http://themonthlymuktidooth.blogspot.com

Wednesday, November 7, 2018

Press release from national Awami Party



বাতিল করার দাবিতে মানববন্ধন করেছে ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ)

ন্যাপ বাংলাদেশ ঢাকা মহানগর শাখা আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক জাকারিয়া খান। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ন্যাপ বাংলাদেশের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ ফারুকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব নেয়াজ আহমদ খান। 

প্রধান অতিথি ফারুকুল ইসলাম তার বক্তব্যে একাদশ সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে অবিলম্বে বিদ্যমান জাতীয় সংসদ ভেঙে দেয়ার দাবি জানিয়েছেন। তিনি জাতীয় ঐক্যফ্রন্টের দফা দাবির প্রতি নৈতিক সমর্থন জানিয়ে অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ঐক্যফ্রন্টের বিশিষ্ট নেতা ব্যারিস্টার মঈনুল হোসেনের মুক্তি দাবি করেছেন

মানববন্ধনে বিশেষ অতিথি সংগঠনের মহাসচিব জননেতা নেয়াজ আহমদ খান তার বক্তব্যে সরকারের দমননীতির সমালোচনা করে বলেন যে, সকল দল জোটের প্রধান হওয়ার ইচ্ছা প্রধানমন্ত্রীকে পরিত্যাগ করে বিরোধীমতকে গুরুত্ব দিতে হবে। হাওয়া ভবন দমনের কথা বলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও গত ১০ বছরে উন্নয়নের নামে অসংখ্য খুন গুম ভবন বানিয়েছে বলে ন্যাপ মহাসচিব তার বক্তব্যে অভিযোগ করেন। ঘরে ঘরে মিথ্যা মামলায় আক্রান্ত হওয়ায় পুলিশের ভয়ে আসামীরা ছাড়াও দেশের অর্থনীতিও পালিয়ে বেড়াচ্ছে উল্লেখ করে ন্যাপ বাংলাদেশ মহাসচিব গায়েবী মামলা বন্ধের আহ্বান জানান সকল গুম-খুনের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। 

মানববন্ধনে বক্তাগণ নির্বাচনে কালো টাকা পেশীশক্তিকে বর্জন করেআমার ভোট আমি দিবো- ভালো লোক বেছে নিবনীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন। বক্তাগণ বাক স্বাধীনতা বন্ধের চক্রান্ত বন্ধ করার দাবি জানিয়ে ডিজিটাল আইন সংশোধনের দাবি জানিয়েছেন ফটোগ্রাফার শহিদুল এর মুক্তি দাবি করেছেন। 

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আলী খান, মামুনুর রহমান, প্রকৌশলী শাহাদত আলম প্রমুখ। উল্লেখ্য যে, ন্যাপ বাংলাদেশ কোন জোটের শরীক নয় 


Majid
Enayetganj

Press release from POBA




Majid
peelkhana Post Office Moore

Tuesday, November 6, 2018

"Press release from Islami Oikko Jott"

†kvKivbv gvnwdj K¡Igx gv`&ivmvi Rb¨
gnvwec` n‡q `uvov‡e
gnvmwPe, Bmjvgx HK¨‡RvU


Bmjvgx HK¨‡Rv‡Ui gnvmwPe Rbve Aa¨vcK gvIjvbv Avãyj Kwig Lvb XvKvq Bmjvgx †bZ…e„‡›`i mv‡_ GK Av‡jvPbv mfvq e‡jb, kvcjv PË¡‡ii i³v³ BwZnv‡mi mv‡_ a„óZv cÖ`k©b K‡i Av‡jg mgv‡Ri wKQz AwZ Drmvnx I ZíxevnK Ijvgv †mvnivIqv`x©‡Z K¡Igx gv`&ivmv mb‡`i ¯^xK…wZi †h †kvKivbv gvnwdj Ki‡jb Zv G †`‡ki gymwjg wgj­vZ‡K eoB e¨w_Z I weeªZKi cwiw¯’wZ‡Z †d‡j w`‡q‡Q| me©¯—‡ii K¡Igx Av‡jg bb, G Rb¨ KwZcq ZíxevnK `vjvj `vqx, wZwb AviI e‡jb, GB gnv m‡¤§jb GKw`b gnv wec‡`i KviY n‡q `uvov‡e| Z‡e GKwU K_v mKj‡K ¯§iY ivL‡Z n‡e evm-UªvK †evSvB K‡i mgv‡e‡k Dcw¯’Z Ki‡jB †fv‡Ui Avkv Kiv hvq bv Ges Zv c~iYI n‡e bv| KviY †Kvb gymjgvb †R‡b-ï‡b Bmjv‡gi wei“‡× bvw¯—K¨ev`x I †mKzjvi‡`i †fvU cÖ‡qvM Ki‡ebv| Avi GB wel‡q Av‡jg-Ijvgv mvaviY gvby‡li †P‡q †ekx m‡PZb e‡U| GUv AvIqvgx miKv‡ii GKwU wbe©vPbx ‡KŠkj Qvov wKQzB bq| GUv AvR mgMÖ gymwjg RvwZi Kv‡Q ¯úó n‡q‡Q| ZvB G‡Z gymwjg RvwZ‡K e¨w_Z bv nIqvi Rb¨ wZwb AvnŸvb Rvwb‡q‡Qb| G‡Z AviI e³e¨ iv‡Lb Bmjvgx HK¨‡Rv‡Ui hyM¥ gnvmwPe A¨vW. †gvt †gvmvweŸi ingvb †gvj­v (mvweŸi), mn-gnvmwPe gvIt Kvgi“¾vgvb i“Kb, XvKv gnvbM‡ii m`m¨ mwPe Rbve gvIt †gvt Av‡bvqvi †nv‡mb, mn-Avš—RvwZ©K welqK m¤úv`K Rbve †gvt Bwjqvm †iRv I †gvt Gbvgyj nK gv`vbx cÖgyL|