http://themonthlymuktidooth.blogspot.com

Saturday, May 25, 2019

মাইনোরিটি ওয়াচ এবং বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম - এন, গঞ্জ






মাইনরিটি ওয়াচের হস্থক্ষেপে না,গঞ্জে তৃষ্ণা রানী দাস অপহরণের ঘটনায়
অবশেষে মামলা নিলেন থানা পুলিশ:দ্রুত উদ্ধারের দাবী পরিবারের।
গত ২৪মে না,গঞ্জে তৃষ্ণা রানী দাস অপহরণের ঘটনায় তদন্তে আসেন
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের একটি প্রতিনিধি দল,প্রতিনিধি দল প্রথমে
না,গঞ্জ সদর মডেল থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম এর
সাথে দেখা করে মামলা নেয়ার বিলম্বের বিষয়ে জানতে চাইলে তিনি
তাৎক্ষনিক ডিউটি অফিসার কে ডেকে মামলা নেয়ার নির্দেশ দেন এবং
যতারীতি ডিউটি অফিসার মামলাটি রুজু করেণ যাহার নং-৭৪,তাং-
২৪.০৫.২০১৯ইংপরে প্রতিনিধি দল নগরের নগর খাঁনপুরে তৃষ্ণা রানী দাস
অপহরণের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার বাসায় যান পবিবার টিকে
সান্তনা দিতে, বাসায় গেলে প্রতিনিধি দল কাছে কান্নায় ভেঙ্গে পড়েন তৃষ্ণা
রানী দাসের মা নমীতা রানী দাস এবং তিনি বলেন আমার নাবালিকা
মেয়ে তৃষ্ণা রানী দাস ১৫কে আকাশ মিয়া গং-রা জোর পূর্বক অপহরণ
করে নিয়ে যায়, আজ প্রায় দের মাস হয়ে গেলেও তার কোন খোঁজ
পাইনি। গত ১৪ই মে না,গঞ্জ সদর মডেল থানায় আমার স্বামী অভিযোগ
দায়ের করলেও মামলা নেইনি থানা পুলিশ। আমার স্বামী ও আমরা দ্বারে
দ্বারে ঘুরে বেড়ালেও একমাত্র বাংলাদেশ মাইনরিটি ওয়াচ ও বাংলাদেশ
জাতীয় হিন্দু ফোরাম আমাদের পাশে থেকে সহযোগীতা করেছে আর কোন
সংগঠন আমাদের খোঁজ নেয়নি, পরিবারের পক্ষ হতে তার মেয়ে তৃষ্ণা
রানী দাসকে দ্রুত উদ্ধার করতে প্রশাসনের কাছে জোর দাবী জানান
তিনি।পরে প্রতিনিধি দল পরিবারটিকে আইনী সহায়তাসহ পাশে থাকার
আশ্বাস দেন।উক্ত প্রতিনিধি দলে বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি
অ্যাডঃ রবীন্দ্র ঘোষের নেতৃত্তে উতস্থিত ছিলেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ
ও বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের সেক্রেটারী জেনারেল মানিক চন্দ্র
সরকার,সদস্য দিলীপ কুমার রায়,গৌতম রায়,সঞ্জয় রায়,পার্থসারথী
রায়,সঞ্জীত দাস সহ বাংলাদেশ মাইনরিটি ওয়াচ ও বাংলাদেশ জাতীয় হিন্দু

ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

গাজীপুরে বঙ্গবন্ধু পাঠাগার উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি
গাজীপুরে বঙ্গবন্ধু পাঠাগার উদ্বোধন
গাজীপুর মহানগরের ১৭৬/১ ভূরুলিয়া ঠিকানায় ২৫ মে বিকেলে বঙ্গবন্ধু পাঠাগার উদ্বোধন করা হয়। এই উপলক্ষে বঙ্গবন্ধু পাঠাগার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বঙ্গবন্ধু পাঠাগারের উদ্বোধন করেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। বঙ্গবন্ধু পাঠাগারের সভাপতি লায়ন মোঃ আব্দুল মজিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ আলম, সাধারণ সম্পাদক এম.এ ফরিদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রশিদ মিয়া। 
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুৃল বলেন, বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায়  গড়ে তোলতে হবে। এই জন্যে প্রতি পাড়া-মহল্লায় পাঠাগার গড়ে  তুলতে হবে। নান্দনিক ও সৃজনশীল মানুষ তৈরীতে পাঠাগারের অবদান অপরিহার্য। বই পড়ার মাধ্যমে কেবল জ্ঞান অর্জনই হয়নি, বরং বই পড়ার মাধ্যমে বিনোদন এবং মানুষের মানবিক গুণাবলি বিকশিত ও প্রসারিত হয়।
আলোচনা শেষে দেশ জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


