http://themonthlymuktidooth.blogspot.com

Saturday, April 28, 2012

JATIYO SROMIK PARTY CONFERENCE ON NEXT MAY 1ST[INTERNATIONAL LBOR DAY] AT GAZIPUR

RURAL JOURNALISTS FORUM [RJF]

BANGLADESH MOFOSHSHOL MANOBADHIKAR SANGBADIK FORUM[LOCAL JOURNALISTS HUMAN RIGHTS FORUM]

BANGLADESH DEVELOPMENT JOURNALIST FORUM

SHEIKH JAMAL JATIYO SRIMTI PORISHAD

BANGLADESH POET'S CLUB

PROFESSIONAL FEMALE SOCIETY:BANGLADESH

ESHA KHAN SRITI PODOK PRODAN PARISHAD

CONFERENCE AGAINST SMOKING AND DRUG ADDICTION :WORLD SMOKING FREE DAY , MAY 31, 2012

STOP CHILDREN LABOR: RESPONSIBILITY OF ALL BY LIME LIGHTS

Friday, April 27, 2012

CONFERENCE HELD IN DIPLOMA ENGINEERS INSTITUTE BY BANGLADESH AHLE HADIS JAMAYAT AND AHLE HADIS CHCHATRA SOMAJ KORMI[ISLAMIC RELIGIOUS LEADERS MEETING FOR PEACE]

HUMAN CHAIN -RALLY HELD BY ZIA BRIGADE DEMANDING RETURN OF MISSING LEADER ELIAS OF BNP AND INVESTIGATION AND JUSTICE FOR MURDER OF JOURNALISTS COUPLE RUNI-SAGAR IN BANGLADESH

PRESS RELEASE FROM BANGLADESH GONOTANTRIK LEAGUE

RURAL JOURNALIST FOUNDATION[RJF] ARRANGED EVENTS IN CENTRAL PUBLIC LIBRARY, SHAH BAG

EVENTS WILL HELD BY PESHAZIBI NARI SONAJ[Professional Female Society]

PRESS RELEASE FROM MOTHBARIA KALYAN SOMITTEE: SPEECH FROM AMIR HOSSAIN AMU, OF BANGLADESH AWAMI LEAGUE

Tuesday, April 24, 2012

PROTESTING THE THREATENING AGAINST GOLAM SARWAT OF BNP, BY ZIA BRIGADE, MALE, MALDEEP BRANCH

গোলাম সারওয়ারকে হুমকির প্রতিবাদে মালদ্বীপ জিয়া ব্রিগেড’র প্রতিবাদ সভা এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ থেকে- গোলাম সারওয়ারকে হুমকির প্রতিবাদে মালদ্বীপ জিয়া ব্রিগেড তাৎক্ষানিক এক আলোচনা ও প্রতিবাদ সভা করেন। সভায় বক্তরা বলেন,বি.এন.পি’র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গুম হওয়ার ব্যাপারে বহুল প্রচারিত দৈনিক সমকালে বিশেষ সংবাদ প্রতিবেদন হলে সরকারের পক্ষথেকে প্রেসনোট অন্যদিকে সম্পাদক গোলাম সারাওয়ারকে হুমকিতে প্রমান হয় যে, স্বৈরাচারী বাকশালী সরকারের পেটোয়া ও গুন্ডাবাহিনী কর্তৃক জাতীয়তাবাদী লড়াকু সৈনিক এম.ইলিয়াস আলীকে গুম করেছে। সাংবদিকরা জাতির বিবেক সরকার যদি এদের নিরাপদ দিতে ব্যার্থ হয় তাহলে এই সরকার ক্ষমতায় থাকার দরকার নাই। আমরা এর তিব্র প্রতিবাদ নিদ্রা জানাই। বক্তারা আরো বলেন,আওয়ামী সরকার কর্তৃক বিগত মইনুদ্দিন-ফখরুদ্দিন সরকারের অপকর্মের ধারাবাহিকতায় জাতীয়তাবাদী শক্তি নিশ্চিহ্নের পরিকল্পনা অবিলম্বে বন্ধ করার জন্য গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ বিশ্ব বিবেকের সত্বর সক্রিয় হস্তক্ষেপের আহ্বান জানান। বক্তাগণ ভারতীয় সেবাদাসদের গৃহীত নীল নকশার অধীনে অপহরণ/গুম/খুন-সহ দেশের সার্বভৌমত্ব বিরোধী ট্রানজিট প্রদান, টিপাইমুখ বাঁধ নির্মাণ-সহ সকল দেশবিরোধী কর্মকান্ড প্রতিরোধে দেশ-বিদেশের সকল দেশপ্রেমিক বাংলাদেশী জনগোষ্ঠিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভায় মো: জহিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ জিয়া ব্রিগেডে’র সভাপ্রতি মো: মাসুম সিরাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া ব্রিগেডে’র আন্তরজাতিক বিষয়ক সম্পাদক মো: এমরান হোসেন তালুকদার, সংগঠনের সহ-সভাপ্রতি, ডা: তরিকুল হাসান পলাশ, মো: মেহের আলী রানা, মো: এনামুল হক শরিফ, মো: ফয়সাল, মো: রবিউল আলম মো: ওয়াদুদ, মো: খায়ের। আরো উপস্থিত ছিলেন,মীর মো: হানিফ, মো: মোশারফ হোসেন, জিয়াউর রহমান, মো: রোবেল। মো: খলিলুর রহমান, সবুজ, মো: মহিনউদ্দিন, মো: সুজন। মো: রবিন। মো: কাউছার, আমিরুল ইসলাম, মো: মানিক,মো:কবির, মো: সাইফুল ইসলাম,মো: আক্কাসুজাম্মান, মো: হানিফ, মো: শহিন, মো: এনামুল কবির, মো: পাবেল, মো: সফিক,মো: সেলিম, মো: হেলালা উদ্দিন, মো: তুহিন, মো:ইসমাইল, মো: মাসুম, মো: মনির , মো: আবু তাহের প্রমূখ। খবর প্রেরক মো: এমরান হোসেন তালুকদার মালে, মালদ্বীপ।

ZIA BRIGADE FROM MALE, MALDEEP[DEMAND THE JUSTICE THREAT AGAINST GOLAM SARWAR]

BANGLADESH KRISHAK PARISHOD

CHILDREN LABOR IN VAIRAB, BANGLADESH

WHAT ABOUT FLIGHT SARGENT ABDUL JALIL[RETD] BY BANGLADESH DEVELOPMENT JOURNALIST FORUM