http://themonthlymuktidooth.blogspot.com

Saturday, April 27, 2019

২৭ এপ্রিল ২০১৯ ইং শনিবার বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন-এর উদ্যোগে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকাল ৪ টায় কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত-- হোটেল শ্রমিক ইউনিয়ন

তারিখঃ ২৭/০৪/২০১৯ প্রেস বিজ্ঞপ্তি
 মে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহান মে দিবসে সবেতনে সর্বাত্মক ছুটি কার্যকর, ২০ রমযানের মধ্যে উৎসব বোনাসসহ বকেয়া মজুরি পরিশোধের দাবিতে দেশব্যাপীবিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত-

 মে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহান মে দিবসে সবেতনে সর্বাত্মক ছুটি কার্যকর, রমযানের অজুহাতে সকল ধরণের ছাঁটাই-নির্যাতন বন্ধ, হোটেল রেস্টুরেন্ট মিষ্টিবেকারী শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান, নিম্নতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণাসহ গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবিতে আজ ২৭ এপ্রিল২০১৯ ইং শনিবার বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন-এর উদ্যোগে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনেবিকাল  টায় কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন-এর সভাপতি আব্দুল খালেকসমাবেশ সঞ্চালন করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর সভাপতি প্রবীণ জননেতা ডাঃ এম  করিম, বাংলাদেশ ট্রেডইউনিয়ন সংঘ-এর সভাপতি হাবিব উল্লা বাচ্চু, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি শ্যামল কুমার ভৌমিক, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিকফেডারেশনের সভাপতি মোঃ ইয়াসিন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান খান, জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য ঢাকা মহানগর কমিটির সম্পাদক রুপালী আজাদ, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন ঢাকা মহানগর কমিটির সভাপতি সোলেমান মল্লিকপ্রমুখ বক্তাগণ বলেন,  মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস এই দিনে বিশ্বব্যাপী শ্রমিকশ্রেণির ঐক্য, সংহতি  মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার শপথ নিতে মহান মেদিবস পালিত হয় বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হলেও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানসমূহে বিশেষ করে হোটেল সেক্টরের শ্রমিকরা মে দিবস পালনসহ সকল আইনিঅধিকার থেকে বঞ্চিত হোটেল সেক্টরের শ্রমিকরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাড়ভাঙ্গা পরিশ্রম করেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে শ্রমিকদের থাকা-খাওয়াপরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর শ্রমিকদের জন্য দেশের প্রচলিত শ্রম আইনে নিয়োগপত্র, পরিচয়পত্র, হাজিরা খাতা, সার্ভিস বহি, সেলারিশিট থাকলেও বছরের পর বছরধরে শ্রমিকরা এই সকল সুযোগ-সুবিধা পাচ্ছে না রমযান আসলেই মালিকরা অতিরিক্ত মুনাফার জন্য রমযানের অজুহাতে কাজের মজুরি  উৎসব বোনাস না দিয়েশ্রমিক ছাঁটাই করে দেয় যার দরুন শ্রমিকরা তাদের পরিবার-পরিজন নিয়ে অমানবিক জীবন-যাপনে বাধ্য হয়  বছরেও মালিকরা পূর্বের ধারাবাহিকতায়শ্রমিকদের মহান মে দিবস পালন করতে না দেওয়া, রমযানের অজুহাতে ছাঁটাই-নির্যাতনসহ বকেয়া মজুরি  উৎসব বোনাস না দেওয়ার বিভিন্ন প্রকার ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত
বক্তারা অবিলম্বে মালিকদের  ধরণের ষড়যন্ত্র-চক্রান্ত বন্ধ করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহান মে দিবসে সবেতনে সর্বাত্মক ছুটি কার্যকর করাসহ বকেয়া মজুরি উৎসব বোনাস পরিশোধ করার দাবি জানান একইসাথে সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে দূর্বার আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দাবি আদায়ের পথে অগ্রসরহওয়ার জন্যে শ্রমিকদের প্রতি আহ্বান জানান

বার্তা প্রেরক
কাওছার হোসেন
ক্রিড়া  সাংস্কৃতিক সম্পাদক

সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে জাতীয় পার্টির শোক

জাতীয় পার্টির চেয়াম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার ও মহাসচিব জাফরউল্লাহ খান চৌধুরী লাহোরী বিশিষ্টসাংবাদিককলামিষ্ট মাহফুজ উল্লাহ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

উল্লেখ্য যে প্রখ্যাত সাংবাদিক মাহফুজ উল্লাহ ষাট এর দশকে ছাত্র ইউনিনের সভাপতি ছিলেন।তিনি সাংবাদিকতা ছাড়াও খন্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। দেশের এই ক্রান্তিকালে বাংলাদেশী জাতীয়তাবাদের একজন কলম সৈনিক হারালো। যা কোনদিন পূরণ হওয়ার নয়। আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। 

