http://themonthlymuktidooth.blogspot.com

Friday, June 7, 2019

চট্টগ্রামের জাসদ নেতা, বিশিষ্ট চিন্তাবিদ, লেখক, কলামিস্ট আ ফ ম মফিজুর রহমানের মৃত্যুতে ইনু-শিরীনের শোক

চট্টগ্রামের জাসদ নেতা, বিশিষ্ট চিন্তাবিদ, লেখক, কলামিস্ট আ ফ ম মফিজুর
রহমানের মৃত্যুতে ইনু-শিরীনের শোক

চট্টগ্রামের বিশিষ্ট জাসদ নেতা, চট্টগ্রাম উত্তর জেলা জাসদের সহ-সভাপতি,
জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য, কুমিরা ইউনিয়ন পরিষদে পর পর
তিনবার নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট চিন্তাবিদ, লেখক, কলামিস্ট আ ফ ম
মফিজুর রহমান আজ সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃতুবরণ
করেছেন ( ইন্ন্না.....রাজেউন)। তিনি জ্ব্রর ও সর্দি-কাশির সমস্যা নিয়ে
গতকাল রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সকালে আকস্মিকভাব হৃদযন্ত্রের
ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২বছর। তিনি
স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। আজ বাদ এশার কুমিরায় তার গ্রামের বাড়ি
সংলগ্ন  ঈদগাহে তার নামাজে জানাজাশেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা
হবে।

জাসদ নেতা আ ফ ম মফিজুর রহমানের মৃত্যুতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু
এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আঝতার এমপি এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ
এবং প্রয়াত নেতার শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহযোদ্ধাদের আন্তরিক সমবেদনা
জানান। তারা বলেন, সমাজ পরিবর্তনের জন্য মাঠের লড়াইয়ের পাশাপাশি প্রয়াত আ
ফ ম মফিজুর রহমান ধর্মীয় গোড়ামি-কুসংস্কারের বিরুদ্ধে কলমযুদ্ধ চালিয়ে
গিয়েছেন, এ বিষয়ে ২০টির বেশি গ্রন্থ ও পুস্তিকা রচনা করেছেন, অসংখ্য
কলাম, ফিচার লিখেছেন। তারা বলেন, আ ফ ম মফিজুর রহমানে সংগ্রামী
কুসংস্কারমুক্ত জীবন জাসদের কর্মীদের জন্য প্রেরণার উৎস হিসাবে কাজ করবে।
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
সহ-দফতর সম্পাদক


Tuesday, June 4, 2019

ROTARY CLUB OF UTTARA JHILMIL

JHILMIL
ROTARY CLUB OF UTTARA JHILMIL



জনাব, 
আগামী
কাল বুধবার ০৫/০৬/২০১৯ ইং তারিখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব উত্তরা ঝিলমিল (ডিসট্রিট-৩২৮১) এর উদ্যোগে ঢাকা মহানগরের নিরাপত্তা বিধানে নিয়োজিত ও পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ বঞ্চিত ঢাকা মহানগর পুলিশের (উত্তরা জোন) এবং কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের মিষ্টিমুখ (সেমাই) করানোর এক আয়োজন করা হয়েছে।
উক্ত কার্যক্রমের সূচনা পর্ব বুধবার সকাল ১১ ঘটিকায় ঢাকা ১৮ আসনের মাননীয়া সংসদ সদস্য ও সাবেক সফল স্বরাষ্ট্র ও ডাক-টেলিযোগাযোগ মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন উপস্থিত থাকবেন। উক্ত কার্যক্রম বিজয় সরণী মোড় থেকে শুরু করে প্রতিটি ট্রাফিক পয়েন্ট, পুলিশ ভ্যান এবং উত্তরা জোনের সকল পয়েন্ট, উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় গিয়ে শেষ হবে।


বিনীত,
মোহাম্মদ ওয়ালী আল কাদির (শুভ)

পরিচালক সদস্য ও সার্জেন্ট-অ্যাট-আর্মস।

নয়াপল্টন জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।