http://themonthlymuktidooth.blogspot.com

Sunday, August 19, 2018

"Written by Manzur Hossain"




ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপায়ির মৃত্যুতে এনডিপি' শোক

ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রবীণ নেতা ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপায়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

শনিবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় পার্টির নেতৃদ্বয় বলেন, ভারতীয় রাজনীতিতে অটল বিহারী বাজপায়ির ভূমিকা ছিল অত্যান্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তিনি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অত্যান্ত বলিষ্ট ভূমিকা পালন করেন। উপমহাদেশের রাজনীতিতে অটল বিহারী বাজপায়ীর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং ভারতবাসীর পাশাপাশি এনডিপির পরিবারও তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। 


----------------------------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

জাতিসংঘের প্রথম কৃষ্ণাঙ্গ সাবেক মহাসচিব, নোবেল জয়ী কফি আনানের মৃত্যুতে এনডিপি সহ বিভিন্ন সংগঠনের শোক

এপ্রিল ১৯৩৮ সালে জন্মগ্রহণ করে সারা পৃথিবী জয় করে না ফেরার দেশে চলে গেলেন ১৮ আগস্ট ২০১৮ ইং তারিখে জাতিসংঘের প্রথম কৃষ্ণাঙ্গ সাবেক মহাসচিব, শান্তিতে নোবেল জয়ী কফি আনান। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ঘানাতে জন্মগ্রহণ করলেও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুইজারল্যান্ডের জেনেভায়। ১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের মহাসচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং জাতিসংঘকে অনন্য উচ্চতায় নিয়ে যান। জাতিসংঘকে নতুনভাবে গড়ে তোলা এবং মানবিক কর্মকা- ভূমিকার রাখার জন্য তিনি ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার পান। তবে ইরাকে মার্কিন অভিযানের সময় বিপক্ষে অবস্থান নেয় সংস্থাটি। ওই অভিযানকে 'অবৈধ' অভিযান বলে বর্ণনা করেছিলেন মি. আনান। কফি আনানের ভাষায় তার সবচেয়ে বড় অর্জন ছিল 'সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা' নির্ধারণ- দারিদ্র আর শিশু মৃত্যু কমাতে বিশ্বব্যাপী প্রথম ধরণের উদ্যোগ নেয়া হয়। পরবর্তীতে সিরিয়া সংকট মেটাতে জাতিসংঘের বিশেষ দূত হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ২০ দলীয় জোটের শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা।

১৮ই আগস্ট ২০১৮ শনিবার শোক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিশ্বের গভীর সংকটে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান চলে গেলেন। বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের গণতন্ত্র রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার মৃত্যুতে বিশ্ববাসী একজন নির্লভ মানবাধিকারের শীর্ষ নেতাকে হারালো। তাঁর মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অন্য এক শোক বিবৃতিতে কফি আনানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব মুহাম্মদ মফিজুর রহমান লিটন, তৃণমূল নাগরিক আন্দোলন, বাংলাদেশ সচেতন যুব সমাজ, দেশ নিউজ ২৪ ডট নেট পরিবারসহ বিভিন্ন সামাজিক পেশাজীবি সংগঠন



"সরকার চাইলেই ঈদের আগে খালেদা জিয়া মুক্ত হবে: এনডিপি"


২০দলীয় জোটের শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা ১৮ আগস্ট ২০১৮ শনিবার এক যুক্ত বিবৃতিতে বলেন, শুধু সরকারের রোষানলের শিকার হয়ে বর্তমানে ২০ দলীয় জোট নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নাজিম উদ্দিন রোডের কারাগারে রয়েছেন। সরকার চাইলেই ঈদের আগে দেশবাসী সহ ২০ দলীয় জোটের নেতাকর্মীর সাথে ঈদ উদযাপন করতে পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নেতৃবৃন্দ বলেন, বন্দি করে রাজনীতিতে গণতন্ত্র ফিরিয়ে আনা যায় না। ছাত্র সমাজকে বিনা কারণে কারাগারে নিয়ে স্বতঃস্ফূর্ত আন্দোলনকে স্তব্ধ করা যাবেনা। পবিত্র ঈদ-উল-আযহার আগে সকল শিক্ষার্থীদেরকে মুক্তি দিয়ে তাদের পরিবারের সাথে ঈদ উদ্যাপনের সুযোগ করে দেওয়ার আহবান জানিয়ে এনডিপি নেতৃবৃন্দ বলেন সংঘাতের পথ পরিহার করুন। গণতন্ত্রের পথে ফিরে আসুন। জাতীয় সংলাপের মাধ্যমে সকল দলকে নির্বাচনে অংশগ্রহণ করার পরিবেশ সৃষ্টি করুন। বাংলাদেশে আর কোন ৫ই জানুয়ারী ভোটার বিহীন নির্বাচন করতে চাইলেও করা যাবে না। দেশে বিদেশে ভোটার বিহীন সরকারের অবস্থান ষ্পষ্ট হয়েছে। দেশকে আর রসাতলে না নিয়ে গণতন্ত্রের দিকে ফিরে আসুন। জনগণের সত্যিকার মুক্তি চাইলে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন। ঈদের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার মধ্য দিয়ে আপনাদের গণতান্ত্রিক চেহারাকে উন্মোচন করুন। 

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে এনডিপির ঈদ শুভেচ্ছা

২০দলীয় জোটের শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা ১৮ আগস্ট ২০১৮ শনিবার যৌথ বিবৃতিতে আগামী ২২ শে আগস্ট পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেশবাসী সহ এনডিপির সকল নেতাকর্মীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদ-উল-আযহা আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা যদি গ্রহণ করতে পারি তাহলে দেশে আর কোন সংকট থাকে না। মানুষের অধিকারের জন্য তখন আর কোন সংগ্রামেরও প্রয়োজন হবে না। আমরা যদি প্রতিটি মুসলমান ধর্মীয় অনুশাসন সঠিকভালে লালন পালন করতে পারি তাহলে আমাদের কাউকে আর মধ্যস্থ হিসেবে প্রয়োজন হয় না। এই ঈদ যেন সংকটের অবসানের ঈদ হয়। দেশবাসী যেন গণতন্ত্রহীন থেকে গণতন্ত্রের মধ্যে প্রবেশ করতে পারে। নির্বাচনের যে আমেজ সৃষ্টি হয়েছে ঈদের পর জাতীয় সংলাপের মাধ্যমে সকল সংকট উত্তরনের জন্য ঐক্যবদ্ধ প্রয়াসের কোন বিকল্প পথ নেই