অতিরিক্ত ৪% কর্তন বন্ধের দাবীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরমের শিক্ষক সমাবেশ ও অবস্থান কর্মসূচি।

বেসরকারি শিক্ষক কর্মচারিদের অবসর সুবিধা অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে চাঁদার নামে অতিরিক্ত ৪% কর্তন বন্ধের দাবীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরমের শিক্ষক সমাবেশ ও অবস্থান কর্মসূচি।
অদ্য ২৬ এপ্রিল'২০১৯ তারিখ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের ব্যানারে পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে এক শিক্ষক সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। ঢাকায় প্রায় 38 ডিগ্রী তাপমাত্রা উপেক্ষা করে উক্ত অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা উপজেলা হতে কয়েক হাজার শিক্ষক-কর্মচারি উপস্থিত হয়ে বেসরকারি শিক্ষক কর্মচারিদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে চাঁদার নামে অতিরিক্ত ৪% কর্তনের তীব্র প্রতিবাদ জানান। তারা অবিলম্বে উক্ত ৪% কর্তনের প্রজ্ঞাপনটি স্থায়ী বাতিল করা সহ এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণের জোর দাবী জানান। অবস্থান কর্মসূচিতে বক্তারা জানান- শিক্ষা মন্ত্রণালয় এমপিওভূক্ত শিক্ষক কর্মচারিদের এমপিও হতে অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টে প্রতিমাসে ৬% টাকা কর্তন করে থাকে। কিন্তু  বিগত ১৫/০৬/২০১৭ তারিখে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক কর্মচারীদের কোনরূপ বর্ধিত সুবিধা না দিয়ে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে শিক্ষক কর্মচারীদের বেতন থেকে উক্ত ৬% এর সাথে আরো অতিরিক্ত ৪% চাঁদা কর্তনের প্রজ্ঞাপন জারি করে। শিক্ষক কর্মচারীদের সাথে কোন আলাপ আলোচনা ছাড়াই এই অমানবিক অতিরিক্ত কর্তনের আদেশে দেশের বিক্ষুব্ধ শিক্ষক কর্মচারিরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালে জারিকৃত প্রজ্ঞাপনটি তখন স্থগিত করা হয়। ঐ প্রজ্ঞাপনটি স্থায়ীভাবে বাতিল করতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম মাননীয় শিক্ষা মন্ত্রী, শিক্ষা সচিব ও মহাপরিচালক বরাবর স্মারকলিপি ও দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে।
একই প্রজ্ঞাপন বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে আবারো কার্যকর করার চেষ্টা করে শিক্ষা মন্ত্রনালয়। তখনও বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম তীব্র প্রতিবাদ জানালে মাননীয় শিক্ষা সচিব জনাব সোহরাব হোসেন বিগত ১৭ ডিসেম্বর'২০১৮ তারিখ সন্ধ্যায় দৈনিক শিক্ষা.কম-কে জানান, উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত চিঠিটি ভুলক্রমে দেয়া হয়েছে। বেসরকারি শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের চাঁদার হার বৃদ্ধি করা হচ্ছে না। আগের মতই চাঁদার হার ৬ শতাংশই থাকবে। তিনি বলেছিলেন, চাঁদার হার বৃদ্ধির বিষয়ে শিক্ষকদের আপত্তি রয়েছে, তাই অবসর ও কল্যাণে চাঁদা বৃদ্ধি করা হবে না। বিষয়টি নজরে আসার পর পরই আদেশটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে প্রত্যাহার করা হয়। শিক্ষকদের সাথে আলোচনা করা ছাড়া কখনোই এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়া হবে না বলেও সচিব মহোদয় জানিয়েছিলেন। কিন্তু বিগত ১৫ এপ্রিল'২০১৯ তারিখ শিক্ষা মন্ত্রণালয় পুনরায় অবসর-কল্যাণ ট্রাষ্টে অতিরিক্ত ৪% কর্তনের আদেশ জারি করে। এতে দেশব্যাপী বিক্ষুব্ধ শিক্ষক কর্মচারিরা ফোরামের ব্যানারে ১৮ এপ্রিল'১৯ তারিখ বিক্ষোভ সমাবেশ ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এতেও শিক্ষা মন্ত্রনালয় কোন রূপ কর্ণপাত না করে চলতি মাসের বেতন থেকেই অতিরিক্ত কর্তনের আদেশ বহাল ও বাস্তবায়ন করতে যাচ্ছে। এমতাবস্থায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এর সভাপতি জনাব সাইদুল হাসান সেলিম ৪% অতিরিক্ত কর্তন স্থায়ীভাবে বন্ধের দাবীতে নিম্নরূপ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা করেন।
১। আগামী ০১/০৫/২০১৯ থেকে ০৫/০৫/২০১৯ তারিখ পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
বক্তারা বলেন, বেসরকারি শিক্ষকদের অবসর-কল্যাণ ট্রাষ্টে শিক্ষক-কর্মচারিদের বেতন থেকে প্রতিমাসে ৬ শতাংশ টাকা কেটে রাখা হয়। অবসর ও কল্যাণ ট্রাস্টেও নীতিমালায় শিক্ষক কর্মচারিদের বেতন থেকে ৬% চাঁদা কর্তনের পরেও ঘাটতি পূরণে সরকারি সহযোগিতার কথা বলা হয়েছিল। অথচ অবসর কল্যাণ ট্রাস্টের টাকা কোন ব্যাংকে জমা রাখা হয় আর লভ্যাংশ কত পায় এবং কারা এই লভ্যাংশ  ভোগ করেন তার কোনও হিসেব নিকেশ চাঁদা প্রদানকারী শিক্ষক কর্মচারিরা জানেন না । অপরদিকে ২০০২ সালের শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষায় দেখা যায় এই দুই প্রতিষ্ঠানের প্রারম্ভিক পর্যায়ের এক কোটি টাকা গায়েব হয়ে গেছে। ৪০ কোটি টাকা সরকারি ব্যাংক হতে বেসরকারি ব্যাংকের চলতি হিসাবে স্থানান্তর করে উক্ত টাকার লভ্যাংশ ভোগ করছে পরিচালনা কমিটি।  বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের মহাসচিব মো. আব্দুল খালেক বলেন, বেসরকারি শিক্ষকদের চাঁদার টাকা এবং সরকারি সহযোগিতার টাকা একত্র করে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারিদর অবসর সুবিধা প্রদানে কোন সমস্যা বা ঘাটতি দেখা দিবে না। তিনি অবিলম্বে দূর্নীতি দমন কমিশনের মাধ্যমে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অর্থ আয়-ব্যয়ের নিরীক্ষা ও তদন্ত করে স্বচ্ছতা নিশ্চিত করার জোর দাবি জানান।
উক্ত শিক্ষক সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম এর কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম মাসুদ, সহসভাপতি বিপ্লব কান্তি দাস, হারুন অর রশিদ, মুদাচ্ছির আলম, রফিকুল ইসলাম মন্টু, মোঃ জালাল উদ্দিন, সাজিদ মিয়া, যুগ্ম মহাসচিব আব্দুল জব্বার, জি এম শাওন, দেলোয়ার হোসেন আজিজী, মো. আব্দুল হালিম, অধ্যক্ষ রফিকুল ইসলাম, রেহান উদ্দিন,  মোহাম্মদ মোস্তফা ভূইয়া, আইনুল হক, আমির হোসেন, সৈয়দ এনামুল হক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক লিটন শেখ, মো. জহিরুল ইসলাম, রবিউল ইসলাম, মো. রুহুল আমিন, এ বি সিদ্দিক জুয়েল, যতিশ মজুমদার, প্রচার সম্পাদক মতিউর রহমান দুলাল, আন্তর্জাতিক সম্পাদক মো. কামরুল হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ মো. আব্দুর রহমান, সমাজ কল্যান সম্পাদক আতিকুল ইসলাম খান, এস এম ফরিদ উদ্দিন, মোঃ আব্দুল মতিন, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ আফরোজা খাতুন এবং জেলা উপজেলা হতে আগত নেতৃবৃন্দ।
উক্ত শিক্ষক সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম সাদেক, মোঃ আরিফুল ইসলাম, কাজী আশরাফুজ্জামান, রিঙ্কু রঞ্জন দাস, শামসুল আরেফিন, মেহেদী হাসান, নাজমুল হাসান, মো. বাসিদ আলী, মো. আব্দুল হালিম, আফরোজা খাতুন, পাপিয়া জান্নাত, মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া, মোঃ আসলাম উদ্দিন, দেবব্রত সাহা, কালীপদ রায়, লুৎফর রহমান, মোঃ রকিবুর রায়হান প্রমূখ

