On behalf of Mashik Muktidooth Media we express deep shock in the death of Md. Moku Vy of Jatiyo Party. Honorable Chairman of Jatiyo Party H M Ershad expressed shock on this death news. Today at after Asre in Hazaribag Park Moku Vy's Namaze Janaja held in presence of Honorable member of the national parliament Dhaka seat - 12 Barrister Fazle Noor Taposh, MP and a huge number of leaders, politicians and peoples. We pray to Almighty for ever peace of his departed soul.
প্রতিষ্ঠাতা সম্পাদক/প্রকাশক/মুদ্রাকর : ইশফাকুল মজিদ সম্পাদনা নির্বাহী /প্রকাশক : মামুনুল মজিদ lপ্রতিষ্ঠা:১৯৯৩(মার্চ),ডিএ:৬১২৫ lসম্পাদনা ঠিকানা : ৩৮ এনায়েতগঞ্জ আবু আর্ট প্রেস পিলখানা ১ নং গেট,লালবাগ, ঢাকা ] lপ্রেস : ইস্টার্ন কমেরসিএল সার্ভিসেস , ঢাকা রিপোর্টার্স ইউনিটি - ৮/৪-এ তোপখানা ঢাকাl##সম্পাদনা নির্বাহী সাবেক সংবাদ সংস্থা ইস্টার্ন নিউজ এজেন্সী বিশেষসংবাদদাতা,দৈনিক দেশ বাংলা
http://themonthlymuktidooth.blogspot.com
Saturday, January 12, 2013
SAD NEWS: EX-MEMBER OF NATIONAL PARLIAMENT HAZI MD SALIM'S[DHAKA] MOTHER PASSES AWAY
Friday, January 11, 2013
PRESS RELEASE FROM MUKTIZODHDHAR SONTAN O OYKKO PROZONMO
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধার সন্তান ও
প্রজন্ম ঐক্যমঞ্চে
ঢাকা, জানুয়ারি
১০ : বরাবরের মতো এ বছরও নানা কর্মসূচির
মধ্য দিয়ে‘ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ পালন করছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ঐক্যমঞ্চ।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টার ০১মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ঐক্যমঞ্চ।
মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ঐক্যমঞ্চের সভাপতি মোঃ হুমায়ুন কবিরে সভাপতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সময় আরো উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়কারী নুরুল আলম বাবুল,সহ-সভাপতি মোঃ ফয়েজউল্লাহ,আজম খান,আলবাট প্রদীপ বেপারী,আবু ইউসুফ বাবলু , নির্বাহী সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহ পরান সিদ্দিকী (তারেক), কেন্দ্রীয় সদস্য শাকিল হোসেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর দপ্তর সম্পাদক গাজী নুরনবী সিদ্দীকি, বেলাল হোসেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম নেতা আতিয়ার হোসেন, সদস্য তিমির প্রমুখ।
শ্রদ্ধা নিবেদনের পর সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ঐক্যমঞ্চের নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টার ০১মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ঐক্যমঞ্চ।
মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ঐক্যমঞ্চের সভাপতি মোঃ হুমায়ুন কবিরে সভাপতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সময় আরো উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়কারী নুরুল আলম বাবুল,সহ-সভাপতি মোঃ ফয়েজউল্লাহ,আজম খান,আলবাট প্রদীপ বেপারী,আবু ইউসুফ বাবলু , নির্বাহী সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহ পরান সিদ্দিকী (তারেক), কেন্দ্রীয় সদস্য শাকিল হোসেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর দপ্তর সম্পাদক গাজী নুরনবী সিদ্দীকি, বেলাল হোসেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম নেতা আতিয়ার হোসেন, সদস্য তিমির প্রমুখ।
শ্রদ্ধা নিবেদনের পর সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ঐক্যমঞ্চের নেতৃবৃন্দ।
স্বাধীনতা যুদ্ধে চূড়ান্ত বিজয়ের পর ১৯৭২ সালের এ দিন পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৭১ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবন থেকে পাকিস্তানি সেনারা আটক করে তৎকালীন পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। ওই রাতেই বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর হামলা শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী।
যুদ্ধে পরাজয়ের পর পাকিস্তান সরকার বিশ্ব জনমতের চাপে ১৯৭২ সালের ৮ জানুয়ারি মুক্তি দিতে বাধ্য হয় বঙ্গবন্ধুকে। মুক্তির পর পাকিস্তান থেকে লন্ডন ও দিল্লি হয়ে ১০ জানুয়ারি ঢাকায় পৌঁছান তিনি।
লাখো জনতা সেদিন তাদের প্রিয় নেতাকে তেজগাঁও বিমানবন্দর থেকে খোলা ট্রাকে করে তখনকার রেসকোর্স ময়দানে নিয়ে যায়। সেখানে সদ্য স্বাধীন জাতির উদ্দেশে ভাষণ দেন বঙ্গবন্ধু।
সেই থেকে বাংলাদেশ দিনটিকে বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালন করে আসছে।
Thursday, January 10, 2013
Tuesday, January 8, 2013
Subscribe to:
Posts (Atom)