http://themonthlymuktidooth.blogspot.com

Thursday, July 5, 2018

New Link

http://www.ghoshona26march.net

Curtesy  from Daily Dinkal

Nari Mukti Anodolon Press Release

 অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি সীমা দত্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস এক যুক্ত বিবৃতিতে গত জুলাই শহীদ মিনার প্রাঙ্গনে কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসুচিতে ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ নিন্দা জানান। নেতৃবৃন্দ বলেন, “ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আন্দোলন বানচাল করার চেষ্টার মধ্য দিয়ে সরকারের চরম ফ্যাসিবাদী আচরণ জনগণের সামনে উন্মোচিত হয়েছে। একদিকে পুলিশ আর একদিকে নিজেদের ছাত্র সংগঠনের কর্মীদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে কাজে লাগিয়ে সরকার যতই ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার চেষ্টা করুকনা কেন জনগণের সম্মিলিত আন্দোলন প্রতিরোধ গড়ে তুলবেই।” 
নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তি গ্রেফতারকৃত আন্দোলনকারী ছাত্রদের অবিলম্বে মুক্তি দাবি জানান।  


তাসলিমা আক্তার

অর্থ সম্পাদক

Courtesy: Mukti M Majid 
01672774603

Wednesday, July 4, 2018

Press release from UDP

welq : Ôevsjv‡`k, fviZ, cvwK¯Ívb, AvdMvwb¯Ívb, wdwjw¯Íb, gvqvbgvi, BivK, B‡q‡gb, wjweqv, wmwiqv, BD‡ivc-Av‡gwiKv I Avwd«Kvb †`kmn we‡k¦i mKj †`‡ki b„ksm-wbg©g nZ¨vKvÛ-wbh©vZb, ¸g, al©b, Ab¨vh¨ Kvivew›` eÜ K‡i wek¦ gvbevwaKvi cÖwZôv Ges evsjv‡`‡ki hvbRU-RbRU-RjRU-cÖvK…wZK `~‡h©vM gy³ km¨-k¨vgjv b`xgvZ…K, K…wl I wkí evÜe MYZvwš¿K-mvg¨-gvbweK-mykvm‡bi †mvbvi evsjv MoviÕ `vex‡Z  gvbeeÜb I c_ mfv|

Abyôv‡b cÖavb AwZw_ wn‡m‡e Dcw¯’Z _vK‡eb, exi gyw³‡hv×v e½iZ¥ BwÄt Aveyj †nv‡mb (cÖwZôvZ mfvcwZ, †e½j RvZxq Ks‡MÖm-we‡Rwm I RvZxq MYZvwš¿K †RvU-GbwWG) ; cÖavb e³v wn‡m‡e Dcw¯’Z _vK‡eb, exi gyw³‡hv×v Wvt bvwRg DwÏb Avn‡g` cÖwZôvZv mfvcwZ (evsjv‡`k Z…Yg~j RbZv cvwU© I Ab¨Zg cÖwZôvZv MY¯^v¯’¨ †K›`ª, evsjv‡`k)| mfvcwZZ¡ Ki‡eb, mw¤§wjZ MYZvwš¿K `j (BDwWwc) Gi †Pqvicvm©b, RvZxq MYZvwš¿K †RvU (GbwWG) Gi cÖwZôvZv mvaviY m¤úv`K, AvšÍR©vwZK gvbevwaKvi iÿv I ev¯Íevqb cwil` Ges mw¤§wjZ evsjv‡`k bvMwiK cwil` (Gdwewcwm) Gi AvnevqK I cÖavb mgš^qKvix MvRx †gv¯ÍvwdRyi ingvb| Abyôvb cwiPvjbv Ki‡eb,  AvšÍR©vwZK gvbevwaKvi iÿv I ev¯Íevqb cwil` Gi m`m¨ mwPe-mgš^qKvix I evsjv‡`k RbKj¨vY cvwU©i cÖwZôvZv †Pqvig¨vb Aa¨ÿ iwdKzjøvn f‚Bqv I G¨vW. Avey e°i wmwÏK eveyj Lvb (hyM¥ gnvmwPe, BDwWwc| ¯^vMZ e³e¨mn D‡jøwLZ welq we¯ÍvwiZ AvKv‡i e³e¨ ivL‡eb, mw¤§wjZ MYZvwš¿K `j (BDwWwc) Gi GKgvÎ A½ msMVb mw¤§wjZ MYZvwš¿K Av‡›`vjb (BD wW Gg) Gi RvZxq-¯’vbxq ch©v‡qi ‡bZ…e„›`| GQvovI D³ Kg©m~Px‡Z ¸iæZ¡c~Y© e³e¨ ivL‡eb, †`k-we‡`‡ki ¯^bvgab¨ ivRbxwZwe`, msMVK, gvbevwaKvi Kg©x I †ckvRxexiv|


evZ©v †cÖiK

                                          


