‡cÿv Ki‡Z nq| A‡b‡K Ggb mgq c‡`vbœwZ cvb, hLb PvKwii eqm evKx _v‡K gvÎ 5 ‡_‡K 6 gvm| Z‡e c‡`vbœwZ n‡jI ‡eZb ev‡o bv GK cqmvI| Dciš‘ e`wj Kiv nq Ab¨ ‡Rjv, Dc‡Rjvq|
Z…bg~j G ¯^v¯’¨ mnKvix‡`i Kv‡Ri AR©‡bB AvR evsjv‡`k wUKv`v‡b we‡k¦i †ivj g‡W‡j cwibZ n‡q‡Q Ges gvbbxq cÖavbgš¿x Rb‡bÎx ‡kL nvwmbv †c‡q‡Q 7wU cyi®‹vi| Zvi g‡a¨
2009 mv‡j BwgDbvB‡Rkb Kg©m~Pxi mdjZvi Rb¨ ‡Møvevj Gjv‡qÝ di f¨vw·‡bkb GÛ BgybvB‡Rkb (M¨vfx) KZ©…K ‡c‡q‡Q cyi¯‹vi,2010 mv‡j 5 eQ‡ii wb‡P wkï g…Zz¨i nvi `yB-Z…Zxqvsk Kgv‡bvi Rb¨ RvwZms‡Ni GgwWwR-4 A¨vIqvW©
2011 mv‡j wkïg…Zz¨-gvZ…g…Zz¨i nvi Kgv‡bvi Rb¨ mvD_ mvD_ cyi®‹vi,2012 mv‡ji evsjv‡`‡k wUKv`vb Kg©m~Pxi mvd‡j¨i avivevwnKZvq (M¨vwf) KZ©…K wUKv`vbKvix ‡`‡ki A¨vIqvW© ,2014 mv‡j `wY c~e© Gwkqvi ‡kÖô wUKv`vbKvix ‡`‡ki A¨vIqvW© MÖnY,2014 mv‡ji 27 gvP© wek¦ ¯^v¯’¨ ms¯’v KZ©…K evsjv‡`k‡K w`‡q‡Q ‡cvwjI wbg©y‡ji mb`
2016 mv‡j Rvcv‡bi AvšÍR©vwZK mn‡hvwMZv ms¯’v (RvBKv) KZ©…K evsjv‡`k‡K ‡cvwjI wbg©~‡j mvd‡j¨i ¯^xK…wZi mb`
2016 mv‡j abyóKvi wbg©y‡ji mb` AR©b,Ges me© ‡kl 2019 mv‡ji 23 ‡m‡Þ¤^i hy³iv‡ó«i wbDBq‡K© 74Zg RvwZmsN mvaviY Awa‡ekb PjvKvjxb mg‡q ‡Møvevj Gjv‡qÝ di f¨vw·‡bkb GÛ BgybvB‡Rkb (M¨vwf) KZ©…K wkï‡`i wUKv`vb Kg©m~Pxi e¨vcK mvd‡j¨i Rb¨ gvbbxq cÖavbgš¿x Rb‡bÎx ‡kL nvwmbv‡K c‡q‡Qb f¨vKwmb wn‡iv m¤§vbbv |
G m¤§vb¸‡jv GKgvÎ ¯^v¯’¨‡`iB AR©b| wKš‘ G Z…Yg~j ¯^v¯’¨ mnKvix‡`i Kv‡Ri eû mvd‡j¨i ciI `xN©w`b ‡_‡K gvVch©v‡q Kg©iZ mv‡o 26 nvRvi ¯^v¯’¨ mnvKvixiv Zv‡`i ‡eZb ‡¯‹jmn ‡UKwbK¨vj c`gh©v`vi `vwe c~i‡Yi j‡ÿ wbqgZvwš¿K Kg©m~wP Pvwj‡q Avm‡Qb| miKv‡i D”P ch©v‡q ‡bZ…e…›` Zv‡`i G `vwe b¨vq I hyw³K e‡j cÖwZkÖæwZ _vKvi m‡Z¨I Zv AvRI ev¯ÍevwqZ n‡”Q bv|