বঙ্গবন্ধু পরিষদ


Thursday, May 23, 2019

লোকসভা নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে নরেন্দ্র মোদীর প্রতি জাসদের অভিনন্দন

লোকসভা নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে নরেন্দ্র মোদীর প্রতি জাসদের অভিনন্দন
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় ভারতীয় লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর নেতৃত্বে তার দল বিজেপির ঐতিহাসিক নিরংকুশ বিজয়ে শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর প্রতি অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করে বলেন, শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদী ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যেতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও সহযোগিতার সম্পর্কে অগ্রগতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা বিজেপি ও বিজেপি জোটের এই ঐতিহাসিক বিজয়ে বিজেপি সভাপতি শ্রী অমিত শাহসহ বিজেপি ও বিজেপি জোটের শরিক দলগুলোর নেতৃবৃন্দের প্রতিও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। 
বার্তা প্রেরক 


সাজ্জাদ হোসেন 
সহ-দফতর সম্পাদক

ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট (ডিএনএফ) ও বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপির প্রেস বিজ্ঞপ্তিঃ








প্রেস বিজ্ঞপ্তিঃ

কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, এই স্লোগান কে সামনে রেখে ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট (ডিএনএফ) ও বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপির ব্যনারে ২৩শে মে ২০১৯ , বৃহস্পতিবার সকল ১১টায় জাতীয়
প্রেস ক্লাবের সামনে ধানের ন্যায্য দাবী আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত, মানববন্ধনে কৃষকের ন্যায্য দাবি আদায়ের জন্য বক্তব্য করেন ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট (ডিএনএফ) ও বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি এর নেতৃবৃন্দ।
মানববন্ধনে ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট (ডিএনএফ) ও বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি চেয়ারম্যান বাবুল সরদার চাখারী বলেন আজ আমাদের কৃষক ভাইরা,মনের দুংখে পাকা ধান ক্ষেতে আগুন লাগিয়ে দিচ্ছেন, রাস্তায় ধান ছিঁটিয়ে প্রতিবাদ করছেন শুধু মাত্র তাদের ন্যায্য মূল্যের দাবিতে। কৃষকদের কষ্টে ফলানো এই সোনার ফসল ফলাতে যে অর্থ ব্যায় হয় বাজারে বিক্রি করে যদি ন্যায মূল্য না পায়, তবে কেনো তারা প্রতিবাদী হবে না ?আজ তাদের এই ন্যায প্রতিবাদের সাথে আমরা সহমত প্রকাশ করছি এবং আমরা কৃষকের মুখে হাসি দেখতে চাই । তিনি কৃষকদের সার্ধে আরো বলেন পূর্বঋণ মওকুফ করে নতুন করে করে ঋণ দেয়ার ব্যবস্থা ও আগামী জাতীয় বাজেটে কৃষিখাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে, সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করতে হবে ,নিরাপদ খাদ্য মওজুদের জন্য প্রতিটা জেলায়/উপজেলায় আধুনিক খাদ্য গুদাম নির্মান করতে হবে ,কৃষকের জন্য সার কীটনাশক, কৃষিযন্ত্রপাতি ক্রয় করতে বিনাশর্তে ব্যাংকঋণের সুবিধা দিতে হবে। তিনি আরও বলেন বর্তমান ব্যর্থ কৃষিমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চান।

আয়োজিত মানববন্ধন আরও বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন খান মজলিস
মহাসচিব-ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট ডিএনএফ চেয়ারম্যান- জাতীয় স্বাধীনতা পার্টি ।
এআরএম জাফরুল্লাহ চৌধুরী মুখপাত্র -ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট ডিএনএফ
চেয়ারম্যান- বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন –বিজিএ। এম এ জলিল (চেয়ারম্যান-বাংলাদেশ গণতান্ত্রিকলীগ)।বঙ্গদ্বীপ এম এ ভাসানী (চেয়ারম্যান-ন্যাপ ভাসানী), এস এম আলমগীর হোসেন (ভারপ্রাপ্ত-মহাসচিব-বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি),বিএম নাজমুল হক (বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপির প্রেসিডিয়াম সদস্য),কে এম ইব্রাহিম খলিল(বাংলাদেশ আইডিয়েল পার্টি চেয়ারম্যান),এম.এম আনিছুর রহমান দেশ (বাংলাদেশ কনজারভেটিভ পার্টি চেয়ারম্যান),মোঃ মাহাবুব খোকন(জাতীয় উন্নয়ন পার্টির সভাপতি),অধ্যাপক সিদ্দিকুর রহমান(বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপির প্রেসিডিয়াম সদস্য),রোজী আক্তার (বাংলাদেশ পিপলস পার্টি - সাংগঠনিক সম্পাদক)আরও উপস্থিত ছিলেন -ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট ডিএনএফ ও বাংলাদেশ পিপলস পার্টি বিপিপির নেতৃবৃন্দ।