‡gvt mv‡`Kzj Bmjvg †PŠayix
fvicÖvß gnvmwPe, mw¤§wjZ MYZvwš¿K `j (BDwWwc)
I m¤úv`K gÛjxi m`m¨, RvZxq MYZvwš¿K †RvU (GbwWG)
‡K›`ªxq Kvh©Kix cwil`

                            

Monday, July 2, 2018

"Press Release on "CIS-BCCI President Meets The Russian Ambassador in Dhaka""

কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিআইএস-বিসিসিআই) সভাপতি জনাব মোঃ হাবীব উল্লাহ ডনের সাথে বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতোভের সাথে আজ বৃহস্পতিবার (জুন ২৮, ২০১৮) রাশিয়ান দূতাবাসে এক সভা অনুষ্ঠিত হয়

সময় বেসরকারী পর্যায়ে রাশিয়াসহ সিআইএসভুক্ত দেশসমূহের সাথে বাংলাদেশের বাণিজ্যিক অর্থনৈতিক সহযোগিতার উন্নয়নে সিআইএস-বিসিসিআইয়ের কার্যক্রম তুলে ধরেন চেম্বারের প্রেসিডেন্ট জনাব মোঃ হাবীব উল্লাহ ডন। 

এছাড়াও রাশিয়ায় অনুষ্ঠিত সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনোমিক ফোরামে সিআইএস-বিসিসিআইয়ের ব্যবসায়ী প্রতিনিধিদেও সফল অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীক সম্প্রদায়ের সাথে আমাদের পারস্পরিক সংযোগ স্থাপন সহজতর হয়েছে

রাশিয়ার সাথে বাংলাদেশের ব্যবসায় উন্নয়নে সহজতর ব্যাংকিং লেনদেনের গুরুত্ব তুলে ধরে জনাব হাবীব উল্লাহ ডন বলেন, রাশিয়ার সাথে বাংলাদেশের আমদানী/রপ্তানী খাতকে প্রসারিত করতে এটি খুবই প্রয়োজন। 

তিনি বলেন, ২০১৭ সালে বাংলাদেশ-রাশিয়ার মধ্যকার বাণিজ্যের পরিমাণ ছিল . বিলিয়ন মার্কিন ডলারের বেশি এবং তা আরও বাড়বে যদি ব্যাংকিং সমস্যাগুলোর সমাধান করা যায়

চেম্বারের প্রেসিডেন্ট সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গর্ভনর জনাব ফজলে কবীরের সাথে অনুষ্ঠিত সভার বিষয় তুলে ধরে বলেন, সিআইএস-বিসিসিআই ব্যাংকিং চ্যানেলের উন্নয়নে ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছে। বিষয়ে বাংলাদেশ ব্যাংক রাশিয়া-বাংলাদেশ ব্যাংকিং সমস্যা সমাধানে একটি কোর গ্রুপ গঠন করেছেন যার মাধ্যমে কিভাবে সমস্যার সমাধান করা যায় তার সুরাহা করা যাবে বলে আশা করা যায়

সিআইএস-বিসিসিআইয়ের প্রেসিডেন্টের সাথে একমত পোষণ করে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, দুদেশের মধ্যকার ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের অভ্যন্তরে রাশিয়ার কোন ব্যাংকের শাখা খোলার বিষয়টি বিবেচনাধীন আছে। তিনি দুদেশের কেন্দ্রীয় ব্যাংকের পারস্পারিক সহযোগিতায় ব্যাংকিং চ্যানেলে দ্রুত নিশ্চিত বাণিজ্যিক লেনদেন করা যাবে বলে মনে করেন

বৈঠকে সিআইএস-বিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ লোকমান হোসেন আকাশ, সিআইএস-বিসিসিআইর সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, সিআইএস-বিসিসিআই' পরিচালক জনাব মাহবুব ইসলাম রনুজনাব  মঞ্জুর আহমেদ এবং সচিব জনাব মুস্তাফা মহিউদ্দীন উপস্থিত ছিলেন। 



Thanks & regards,

Yours Sincerely,

Mustafa Mohiuddin