http://themonthlymuktidooth.blogspot.com

Saturday, August 15, 2020

জাতীয় শোক দিবস উপলক্ষে জাসদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

 জাতীয় শোক দিবস উপলক্ষে জাসদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ১৪ আগস্ট ২০২০ শুক্রবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলীয় সভাপতি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, মীর হোসাইন আখতার, নুরুল আখতার, নাদের চৌধুরী, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন প্রমূখ।
সভাপতির ভাষণে হাসানুল হক ইনু এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ড জাতির ইতিহাসের সবচাইতে শোকাবহ ঘটনা। খুনীরা সেদিন শুধু ব্যক্তি বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, খুনীরা বাংলাদেশের আত্মাকে হত্যা করে ৭১ এর মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেয়। বাংলাদেশকে পাকিস্তানপন্থার দিকে ঠেলে দেয়। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ ঐক্যবদ্ধ আন্দোলন এবং ঐক্যবদ্ধ নির্বাচনের  ধারায় বঙ্গবন্ধু যখন স্বমহিমায় বাংলাদেশের রাষ্ট্র ও সমাজ জীবনে পুনরায় ফিরে আসছেন তখন ঠিক ৭৫ এর মতই মুজিব কোট পরে খুনী মুশতাক চক্র যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল এখন ঠিক সেভাবেই মুজিব কোট পরেই দুর্নীতিবাজ-লুটেরা-ঘরকাঁটা ইঁদুর-উইপোকারা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যা করতে উদ্যত হয়েছে। জনাব ইনু বলেন, বঙ্গবন্ধু দুর্নীতিবাজ-লুটপাটকারী-চাটার দল-চোরের খনির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। জনাব ইনু বলেন, বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যার অপরাজনীতি প্রতিহত করতে হলে দুর্নীতিবাজ-লুটেরাদের সিন্ডিকেট এবং রাজাকার-জঙ্গি ও তাদের রাজনৈতিক সঙ্গীদের পাকিস্তানপন্থার হত্যা-খুনের রাজনীতি চিরতরে ধ্বংস করে দিতে হবে। জনাব ইনু বলেন, দুর্নীতিবাজ-লুটেরাদের সিন্ডিকেট ধ্বংস করতে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।
সভা শুরুর পূর্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির পক্ষ থেকে মীর হোসাইন আখতার, নুরুল আখতার, ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি সফি উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি ইদ্রিস ব্যাপারী ও সাধারণ সম্পাদক এড. মহিবুর রহমান মিহির, ঢাকা মহানগর পূর্ব কমিটির সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম, ঢাকা মহানগর পশ্চিম কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী, বাবুল রহমান, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, আব্দুর রাজ্জাক, মাহবুবুর রহমান, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ সুমন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নুর, জাতীয় আইনজীবী পরিষদের পক্ষে এড. মোঃ সেলিম, জাতীয় কৃষক জোটের পক্ষ থেকে কামরুজ্জামান ফসি ও সাজ্জাদ হোসেন, জাতীয় নারী জোটের পক্ষে সৈয়দা শামীমা সুলতানা হ্যাপী ও এড. নিলঞ্জনা রিফাত সুরভী, ছাত্রলীগের পক্ষ থেকে রাশিদুল হক ননী ও আবুল কালাম আজাদ মিন্টু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে উপস্থিত সকলে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করেন।
করোনা মহামারি পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে এ কর্মসূচি পালিত হয়।
জাসদ আগামীকাল সকাল ৮:৩০ টায় ধানমন্ডি ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবে।
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক

 

Collected by : Majid, 01672774603

Press News (পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জীর ভাই বাবুল চ্যাটার্জীকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বাড়ী ঘর, মঠ, মন্দির ও প্রতিমা ভাংচুর এবং ডাঃ জাফর উল্লার হিন্দু ধর্মীয় অনুভ‚তিতে আঘাত এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঢাকা মহানগর এর অদ্য ১৪ আগষ্ট শুক্রবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ সমা

 