জাসদের দেশব্যাপী ভেজাল-দূষণ প্রতিরোধ দিবস পালিত। ঢাকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

জাসদের দেশব্যাপী ভেজাল-দূষণ প্রতিরোধ দিবস পালিত। ঢাকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত
খাদ্য ও ঔষধে ভেজালকারী, মাছ-মাংস-ফল-সব্জিতে ক্যামিকেল মিশ্রণকারীদের জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের মতই শুণ্য সহিষ্ণুতা নিয়ে দমন করতে হবে। মানুষ মারার ব্যবসায় করে দিত্র হবে: হাসানুল হক ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দেশব্যাপী ভেজাল-দূষণ প্রতিরোধ দিবসের অংশ হিসাবে জাসদ ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আজ ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি খাদ্য ও ঔষধে ভেজালকারী, মাছ-মাংস-ফল-সব্জিতে ক্যামিকেল মিশ্রণকারীদের জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের মতই শুণ্য সহিষ্ণুতা নিয়ে দমন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মানুষ মারার ব্যবসায় করতে দেয়া হবে না। তিনি বলেন, কোনো অজুহাত শুনতে চাই না, ওয়াসার পানিতে দূষণ বন্ধ করতেই হবে। দূষণমুক্ত বিশুদ্ধ নিরাপদ পানি দিতে না পারলে পানির বিল নেয়া স্থগিত রাখতে হবে। জনাব ইনু, যারা নিত্যপণ্যের বাজার নিয়ে খেলাধুলা কারসাজি করে তাদের দমন করতে চলমান অভিযান সারাবছর চালু রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 
এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার, ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতার, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, ফজলুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী ও সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম, জাসদ কেন্দ্রীয় কমিটির সমাজ সেবা বিষয়ক সম্পাদক সৈয়দা শামীমা সুলতান হ্যাপী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম প্রমূখ। 
বার্তা প্রেরক 


সাজ্জাদ হোসেন 
সহ-দফতর সম্পাদক

Tuesday, May 21, 2019

বাড্ডা থানা জাসদের সভাপতি আজিজুল হক রাজা মিয়ার ইন্তেকাল

বাড্ডা থানা জাসদের সভাপতি আজিজুল হক রাজা মিয়ার ইন্তেকাল
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি, বাড্ডা থানা জাসদের সভাপতি বর্ষিয়ান নেতা আজিজুল হক রাজা মিয়া আজ ভোর ৪ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাড্ডাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না.....রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। আজ বাদ জোহর শীলমারী টেক মসজিদে নামজে জানাজা শেষে নুরেরচালা কবরস্থানে মরহুমের দাফন কাজ সম্পন্ন হয়েছে। 

জাসদের শোক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ এক শোক বার্তায় জাসদ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি, বাড্ডা থানা জাসদের সভাপতি বর্ষিয়ান নেতা আজিজুল হক রাজা মিয়ার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। 
অনুরূপ পৃথক শোক বার্তায় ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি সফি উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী জাসদ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি, বাড্ডা থানা জাসদের সভাপতি বর্ষিয়ান নেতা আজিজুল হক রাজা মিয়ার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
বার্তা প্রেরক 


সাজ্জাদ হোসেন 
সহ-দফতর সম্পাদক

বাংলাদেশ সাম্যবাদী দল


Monday, May 20, 2019

"বাংলাদেশ সাম্যবাদী দল"


"সরকারের উচিত ১০০০ টাকা দামে ধান ক্রয় করা সুরঞ্জন ঘোষ"

৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় সাবেক ছাত্র নেতা ও সাংবিধানিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সুরঞ্জন ঘোষ বলেছেন সরকারের ভুলনীতির কারণে এখন কৃষকরা ধানের লাভজনক মূল্য পাচ্ছে না। তারা লোকসান দিয়ে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অদ্য ২০ মে সোমবার সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

সুরঞ্জন ঘোষ বলেন; এবার কৃষকের খেতে যখন ধান পাকছিল তখনই বোঝাযাচ্ছিল ধানের ব্যাপক উৎপাদন হবে। ধানের বাজার পরে যাবে। তারপরও সরকার বিদেশ থেকে চাউল আমদানি বন্ধ করেনি। চাউল রফতানির উদ্যোগ নেয়নি। সরকারের এই ভুল ও কৃষকবিরোধী নীতির কারণে দেশের কৃষকরা আজ খেতের ধান পুড়িয়ে দিতে বাধ্য হচ্ছে। খেত থেকে ধান কেটে আনার টাকাও তাদের হাতে নেই। ধান বাজারে নিলে বিক্রি হয় না। কম দামে ও বাকিতে মহাজনের আড়তে ফেলে আসতে হয়। এতে মধ্যস্বত্বা ভোগী মহাজনরা হচ্ছেন টাকার মালিক আর কৃষকরা হচ্ছেন আরো গরীব। 

