প্রেস বিজ্ঞপ্তিঃ
বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
১০ আগস্ট হিরাচর, শ্রাবটতলী, খাগড়াছড়ি, পাবলাখালী গনহত্যা দিবস!এই দিবস উপলক্ষে বিবৃতি
দিয়েছে পার্বত্য
বাঙ্গালী ছাত্র পরিষদ।
আজ হিরাচর, শ্রাবটতলী, খাগড়াছড়ি, পাবলাখালী গনহত্যা দিবস। ১৯৮৮ সালের ৮ আগষ্ট, ৯ আগষ্ট, ১০ আগষ্ট ঘটে হিরাচর, শ্রাবটতলী, খাগড়াছড়ি, পাবলাখালী গণহত্যা। এই গণহত্যায় ৩৮ হাজার বাঙ্গালীর হত্যাকারী
সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সশস্ত্র
সংগঠন শান্তি বাহিনীর গেরিলা যোদ্ধারা ও উপজাতি সন্ত্রাসী হায়নারা যৌথভাবে হিরাচর, শ্রাবটতলী, খাগড়াছড়ি, পাবলাখালীতে নিরীহ বাঙ্গালী গ্রামগুলোতে অগ্নি
সংযোগ সহ লুটতরাজ, হত্যা, বাঙ্গালী নারীদের গণধর্ষণ সহ কঠিন নারকীয়তা সৃষ্টি
করেছিলো।এই
গনহত্যায় ৫০০ জনের অধিক নিরস্ত্র নিরীহ বাঙ্গালীকে নির্মম ভাবে হত্যা, বাঙ্গালী নারীদের গণধর্ষণ পুর্বক হত্যা, সহ আহত করা হয়েছে আরও ৮০০ জনের অধিক, এবং সেই সাথে অপহরণ ও গুম করা হয়েছে আরো শত শত
বাঙ্গালীকে। নিহতদের
সিংহ ভাগ বৃদ্ধ, নারী ও শিশু। গনহত্যার পর ঐ অঞ্চল পরিনত হয় উপজাতি
অধ্যাসিত লোকালয়।
অপ্রিয় হলেও সত্য,এখন পর্যন্ত উক্ত হত্যাকাণ্ডের কোন একটিরও বিচার
পায়নি ভুক্তভুগি এসব অসহায় বাঙ্গালী পরিবার!পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এই
গণহত্যার দ্রুত বিচার সাপেক্ষে উক্ত নির্মম গণহত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক
শাস্তির প্রদানের জোড় দাবী জানাচ্ছে ।
বার্তা প্রেরকঃ
শাহাদাৎ ফরাজি সাকিব
সাধারণ সম্পাদক
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