Thursday, August 13, 2020

জাতীয় শোক দিবসে জাসদের কর্মসূচি


 জাতীয় শোক দিবসে জাসদের কর্মসূচি
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটি আগামীকাল ১৪ আগস্ট শুক্রবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ কর্নেল তাহের মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদনসহ আলোচনা সভার কর্মসূচি গ্রহণ করেছে। দলীয় নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করবেন। এছাড়াই ১৪ দলের নেতৃবৃন্দ অনলাইনে এ কর্মসূচিতে অংশ নেয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন।
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে এ কর্মসূচি পালিত হবে।
দলের সভাপতি সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি দলের জেলা ও উপজেলা কমিটিসমূহকে কেন্দ্রীয় কর্মসূচির অনুরূপ কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালনের আহবান জানিয়েছেন।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি জাতীয় শোকদিবস উপলক্ষে এক বিবৃতিতে বলেছেন ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা জাতীয় ইতিহাসের সবচেয়ে শোকাবহ ঘটনা। তারা বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের উপর পাকিস্তানপন্থা চাপিয়ে দিয়ে বাংলাদেশ রাষ্টের আত্মাকে হত্যা করতে চেয়েছিল। তারা বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীগোষ্ঠী ও বঙ্গবন্ধু হত্যার সুফলভোগী, সামরিক শাসন ও সামরিক শাসনের গর্ভে সৃষ্টি রাজনৈতিক ধারার বিরুদ্ধে দীর্ঘ ঐক্যবদ্ধ সংগ্রাম ও ঐক্যবদ্ধ নির্বাচনের পথ ধরে ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ও মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে বঙ্গবন্ধু স্বমহিমায় জাতীয় জীবনে ফিরে এসেছেন এবং বাংলাদেশ পাকিস্তানপন্থা থেকে মুক্ত হয়ে বাংলাদেশের পথে, মুক্তিযুদ্ধের পথে বলিষ্ঠ পদক্ষেপে হাটতে শুরু করেছে।
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক

Tuesday, August 11, 2020

JATIYO SHADHINOTA PARTY

 

 

8 AvMó 2020Bs †ivR kwbevi †ejv- mKvj: 11.00Uvq RvZxq †cÖmK¬v‡ei mvg‡b e½gvZv †kL dwRjvZz‡bœQv gywR‡ei 90Zg Rb¥w`b I RvwZi wcZv e½eÜz †kL gywReyi ingv‡bi cwievieM© nZ¨vKvix‡`i Av`vj‡Zi c~Y©v½ ivq Kvh©K‡ii `vwe‡Z Av‡jvPbv mfv I mgv‡e‡k AbywôZ n‡q‡Q|

Av‡qvwRZ Abyôv‡b evsjv‡`k b¨vkbvj Ks‡MÖ‡mi †cÖwm‡W›U I fviZ evsjv‡`k mvs¯‹…wZK ˆgÎx cwil‡`i mfvcwZ †kL knx`y¾vgvb e‡jb, e½gvZv †kL dwRjvZz‡bœQv gywR‡ei 90Zg Rb¥w`‡b AvR‡K Avgiv Rvbvw”Q Mfxi kÖ×vÄjx| GB †kvKvnZ gv‡m RvwZi wcZv e½eÜz †kL gywReyi ingv‡bi cwievie‡M©i Av`vj‡Zi c~Y©v½ ivq Kvh©Ki I ev¯Íevqb Kivi Rb¨ †Rvi `vex Rvbvw”Q|

RvZxq ¯^vaxbZv cvwU©i wmwbqi hyM¥ gnvmwPe w`cK Kzgvi cvwjZ e‡jb, cÖavbgš¿xi ewjô †bZ…‡Z¡ †f‡½ cov A_©bxwZi †gN KvU‡Z ïiæ n‡q‡Q| MZ 10 ermi †kqvi evRv‡i a‡mi Kvi‡b A‡bK †jvK wfÿvi Szwj wb‡q c‡_ e‡mwQj wKš‘ gvbbxq cÖavbgš¿xi `„p c`‡ÿ‡ci Kvi‡b †d¬vi cÖvBR wba©viY K‡i †`qvq 26 jÿ ÿz`ª wewb‡qvMKvix‡`i cÖvY iÿv †c‡q‡Q| eZ©gv‡b †`‡k †iwg‡U‡Ýi †iKW© 2 kZ 60 †KvwU Wjvi, BwZevPK avivq ißvbx Avq MZ gv‡m 351 †KvwU Wjvi|

