http://themonthlymuktidooth.blogspot.com

Tuesday, February 1, 2022

NDP and 20Party Conference

জনাব, আগামীকাল ২ ফেব্রয়ারি ২০২২ইং রোজ বুধবার সকাল ১০:০০টায় -এ ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি'র উদ্ব্যোগে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম ওলামা ও সাংবাদিকদের মুক্তির দাবিসহ দেশনেত্রী বেগম জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য জাতীয় প্রেস ক্লাবে মানিক মিয়া হলে 'রাজবন্দীর মুক্তি দাও' শীর্ষক প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন মেজর অবঃ হাফিজ উদ্দিন( সাবেক মন্ত্রী ও ভাইস চেয়ারম্যান, বিএনপি), নজরুল ইসলাম খান (২০-দলীয় জোট, সমন্বয়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপি) জেনারেল ইবরাহীম (চেয়ারম্যান, কল্যাণ পার্টি) বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন ডা. জাফর উল্লাহ চৌধুরী ( ট্রাস্টি, গণস্বাস্থ্য কেন্দ্র) রেজা কিবরিয়া (গণাধিকার পরিষদ) আলোচক জনাব মাহমুদুল রহমান মান্না (আহ্বায়ক, নাগরিক ঐক্য) এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ (সভাপতি, পিপলস পার্টি) শুভ্রত চৌধুরী (মহাসচিব, গণফোরাম) বিশেষ অতিথি হিসেবে থাকবেন আব্দুল আওয়াল মিন্টু (ভাইস-চেয়াম্যান,বিএনপি) এহসানুল হক মিলন ( সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী) আমান উল্লাহ আমান ( আহ্বায়ক, ঢাকা উত্তম বিএনপি ও ডাকসুর সাবেক ভিপি) জুনায়েদ সাকি (প্রধান সমন্বনয়ক, গণসংহতি আন্দোলন) তাবিদ আউয়াল (সদস্যা বিএনপি, ঢাকা উত্তর) আহমেদ বদর উদ্দিন ( মাসিক মদিনা) মাওলানা কামাল উদ্দিন জাফরী। আরোও থাকবেন তারুণ্যের প্রতীক ছাত্রসমাজের সিংহ পুরুষ ডাকসুর সর্বশেষ ভিপি নুরুল হক নূরসহ দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রতিবাদী সভার সভাপতিত্ব করবেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি - এনডিপি'র চেয়ারম্যান, কে এম আবু তাহের। উক্ত আলোচনা সভার সচিত্র সংবাদ সংগ্রহের জন্যে আপনার বহুল প্রচারিত জাতীয় দৈনিক/ ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ থেকে একজন রিপোর্টার ও ফটো সাংবাদিক প্রেরণের অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদন্তে Mukti Majid, Hazaribag