http://themonthlymuktidooth.blogspot.com

Saturday, February 15, 2020

CIVIL SOCIETY OF CHITTAGONG HILL TRACTS


cve©Z¨ PÆMÖvg bvMwiK cwil`
CIVIL SOCIETY OF CHT
iv½vgvwU Kvh©vjq: ZejQwo evRvi, iv½vgvwU †Rjv
‡K›`ªxq Kvh©vjq: ivwdqv gwÄj, 922 knx`evM, XvKv-1217|
E-mail: zaman7472@gmail.com
 

¯§viK bs- 13/2020(100)                                                                       ZvwiLt 15/02/2020wLªt


‡cÖm weÁwß

mš‘jvigvi †Mvc‡b fviZ mdit wZb cve©Z¨ †Rjvq Aw¯’iZv m„wó
evOvwj‡`i Dci Dch©ycwi nvgjvq cve©Z¨ PÆMÖvg bvMwiK cwil‡`i Mfxi D‡ØM


cve©Z¨ PÆMÖvg bvMwiK cwil` †K›`ªxq KwgwUi GK wee„wZ‡Z m¤úªwZ ivOvgvwU, LvMovQwo I ev›`iev‡bi `yM©g cvnvox GjvKvq emevmKvix evOvwj Rb‡Mvwói Dci cvnvox mš¿vmx RbmsnwZ mwgwZi K¨vWvi I BDwcwWGd bvgavix ivóª‡`ªvnx mš¿vmx‡`i Dch©ycwi nvgjvi Zxeª wb›`v Rvwb‡q‡Q| †bZ…e„›` nvgjvKvix cvnvox mš¿vmx‡`i‡K Awej‡¤^ AvUK I wePv‡ii AvIZvq Avbvi Rb¨ miKv‡ii cÖwZ †Rvi `vex Rvbvb Ges AvnZ evOvwj kÖwgK RbZv‡K ch©vß wPwKrmv I ÿwZc~iY `v‡bi Rb¨ Aby‡iva Rvwb‡q‡Q|

AvR XvKvq cÖ`Ë msev` gva¨‡g †`Iqv GK wee„wZ‡Z cve©Z¨ PÆMÖvg bvMwiK cwil‡`i †K›`ªxq †bZ…e„›` Dc‡iv³ `vex Rvbvb| we‡kl K‡i MZ 1 mßvn hveZ ivOvgvwU †Rjvi bvwbqviP‡i eMvPËi I m‡Zi gvBj GjvKvq kZvwaK DcRvZxq hyeK mk¯¿ nvgjvi gva¨‡g wbwin evOvwj‡`i‡K `viæbfv‡e AvnZ K‡i‡Q| cÖkvmb G e¨vcv‡i A`¨vewa mš¿vmx‡`i weiæ‡× †Kvbiƒc cÖwZ‡iva g~jK e¨e¯’v MÖnY bv Kiv‡Z ¯’vbxq Rbg‡b Zxeª nZvkv I DrKÚv weivR Ki‡Q| fz³‡fvMx cve©Z¨evmx RbMY Zv‡`i gvbevwaKvi iÿvi Rb¨ DØZb miKvwi gn‡ji `„wó AvKl©Y K‡i‡Qb| GRb¨ †RGmGm, BDwcwWGd I DMÖ cvnvox QvÎ cwil`‡K `vqx Kiv n‡q‡Q|  

