http://themonthlymuktidooth.blogspot.com

Wednesday, April 15, 2020

করোনা’র বিরুদ্ধে যুদ্ধে প্রথম কাতারের বীর যোদ্ধা প্র. ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে জাসদ গভীর শোক প্রকাশ এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে

করোনা’র বিরুদ্ধে যুদ্ধে প্রথম কাতারের বীর যোদ্ধা প্র. ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে জাসদ গভীর শোক প্রকাশ এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শোকবার্তায় করোনা’র বিরুদ্ধে যুদ্ধের প্রথম কাতারের বীর যোদ্ধা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন এর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার শোকসন্তপ্ত  পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা  জ্ঞাপন করেছেন। তারা প্র. ডা. মঈন উদ্দিনকে একজন মানবতাবাদী সাহসী চিকিৎসক ও করোনা’র বিরুদ্ধে যুদ্ধে একজন নিবেদিত বীর যোদ্ধা হিসাবে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা ইতিপূর্বে নারায়ণগঞ্জে করোনার বিরুদ্ধে প্রথম কাতারের যোদ্ধা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী স্বাস্থ্যকর্মী সেলিম আকন্দ এর প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তারা করোনার বিরুদ্ধে যুদ্ধে মৃত্যবরণকারী এই দুই বীর যোদ্ধার প্রতি জাতীয় সম্মান প্রদান করে তাদের পরিবারের সকল দায়িত্বগ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান। তারা একইসাথে করোনার বিরুদ্ধে যুদ্ধে সামনের কাতারের যোদ্ধা ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত, প্রণোদনা, ঝুঁকিবীমা, এককালীন সম্মানী ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানান।

বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক

Forum for Secular Bangladesh and Trial of War Criminals of 1971


Tuesday, April 14, 2020

Jatiya Samajtantrik Dal Jasod

জাতীয় পরামর্শসভা ডাকতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জাসদের আহবান
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ সোমবার এক বিবৃতিতে বলেছেন বৈশ্বিক মহামারী করোনা বাংলাদেশের জন্যও জাতীয় দুর্যোগের ঝুঁকি তৈরি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মী-জনপ্রশাসন-পুলিশ-সশস্ত্র বাহিনী-জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় দিনরাত কাজ করে যাচ্ছেন।

জাসদ নেতৃদ্বয় বলেন, যে কোনো মহামারি বা জাতীয় দুর্যোগে সরকার ও প্রশাসনই সামনে থেকে মাঠে কাজ ও সামগ্রিক সমন্বয় সাধন করে। এটাই মহামারি বা জাতীয় দুর্যোগ মোকাবেলা সার্বজনীন পথ। মহামারি বা দুর্যোগ মোকাবেলায় জনগনকে ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে থাকতে হয়। মহামারি বা দুর্যোগকালে রাজনৈতিক দলগুলিকেও দলীয় রাজনীতির উর্ধে উঠে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করে সরকারের পাশে দাঁড়ায়। রাজনৈতিক দলগুলি দলীয় রাজনীতির উর্ধে উঠে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করলে সরকার ও প্রশাসনের পক্ষে মহামারি বা দুর্যোগ মোকাবেলা অনেক সহজ হয়। এই বিবেচনা থেকেই জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি করোনা দুর্যোগ মোকাবেলায় জাতীয় ঐক্য জোরদার করে ও জাতীয় ঐকমত্য গড়ে তুলতে অবিলম্বে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, বিশিষ্ট অর্থনীতিবীদগণ, প্রশাসন পরিচালনা অভিজ্ঞ ব্যক্তিগণ, সম্পাদক পরিষদসহ শীর্ষ সাংবাদিকগণের পরামর্শ নেয়ার জন্য ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরামর্শ  গ্রহণ করার জন্য জাতীয় পরামর্শসভা ডাকতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন।

বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক

Sunday, April 12, 2020

ঢাকার বিভিন্ন এলাকায় ঢাকাস্থ মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেটে খাওয়া মানুষের মাঝে ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ সমিতির সাবেক নেতৃবৃন্দের ত্রাণ সামগ্রি ও নগদ অর্থ বিতরণ