Press release from Jatiyo Somajtantrik Dall- JASOD

জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভা শুরু
নারী নির্যাতন, সামাজিক অনাচার, অবিচার, দুর্নীতি, জঙ্গীবাদ মোকাবেলার দায়িত্ব রাজনৈতিক শক্তিকেই নিতে হবে- হাসানুল হক ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, দেশে উন্নয়নের ধারা চলমান ও বেগবান হওয়া সত্ত্বেও নারী নির্যাতনসহ সামাজিক অনাচার-অবিচার বৃদ্ধি, দলবাজী-ক্ষমতাবাজী-দুর্নীতি, ব্যাংকিং খাতে লুটপাট, শেয়ারবাজারে কারসাজি, জঙ্গিবাদের হুমকি রাষ্ট্র ও সমাজের জন্য বিপদ ও বিব্রতকর অবস্থা তৈরি করেছে। জনাব ইনু বলেন, সরকার-প্রশাসনের উপর সকল দায়িত্ব ছেড়ে দিয়ে রাজনৈতিক শক্তি হাত-পা গুটিয়ে বসে থাকতে পারে না। নারী নির্যাতনসহ সামাজিক অনাচার-অবিচার, দুর্নীতি, জঙ্গিবাদ মোকাবেলার দায়িত্ব রাজনৈতিক শক্তিকেই নিতে হবে। জনাব ইনু আরও বলেন, উন্নয়নের সুফল যেন দুর্নীতির নালা দিয়ে ভেসে না যায়, নারী নির্যাতনসহ সামাজিক অন্যায়-অবিচার, দুর্নীতি, জঙ্গিবাদ যেন সামাজিক মনোবল ভেঙ্গে না দিতে পারে তার জন্য আইনের শাসন ও সুশাসন নিশ্চিত এবং বৈষম্য হ্রাস করতে হবে। 