Abyôv‡b mfvcwZi e³‡e¨ RvZxq ¯^vaxbZv cvwU©i †Pqvig¨vb Rb‡bZv wgRvbyi ingvb wgRy e‡jb, GB gywRe‡l© ÿzav I `vwi`ªgy³ DbœZ evsjv‡`k Mo‡Z cvi‡j RvwZi RbK e½eÜz †kL gywReyi ingv‡bi AvZ¥v kvwšÍ cv‡e| wZwb AviI e‡jb, mš¿vm, `~bx©wZ, gv`‡Ki weiæ‡× K‡Vvi Ae¯’vb †bIqvi Rb¨ miKvi‡K ab¨ev` Rvbvw”Q| wZwb e‡jb, eZ©gvb miKv‡ii `„p K‡Vvi c`‡ÿ‡ci Kvi‡b fqven K‡ivbv gnvgvix †_‡K wKQzUv n‡jI gvby‡li Rxeb iÿv †c‡q‡Q| evsjv‡`k b`xgvZ…K †`k| cÖwZ eQ‡ii eb¨vq A‡bK Ni-evwo, m¤ú`nvbx, gvby‡li cÖvYnvbx, e¨emv-evwY‡R¨i h‡_ó ÿwZ mvab nq| ÿwZMÖ¯Í gvbyl‡`i‡K `ªæZ cyb©evmb Kivi Rb¨ AvnŸvb Rvbvw”Q| AvR‡Ki mgv‡ek †_‡K RvZxq ¯^vaxbZv cvwU© miKv‡ii Askx`vwiZ¡ Kivi Rb¨ †Rvi `vex Rvbvw”Q|

 

Abyôv‡b Ab¨v‡b¨i g‡a¨ Dcw¯’Z wQ‡jb evsjv‡`k Ks‡MÖ‡mi †Pqvig¨vb KvRx †iRvDj †nv‡mb, ˆ`wbK djvdj cwÎKvi m¤úv`K †kL †gv¯ÍvwdRyi ingvb, b¨vc fvmvbxi †Pqvig¨vb G¨vW‡fv‡KU Rvnv½xi, RvZxq ¯^vaxbZv cvwU©i Dc‡`óv jvqÝ Lvb AvLZviæ¾vgvb, ¯^vaxbZv cvwU©i fvBm-‡Pqvig¨vb DËg Kzgvi †PŠayix, evsjv‡`k Djvgv jx‡Mi AvnŸvqK ,ydwZ gvmyg wejøvn& I K¡vix Avmv`y¾vgvb| Ab¨v‡b¨i g‡a¨ AviI Dcw¯’Z wQ‡jb msMV‡bi XvKv wefv‡Mi mvsMVwbK m¤úv`K mvnveywÏb, XvKv wefv‡Mi (DËi) wW †K jvjv| Abyôv‡b `jxq I RvZxq †bZ…e„›` e³e¨ iv‡Lb| Abyôv‡bi mfvcwZZ¡ K‡ib RvZxq ¯^vaxbZv cvwU©i †Pqvig¨vb Rb‡bZv †gvt wgRvbyi ingvb wgRy|

 

 

 

                                                                             w

 

                                                                                 ¯^vÿwiZ

 

                                                                                        wg‡mm mvwebv Rvnvb Lywk

                                                                                        wmwbqi fvBm-‡Pqvig¨vb

 

                                                                                      

 

সাইকেল র‌্যালি সাইক্লিস্ট রেশমা নাহার রত্না হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও সাইকেলের জন্য পৃথক লেন চাই (পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা))

 

 

 

সাইকেল র‌্যালি

সাইক্লিস্ট রেশমা নাহার রত্না হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি

সাইকেলের জন্য পৃথক লেন চাই

 