ঢাকার বিভিন্ন এলাকায় ঢাকাস্থ মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেটে খাওয়া মানুষের মাঝে
ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ সমিতির সাবেক নেতৃবৃন্দের ত্রাণ সামগ্রি ও নগদ অর্থ বিতরণ

করোনার সংক্রমনের প্রাদুর্ভাবরোধে বিশ্বসহ বংলাদেশেও চলছে সামাজিক বিচ্ছিন্নতা। যে কারণে দিনমজুর, রিকসা চালক, ভ্যান চালক, ঠেলাগাড়ী চালক, ফুটপথ ব্যবসায়ী, ভাংগারী ব্যবসায়ী ও বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীসহ অসংখ্য দরিদ্র মানুষ বেকার হয়ে আর্থিক সংকটে পড়েছেন। এ সংকটময় মুহূর্তে তাদের পরিবারের সদস্যদের নিয়ে তারা মানবেতর জীবন-যাপন করছেন। একই সাথে অসহায় হয়ে পড়েছেন অসংখ্য নিম্ন আয়ের মানুষ।
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বসবাসকারী (হাজারীবাগ, নিউমার্কেট, পুরান ঢাকা, পল্টন, যাত্রবাড়ী, শনির আখরা, গেণ্ডারিয়া, ধনিয়া, ধোলাইখাল, ধনিয়া, আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহীমপুর, কচুঁক্ষেত, মিরপুর-১১, মিরপুর-১২, এয়াপোর্ট, আশকোনা, কাওলা, সদরঘাট, কেরানীগঞ্জ ও কামরাঙ্গির চর) বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের এ সকল দরিদ্র ও অসহায় নিম্ন আয়ের মানুষ ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ উপজেলার কতিপয় চাকুরীজীবি, ব্যবসায়ী ও সমাজসেবকের নিজস্ব অর্থায়নে যৌথভাবে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী (চাল, ডাল, তেল, আলু, লবন) নিয়ে উল্লেখিত বিভিন্ন পেশা ও বিভিন্ন শ্রেণীর পাঁচশতাধিক পরিবারের পাশে দাড়িয়েছেন ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ সমিতির সাবেক নেতৃবৃন্দ। তারা গত ৯ এপ্রিল হতে এখন পর্যন্ত নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তালিকাকৃত ব্যক্তিবর্গের নিকট পৌঁছে দিচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে।
এ কার্যক্রমে ঢাকাস্থ মেহেন্দিগঞ্জবাসীর যে সকল ব্যক্তিবর্গ সহযোগীতা করেছেন তারা হলেন-ইঞ্জিনিয়ার এসএম সিরাজুল ইসলাম-ডিজিএম বিডিবিএল, জনাব আব্দুর রশিদ-অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, জনাব মুহাম্মদ শামছুল ইসলাম সুমন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, জনাব আলমগীর হোসেন-চেয়ারম্যান সাউথ বাংলা এগ্রো গ্রুপ, জনাব নজরুল ইসলাম সিকদার-চেয়ারম্যান সারা ইন্টার ন্যাল গ্রুপ, জনাব মাকছুদুর রহমান-পরিচালক এসোড, জনাব শফিকুল ইসলাম-ডিজিএম বাংলাদেশ ব্যাংক, জনাব আবুল কালাম আজাদ-ইসলামী ব্যাংক, মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রাজ্জাক, জনাব নেছার উদ্দিন জাহাঙ্গীর, জনাব কাজী সামছুদ্দিন, জনাব জাহাঙ্গীর হোসেন, জনাব আমীর আলী, জনাব জাকির হোসেন, এ্যাড. মাতাব্বর ফারুক, জনাব মো. সেলিম আকন এবং জনাব মোশাররফ হোসেন প্রমুখ।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন ‘‘আমরা বাংলাদেশের কাউকে না খেয়ে মরতে দিব না’’। তাই আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায়দের সাহায্য করে তাদের মুখে হাসি ফুটাই। ‘‘নিজে ঘরে থেকে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে করোনার সংক্রমন থেকে বাঁচি এবং অন্য কে করোনার সংক্রমন থেকে রক্ষা করি’’।
বার্তা প্রেরক
ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ সমিতির সাবেক নেতৃবৃন্দের পক্ষে-


মুহাম্মদ সামছুল ইসলাম সুমন