http://themonthlymuktidooth.blogspot.com

Saturday, January 25, 2020

Dhalar Char Shuttle Express Train- Rally greetings to Honerable PM Sheikh Hasina




XvjviPi Uy ivRkvnx ÔÔXvjviPi kvUj G·‡cÖmÕÕ ‡Uªb D‡×vab Dcj‡ÿ gvbbxq cÖavbgš¿x †`kiZœ †kL nvwmbv‡K ï‡f”Qv I Awfb›`b Rvwb‡q Avb›` i¨vwj I wgwó weZiY|

Avb›` i¨vwjwU ïµevi mKvj 11Uvq XvKv RvZxq ‡cÖmK¬v‡ei mvg‡b †_‡K ïiæ n‡q wkÿvfeb †gvo cÖ`wÿY K‡i mwPevj‡qi cvk w`‡q †cÖmK¬v‡ei mvg‡b G‡m †kl nq| Avb›` i¨vwj Dcj‡ÿ mswÿß e³e¨ iv‡Lb XvjviPi BDwbq‡bi K…wZ mšÍvb XvKv wek¦we`¨vj‡qi mv‡eK QvÎ, cÖ‡dmi Rwgi DwÏb e¨vcvix, XvKv wek¦we`¨vj‡qi mv‡eK QvÎ †bZv †gvt Avãyj gwZb, XvjviPi BDwbqb  QvÎjx‡Mi mv‡eK mfvcwZ †gvt †gv¯ÍvwdRyi ingvb, XvjviPi BDwbqb mw¤§wjZ QvÎ ms‡Ni mvaviY m¤úv`K nvwKg ‡PŠayix (RMbœv_ wek¦we`¨vjq), XvjviPi BwÄwbqvm© msMV‡bi AvnevqK †gvt wmivRyj Bmjvg, Avwgbcyi _vbv ‡cB‡Ri mfvcwZ GmGg mRj gvngy`, Av‡jv wbW di ‡n‡íi ‡gvt AvivdvZ Bmjvg, beRvMiY cvVK‡gjvi m`m¨ Ave`yj KvBqyg| GQvovI D³ Abyôv‡b m`m¨e…›` g~j¨evb e³e¨ iv‡Lb|
Dc¯’vcbvq wQ‡jb ‡gvt wiRvDj Kwig mRj Dc-mnKvix cÖ‡KŠkjx (AvïMÄ cvIqvi ‡÷kb †Kv¤úvbx wjt), Abyôv‡bi mvwe©K mn‡hvwMZvq wQ‡jb ‡gvt mvBdyj Bmjvg, Dc mgvR‡mev welqK m¤úv`K, evsjv‡`k QvÎjxM, gv÷vi`v m~h©‡mb nj kvLv ,Xvwe Ges ‡mwjg (Rwe), myRb (XvKv K‡jR), mvw` (Xvwe)|

e³viv Zv‡`i e³‡e¨ `xN©w`‡bi Ae‡nwjZ XvjviPi‡K c~‡e©i mv‡_ Zzjbv K‡i eZ©gvb Dbœq‡bi Rb¨ Rb‡bÎx ‡kL nvwmbvi Awfb›`b I K…ZÁZv cÖKvk K‡ib| AvMvgx 26/01/2020Bs Zvwi‡L wfwWI Kbdv‡i‡Ýi gva¨‡g ÔÔXvjviPi kvUj G·‡cÖmÕÕ ‡Uªb D‡×vab Ki‡eb| G Lei ‡kvbvi c‡i XvKv¯’  XvjviP‡ii (Avwgbcyi, cvebv) me©¯’‡ii RbMY XvKv †cÖmK¬v‡ei mvg‡b Avb›` i¨vwji Av‡qvRb K‡ib|

AWARENESS FROM CORONA VIRUS --Fear and anxiety in epicenter of Wuhan coronavirus outbreak

Wednesday, January 22, 2020

২৮-২৯ ফেব্রুয়ারি দলের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জাসদের ১৮ টি জেলা ও ৪ টি মহানগর কমিটির সম্মেলনের তারিখ ঘোষণা

২৮-২৯ ফেব্রুয়ারি দলের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে
জাসদের ১৮ টি জেলা ও ৪ টি মহানগর কমিটির সম্মেলনের তারিখ ঘোষণা
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে আগামী ২৪ জানুয়ারি পিরোজপুর জেলা, ২৫ জানুয়ারি বরিশাল জেলা ও মহানগর, ২৬ জানুয়ারি কক্সবাজার জেলা, ৫ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলা, ৭ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলা ও মহানগর, ৮ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলা ও ঠাকুরগাঁও জেলা, ৯ ফেব্রুয়ারি যশোর জেলা ও নীলফামারী জেলা, ১০ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলা ও সাতক্ষীরা জেলা, ১১ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা, ১২ ফেব্রুয়ারি রংপুর জেলা ও মহানগর, ১৩ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলা, ১৪ ফেব্রুয়ারি শেরপুর, ঝালকাঠি, খুলনা জেলা ও মহানগর; ১৫ ফেব্রুয়ারি ভোলা জেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সকল জেলা সম্মেলনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এড. হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েলসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। 

জাসদ কেন্দ্রীয় দফতর থেকে যে সকল জেলা কমিটির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়নি সে সকল জেলা কমিটির সম্মেলনের প্রস্তাবিত তারিখ আগামী ৩০ জানুয়ারির মধ্যে কেন্দ্রীয় দফতরে প্রেরণ করা এবং ইতিমধ্যে যে সকল জেলা কমিটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সে সকল জেলা কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দের ডাক যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার, ই-মেইল এড্রেস অবিলম্বে কেন্দ্রীয় দফতরে প্রেরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
সহ-দফতর সম্পাদক

