http://themonthlymuktidooth.blogspot.com

Saturday, February 23, 2013

BANGLADESH AWAMI OLAMA LEAGUE


JATIYO SOMAZTANTRIK DALL- JSD


CHITTAGONG HILL TRACT EQUAL RIGHTSMOVEMENT


MOTHER LANGUAGE DAY HONORED BY BONGOMATA SHEIKH FOZILATUNNESSA MUZIB PORISHAD


GREAT RESPECT TO FEBRUARY 21ST INTERNATIONAL MOTHER LANGUAGE DAY BY INTERNATIONAL MOTHER LANGUAGE RESEARCH CENTER


BANGLADESHER SOMAZTANTRIK DALL-BSD


Sunday, February 17, 2013

BANGLADESH RURAL & HUMAN RIGHTS JOURNALISTS FORUM


JATIYO KRISHOK PARTY/PRESS RELEASE FROM JATIYO PARTY


PRESS CONFERENCE OF JATIYO SOMAJ TANTRIK DALL - JSD


KILLERS OF BLOGGER RAZIB ARE NOT HUMAN BEING...-HASANUL HAQ ENU{Would someone pay attention where social media and bloggers are under threatened by top floor to bottom hidden terrorists}


ব্লগার রাজীবকে খুন করে জামাত-শিবির প্রমাণ করেছে তাঁরা ফ্যাসিস্ট দল-ইনু
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, যুদ্ধাপরাধীদের বিচারে গণয়াদালতের অন্যতম রূপকার জাতীয় বীর কাজী আরেফ আহমেদের ১৪ তম মৃত্যূবার্ষিকীতে জাসদ আয়োজিত দুদিন ব্যাপী কর্মসুচির প্রথম দিনে আজ ১৬ ফেব্রুয়ারি ভোর টায় সারাদেশের দলীয় কার্যালয় সমূহে কালো পতাকা উত্তোলন জাতীয় পতাকা অর্ধ্বনমিত রাখা হয়। সকাল ৮তায় মিরপুর শহীদ বুদ্ধিজীবি গোরস্থানে কাজী আরেফ আহমেদের সমাধিতে শ্রদ্ধা জানাতে দলের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, যুগ্মসাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, মোঃ খালেদ সহ মহানগর জাসদ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ। সকাল ১১টায় কর্ণেল তাহের মিলনায়তনে কাজী আরেফ আহমেদের প্রতিকৃতিতে দলীয় সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান। এসময় দলের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া,স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার,যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, এড হাবিবুর রহমান শওকত, মোঃ খালেদ, সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, নূরুল আখতার, নইমুল আহসান জুয়েল, মঞ্জুর আহমেদ প্রমূখ। এছাড়াও জাতীয় কৃষক জোট, জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশ জাতীয় নারী জোট, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ,জাতীয় যুব জোট বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন করেন। কাজী আরেফ আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন আনিসুর রহমান মল্লিকের নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সৈয়দ জাফর আহমদের নেতৃত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, নুরুর রহমা সেলের নেতৃত্বে গণতান্ত্রিক পার্টি, হাজী সামাদের নেতৃত্বে গণ আজাদী লীগ, এড হরিসাধনের নেতৃত্বে সম্মিলিত সামাজিক আন্দোলন, এড এম সবুরের নেতৃত্বে গণ ঐক্য জোট, গোলাম কুদ্দুসের নেতৃত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোট,ফজলুর রহমান বাবুলের নেতৃত্বে সম্মিলিত ক্রীড়া পরিবার,কাজী আরেফ ফাউন্ডেশন কাজী আরেফ স্কুল এন্ড কলেজের নেতৃবৃন্দ।এ সময় জাসদ সভাপতি মতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি  বলেন, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে জাতীয় বীর কাজী আরেফ আহমেদ ১৯৯২ সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে যে আন্দোলনের সুত্রপাত করেছিলেন আজকের নতুন প্রজন্ম শাহবাগ থেকে সেই আন্দোলন অগ্নিস্ফুলিগের মত সারা দেশে ছিড়িয়ে দিয়েছে। তিনি বলেন, হত্যা-সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে জামাত প্রমাণ করেছে তারা গণতন্ত্রেআইনের শাসনে বিস্বাস করেনা। নবজাগরণের তরুণ কর্মী ব্লগার রাজীবকে নৃশংসভাবে হত্যা করে জামাত-শিবির প্রমাণ করছে তারা গণহত্যাকারীদের পক্ষে, মানবতা বিরোধী অপরাধিদের পক্ষে খুনী ফ্যাসিস্ট অপশক্তি। তিনি অবিলম্বে রাজীবের খুনীদের গ্রেফতার শাস্তি দেবার দাবী জানান।একই সাথে শাহবাগে শুরু হওয়া তরুণ প্রজন্মের গণ জাগরণকে হত্যা-হামলার ভীতি উপেক্ষা করে, রাজীবের মৃত্যূর শোককে শক্তিতে পরিণত করে  আরো বেগবান করার জন্য আহবান জানান জনাব ইনু।সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া বলেন, নতুন প্রজন্ম যে আন্দোলন শুরু করেছে এর সুত্রপাত যারা করেছিলেন কাজী আরেফ আহমেদ তাদের অন্যতম। তিনি বলেন, জিয়াউর রহমানের রাজাকার-মুক্তিযোদ্ধাদের সহ অবস্থানের নীতিকে খন্ডন করে কাজী আরেফ মুক্তি যুদ্ধের চেতনা পুনপ্রতিষ্ঠার রাজনীতি শুরু করেছিলেন।
আনোয়ারুল ইসলাম বাবু/দফতর সম্পাদক