http://themonthlymuktidooth.blogspot.com

Saturday, June 27, 2015

প্রেস রিলিজে - ইনু সাহেব সংযত ভাষায় কথা বলুন খালেদা কে কাশিমপুর কারাগারে তথ্যমন্ত্রী ইনুর হুমকি হাস্যকর ছাড়া আর কিছু নয় ঃ এনডিপি



২৭ জুন শনিবার ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে বলেন-২০ দলীয় জোট নেত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে জঙ্গীবাদের মূল শেকড় বলে অভিহিত করেছেন ভোটারবিহীন সরকারের অবৈধ তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। তিনি দেশনেত্রীকে কাশিমপুর কারাগারে রাখা হবে বলেও হুমকি দিয়েছেন। এই হুমকি দেওয়ার আগে ইনু সাহেব আয়নায় নিজের চেহারা দেখার কথা ভূলে গেছেন হয়তো। আওয়ামীলীগের নৌকায় ভর করে পর পর দুই বার এমপি মন্ত্রী হওয়ায় দিশেহারা হয়ে তিনি যে সমস্ত বক্তব্য রাখছেন জাতির কাছে তার একদিন জবাব দিহি করতেই হবে। নেতৃবৃন্দ বলেন, জাসদের রক্তের সাথে বেইমানি করে তিনি এখন তাদেরই খুনির সাথে হাত মিলিয়ে সংসার করছেন। আর সে কারনেই বিভিন্ন সময়ে যে সমস্ত বক্তব্য দেন তা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। ইনু সাহেব কে এনডিপির পক্ষ থেকে সংযত ভাষায় কথা বলার জন্য আহাবান করা হয়েছে।  নেতৃবৃন্দ আরো বলেন বন্যা-পাহাড় ধসে ১৫জন নিহত হয়েছে, হাজার হাজার মানুষ পানি বন্দী অবস্থায় মানবেতর জীবন যাপন করছে সেদিকে সরকারের কোন খেয়াল নেই। নেতৃবৃন্দ অবিলম্বে পানি বন্দী মানুষের পাশে সরকারকে দাড়ানোর জন্য আহবান জানিয়ে বলেন-জনগনের টাকা লুটপাট না করে অসহায় মানুষের পাশে গিয়ে দাড়ান, বন্যা দুর্গতদের মাঝে জরুরি ভিত্তিতে ত্রান সামগ্রি পৌছে দিন। নেতৃবৃন্দ বন্যা ও পাহাড় ধসে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকা আহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।নেতৃবৃন্দ অপর এক শোক বিবৃতিতে দোহার উপজেলার চেয়ারম্যান কামরুল হুদারইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

"দিনাজপুর ইফতার পার্টি অনুষ্ঠিত "


"ভিত্তি প্রস্থর স্থাপন করছেন মাননীয় সংসদ সদশ্শ মনোরঞ্জন শীল গোপাল "


Friday, June 26, 2015

BNP CHAIR PERSON KHALEDA ZIA IN MEETING



DHAMRAI DHAKA - ( B N P ).

Committee to Protect Journalists --CPJ


Historic conviction of mastermind in Colombian journalist's murder

 Bogotá, June 25, 2015 - A Colombian court sentenced the mastermind of a journalist's murder to 36 years in prison on Wednesday in a landmark conviction that followed years of lobbying for justice by local journalists.

 Politician Francisco Ferney Tapasco González was convicted for ordering the 2002 killing of Orlando Sierra Hernández, a muckraking columnist and deputy editor of the daily La Patria in the central city of Manizales, media reported. Sierra, 42, was shot in the head three times in front of his daughter.

 The ruling was a victory for journalists who have been battling for years to end chronic impunity in Colombia. The Bogotá-based Foundation for Press Freedom (FLIP) said it was the first time that everyone involved in a journalist's murder had been jailed.

 "After 13 years we finally have justice for Orlando Sierra whose case highlighted all that was rotten in the Colombian legal system," said Carlos Lauría, CPJ's senior program coordinator for the Americas, from New York. "This shows what journalists can achieve when they band together: impunity does not have to be the norm and the powerful can be held accountable."

Continue reading

 Link:   https://cpj.org/2015/06/historic-conviction-of-mastermind-in-colombian-jou.php


"খালেদাকে গ্রেফতার করা হলে দেশে জঙ্গি তৎপরতা কমে যাবে, মন্তব্য ইনুর"



তথ্যমন্ত্রী হাসনুল হক ইনু।

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।