2016 mv‡j 23 wW‡m¤^i ¯^v¯’¨ mnvKvix‡`i msMVb evsjv‡`k ‡nj_ Gwm÷¨v›U G‡mvwm‡qkb XvKv wefv‡Mi GK mgv‡e‡k ZrKvjxb ¯^v¯’¨ gš¿x ‡gvt bvwmg Ggwc g‡nv`‡qi Zv‡`i `vwe hyw³K e‡j ‡NvlYv w`‡q GK mßv‡ni g‡a¨ ev¯Íev‡qi Avk¦vm w`‡q wQ‡jb wKš‘ Zvi ‡Kvb cÖwZdj cvBwb ¯^v¯’¨ mnKvix| hvi d‡j 2017 mv‡j 30 wW‡m¤^i D³ msMVbwU RvZxq ‡cÖm K¬v‡ei mvg‡b GK gvbee܇bi gva¨‡g 2018 mv‡ji 1 Rvbyqvix‡Z ‡`‡ki 1 jvL 20 nvRvi AvDUwiP iæwUb wUKv`vb ‡K‡›`ª m¤cÖmvwiZ wUKv `vb Kg©m~Px (BwcAvB) eÜ ‡i‡L ‡eZb ‡¯‹jmn ‡UKwbK¨vj c`gh©v`v `vwe‡Z Kg©weiwZ cvj K‡ib|
G‡cÖwÿ‡Z ¯^v¯’¨ gš¿x I ¯^v¯’¨ Awa`߇ii gnvcwiPvjKmn DaŸ©Zb Kg©KZ©viv `vwe ‡g‡b wb‡j Zviv Zv‡`i Kg©weiwZ ¯’wMZ ‡NvlYv K‡ib| wKš‘ miKv‡ii DaŸ©Zb Kg©KZ©v‡`i ‡NvlYv `xN© `yB eQ‡ii Dci AwZevnxZ n‡jI ev¯Íevq‡bi Av‡jv gyL ‡`L‡Z cv‡iwb ¯^v¯’¨ mnKvixiv|
Gi Av‡MI eZ©gvb MYZvwš¿K miKv‡ii gvbbxq cÖavbgš¿x Rb‡bÎx ‡kL nvwmbv 1998 mv‡ji 6 wW‡m¤^i ZrKvjxb cÖavbgš¿x _vKvi Kvwjb ¯^v¯’¨ mnvKvix‡`i GK gnvmgv‡e‡k ¯^v¯’¨ mnKvix‡`i ‡UKwbK¨vj c`gh©`vi `vwe ev¯Íevq‡b ‡h ‡NvlYv w`‡qwQ‡jb ZviI ‡Kvb cÖwZdj cvBwb, ‡m ‡NvwlZ `vweB ev¯Íevq PvB ¯^v¯’¨ mnKvixiv|
ZvB ‡eZb ‡¯‹jmn ‡UKwbK¨vj c`gh©v`vi `vwe‡Z AvMvgx 22 ‡deªæqvix n‡Z BwcAvB Kvh©µg I  29 †d«iæqvix †_‡K ïiæ nIqv nvg-iæ‡ejv K¨v‡¤úBb eR©bmn ¯^v¯’¨ cwi`k©K,mnKvix ¯^v¯’¨ cwi`k©K I ¯^v¯’¨ mnKvix‡`i mgš^‡q Kg©weiZx‡Z hv‡”Qb| hZ¶b ch©šÍ Zv‡`i `vwei cÖÁvcb bv n‡e Z¶b ch©šÍ G Kg©weiZx Ae¨vnZ _vK‡e|

