http://themonthlymuktidooth.blogspot.com

Thursday, January 30, 2020

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী জনাব তরিকুল ইসলাম সজীব ভাই -ঘুড়ি মার্ক প্রতীক



ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী জনাব তরিকুল ইসলাম সজীব ভাই একজন সুযোগ্য প্রার্থী l  এলাকার উন্নযনের ব্যাপারে তার যথেষ্ট ভূমিকা রয়েছে l তার পিত মৃত জনাব হেদায়েতুল ইসলামের সাবেক ওয়ার্ড কমিশনার সুযোগ্য উত্তরসূরি মনে করি l তিনি ঢাকা ১০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফলজলে নূর তাপস ভায়ের ঘনিষ্ঠ ব্যক্তিত্ব বটে l  মানুষ মাত্র ভুল-ত্রুটি থাকতেও পারে l তার অজান্তে তার এলাকায় অনেক ঘটনা, দুর্নীতি অনিয়ম ঘটেছে বটে l সার্বিক ভাবে তাকে 2020 সনে ওয়ার্ড কাউন্সিলর হিসাবে নির্বাচিত করলে যাবতীয় উন্নয়ন , বিচার - নালিশ এবং এলাকাবাসীর দাবি দাওয়া পূরণের অঙ্গীকার ব্যক্ত করেছেন l  আমরা তার আশানুরূপ ফলাফল কামনা করি l

মজিদ, হাজারীবাগ সংবাদদাতা - পিলখানা পোস্ট অফিস মোড় থেকে

Tuesday, January 28, 2020

ব্যারেস্টার শেখ ফজলে তাপস নির্বাচনী প্রচারনা



XvKv `wÿb wmwU K‡cv©‡ikb wbev©P‡b †gqi c‡` e¨v‡i÷vi †kL dR‡ji Zvc‡mi cÿ †_‡K wbe©vPbx cÖPviYv nvB‡KvU©| Dcw¯’Z weÁ AvBbRxex‡`i mgv‡e‡k ‡bŠKv gvK©vi c‡ÿ †bZ…e„›` e³e¨ †`b Ges AvMvgx c‡njv ‡deªæqvix †gqi wbev©Pbx weR‡qi cÖZ¨vkv e¨³ K‡ib|
¯^cb Kzgvi mvnv, evsjv‡`k b¨vc, fvBm †Pqvig¨vb| Zvnv Av³vi, weGbGd Gi KzwU wkí m¤úv`K| Zcb PµeZx©, exi gyw³‡hv×v Ges AviI Ab¨vb¨ †bZ…e„›`|


advice on new coronavirus



The virus was first detected in Wuhan City, Hubei Province of China in December 2019. All cases in Wuhan were connected to the ‘Huanan Seafood Market’. The source of infection is clear but human-to-human transmission is possible.
Signs and symptoms of 2019-nCoV sickness:
  • Fever
  • Acute respiratory symptoms (cough, breathing problems, pneumonia)
  • Average time from infection to disease: 7 days
  • Infection from humans-to-humans may occur during incubation period (before persons shows signs of sickness)
Cases have been exported from Wuhan to other Chinese provinces and to Thailand, Japan, South Korea, Taiwan, Macau, Hong Kong, Singapore, Saudi Arabia, Vietnam, USA, France and Australia. Further global spread to other countries is possible.
The Chinese authorities have installed travel restrictions in the affected areas in China. Health measures such as fever measurements are installed at Chinese airports, bus and train stations and at ports.
Currently, the World Health Organization (WHO) does not recommend travel restrictions. IMHA advises people to follow up what local authorities recommend and stay up to date on the latest advice from WHO:
How to protect yourself from getting infected with 2019-nCoV
  • Frequently clean hands by using alcohol-based hand rub or soap and water;
  • When coughing and sneezing cover mouth and nose with flexed elbow or tissue – throw tissue away immediately and wash hands;
  • Avoid close contact with anyone who has fever and cough;
  • If you have fever, cough and difficulty breathing, seek medical care early and share previous travel history with your health care provider;
  • When visiting live markets in areas currently experiencing cases of novel coronavirus, avoid direct unprotected contact with live animals and surfaces in contact with animals;
  • The consumption of raw or undercooked animal products should be avoided. Raw meat, milk or animal organs should be handled with care, to avoid cross-contamination with uncooked foods, as per good food safety practices.