সাইক্লিস্ট রেশমা নাহার রত্নাকে গত আগস্ট সকাল বেলায় চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেকরোডে সাইক্লিং করার সময় একটি প্রাইভেট কার চাপা দিয়ে হত্যা করে। রেশমা নাহার রত্নার মতো হাজারো সাইক্লিস্ট পথচারী এমনিভাবে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে। সাইক্লিস্ট সাইকেল ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। সাইকেলের জন্য পৃথক লেনসহ প্রয়োজনীয় অবকাঠামো এবং সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে চরম নিরাপত্তাহীনতার মধ্যে চলতে বাধ্য হচ্ছে সাইকেল ব্যবহারকারীরা। পরিবেশ বাচাঁও আন্দোলন (পবা) সমমনা সংগঠনগুলো জনগণকে সাইকেল চালাতে উৎসাহিত করার পাশাপাশি সাইকেলের জন্য পৃথক লেনের দাবী জানিয়ে আন্দোলন করে আসছে। এতে সরকার বাই সাইকেল লেনের জন্য কিছু উদ্যোগ নিলেও তা প্রয়োজনের তুলনায় খুবই যৎসামান্য। অবিলম্বে সাইক্লিস্ট রেশমা নাহার রত্না হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি সাইকেলের জন্য পৃথক লেন চাই দাবীতে আজ ১১ আগস্ট ২০২০, মঙ্গলবার, সকাল ১১.০০ টায় শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে থেকে শহীদ মিনার পর্যন্ত সাইকেল র‌্যালীতে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা),  গ্রীনফোর্স, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, ঢাকা সাইক্লিং স্পোর্টস ক্লাব, বাংলাদেশ মাউন্টেনিং ফেডারেশন, অভিযাত্রী, ঢাকা ইউনিভার্সিটি সাইকেল ক্লাব, সাউথ ঢাকা সাইক্লিস্টস, ডাব্লিউবিবি ট্রাস্ট অংশগ্রহণ করে।

পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে পবার সম্পাদক এম ওয়াহেদ এর সঞ্চালনায় সাইকেল র‌্যালীতে প্রারম্ভিক বক্তব্য রাখেন গ্রীনফোর্সের প্রধান সমন্বয়ক মেসবাহ সুমন। সাইকেল র‌্যালীর শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিহত রেশমা নাহার রত্নার মেঝো ভাই মো: শাহ্ আলম, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ইফতেখারুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব শারমিন নাহার লাকি, পর্বতারোহী অভিযাত্রী সংগঠক নিশাত মজুমদার, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ এর সভাপতি আমিনুল ইসলাম টুববুস, ঢাকা সাইক্লিং স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হাসান মনা, বাংলাদেশ মাউন্টেনিয়ারিং ফেডারেশন সাধারণ সম্পাদক অপার আহমেদ, ঢাকা ইউনিভার্সিটি সাইক্লিং ক্লাব সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ডাব্লিউবিবি ট্রাস্ট প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান, সাইক্লিস্ট নওরিন ওশিন, ট্রাইএথলেট মো: সামসুজ্জামান আরাফাত, জাতীয় ক্রিড়াবিদ সুলতানা মৌসুমী প্রমুখ।

 

র‌্যালীর শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সাইকেল একটি পরিবেশবান্ধব বাহন। পৃথিবীর বহু দেশেই নতুন করে সাইকেলের ব্যবহার দিন দিন বাড়ছে। ইউরোপ এবং আমেরিকার কোনো কোনো শহরের নির্দিষ্ট কিছু সড়কে সপ্তাহের নির্দিষ্ট দিনে সাইকেল ছাড়া অন্য সমস্ত বাহন চলাচল বন্ধ থাকে। অর্থাৎ সাইকেলের গুরুত্ব ক্রমেই অনুধাবন করছে বিশ^বাসী। বাংলাদেশে আজকাল কলেজ, বিশ^বিদ্যালয় এমনকি অফিসে যাতায়াতের জন্য সাইকেলের ব্যবহার অনেকাংশে বাড়ছে। বর্তমানে অনলাইন সার্ভিস এর কার্যক্রম বৃদ্ধির কারনে সাইকেলের ব্যবহার আরও বৃদ্ধি পেয়েছে। শুধু আন্দোলন নয় এটাকে রীতিমত বিপ্লব করে ফেলা সম্ভব যদি শুধু বড় বড় রাস্তার পাশে ছোট সীমিত জায়গায় সাইকেলের লেন করে দেয়া যায়। ঢাকার যে বিশাল ট্রাফিক জ্যাম সেটা দুর করে সময় বাচাঁনোর এর থেকে সহজ কোনো পরীক্ষিত অন্য কোন বাহন নাই। 

 