আজ ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার সকাল ১১ টায় নগরীর শীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় স্বাগতঃ ভাষণে সভার সভাপতি হাসানুল হক ইনু এমপি এ বক্তব্য রাখেন। সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্তিতি ও ভবিষ্যত সাংগঠনিক পরিকল্পনার উপর রাজনৈতিক-সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এড. রবিউল আলম, মোশাররফ হোসেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, আব্দুল হাই তালুকদার, রেজাউল করিম তানসেন, এড. হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, সফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, মোহর আলী চৌধুরী, আফজাল হোসেন খান জকি, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন প্রমূখ। 

বার্তা প্রেরক 


সাজ্জাদ হোসেন 
সহ-দফতর সম্পাদক

Thursday, April 25, 2019

BANGLADESH HOTEL RESTUARENT SWEETMIT LABOR FEDERATION


PRESS RELEASE BANGABONDHU SOCIETY


       mvjvg wb‡eb| e½eÜz cwil‡`i D‡`¨v‡M RvwZi RbK e½eÜz †kL gywReyi ingvb Gi 17B gvP© Rb¥kZevwl©Kx I gywReel©-2020 h_vh_ gh©v`vi I m¤§v‡bi mv‡_ D`hvc‡bi Rb¨ Kg©m~Px cÖYq‡bi j‡ÿ¨ eyw×Rxex‡`i m‡½ gZwewbgq I Av‡jvPbv mfv AvMvgx 26 †k GwcÖj 2019 ïµevi mKvj 10.00 NwUKvq e½eÜz cwil` †K›`ªxq Kvh©vjq 87 ewki DwÏb †ivW, KjvevMvb, avbgwÛ, XvKvq msMV‡bi mvaviY m¤úv`K Wv. Gm G gv‡j‡Ki mfvcwZ‡Z¡ AbywôZ n‡e|
D³ mfvq e³e¨ ivL‡ebÑ
Aa¨vcK W. Av Av g m Av‡idxb wmwÏK, mv‡eK DcvPvh©, XvKv wek¦we`¨vjq, W. †gvt gvneyeyi ingvb, mv‡eK DcvPvh©, e½eÜz K…wl wek¦we`¨vjq, MvRxcyi, Aa¨vcK W. †gvt Kvgvj DwÏb Avn‡g`, DcvPvh©, †ki-G-evsjv K…wl wek¦we`¨vjq, Aa¨vcK Wv. Kvgiæj nvmvb Lvb, mv‡eK DcvPvh©, e½eÜz †kL gywRe †gwW‡Kj wek¦we`¨vjq, Aa¨vcK W. L›`Kvi bvwmi DwÏb, DcvPvh© e½eÜz weÁvb I cÖhyw³ wek¦we`¨vjq, Aa¨vcK W. Wv‡jg P›`ª eg©b, DcvPvh© Avkv wek¦we`¨vjq, W. Aveyj eviKvZ, wewkó A_©bxwZwe` I evsjv‡`k A_©bxwZ mwgwZi m¤§vwbZ mfvcwZ, W. wbg P›`ª †fŠwgK, mv‡eK ivóª`~Z †bcvj, Aa¨vcK W. wRqv ingvb, †Pqvig¨vb, wµwg‡bvjRx wefvM, XvKv wek¦we`¨vjq, W. G †R Gg kwdDj Avjg f~Bqv, cÖwZôvZv †Pqvig¨vb wdj¥ GÛ †Uwjwfkb Abyl`, XvKv wek¦we`¨vjq, L›`Kvi Beªvnxg Lv‡j`, evsjv‡`k e¨vs‡Ki mv‡eK †WcywU MfY©i, W. †gvKv‡Ïg †nv‡mb, †cÖv-wfwm RvZxq wek¦we`¨vjq, W. †gvt kvwnbyi ingvb, †cÖv-wfwm Kzwóqv Bmjvgx wek¦we`¨vjq, mvsevw`K †bZv KzÏym Avd«v` I Avãyj Rwjj f~Bqv, Aa¨vcK Av e g dviæK, mv‡eK Wxb, dv‡g©mx Abyl`, XvKv wek¦we`¨vjq, Aa¨vcK W. Aiæb Kzgvi †Mv¯^vgx, †Pqvig¨vb, ivóªweÁvb wefvM, RMbœv_ wek¦we`¨vjq, W. P›`ª bv_ †cvÏvi I W. wd‡ivR Avn‡g`, XvKv wek¦we`¨vjqmn †`ke‡iY¨ eyw×RxexMY, e½eÜz cwil‡`i †K›`ªxq I gnvbMi KwgwUi †bZ…e„›`|
Abyôvb mÂvjbvq gwZDi ingvb jvëz, e½eÜz cwil‡`i †K›`ªxq †bZv|
                                                                                         