(†gv.Gbv‡qZ ivweŸ wjUb)
cÖavb mgš^q
evsjv‡`k ‡nj&_ Gwm÷¨v›U G‡mvwm‡qkb ‡K›`ªxq `vwe ev¯Íevqb mgš^q cwil`
Zvs 19/02/2020Bs

Tuesday, February 18, 2020

ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ইসরাইলি দখলদারিত্বকে বৈধতা দেয়ার নতুন ফন্দি: জাসদ

ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ইসরাইলি দখলদারিত্বকে বৈধতা দেয়ার নতুন ফন্দি: জাসদ
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ইসরাইল অধিকৃত জেরুজালেমকে ইসরাইলের অংশে রেখেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ইসরাইলি দলখদারিত্বকে বৈধতা দেয়ার নতুন ফন্দি ছাড়া আর কিছুই নয়। তারা বলেন, ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য পরিকল্পনার মাধ্যমে শুধু ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার, স্বাধীনতা ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার বরাবরের মতই অস্বীকার করেছেন। তারা বলেন, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা জাতিসংঘ, বিশ^ জনমত ও ফিলিস্তিনিদের প্রতি নিষ্ঠুর তামাশা। তারা বলেন, জাতিসংঘের ১৯৬৭ পূর্ব সীমানা অনুযায়ী দুই রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্তকে পাশ কাটিয়ে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা মধ্যপ্রাচ্যে শান্তির বদলে অশান্তিকেই উৎসাহিত করবে। তারা বলেন, জাসদ বিশে^র শান্তিবাদী মানুষের সাথে কণ্ঠ মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা প্রত্যাখ্যান করছে এবং একই সাথে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার হবার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।
বার্তা প্রেরক