Foriegn Diplomats visited to the Dhaka South City Corporation Candidate Mr Ishrak Hossain





*ইশরাকের নির্বাচনী প্রচারণায় হামলার খবর শুনে তাকে দেখতে ইশরাকের বাসায় ব্রিটিশ হাইকমিশনার।
বললেন নির্বাচনের পরিবেশ হতাশাজনক।
জানা গেছে সন্ধ্যার পর ইশরাকের সাথে দেখা করবেন কানাডা ও চীনের হাইকমিশনার।

**
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন ইশরাক হোসেন।

রোববার, জানুয়ারি ২৬, ২০২০ বিকেল ৫টা ২০ মিনিটে তিনি কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে পৌঁছান।

এসময় আহতদের উদ্দেশ্যে ইশরাক বলেন, আপনারা কোনো চিন্তা করবেন না। আপনাদের পাশে আমি আছি, থাকবো। যারা আমাদের শান্তিপূর্ণ কার্যক্রমে হমলা করেছে, আমাদের কর্মীদেরকে আহত করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। যতই হামলা করা হোক আমরা মাঠ ছাড়বো। গণতন্ত্রেও জন্য আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। তিনি সবার দ্রুত সুস্থতা কামনা করেন।

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন প্রথমে জরুরি বিভাগে থাকা তিনজন কর্মীর খোঁজ নেন, পরে ওয়ার্ডে থাকা অন্যান্যদের খোঁজ নেন তিনি। এরপর অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যাবেন ইশরাক।
 

***----------------------------------------------------
---
বিনা উসকানিতে আ.লীগ সন্ত্রাসীরা হামলা করেছে
— ইশরাক হোসেন
-------------------------------------------------------
ঢাকা দক্ষিণ সিটি কপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের প্রচারণায় হামলার ঘটনা বলেন, আওয়ামী লীগ ধানের শীষের জনপ্রিয়তায় ভীত। সেজন্য নির্বাচন বানচাল করতে বিনা উসকানিতে তাদের সন্ত্রাসী বাহিনীদের দিয়ে এই হামলা করেছে তারা। হামলার সময় তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং গুলির শব্দও শোনা গেছে। এতে ২-৩ জন ক্যামেরাপারসনসহ বেশ ক’জন আহত হয়েছেন।

রোববার, জানুয়ারি ২৬, ২০২০, দুপুর ১টার দিকে গোপীবাগ এলাকায় সংঘর্ষের ঘটনাটির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক এ কথা বলেন। 

করোনা ভাইরাস : শঙ্কা ও করণীয়



ZvwiL : 28.01.2020


‡mwgbvi
K‡ivbv fvBivm t k¼v I KiYxq

Rbve,
cwi‡ek euvPvI Av‡›`vjb (cev) Ges eviwmK Gi cÿ †_‡K ï‡f”Qv Rvb‡eb|

Px‡b K‡ivbv fvBiv‡m AvµvšÍ n‡q g„‡Zi msL¨v cÖwZw`bB evo‡Q| †mB m‡½ evo‡Q GB †iv‡M AvµvšÍ nIqv bZzb †ivMxi msL¨v| Ab¨w`‡K Px‡bi evB‡i Av‡gwiKv, BD‡ivc I A‡óªwjqv‡Z K‡ivbv fvBiv‡m AvµvšÍ †ivMxi Z_¨ Rvbv †M‡Q GRb¨ Zviv we‡kl e¨e¯’v wb‡q‡Q| Px‡bi mv‡_ evsjv‡`‡ki evwbwR¨K, K›UªvKkb KvR, wkÿvmn bvbvwea m¤úK© _vKvi Kvi‡b Pxb †_‡K GB †ivM evsjv‡`‡k Qwo‡q covi eo ai‡bi Avk¼v i‡q‡Q| G‡cÖwÿ‡Z GB †ivM we¯Ívi †iv‡a mvgvwRK ch©v‡q, ivóªxq ch©v‡q Ges e¨w³ ch©v‡q wK Kiv DwPr †mB wel‡q e¨vcKfv‡e Av‡jvPbv I cÖ¯‘wZ `iKvi|

G cwiw¯’wZ‡Z eviwmK I cevi †hŠ_ D‡`¨v‡M AvMvgx 29 Rvbyqvwi 2020, eyaevi `ycyi 12.00Uvq cev wgjbvqZ‡b ÒK‡ivbv fvBivm t k¼v I KiYxqÓ kxl©K ‡mwgbv‡ii Av‡qvRb Kiv n‡q‡Q| G‡Z W. †jwjb †PŠayix g~j cÖeÜ Dc¯’vcb Ki‡eb| GQvovI †mwgbv‡i wPwKrmK I we‡klÁe„›` Av‡jvPbvq AskMÖnb Ki‡eb|



