http://themonthlymuktidooth.blogspot.com

Tuesday, October 6, 2015

প্রেস রিলিজে : বাংলাদেশ সাম্ম্যবাদী দল


কারাগারে গুরুতর অসুস্থ রিজভী আহমেদ : স্ত্রী আঞ্জুমান



কারাগারে গুরুতর অসুস্থ রিজভী আহমেদ : স্ত্রী আঞ্জুমান ______________________________________ কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী আঞ্জুমান আরা আইভী তিনি জানান ডায়াবেটিক, হার্ট, কিডনি পাকস্থলিসহ নানা সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি
মঙ্গলবার গণমাধ্যমকে আঞ্জুমান আরা আইভী জানান, ৩০ জানুয়ারী থেকে টানা আট মাসের অধিক সময় ধরে কারাগারে বন্দী থাকায় শারীরীক এসব জটিলতা এখন প্রকট আকার ধারণ করেছে
পিজি হসপিটালের প্রিজন সেলে চিকিসাধীন রিজভীকে জামিন দিয়ে দ্রুত উন্নত চিকিসার জন্য দেশের বাইরে পাঠানোর দাবি জানিয়েছেন স্ত্রী আঞ্জুমান আরা
জানা গেছে, গত ৩০ জানুয়ারি রাতে গ্রেফতার হন রুহুল কবির রিজভী। গ্রেফতার হওয়ার পর একের পর এক মামলায় তাকে রিমান্ডে নেয় পুলিশ। ৩৫ দিন রিমান্ডে থাকায় অবস্থায়ই অসুস্থ হয়ে পড়েন তিনি
রিজভী আহমেদের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট চিকিসার নির্দেশ দিলে গত ২২ আগস্ট কাশিমপুর কারাগার থেকে তাকে চিকিসার জন্য পিজি হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয়
তিনি জানান, প্রায় ১৫ বছর আগে তার একটি গুলি অপসারণ করতে অস্ত্রোপচার করতে হয়। ওই সময় তার নাড়িভুড়ি অনেকটা কেটে ফেলতে হয়। এরপর থেকে তিনি স্বাভাবিক সব খাবার খেতে পারেন না। ওই গুলির কারণে তাকে খুঁড়িয়ে হাঁটতে হয়। এছাড়াও বিগত জোট সরকারের আমলে গাড়ি দুর্ঘটনায় তার একটি হাত পা ভেঙে যায়। অস্ত্রোপচার করার পরও তার পা পুরোপুরো স্বাভাবিক হয়নি। কিডনি প্রোস্টেট গ্লান্ডের সমস্যার কারণে ইদানিং রিজভীর প্রস্রাবে খুব সমস্যা হচ্ছে। অর্ধেক প্রস্রাব হয়ে আটকে থাকছে। এতে প্রচণ্ড ব্যথায় রাতে ঘুমাতে পারছেন না তিনি
তার স্ত্রী আরজুমান আরা আইভী জানান, তার পায়ের অস্ত্রোপাচার ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে হয়। সেখানে তার নিয়মিত চেকআপ করাতে হয়। কিন্তু দীর্ঘদিন সেই চেকআপও করাতে পারেননি রিজভী আহমেদ
তিনি আরো জানান রিজভী আহমেদকে দ্রুত উন্নত চিকিসার জন্য বিদেশে পাঠানোর জন্য চিকিসক পরামর্শ দিয়েছেন বিধায় তাকে জামিনে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন


Monday, October 5, 2015

প্রেস রিলিজ : মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদ


সংগ্রহে : সাংবাদিক মজিদ 

প্রেস রিলিজ : বাংলাদেশ শিখখক সমিতি


সংগ্রহে : সাংবাদিক মজিদ 

Press Release from Dhaka Union of Journalists (DUJ)

                Dhaka Union of Journalists (DUJ)
              (রেজিঃ নং-বি-৮২৯)

সূত্র                                                                                                তারিখ ০৫.১০.২০১৫

মঙ্গলবার বিএফইউজে-ডিইউজের সমাবেশ

বন্ধ মিডিয়া খুলে দেয়া, বিএফইউজের সভাপতি শওকত মাহমুদসহ আটক সাংবাদিকদের মুক্তি, সাগর-রুনির প্রকৃত খুনিদের গ্রেপ্তার, সাংবাদিক নির্যাতন বন্ধ নবম ওয়েজ বোর্ডের দাবিতে আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় বিএফইউজে-ডিইউজের যৌথ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশের আয়োজন করা হয়েছে
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল আমিন  রোকন, মহাসচিব এম আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজের সভাপতি কবি আবদুল হাই শিকদার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান আজ সোমবার এক যুক্ত বিবৃতিতে উক্ত সমাবেশ সফলে সাংবাদিক সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন
দৃষ্টি আকর্ষণ
সব প্রিন্ট ইলেকট্রনিক সংবাদ মাধ্যমের প্রধান বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ এসাইনমেন্ট এডিটর
অনুরোধ
অনুগ্রহপূর্বক খবরটি প্রকাশ প্রচার এবং আগামীকালের সমাবেশের খবর সংগ্রহের জন্য একজন প্রতিবেদক ফটোসাংবাদিক/ইএনজি ক্যামেরাম্যান পাঠানোর অনুরোধ জানাচ্ছি। 

দফতর সম্পাদক
জাতীয় প্রেস ক্লাব, ১৮ তোপখানা রোড, ঢাকা-১০০০।