GKB wee„wZ‡Z cve©Z¨ PÆMÖvg bvMwiK cwil` MZ 1 mßvn hveZ fviZ mdiiZ AvÂwjK cwil` †Pqvig¨vb I RbmsnwZ mwgwZi mfvcwZ mš‘yjvigvi †Mvcb md‡ii Zxeª wb›`v Rvwb‡q‡Q| mš‘jvigvi †Kvb RvZxq cwiPqcÎ bvB| †m evsjv‡`‡ki †fvUvi bq| Z`ycwi wb‡R‡K Amy¯’¨ `vex K‡i wPwKrmvi Rb¨ w`jøx md‡i wM‡q wZwb fvi‡Zi `yBRb gš¿xi mv‡_ †Mvc‡b ¯^vÿvZ K‡i‡Qb hv evsjv‡`‡ki RbM‡Yi Kv‡Q inm¨RbK g‡b n‡q‡Q| GQvov mš‘jvigv we‡kl †KŠk‡ji gva¨‡g fvi‡Zi cÖavbgš¿x b‡i›`ª ‡gvw`i mv‡_ ¯^vÿvZ K‡i cve©Z¨ PÆMÖvg Pzw³ `ªæZ ev¯Íevq‡bi Rb¨ evsjv‡`k miKv‡ii Dci Pvc m„wói Ac‡Póvq wjß e‡j wewfbœ cÖPvi gva¨‡g Lei †ewi‡q‡Q| GKB mv‡_ wewfbœ cÖPvi gva¨‡g cve©Z¨ PÆMÖvg‡K wew”Qbœ K‡i mš‘jvigv‡K cÖavbgš¿x Ges †`evkxl ivq mn wewfbœ DcRvZxq †bZv‡`i‡K wb‡q Rygj¨vÛ bv‡g ivóª MV‡bi D‡Ï‡k¨ gš¿x mfv MVb Kivi msev‡` bvMwiK cwil` Mfxi D‡ØM cÖKvk K‡i‡Q|

Abywjwc: m`q AeMwZ I eûj cÖPv‡ii Av‡e`b mn †cÖwiZ njt
1| gvbbxq Pxd wi‡c©vUvi/evZ©v m¤úv`K,
    mKjRvZxq ˆ`wbK/evZ©v ms¯’v/wUwf P¨v‡bj, XvKv, evsjv‡`k|

evZ©v †cÖiK

(gwbiæ¾vgvb gwbi)
wmwbqi fvBm †cÖwm‡W›U
cve©Z¨ PÆMÖvg bvMwiK cwil`
‡K›`ªxq KwgwU 



BANGLADESH PRESS COUNCIL DAY 2020 OBSERVED






বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটি এর পক্ষথেকে মাননীয় তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ (এম.পি) ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ স্যারের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়

জাতীয় বীর কাজী আরেফ আহমেদের ২১তম হত্যাবার্ষিকী উপলক্ষে জাসদের কর্মসূচি

জাতীয় বীর কাজী আরেফ আহমেদের ২১তম হত্যাবার্ষিকী উপলক্ষে জাসদের কর্মসূচি
জাতীয় বীর কাজী আরেফ আহমেদের ২১তম হত্যাবার্ষিকী উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামীকাল ১৬ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার সকাল ৮:০০ টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা কবরস্থানে শহীদ কাজী আরেফের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং বিকাল ৪ টায় ৩৫-৩৬, বঙ্গবন্ধু এভিনিউ, তিন তলায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে এই আলোচনা সভায় আলোচনা করবেন জাতীয় নেতৃবৃন্দ ও বরেণ্য ব্যক্তিবর্গ।
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
সহ-দফতর সম্পাদক 