আব্দুল্লাহিল কাইয়ূম
দফতর সম্পাদক

SOCIALIST STUDENTS FRONT

                                                                                         ZvwiL : 18/02/20
evm`( gvK©mev`x) †K›`ªxq Kvh©cwiPvjbv KwgwUi GKvsk KZ©„K cvwU©i 16Rb †bZvi ewn¯‹viv‡`k I †K›`ªxq KwgwUi Ab¨Zg m`m¨ Kg‡iW ïåvsï PµeZ©x‡K †kvKR Gi wm×všÍ cÖZ¨vL¨vb
mgvRZvwš¿K QvÎ d«›U, †K›`ªxq KwgwUi wb¤œ D‡jøwLZ †bZ…e„›` GK hy³ wee„wZ‡Z evm`(gvK©mev`x) †K›`ªxq Kvh©cwiPvjbv KwgwUi GKvsk KZ©„K †K›`ªxq wba©vwiZ cÖwZwbwa †dviv‡gi 16Rb †bZvi ewn®‹viv‡`k I †K›`ªxq Kvh©cwiPvjbv KwgwUi Ab¨Zg m`m¨ ïåvsï PµeZ©x‡K †kvKRÑ Gi wm×všÍ‡K ˆ¯^iZvwš¿K AvL¨v †`b Ges mviv‡`‡ki QvÎ d«‡›Ui †bZv-Kg©x‡`i Gi weiæ‡× cÖwZev` Kivi AvnŸvb Rvbvb|
†bZ…e„›` e‡jb, ÒweMZ K‡qK eQi a‡i cvwU©i Af¨šÍ‡i `j cwiPvjbv c×wZ, wm×všÍ MÖnb cÖwµqv, cvwU©i †NvwlZ ivR‰bwZK jvBb Abymv‡i msMVb I `j M‡o †Zvjvi †¶‡Î D‡`¨vMnxbZv, weMZ w`‡bi msMÖv‡gi g~j¨vqb mn †ek wKQy ¸iæZ¡c~b© welq wb‡q weZK© P‡j AvmwQj| cvwU©i MYmsMV‡bi (QvÎ d«›U) †bZ„‡Z¡i Ae¯’vb †_‡K AvgivI G welq¸‡jvi mv‡_ hy³ wQjvg| cvwU©i wewfbœ AMbZvwš¿K wm×všÍ I fyj c`‡¶‡ci Kvi‡Y QvÎ d«‡›Ui eû m¤¢vebvgq †bZv-Kg©xiv msMVb †Q‡o P‡j †h‡Z eva¨ n‡q‡Q| G e¨_v Av‡Rv Avgv‡`i ü`‡q ev‡R| msMVbMZ fv‡e wewfbœ mgq Avgiv cvwU© †bZ„‡Z¡i mv‡_ welq¸‡jv wb‡q e‡mwQ| wKš‘ mgm¨vi †Kv‡bv mgvavb †Zv K‡ibwb eis mgq †¶cY K‡i wb‡R‡`i Av¯’vfvRb Kg©x‡`i‡K msMV‡bi †bZ„‡Z¡ cÖwZôv Kivi g‡Zv †cwUey‡R©vqv ZrciZv Pvwj‡q‡Qb| GgZve¯’vq `j‡K G cwiw¯’wZ †_‡K †ei K‡i mwVK avivq wdwi‡q Avbvi Rb¨ eZ©gvb †K›`ªxq Kvh©cwiPvjbv KwgwU †f‡½ w`‡q AZxZ w`‡bi fy‡ji ch©v‡jvPbv I g~j¨vq‡bi wfwˇZ bZyb cvwU© cÖwµqv ïiæ Kivi †h AvnŸvb 16Rb †bZv Rvwb‡qwQ‡jb, Zv AZ¨šÍ †hŠw³K e‡j Avgiv g‡b Kwi I mg_©b Kwi|Ó
†bZ…e„›` Av‡iv e‡jb, Ò wKš‘ †K›`ªxq Kvh©cwiPvjbv KwgwU G gZvgZ‡K `jwe‡ivax ZrciZv wn‡m‡e wPwýZ K‡i `‡ji Af¨šÍ‡i gZv`wk©K msMÖvg cwiPvjbvi mKj c_ eÜ K‡i H 16Rb †bZv‡K ewn®‹vi K‡i‡Q| hv m¤ú~Y© AMYZvwš¿K I ey‡R©vqv ms¯‹„wZi cÖwZdjb Qvov Avi wKQy bq| Kg‡iW ïåvsï PµeZ©x 16Rb †bZvi e³e¨‡K mg_©b I †K›`ªxq KwgwUi GKvs‡ki GB wm×všÍ‡K we‡ivaxZv Ki‡j Zv‡K †kvKR Kiv n‡q‡Q| Dciš‘ †h †bZviv mgv‡jvPbv K‡i‡Qb Zv‡`i‡K ¶gZv‡jvfx, c`vKv•ÿx wn‡m‡e wPwýZ K‡i wee„wZ w`‡q‡Q| Avgiv Zv‡`i GB wee„wZi Zxeª wb›`v RvbvB Ges ewn®‹viv‡`‡ki  wm×všÍ cÖZ¨vLvb KiwQ| wfbœgZ I †hŠw³K e³e¨‡K Gfv‡e LvwiR Kiv I Zv‡`i weiæ‡× G ai‡bi kvw¯Íg~jK  e¨e¯’v †bIqvi ga¨ w`‡q †kl wePv‡i d¨vwmev‡`i nvZ‡KB †h k³xkvjx Kiv n‡e e‡j Avgiv g‡b Kwi|Ó
†bZ…e„›` QvÎ d«‡›Ui mviv‡`‡ki †bZv-Kg©x-mg_©K-ïfvbya¨vqx‡`i bZzbfv‡e ch©v‡jvPbvi wfwˇZ bZzb Kg©cš’v nvwRi Kivi cÖ‡Póvq hy³ nevi Rb¨ AvnŸvb Rvbvb|
evZ©v †cÖiK
D¾¡j wek^vm, m`m¨

mgvRZvwš¿K QvÎ d«›U †K›`ªxq KwgwUi †bZ…e„›`
·         ZvR bvnvi wicb, mvsMVwbK m¤úv`K
·         Avwid gCbyÏxb,¯‹yj welqK m¤úv`K
·         gwbiæ¾vgvb gywbi, m`m¨
·         iæûj Avwgb, m`m¨
·         KvRx Rwni DwÏb, m`m¨
·         ivqnvb eKmx, m`m¨
·         D¾¡j wek^vm, m`m¨|