প্রতিদিন হাজার হাজার মানুষ জীবিকার প্রয়োজনে যান্ত্রিক বাহনে করে বিভিন্ন স্থানে যাতায়াত করে। নীতিমালায় আইনে পথচারীদের অগ্রাধিকারের বিষয়টি উল্লেখ থাকলেও তার যথাযথ বাস্তবায়ন পরিলক্ষিত হচ্ছে না। এমনকি পথচারি পারাপারে সুব্যবস্থা অধিকাংশ রাস্তায় নেই। সাইকেলের ব্যবহার ইদানিং বৃদ্ধি পেলেও সাইকেলের জন্য আলাদা লেন বা প্রয়োজনীয় সুযোগ সুবিধা এখনো নাই। কার্যত প্রাইভেট কার কেন্দ্রীক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে। এর ফলে রাস্তার তুলনায় প্রাইভেট কার অন্যান্য গাড়িও অনেক বেশি। কিন্তু প্রয়োজন ভালো গণপরিবহন ব্যবস্থা, বিশেষ করে ভালো সুযোগ সুবিধা সম্পন্ন পরিকল্পনা মাফিক যাত্রীবান্ধব বড় বড় বাস। পর্যাপ্ত বাসের অভাবে এবং সড়ক পরিবহনে মাফিয়া চক্রের কারনে দুর্বৃত্ত্বদের দৌরাত্ন কিছুতেই কমানো যাচ্ছে না। ফলে বিশেষ করে সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে শিথিলতার কারনে বেপরোয়া গাড়ি চালানো কিছুতেই থামানো যাচ্ছে না এবং দুর্ঘটনার নামে হত্যাকান্ড বেড়েই চলছে। এরই মাঝে গভীর রাতে এবং ভোরে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল বৃদ্ধি পাচ্ছে। এমনি এক বেপরোয়া গাড়ি চালানোর শিকার হলো রেশমা নাহার রত্না। 

 

সাইকেলের জন্য পৃথক লেনসহ প্রয়োজনীয় অবকাঠামো এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হলে মানুষের নিরাপদ যাতায়াত সুবিধার পাশাপাশি দূর্ঘটনা যানজট হ্রাস পাবে। এতে বায়ুদূষণ হ্রাসসহ জনস্বাস্থ্য রক্ষা পরিবেশ বান্ধব নগরী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  

 

সুপারিশ

  • রেশমা নাহার রত্না হত্যার আসামীর অবিলম্বে গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
  • কোন শিথিলতা নয়, চাই সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্নাঙ্গ দ্রুত বাস্তবায়ন।
  • রাজধানী এবং বিভিন্ন বিভাগীয় শহরের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে সাইক্লিস্টদের নিরাপদে যাতায়াতের জন্য পৃথক লেনের দ্রুত ব্যবস্থা করতে হবে।
  • আইন নীতিমালার উল্লেখ অনুযায়ী পথচারীদের অগ্রাধিকার বিষয়টি ব্যাপক ভিত্তিতে বাস্তবায়ন চাই। পথচারি বান্ধব ফুটপাত চলাচল নিশ্চিত করতে হবে
  • বাই সাইকেলের ক্ষুদ্র যন্ত্রাংশের আমদানি শুল্ক কমাতে হবে। সাইকেল ব্যবহারে উৎসাহিত করার জন্য প্রয়োজনে ভর্তুকির ব্যবস্থা করতে হবে।
  • প্রয়োজনীয় গুরুত্বপূর্ন স্থানে সাইকেলের নিরাপদ পার্কিং এর ব্যবস্থা করতে হবে।
  • গভীর রাতে এবং ভোরে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল বন্ধ করতে হবে।

 

 

ধন্যবাদসহ

 

সাবিনা নাঈম

প্রোগ্রাম কো-অর্ডিনেটর, পবা

 

 বি : দ্র : যে  হারে মাদক  ব্যবসা, খুন-জখম-হত্যা, আত্মহত্যা , ধর্ষণ বৃদ্ধই পাচ্ছে , এগুলোকি প্রকৃতই একসিডেন্ট নাকি সাজানো নাটক l  আমরা আইন শৃঙ্খলা এবং সংশ্লিষ্ট সংস্থাদের প্রতি আস্থা হারিয়ে ফেলছি যেমনটা আমাদের আস্থা নেই স্বাস্থ্য সেবার উপর l