‡mwgbvi
K‡ivbv fvBivm t k¼v I KiYxq
29 Rvbyqvwi 2020, eyaevi, `ycyi 12.00Uvq,
¯’vb: cev wgjbvqZb (58/1 KjvevMvb, 1g †jb, XvKv)
Av‡qvRK: cwi‡ek evuPvI Av‡›`vjb (cev) I eviwmK



ab¨ev`mn

mvwebv bvCg
†cÖvMÖvg ‡Kv-AwW©‡bUi, cev

Monday, January 27, 2020

Re: মানবতাবোধ, দেশপ্রেম ও বাঙালিয়ানা চর্চা রাজনৈতিক কর্মী হবার প্রাথমিক শর্ত: হাসানুল হক ইনু//

প্রয়াত জাসদ নেতা কনকের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা
মানবতাবোধ, দেশপ্রেম ও বাঙালিয়ানা চর্চা রাজনৈতিক কর্মী হবার প্রাথমিক শর্ত: হাসানুল হক ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, মানবতাবোধ, দেশপ্রেম ও বাঙালিয়ানা চর্চা রাজনৈতিক কর্মী হবার প্রাথমিক শর্ত। জনাব ইনু প্রয়াত তরুন জাসদ নেতা সাইমুন কনকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, কনক ছিল জাসদের দ্বিতীয় প্রজন্মের কর্মী, দ্বিতীয় প্রজন্মের নেতা। তার পিতা জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা জাতীয় বীর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএলএফ-এর উপ-আঞ্চলিক অধিনায়ক নূর আলম জিকুর পদাংক অনুসরণ করেই ছোট বেলা থেকে জাসদের মিছিলের সঙ্গী হয়েছিল। জনাব ইনু নূর আলম জিকুর প্রতি গভীল শ্রদ্ধা জানিয়ে বলেন, নূর আলম জিকু নিজে যে আদর্শে বিশ^াস করতেন, সেই আদর্শে তিনি তার পরিবারের, স্ত্রী-পুত্র-কন্যা-আত্মীয়-স্বজন-পাড়া-প্রতিবেশীদের গড়ে তুলতে চেষ্টা করেছেন। জনাব ইনু বলেন, কনকও তার পিতার মতই মানবতাবাদী, দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক, সাম্যবাদী ও সমাজতন্ত্রী ছিলেন। কনক তার পিতার রাজনৈতিক আদর্শকে নিজের জীবনযাপন প্রতিফলন ঘটিয়ে ছিলেন। কনক মনেপ্রাণে বাঙালিয়ানা চর্চা করতেন। কনক রবীন্দ্র-নজরুল-লালন-লেনিনকে সমানভাবে ধারন করতেন। তিনি কনকের জীবন থেকে শিক্ষা নেয়ার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। সাইমুন কনকের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ সোমবার বিকাল ৪ টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কনকের পুত্র সৈয়দ মুহিদ আরিয়ান শান্ত, কনকের ভাগ্নে শাহনাওয়াজ শাহরিয়ার ধ্রুব, প্রয়াত জাসদ নেতা কাজী আরেফ আহমেদের ভাস্তি জাসদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, এড. হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, মোহর আলী চৌধুরী, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান প্রমূখ।
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
সহ-দফতর সম্পাদক

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্দোগ্যে আগামীকাল রোজ মঙ্গলবার দুপুর 02.00 ঘটিকার সময় গুলশান ডিসিসি মার্কেট হতে গনসংযোগ করবে উত্তরের মেয়র আতিকুল ইসলামের পক্ষে দেশের স্বনামধন্য তারকাগণ নির্বাচনী প্রচার, নাটক, গান ও বক্তব্য সমন্বয়ে ব্যতিক্রমী প্রচারণা



Majid, Peelkhana, Lalbag, Dhaka

Sunday, January 26, 2020

জাসদ নেতা এম এম আনছার আলীর পিতা এম এম শাহাদাত হোসেন পচা শাহ এর ইন্তেকাল


জাসদ নেতা এম এম আনছার আলীর পিতা এম এম শাহাদাত হোসেন পচা শাহ এর ইন্তেকাল
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার সাধারণ সম্পাদ এস এম আনছার আলীর পিতা এস এম শাহাদাত হোসেন পচা শাহ আজ রবিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভাসকুলার বিভাগে পায়ে অস্ত্র পাচারজনিতি চিকিৎসা শেষে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না.....রাজেউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মী-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল সোমবার বাদ জোহর ভেড়ামারা উপজেলার কাজীহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে কাজীহাটা গোরস্থানে দাফন কাজ সম্পন্ন হবে।
জাসদের শোক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ এক শোক বার্তায় জাসদ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার সাধারণ সম্পাদ এস এম আনছার আলীর পিতা এস এম শাহাদাত হোসেন পচা শাহ এর মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
সহ-দফতর সম্পাদক