Wednesday, February 12, 2020

PROGOTISHIL DEMOCRATIC PARTY



¯^Zš¿ cÖv_x©Zvq 1% ¯^vÿi eva¨Zvg~jK evwZ‡ji `vex‡Z evsjv‡`k MYZvwš¿K †Rv‡Ui gvbeeÜb
÷vd wi‡cvU©vi :
Avmbœ RvZxq msm` Dc-wbe©vP‡b ¯^Zš¿ cÖv_x©‡`i Rb¨ wbe©vPb Kwgkb †h 1% ¯^vÿi eva¨Zvg~jK K‡i‡Q Zv evwZ‡ji Rb¨ `vwe Rvwb‡q‡Qb evsjv‡`k MYZvwš¿K †Rv‡Ui †gvt LvBiæj Bmjvg †`Iqvb| RvZxq †cÖmK¬v‡ei mvg‡b Av‡qvwRZ gvbee܇b G `vex Rvbvb| Abyôv‡b Ab¨v‡b¨i g‡a¨ e³e¨ iv‡Lb cÖMwZkxj MYZvwš¿K `j wcwWwci †bZv I wmwbqi mvsevw`K gvKQz` Avjg †PŠayix, Rvm` †bÎx GwjRv ingvb, QvÎ msMV‡bi mvjgv Av³vi, evsjv‡`k KbRvi‡fwUf cvwU©i †Pqvig¨vb †gvt Avwbmyi ingvb (†`k)|
†gvt LvBiæj Bmjvg †`Iqvb Gi `vexi cÖwZ GKvZ¥Zv Rvwb‡q wcwWwc †bZv gvKQz` Avjg †PŠayix e‡jb, †hvM¨ ¯^Zš¿ cÖv_x©i †ÿ‡Î wbe©vPb Kwgkb KZ©„K †h 1% nv‡i MY¯^vÿi eva¨Zvg~jK Kiv n‡q‡Q Zv mgxwPb bq, Zvi KviY nj †Kv‡bv †fvUvi cÖv_x©i c‡ÿ †fvUwenxb MY¯^vÿi w`‡Z Pvq bv, Zviv Zv‡`i wb‡R‡`i wbivcËvi Rb¨|    








                                                                            

২৮-২৯ ফেব্রুয়ারি জাসদের ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিল। জোরদার প্রস্তুতি চলছে

২৮-২৯ ফেব্রুয়ারি জাসদের ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিল। জোরদার প্রস্তুতি চলছে
আগামী ২৮-২৯ ফেব্রুয়ারি ঢাকায় দুই দিনব্যাপী জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ত্রি-বার্ষিক কাউন্সিল ২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্ত্বরে কাউন্সিলের উন্মুক্ত উদ্বোধনী অধিবেশন শুরু হবে। উদ্বোধনী অধিবেশনে কাউন্সিলর ও ডেলিগেট হিসাবে সারা দেশ থেকে ১০ হাজারের বেশি নেতা-কর্মী যোগদান করবেন।
ঐ দিনই উদ্বোধনী অধিবেশন শেষে সন্ধ্যা ৬:৩০ টায় নির্ধারিত ১২০৫ জন কাউন্সিলরের অংশগ্রহণে কাউন্সিলের মূল অধিবেশন শুরু হবে। পরদিন ২৯ ফেব্রুয়ারি সারাদিন কাউন্সিল অধিবেশন চলবে। কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদকের খসড়া রাজনৈতিক-সাংগঠনিক রিপোর্ট, দলের খসড়া বাজেট, ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের উপর আনীত সংশোধনী প্রস্তাব, আগামী তিন বছরের রাজনৈতিক-সাংগঠনিক কর্মকৌশল ইত্যাদি বিষয়ে আলোচনা শেষে গৃহিত সংশোধনীসহ অনুমোদন করা হবে। এরপর কাউন্সিলে নির্বাচনী অধিবেশনে আগামী তিন বছরের জন্য নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি নির্বাচিত হবে।
জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জেলায় জেলায় জাসদের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। আশা করা যায় ২৫ ফেব্রুয়ারির মধ্যে দলের ৭৮ টি সাংগঠনিক জেলার মধ্যে প্রায় সকল সাংগঠনিক জেলায় কাউন্সিল সম্পন্ন হবে। কাউন্সিল সফল করার জন্য কাউন্সিল প্রস্তুতি পরিষদের আহ্বায়ক মীর হোসাইন আখতার এবং যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ও উম্মে হাসান ঝলমলের নেতৃত্বে কাউন্সিল প্রস্তুতি পরিষদ ও বিভিন্ন উপ-পরিষদের সদস্যবৃন্দ এবং দলের ঢাকাস্থ নেতা-কর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে কাজ করে চলেছেন।
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
সহ-দফতর সম্পাদক