                                                                                                                                          webxZ,

Wv. Gm. G. gv‡jK, mvaviY m¤úv`K,

Press Conference of Human Rights : Shamsun Nahar


wemwgjøvwni ivngvwbi ivnxg
msev` m‡¤§j‡bi †cÖm weÁwß
AvR XvKv wi‡cvUv©m BDwbwUi mvMi iæwb wgjbvqZ‡b †nvcm †Wvi evsjv‡`k bvgK GKwU gvbevwaKvi msMV‡bi †Pqvig¨vb kvgxgyb bvnvi msev` m‡¤§j‡b wb¤œwjwLZ e³e¨ cvV K‡ib
Av‡gwiKvb cÖevmx I Zvi cwieviMb‡K weMZ 9 eQi hver AgvbweK wbh©vZb, Zv‡`i miKvwi Kv‡R evav, me©¯Í‡i fzj Z_¨ cÖ`vb Ges cÖkvmb‡K A‰ea fv‡e e¨envi K‡i Avgv‡`i GjvKvi mykxj mgv‡Ri g‡a¨ AvZ¼ Qwo‡q GjvKvi gvby‡li, Avwg Ges Avgvi cwiev‡ii wbivcËnxbZvq fzMwQ| mvsm` bmiæj nvwg` wecy Øviv cvwievwiK AkvwšÍ I ‰cwÎK m¤§wË `Lj K‡i †bIqvi cÖwZev‡` msev` m‡¤§jb|
wcÖq mvsevw`K fvB I †ev‡biv:
Avm&mvjvgy AvjvBKzg
Avwg kvgxgyb bvnvi, wcZv- g„Z G. †K. Gg ikx` DÏxb, 305/G, eøK- we, wLjMvuI _vbv, ivgcyiv, XvKv| Avwg weMZ 9 erm‡i AÎ n‡j G wel‡q 5wU msev` m‡¤§jb Kwi| Gic‡i bmiæj nvwg` wecyi ÿgZvi Ace¨envi †_‡g †bB| eis D‡ëv Avgv‡`i cvwievwiK RwUjZv Zvi Øviv Av‡iv Pig AvKv‡i avib K‡i| G e¨cv‡i Avwg bmiæj nvwg` wecy‡K mycÖxg †Kv‡U©i AvBbRxexi gva¨‡g GKwU wjM¨vj †bvwUk cÖ`vb Kwi| †bvwUk †c‡q wZwb wewfbœ gvby‡li gva¨‡g Avgv‡K ûgwK cÖ`vb K‡i †h, Avwg evsjv‡`‡ki Amnvq `wi`ª gvby‡li Rb¨ †h Kv‡R Av‡gwiKv †_‡K G‡mwQ †mB KvR †_‡K †hb weiZ _vwK Ges GB evsjv‡`k bmiæj nvwg` wecyi, GB †`‡k wZwb hv ej‡eb ZvB n‡e| wZwb Av‡iv e‡jb †h, GB †`‡ki cÖavb gš¿x ch©šÍ Zvnvi K_vq DVv emv K‡ib, mRxe Iqv‡R` RqI Zvnvi wbKU aiv i‡q‡Qb| D‡jøwLZ K_v¸‡jv 2015 mv‡ji †deªæqvix gv‡mi 22 Zvwi‡L Avgvi Avcb †QvU †evb †WBwR nvmvb AvBwib Gi evmvq e‡m g`¨ cvb Ae¯’vq bmiæj nvwg` wecy Avgv‡K e‡jb| GgbwK wZwb e‡jb Av‡gwiKvb `~Zvevm I Av‡gwiKv Avgv‡K wKQzB Ki‡Z cvi‡e bv|
wcÖq mvsevw`K fvB I †ev‡biv