তিনি আরো বলেন জেলা ও উপজেলা পর্যায়ে জরুরি ভিত্তিতে ক্রয়কেন্দ্র স্থাপন করে সরকারের উচিত এখনই কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা। সেক্ষেত্রে মোটা ধানের দাম প্রতি মন ৮০০ এবং চিকন ধানের দাম প্রতি মন ১০০০ টাকা নির্ধারণ করতে হবে।  

বার্তা প্রেরক
স্বাক্ষরিত
(সুরঞ্জন ঘোষ)
সদস্য সচিব 
সাংবিধানিক অধিকার ফোরাম

"মোস্তফা জামাল হায়দার বারডেম হাসপাতালে ভর্তি"


মোস্তফা জামাল হায়দার বারডেম হাসপাতালে ভর্তি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার গতকাল সকালে বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি প্রফেসর ডা: এ.কে. আজাদ খান –এর অধীনে চিকিৎসাধীন আছেন। তিনি নি¤œ রক্তচাপ, ডায়বেটিস সহ বিভিন্ন রোগে ভোগছেন।


তাঁর পরিবারের পক্ষ থেকে সু-স্বাস্থ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

"কোন অজুহাত শুনতে চাইনা, কৃষক বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে: ইনু"


কোনো অজুহাত ছাড়া সরাসরি কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত ১০৪০ টাকা মন দরে ধান ক্রয়ের দাবিতে
জাতীয় কৃষক জোট আয়োজিত মানববন্ধন ও সমাবেশ
কোনো অজুহাত শুনতে চাইনা, কৃষক বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে: ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, কোন অজুহাত শুনতে চাইনা, কৃষক বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করতে হবে। প্রয়োজনে অর্ধেক দাম আগাম দিয়ে কৃষকের গোলায় ধান রাখা ও সরকারী গুদামে সরবরাহের পর বাকি অর্ধেক দাম পরিশোধ করার পদ্ধতি চালু করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে। সরকারী গুদাম খালি না থাকলে বেসরকারী ও ব্যক্তিখাতের গুদাম ভাড়া নিতে হবে। আপাতত চাল আমদানী বন্ধ রাখতে হবে। দেশের চাহিদা অতিরিক্ত উৎপাদিত চাল রপ্তানির ব্যবস্থা করার কথা ভাবতে হবে। সার, বীজ, কীটনাশক, ডিজেল, বিদ্যুৎ, শ্যালো মেশিন, পাওয়ার টিলার, ট্রাক্টর, ডিপ টিউবওয়েল, ধান মাড়াইযন্ত্রসহ কৃষি উপকরণ ও যন্ত্রপাতির দাম কমাতে হবে। সরকারী গুদামের সম্প্রসারণ ও ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। সরকারী উদ্যোগে কৃষিপণ্য বিপনন সমবায় গড়ে তুলতে হবে। কৃষকের নিজের উৎপাদিত শস্য নিজের রাখার জন্য সংরক্ষনে গোলা তৈরির জন্য গোলা ঋণ দিতে হবে। আজ ১৯ মে ২০১৯, রবিবার সকাল ১১ টায় প্রেসক্লাবের সামনে কোনো অজুহাত ছাড়া সরাসরি কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত ১০৪০ টাকা মন দরে ধান ক্রয়ের দাবিতে জাতীয় কৃষক জোট আয়োজিত মানববন্ধন ও সমাবেশে যোগ দিয়ে জনাব হাসানুল হক ইনু এমপি এ বক্তব্য রাখেন। 

শিরীন আখতার এমপি বলেছেন, ধানের মূল্য নিয়ে মধ্যস্বত্ত্বভোগী, দালাল, ফড়িয়া, চাতাল মালিক, চালকল মালিক, চাল আমদানীকারকসহ বড় বড় ধান-চাল ব্যবসায়ীদের সিন্ডিকেট যেন কোনো কারসাজী করতে না পারে সেজন্য সরকারকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি ইউনিয়ন ওয়ারী ধান চাষ ও ধান চাষীদের তথ্যসমৃদ্ধ ডাটাবেজ তৈরির দাবি জানান। 

জাতীয় কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক রতন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন ও সমাবেশে আরো বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এড. হাবিবুর রহমান শওকত, সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, মোহর আলী চৌধুরী, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, রোকনুজ্জামান রোকন, শওকত রায়হান, জাতীয় কৃষক জোটের আন্তর্জাতিক সম্পাদক সাজ্জাদ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম ও সাধারণ সম্পাদক রাশিদুল হক ননীসহ জাতীয় কৃষক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 
বার্তা প্রেরক 


সাজ্জাদ হোসেন 
সহ-দফতর সম্পাদক