Tuesday, February 11, 2020



চাঁপাইনবাবগঞ্জ জাসদ নেতা গোলাম আযমের মৃত্যুতে শোক: ইনু-শিরীন
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ মঙ্গলবার এক শোক বার্তায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সহ-সভাপতি, শ্যামপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার গোলাম আযমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রয়াত জাসদ নেতা গোলাম আযম গতকাল চিকিৎসার জন্য ঢাকায় আসেন। গতকাল সন্ধ্যায় তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন দলের সহযোদ্ধাদের সাথে দেখা করতে। রাতে খাবার খেয়ে পল্টনে একটি হোটেলে রাত্রীযাপন করতে যান। রাতেই অসুস্থ হয়ে পড়লে হোটেলের কর্তৃপক্ষ তাকে নিকটস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথি মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। জীবনের শেষ দিন পর্যন্ত সুনাম ও সম্মানের সাথে দল ও রাজনীতি করে।
জাসদ নেতৃদ্বয় শোক বার্তায় বলেন, প্রয়াত গোলাম আযম জাসদের প্রতিষ্ঠালগ্ন থেকে চাঁপাইনবাবগঞ্জের একজন মেধাবী, প্রতিবাদী, সংগ্রামী, সৎ ও নিঃশ^ার্থ রাজনৈতিক কর্মী ছিলেন।
তার মৃত্যুর সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন হাসপাতালে ছুটে যান এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মরদেহ তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জস্থ শ্যামপুর ইউনিয়নের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করেন। মৃত্যুকালে প্রয়াত জাসদ নেতার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন-গুনগ্রাহী রেখে গেছেন। আজ বিকাল ৩ টায় শিবগঞ্জস্থ শ্যামপুর ইউনিয়নে নামাজের জানাজা শেষে শ্যামপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
সহ-দফতর সম্পাদক

Monday, February 10, 2020

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ ৫ জনকে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ

ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক (উদ্যোক্তা) ফোরাম
ই-মেইল: ঁফপ.ধ@ুধযড়ড়.পড়স
সূত্র:     তারিখ: ১০/০২/২০২০ইং
প্রেস বিজ্ঞপ্তি
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক/উদ্যোক্তাদের মামলায়
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ ৫ জনকে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১১ নভেম্বর ৪৫৫৪ টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ডিজিটাল সেন্টার) স্থাপন করেন। তখন থেকেই তাঁরা বিনা বেতনে ইউনিয়ন পরিষদের সকল দাপ্তরিক কাজ করে আসছে। সেই সাথে নাম মাত্র মূল্যে জনগণের দোড়গোড়ায় সেবা দিয়ে কোন রকম জীবিকা নির্বাহ করছে। একই কাজের জন্য ২০১৬ সালের ২৮ নভেম্বর ২০০০ ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিপত্র জারি করে। এ বিষয়ে ময়মনসিংহ, বরগুনা, জামালপুর, মৌলভীবাজার, সিলেট, শেরপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর, সাতক্ষীরা ও মাদারীপুর জেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১৮ জন পরিচালক/উদ্যোক্তা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন, রিট পিটিশন নং ২৬৬৩/২০১৭। পরবর্তীতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় লিপ টু আপিল করে, যার নং ১১৬৭/২০১৭। গত ০৮/০৪/২০১৭ইং তারিখ মহামান্য সুপ্রীমকোর্টের আপিল বিভাগ উক্ত নিয়োগের ক্ষেত্রে রীট পিটিশনারদের অগ্রাধিকার দেওয়ার আদেশ প্রদান করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও কতিপয় জেলা প্রশাসক উক্ত আদেশ অমান্য করে অন্যদের নিয়োগ প্রদান করায় পিটিশনারদের পক্ষে পৃথক দুটি কনটেমপ্ট মামলা দাখিল করা হয়। যার নং-১১/২০১৭ ও ০৪/২০২০। অদ্য ১০/০২/২০২০ইং তারিখে ১১/২০১৭ নং মামলা শুনানী শেষে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জনাব মোঃ ইমান আলীর নেতৃত্বাধীন বেঞ্চ শুনানী শেষে পিটিশনারদের নিয়োগ না দেওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, হেলালুদ্দীন আহমদ, সাবেক সচিব জনাব আব্দুল মালেক, উপ-সচিব ড. সৈয়দ নওশীন পর্ণিনী, বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও ডিডিএলজি জালাল উদ্দিনকে আগামী ১৬/০২/২০২০ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকায় স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছেন। তাছাড়া গত ০৩/০২/২০২০ইং তারিখ ০৪/২০২০ নং মামলা শুনানী শেষে কিশোরগঞ্জ, বরগুনা, মাদারীপুর, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক, ডিডিএলজি ও মাদারীপুর জেলার সাবেক ডিডিএলজি ফারুক আহাম্মেদ এর প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেন। এ সময় বাদীপক্ষে শুনানী করেন সিনিয়র আইনজীবী ও সাবেক এ্যাটনী জেনারেল জনাব ব্যারিস্ট্রার মি. ফিদা এম. কামাল ও জনাব এ্যাড. মোহাম্মদ আহসান। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এর পক্ষে শুনানী করেন সাবেক বিচারপতি জনাব মোয়াজ্জেম হোসেন ও এ্যাড. রবিউল আলম। উল্লেখ্য উক্ত কনটেমপ্ট পিটিশনদ্বয় অদ্য আপীল বিভাগের ২নং আদালতের কার্যতালিকার ১নং ক্রমিকে বিদ্যমান ছিল।