Avgvi evevi m¤úwË `Lj‡K †K›`ª K‡i evevi g„Zz¨i ci †_‡KB Avgvi cwiev‡ii †jvKRb mn bmiæj nvwg` wecyi †bZ…‡Z¡ hviv Gme Ab¨vq Kv‡Ri mv‡_ RwoZ Ges hv‡`i mv‡_ gvgjv †gvKÏgv Pj‡Q Zv‡`i bvgt †WBwR nvmvb AvBwib, Bebyj nvmvb, dznv` †nv‡mb, Kwei †nv‡mb KvRj, (AvBwi‡bi Kv‡Ri †g‡q jvBwj I Zvi ¯^vgx wcÖÝ †Mv‡gR) Ges AÁvZ Av‡iv A‡b‡KB i‡q‡Qb hv‡`i bvg ARvbv| Giv cÖ‡Z¨‡KB bmiæj nvwg` wecyi †bZ…‡Z¡ G‡KK Rb‡K G‡KK fv‡e `vwqZ¡ w`‡q‡Qb †hb Avgvi cwiev‡ii gvb m¤§vb ÿzbœ K‡ib Ges Avwg I Avgvi gv‡qi Dci wewfbœ fv‡e AgvbweK wbhv©Zb Pvjv‡bv nq| Zv‡`i Gme wbh©vZ‡b Avgvi gv Amy¯’ n‡q c‡o Ges MZ 02/04/2016Bs Zvwi‡L webv wPwKrmvq g„Zz¨eib K‡ib| Avgvi gv‡qi g„Zz¨i Lei ch©šÍ Avgv‡K Rvbv‡bvi cÖ‡qvRb g‡b K‡iwb| Gici Avwg gvivZ¥K fv‡e Amy¯’¨ n‡q nvmcvZv‡j fwZ© nB| Wvt Avgv‡K e‡jb †h Avgvi Ae¯’v †ekx fv‡jv bq, `ªæZ †`‡ki evwn‡i wPwKrmvi Rb¨ civgk© cÖ`vb K‡ib| ZvrÿwbK Avwg †`‡ki evwn‡i A_v©r Av‡gwiKv P‡j hvB| †mLv‡b cixÿv wbixÿv Kivi ci Wvt Avgvi wKWwb K¨vÝvi wbwðZ K‡ib Ges Acv‡ik‡bi Rb¨ e‡jb| Gw`‡K Avgvi eo fvB Avwidzi iwk` Zv‡`i AZ¨vPv‡i †`‡ki g‡a¨ webv wPwKrmvq gviv hvq| Zwo Nwo K‡i AvZ¥xq ¯^Rb‡K bv Rvwb‡q iv‡Zi AÜKv‡i Rvbvhv bv w`‡q `vdb Kiv nq| GK mgq Avgvi GB eo fvB‡K w`‡q GB PµwU wewfbœ ¯’v‡b †hgb: wcÖ›U wgwWqv, B‡j±ªwb· wgwWqv I cÖkvmb Gi Kv‡Q Avgvi weiæ‡× AccÖPvi Pvjv‡Zb|
Gw`‡K fvB gviv hvIqvq Zvi `yB mšÍvb I ¯¿xi Ici kvixwiK Ges gvbwlK wbh©vZb K‡i †Rvi K‡i evwo †_‡K †ei K‡i †`q| †ei K‡i †`Iqvi Av‡Mi w`b iv‡Z mvsm` bmiæj nvwg` wecy AvBwi‡bi mv‡_ H evmvq ˆeV‡K e‡m Ges g`¨cvb I Bqvev †meb K‡i AvBwi‡bi mv‡_ kvixwiK m¤ú‡K© wjß nq| GB NUbvi Av‡M `y‡ai mv‡_ Ny‡gi Jla wgwk‡q Avgvi eo fvB‡qi Amy¯’¨ ¯¿x‡K Zv cvb Kwi‡q fvB‡qi Kb¨v GwjRv‡K Bqvev †meb Kwi‡q e¯¿nxb K‡i wewfbœ G‡½‡j Qwe I wfwWI avib K‡i iv‡Lb| G welq¸‡jv Avwg cÖwZ‡ekx‡`i KvQ †_‡K Rvb‡Z †c‡i evsjv‡`‡k Avwm| evox‡Z G‡m ‡`wL 6 Zjv evoxi mg¯Í fvovwUqv‡`i bvwg‡q w`‡q evoxwU Lvwj K‡i †i‡L‡Qb| cÖwZ‡ekxiv Rvbvq, evwowU wewµ Kivi Rb¨ Lvwj Kiv n‡q‡Q| A_P GB evwowUi Askx`vi AvwgI| mvsm` bRiæj nvwg` wecyi B܇b Avgv‡K evwo‡Z DV‡Z †`Iqv nqwb| cieZx©‡Z Avwg cÖkvm‡bi mn‡hvMxZvq evwo‡Z DwV|
wcÖq, mvsevw`K fvB‡qiv:
Avgvi †QvU †Q‡j Av‡gwiKv †_‡K evsjv‡`‡k Av‡m, Avgvi mv‡_ †`Lv Kivi Rb¨| Avwg Avgvi †Q‡j‡K evwoi cwiw¯’wZ eyS‡Z bv †`Iqvi Rb¨ †nv‡Uj †mvbviMvuI G Ae¯’vb Kwi| 4-5 w`b c‡i Avgvi †Q‡j evwn‡i evwn‡i †Nvivi bvg K‡i Avgvi †evb AvBwi‡bi evmvq hvq| 2 w`b c‡i G‡m Avgvi †Q‡j Avgv‡K wKQz dvBj cÎ w`‡q e‡j Gme wK? c‡i dvBj †N‡U †`wL Avgvi eo fvB‡qi Kb¨v GwjRvi wKQz †bvsiv Qwe I evwoi `wjj cÎ hv Avgvi Ab¨ 2 †evb 1 fvB‡K Avgvi gv †nev K‡i‡Qb †mB `wjj| cÖkœ n‡jv Rwg Avgvi evevi bv‡g, gv †nev K‡i wKfv‡e? ZvQvov Avgvi gv gviv hvIqvi Av‡M KvD‡K †Kvb `wjj †`bwb e‡j Avgv‡K Rvwb‡q †M‡Qb Zvnvi †iKwWs Avgvi Kv‡Q i‡q‡Q| GB `wjj bv †`Iqvi Kvi‡Y Avgvi gv‡K AZ¨vPvi I wbh©vZb K‡i Ges c‡i Avgvi gv inm¨RbK fv‡e g„Zz¨eiY K‡i|
mvsevw`K fvB I †ev‡biv,
Avgvi †Q‡j‡K Avgvi Kv‡Q Avm‡Z bv w`‡q Avgvi m¤ú‡K© fzj aviYv w`‡q AvUwK‡q †i‡L‡Q| cÖKvk _v‡K †h, Avgvi †QvU †Q‡j Rb¥ m~‡Î Av‡gwiKvi bvMwiK, †e‡o DVv I Av‡gwiKv‡Z| GB ai‡Yi Kzeyw× Avgvi †Q‡j †ev‡R bv, †h †hUv †evSvq †mUvB †ev‡R| GB mijZvi my‡hvM wb‡q Avgvi †evb AvBwib I H PµwU Zv‡K fzj eywS‡q Avgvi KvQ †_‡K mwi‡q †i‡L‡Q|
wcÖq mvsevw`K fvB I †ev‡biv:
GB bmiæj nvwg` wecy Gi †bZ…‡Z¡ Avgv‡K Bqvev w`‡q mvRv‡bv gvgjv w`‡q Avgv‡K †R‡j cvwV‡q‡Q| D‡jøL¨ i¨ve Avgv‡K iv‡Zi Avuav‡i evmv †_‡K Zz‡j wb‡q hvq| cieZx©‡Z †Rj †_‡K †ei n‡q ¯’vbxq kvwj‡ki gva¨‡g wjwLZ fv‡e ¯^xKvi K‡i Zviv GB †gwKs †MgUv ˆZix K‡i‡Q (gxgvskvi Kwc mshy³)| gxgvsmvi c‡iI mvsm` bmiæj nvwg` wecyi Kvi‡Y cvwievwiK mgm¨v wekvj AvKv‡i aviY K‡i| Avwg Av‡gwiKv _vKvKvjxb mg‡q mvsm` wecy‡K GKUv †Lvjv wPwV ‡`B Ges †mB wPwV‡Z D‡jøL _v‡K †h Avgv‡`i cvwievwiK welqUv wb‡q †hb Dwb †Kvb mgm¨v bv K‡i& mvsm` bmiæj nvwg` wecy wPwVi DËi bv w`‡q Avgvi AvBbRxex‡K e‡j kvgxgyb bvnvi cvMj n‡q †M‡Q Gme welq wb‡q †Kvb K_v bv ejvi Rb¨ kvlvb|
wcÖq mvsevw`K fvB I †ev‡biv:
Avcbv‡`i cÖkœ _vK‡Z cv‡i mvsm` bRiæj nvwg` wecyi GLv‡b jvf wK? cÖ_gZ mvsm` bmiæj nvwg` wecy Avgvi †evb AvBwi‡bi mv‡_ A‰bwZK m¤ú‡K© RwoZ, GB m¤úK© _vKvi Kvi‡b Avgvi †evb AvBwib mvsm` wecy‡K, †hUv e‡j †mUvB gvb‡Z nq| GKw`‡K m¤úK© I Ab¨w`‡K m¤§vb nvbxi f‡q mvsm` wecyi Kv‡Q AvBwi‡bi K_vB †kl K_v! GQvovI wecy iv‡Z †ivgv‡Âi Rb¨ AvBib‡K w`‡q Zvi AvBwi‡bi evmvq wbZ¨ bZzb †g‡q‡K wb‡q Avb›` dzwZ©‡Z †g‡Z D‡Vb| wØZxqt BwZ g‡a¨ Avgvi ˆcwÎK m¤úwËi wKQz Ask wewµ K‡i AvBwib‡K wKQz UvKv w`‡q evwK UvKv nvwZ‡q wb‡q‡Q mvsm` wecy GB UvKv w`‡q wewfbœ ¯’v‡b Rwg µq K‡ib| Z…ZxqZt AvBwib‡K w`‡q mvsm` wecy wewfbœ †`k †_‡K A‰ea c‡_ WvqgÛ G‡b evsjv‡`‡k wewµ K‡i|