CITIZEN DIALOGUE TO THE COMING NEW MAYORS BY POBA--নাগরিক সংলাপ নগর দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে মেয়রদের কাছে প্রস্তাবনা

জনাব,
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), কোয়ালিশন ফর দ্যা আরবান পুওর (কাপ) এবং বারসিক এর পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন।

ঢাকার আনাচে কানাচে সর্বত্র এখন নির্বাচনী আমেজ চলছে এবং ফেব্রয়ারীর এক তারিখ ঢাকার দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা ঢাকাবাসীরা দুইজন নব নির্বাচিত মেয়র পাবো। এই মেয়রদের কাছে যেমন ধনী ও মধ্যবিত্তদের অনেক ধরনের প্রত্যাশা রয়েছে, তেমনি প্রত্যাশা রয়েছে এই নগরে বসবাসরত প্রায় চল্লিশ লক্ষের অধিক নিম্ন আয়ের বস্তিবাসী, ঝুপড়ি বাসী ও পথবাসী মানুষদের।

এ পরিস্থিতিতে বারসিক, কাপ ও পবার যৌথ উদ্যোগে আগামী ২৩ জানুয়ারি ২০২০ সকাল ১১.০০মিনিটে  জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে “নগর দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে মেয়রদের কাছে প্রস্তাবনা” শীর্ষক এক নাগরিক সংলাপের  আয়োজন করা হয়েছে। সংলাপে এ বিষয়গুলো নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন বারসিকের সমন্বয়ক মো: জাহাঙ্গীর আলম।

নির্ধারিত আলোচক হিসেবে হিসেবে উপস্থিত থাকবেন জনাব পঙ্কজ ভট্রাচার্য, বুয়েটের সাবেক ডীন অধ্যাপক রুখসানা হাফিজ, ইন্সটিটিউট অব প্লার্নাস বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক আক্তার মাহমুদ, ঢাকা বিশ^বিদ্যালয় অধ্যাপক দেবাশীষ কুমার কুন্ড। এছাড়াও উপস্থিত থাকবেন নগর পরিকল্পনাবিদ, গবেষক, নাগরিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

নাগরিক সংলাপ
নগর দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে মেয়রদের কাছে প্রস্তাবনা
২৩ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, সকাল ১১.০০টায়,
স্থান: ভিআইপি লাউঞ্জ, জাতীয় প্রেসক্লাব
আয়োজক: পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), কাপ ও বারসিক

ধন্যবাদসহ
 
সাবিনা নাঈম

Tuesday, January 21, 2020

Sensible politics and rightsizing the soul of democracy in Bangladesh.

Dear All,


A country's fate is sealed when democracy enters a dark dungeon while democracy is about enlightenment, dialog and rational policy making for the good of the people and the country at large. In Bangladesh, it is hard to progress as a nation of esteem without a proper democracy and rule of law. Democracy by the people, for the people and of the people is necessary to overcome the national crisis in Bangladesh. Otherwise, the institutions like Elections Commission, Judiciary, Public Service Commission, etc. will be a grand waste of public money. Bangladesh needs to repose its trust in its people and only its people by ushering in a principled democracy worth striving for. What we have now is its shell. What we need is the soul of democracy to return to the shell and live to be a democratic country. The urgency for a proper democracy is the need of the hour. The longer we wait, the greater the walk to freedom, social justice and effective citizens' rights. Bangladesh will rise again. The primary purpose of all sensible political parties' main agenda should be to promote a democratic Bangladesh. Let us re-weave the fabric of Bangladesh based on democratic values, rule of law and contained corruption. Let us unite for a better
hashtagBangladesh and let us take the motto 'country first.' You are welcome to create a spirited and ethically strong Bangladesh. hashtag

Advocate Ziaur Rahman
member of Forward Party - a responsible political party in Bangladesh.

URGENT PRESS CONFERENCE ON ROAD ACCIDENT OF STUDENT DIED


Monday, January 20, 2020

রাকা সিদ্দিকীর স্মরণ সভা


গোপালগঞ্জের জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা বদর খান ঠাকুরের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।



গোগালগঞ্জের জাসদ নেতা বদর খান ঠাকুরের মৃত্যুতে ইনু-শিরীনের শোক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ সোমবার রাতে এক শোক বার্তায় গোপালগঞ্জের জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা বদর খান ঠাকুরের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা বদর খান ঠাকুর, তার ভাই বীর মুক্তিযোদ্ধা মেরাজ খান ঠাকুর ও তাদের মহীয়সী মাতাসহ সমগ্র পরিবার স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ এবং জাসদের প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি-দলের জন্য যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন তা কিংবদন্তির মত চিরস্মরণীয় হয়ে থাকবে। জাসদ নেতৃদ্বয় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বদর খান ঠাকুরসহ তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বীর মুক্তিযোদ্ধা জাসদ নেতা বদর খান ঠাকুর চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার রাত ৮ টায় গোপালগঞ্জ সদর হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার জোহরের নামাজের পর পোদ্দারের চর জামে মসজিদে নামাজে জানাজা শেষে গোগালগঞ্জ পৌর কবরস্থানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বদর খান ঠাকুরকে সমাধিস্থ করা হবে।
তার মৃত্যুর খবর শুনে গোপালগঞ্জ জেলা জাসদের সভাপতি শেখ মাসুদার রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরীসহ গোপালগঞ্জ জাসদের নেতা-কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধারা হাসপাতালে ছুটে যান।
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
সহ-দফতর সম্পাদক