নিবেদক

মোঃ মাহতাব আলী
(কনটেমপ্ট পিটিশনার)
সমন্বয়ক
ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক ফোরাম

Sunday, February 9, 2020

১৬ ই ফেব্রুয়ারী নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে সকলে যোগ দিন-মেয়র প্রার্থী সামাদ


১৬ ই ফেব্রুয়ারী নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে সকলে যোগ দিন-মেয়র প্রার্থী সামাদ
ভোট ডাকাতির প্রতিবাদে আগামী ১৬ ই ফেব্রুয়ারী নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচীর সমর্থনে আজ ৯ ফেব্রুয়ারী সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) এক মানব বন্ধনের কর্মসূচী পালন করেন।এতে সভাপতিত্ব করেন পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সুজন।
সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিন সিটি করপোরেশন নির্বাচনে মাছ মার্কার মেয়র প্রার্থী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সুজন বলেন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি হয়েছে শাসক গোষ্ঠীর লোকজন ভয় ভীতি প্রদর্শন করে জনগনকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি আবার যারা গিয়েছেন তারাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি।
তিনি আরও বলেন এই নির্বাচন কমিশন সরকারের আগ্গাবহ একটি সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান হলেও সরকারের নীল নকশা বাস্তবায়ন করছে । ইভিএম নিয়ে আমাদের আপওি থাকলেও অগ্রাহ্য করে ইভিএম পদ্ধতিতে ভোট নিয়েছে এবং ভোট কারচুপির মাধ্যমে সরকারি দলের প্রার্থীকে বিজয়ী করেছে জনগনকে ভোটাধিকার বঞ্চিত করেছে।
আব্দুস সামাদ সুজন আরও বলেন আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছি আমরা এই নির্বাচন কমিশনের পদত্যাগ চাই এবং নির্বাচনী ফলাফল বাতিল করে নতুন নির্বাচন চাই।
তিনি বলেন এই দাবীতে আমরা আগামী ১৬ ই ফেব্রুয়ারী নির্বাচন কমিশন ঘেরাও এর কর্মসূচী দিয়েছি। তিনি এই কর্মসূচীতে যোগ দেওয়ার জন্য সকল রাজনৈতিক দল ও ঢাকাবাসীকে আহ্বান জানান।
তিনি বলেন শত বাঁধা উপেক্ষা করেও মাছ মার্কা প্রতিকে আমাকে ঢাকাবাসী যে ১২৬৮৭ ভোট দিয়েছেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।
বার্তা প্রেরক
কমরেড বিধান দাস
দপ্তর সম্পাদক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-সিপিবি(এম)
২২/১ তোপখানা রোড, ঢাকা-১০০০