wcÖq mvsevw`K fvB I †ev‡biv: Gme NUbvi ga¨ w`‡q Avgv‡K wewfbœ ai‡bi ûgwK w`‡Z _v‡K| cywjk, i¨ve w`‡q Avgv‡K ¸g Kivi ûgwKI †`q| Avwg ZLb mn‡hvMxZvi Rb¨ Av‡gwiKvb `~Zvevm‡K welq¸‡jv RvbvB, Zviv Avgv‡K †mf Gi Rb¨ Avgv‡K wb‡Ri wbivcËvi Rb¨ †`niÿx I e›`yK ivL‡Z e‡jb| Avwg AvB‡bi mn‡hvMxZvi Rb¨ wewfbœ `߇i `߇i Nyi‡Z _vwK| cywjk Kwgkbvi, AvBwRwc, ¯^ivóªgš¿xi Kv‡Q hvB| ¯^ivóª gš¿xi Kv‡Q hvIqvi ci Avgv‡K e‡j Avcbvi bv‡g G‡Zv Awf‡hvM †Kb? Avwg ¯^ivóªgš¿x‡K welq¸‡jv ejvi c‡i Avgv‡K e‡jb, Avgvi Kv‡Q GB welq wb‡q GZevi †dvb Avm‡j Avwg wK Ki‡ev? Avcwb Avmj RvqMv wVK K‡ib| Avmj RvqMv ej‡Z mvsm` wecyi K_v e‡j‡Qb| ZLb Avwg ewj Avgvi AvBbRxex‡K kvnxb †Pqvig¨vb †dvb K‡i evi evi G K_v †kvbvi c‡i ¯^ivóª gš¿x Avgv‡K e‡j mvsm` wecyi †P‡qI wec`RbK †Pqvig¨vb kvnxb| †m mgq wWwm wecøe †mLv‡b Dcw¯’Z wQj|
wcÖq mvsevw`K fvB I †ev‡bivt
¯^ivóª gš¿x Avgv‡K nvmy Avcvi Kv‡Q hvIqvi civgk© ‡`b, nvmy Avcv ej‡Z cÖavbgš¿xi K_v e‡j‡Qb| Avwg cÖavbgš¿xi Kv‡Q welq¸‡jv AewnZ Kwi| cieZx©‡Z cÖavbgš¿x welq¸‡jv GKwU Awf‡hvMc‡Îi gva¨‡g AvBwR‡K AewnZ Ki‡Z e‡jb| Avwg GL‡bv Zvi wePvi cvB wb|
wcÖq mvsevw`K eÜziv:
Avwg Avcbv‡`i gva¨‡g gvbbxq cÖavbgš¿xi Kv‡Q Av‡e`b Ki‡Z PvB, Avgvi Rb¨ bq, evev nviv `ywU mšÍvb †hb Zv‡`i b¨vh¨ AwaKvi †_‡K ewÂZ bv nq| gvbbxq cÖavbgš¿x, AvR Avcbvi mvsm‡`i Rb¨ GKwU cwiev‡ii bq GKvwaK gvbyl wec`MÖ¯’ Ges wbiæcvq| evev nviv `ywU mšÍv‡bi gv wQj AvkÖq¯’j wKš‘ GB bmiæj nvwg` wecyi AZ¨vPv‡i †mB gv GLb nvmcvZv‡j g„Zz¨i mv‡_ cvÄv jo‡Q| cÖavbgš¿x Avcwb gvbeZvi gv, Avgvi wek¦vm Avcwb KviI w`‡K we‡ePbv bv Ki‡jI GB `ywU mšÍv‡bi fwel¨r Gi K_v wPšÍv K‡i n‡jI Avcbvi Ges `‡ji m¤§vb Aÿzbœ ivL‡Z mvsm` bmiæj nvwg` wecyi weiæ‡× AvBbvbyM e¨e¯’v wb‡eb| Dc‡iv³ PµwUi weiæ‡× K‡Vvi e¨e¯’v wb‡q Avwg †h ÿwZMÖ¯’ n‡qwQ Zvi ÿwZc~iY wd‡i †c‡Z, Avgvi weiæ‡× i¨ve, cywjk A_v©r mKj wg_¨v gvgjv †_‡K Ae¨nwZ cÖ`vb I Zvi mv‡_ hviv RwoZ Av‡Qb mevi `„óvšÍg~jK kvw¯Í, Ges cvwievwiK RwUjZv †_‡K Avgv‡`i‡K gyw³ w`‡eb| Avcbvi `xN©vqy Kvgbv Kwi|

webxZ wb‡e`K


kvgxgyb bvnvi
‡Pqvig¨vb
‡nvcÕm †Wvi evsjv‡`k
wn‡qvg¨vb ivBUm& G¨vw±‡fR (BDGmG)