http://themonthlymuktidooth.blogspot.com

Thursday, April 2, 2020

দেশের শিল্পায়নের নেপথ্য কারিগর ড. মোহাম্মদ ইদ্রিস(৯০) আলী আর নেই।


০১ এপ্রিল ২০২০
দেশের শিল্পায়নের নেপথ্য কারিগর ড. মোহাম্মদ ইদ্রিস(৯০) আলী আর নেই।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি’র শোক

বাংলাদেশে শিল্পায়নের নেপথ্য কারিগর ড. মোহাম্মদ ইদ্রিস আলী আর নেই বাংলাদেশ ও স্বাধীনতাপূর্ব পূর্ব বাংলায় শিল্পকারখানা স্থাপন ও উন্নয়নের নেপথ্য নায়ক ও দৈনিক গণকণ্ঠের সাবেক সহকারী সম্পাদক কবি কুয়াত ইল ইসলামের বড় ভাই ড.মোহাম্মদ ইদ্রিস আলী আর নেই।  গতকাল ৩১ মার্চ ২০২০ সকাল ৭টায় তিনি ধানমন্ডির একটি বেসরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০বছর। ১৯২৯ সালের ২৯ মে তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গোপালগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম এ এম মহিউদ্দিন ও মাতার নাম গোলাপজান। ড. ইদ্রিস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে কেমিকৌশলে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ষাটের দশকে তিনি নিজস্ব শিল্প পরামর্শক প্রতিষ্ঠান ‘কেমিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট’ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে কল-কারখানা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে দেশী-বিদেশী প্রযুক্তিবিদ সমন্বয়ে গঠিত পরামর্শক দলের কর্মপরিকল্পনায় ইপিআইডিসি-র মাধ্যমে এ দেশে সার, সিমেন্ট, কাগজ, চিনি, ইস্পাত ও ভারী শিল্প কল-কারখানা স্থাপিত হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে সরকারী ও বেসরকারী শিল্প স্থাপন ও সম্প্রসারণেও তাঁর বিশেষ অবদান রয়েছে। তিনি একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ছিলেন। তিনি নিজে উদ্যোগে হয়ে বেশ কিছু সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, ভাই, বোন, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শোকঃ
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে বাংলাদেশে শিল্পায়নের নেপথ্য কারিগর ড. মোহাম্মদ ইদ্রিস(৯০) আলী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, ডা. মোহম্মদ ইদ্রিস আলীর মৃত্যুতে দেশ একজন র্কীতিমান মানুষকে হারালো।

বার্তা প্রেরক,

সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক

Tuesday, March 31, 2020

Press Release : Jatiyo Somajtantrik Dal jasod

২৯মার্চ ২০২০
যুক্তরাজ্য জাসদ সভাপতি হারুন-অর-রশীদের স্ত্রী হেলেনা বেগম হেলী(৫৮)-এর মৃত্যুতে জাসদের শোক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাজ্য শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ এর স্ত্রী হেলেনা বেগম হেলী(৫৮) আজ ২৯ মার্চ ২০২০ রাত ১:৩০ মিনিটে নর্থ লন্ডনের কেমডেনে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে মরহুমা হেলেনা বেগম হেলী, স্বামী, এক পুত্র, এক কণ্যা ও এক নাতনী সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি লন্ডনের বাঙালী কমিউনিটিতে বেশ পরিচিত ছিলেন। বৃটেনে অবস্থানরত বাংলাদেশী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গঠনে সক্রিয় ভুমিকা পালন করেছেন।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি’র শোক
আজ ২৯ মার্চ ২০২০ রবিবার এক বিবৃতিতে জাসদ যুক্তরাজ্য শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ এর স্ত্রী হেলেনা বেগম হেলী মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। নেতৃদ্বয় বলেন, এ মহিয়সী নারীর মৃত্যুতে লন্ডনের বাঙালী কমিউনিটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদের প্রিয় মানুষকে হারালো। অনুরূপ এক বিৃতিতে, যুক্তরাজ্য জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, মরহুমা হেলেনা বেগম হেলীর মৃত্যুতে গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বার্তা প্রেরক,

সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক

Monday, March 30, 2020

Press release from AHLE SUNNAT, CTG



Avn‡j mybœv‡Zi †K›`ªxq gnvmwPe cx‡i
ZwiK¡Z Avjøvgv Aveyj Kv‡kg b~ixi wee„wZt
K‡ivbv `y‡h©v‡M evmvfvov gIKz‡di `vwe
Avn‡j mybœvZ Iqvj RgvÕAvZ evsjv‡`‡ki †K›`ªxq gnvmwPe I Avb&Rygv‡b iRfxqv b~ixqv evsjv‡`‡ki †Pqvig¨vb cx‡i ZwiK¡Z nhiZzjnvR¦ Avjøvgv gynv¤§` Aveyj Kv‡kg b~ix iweevi MYgva¨‡g cvVv‡bv GK wee„wZ‡Z e‡jb, gnvgvix K‡ivbv fvBiv‡mi Kvi‡Y miKvwi wb‡`©kbv ‡g‡b Ni ‡_‡K evB‡i hv‡”Q bv gvbyl| nVvr Av‡qi Drm eÜ n‡q hvIqvq mvaviY gvby‡li `~‡f©vM †b‡g G‡m‡Q| GQvov ‡emiKvwi PvKzwiRxexivI Av‡Qb gvm ‡k‡l Ni fvov ‡`Iqvi f‡q| Avgv‡`i PÆMÖvg bMix‡Z emevmiZ‡`i g‡a¨ 85 †_‡K 90 kZvskB fvovwUqv| RxweKvi ZvwM‡` _vK‡Z nq fvov evmvq, _v‡Kb wk¶v_©xivI| eZ©gvb cwiw¯’wZ‡Z Kg©‡¶‡Î ‡h‡Z bv cviv, wk¶v_©x‡`i wUDkwb, ‡KvwPs K¬vm eÜ _vKvq Av‡qi Drm ‡_‡g ‡M‡Q| G Ae¯’vq PÆMÖvg mn cy‡iv †`‡k evmvfvov gIKz‡di `vwe Rvbvb wZwb| Avjøvgv b~ix e‡jb, K‡ivbvi Kvi‡Y ‡MvUv ‡`k GKai‡bi Aeiæ×| ‡emiKvwi wegvb ms¯’v¸‡jv Kg©x‡`i webv ‡eZ‡b QywU w`‡q‡Q| ‡`vKvbcvU, kwcs gj eÜ n‡q ‡M‡Q, ‡mLv‡b hviv PvKwi K‡ib Zviv ‡eZb cvIqvi Avkv Kg| hviv w`bgRywi K‡ib Zv‡`i KvR eÜ n‡q ‡M‡Q| GgZve¯’vq hv‡`i ûU K‡i PvKwi P‡j ‡Mj, ‡eZb eÜ n‡q ‡Mj Zviv GB `ytmg‡q evwo fvov ‡Kv‡Ì‡K ‡`‡e? K‡ivbvi Kvi‡Y fvovvwUqv‡`i KvQ ‡_‡K PjwZ gvP© gvm m¤¢e n‡j GwcÖj gv‡miI fvov bv ‡bIqvi Rb¨ evoxi gvwjK‡`i we‡klfv‡e Aby‡iva Rvwb‡q miKv‡ii cÖwZ Ge¨vcv‡i n¯Í‡ÿc Kvgbv K‡ib wZwb| Avjøvgv b~ix eZ©gvb cwiw¯’wZ‡Z PÆMÖvgmn mviv‡`‡ki fvovwUqv‡`i evmvfvov, ‡`vKvbfvov, we`y¨r wej, M¨vm wejmn me ai‡bi wej gIKz‡di `vwe Rvbvb|  
                                                                                                                                                                                              
                                                                                                                                            
                                                                                                                                     evZ©v †cÖiK
                                                                                                                                       ¯^v¶wiZ
                                                                                                                             (gynv¤§` wd‡ivR Avjg)
                                                                                                                                   `ßi m¤úv`K,
                                                                                                                   Avn‡j mybœvZ Iqvj RgvÕAvZ evsjv‡`k
‡K›`ªxq cl©`|     
                                                                                                                                            
K¨vckb:
Avn‡j mybœvZ Iqvj RgvÕAvZ evsjv‡`‡ki †K›`ªxq gnvmwPe I Avb&Rygv‡b iRfxqv b~ixqv
  evsjv‡`‡ki †Pqvig¨vb cx‡i ZwiK¡Z nhiZzjnvR¦ Avjøvgv gynv¤§` Aveyj Kv‡kg b~ix|