http://themonthlymuktidooth.blogspot.com

Saturday, May 23, 2020

জাসদের ঈদ শুভেচ্ছা বার্তা

জাসদের ঈদ শুভেচ্ছা বার্তা
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ শনিবার এক বিবৃতিতে দেশের মুসলমান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের মুসলমান সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, চলমান বৈশ্বিক মহামারি করোনা সংকটের মধ্যে এবার বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের জন্য রমযান ও ঈদ এসেছে। তাই এবারের রমযান ও ঈদ অন্য রকম রমযান ও ঈদ। রমযান মাসে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকাসহ সংযমের প্রকৃত চেতনায় মুসলমানরা এবার রমযান পালন করেছেন। আর রমযানের সংযমের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবারের ঈদও সংযমের ঈদ। এবারের ঈদ আনন্দের ঈদ নয়, শপিং-কেনাকাটা-নতুন পোশাক পড়া- ভূরিভোজন-রসনাবিলাসের ঈদ না। এবার ঈদ আনন্দের খরচ বাঁচিয়ে করোনা সংকটে বিপর্যস্ত কর্মহীন-আয়হীন-নিরুপায়-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই ঈদের আনন্দ। এবারের রমযান ও ঈদ বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের জন্য সংযম ও আনন্দ প্রকাশের এই নতুন ধারা শিক্ষনীয় হয়ে থাকবে। জাসদ নেতৃদ্বয় ঈদে দেশের মুসলমান সম্প্রদায়সহ সকল মানুষের স্বাস্থ্য সুরক্ষা, সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন।
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক

Friday, May 22, 2020

সাবেক জাসদ নেতা এবং স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাংবাদিক সুমন মাহমুদের মৃত্যুতে জাসদের শোক


সাবেক জাসদ নেতা এবং স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক
সাংবাদিক সুমন মাহমুদের মৃত্যুতে জাসদের শোক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শোকবার্তায় সাবেক জাসদ নেতা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাংবাদিক সুমন মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। তারা বলেন, ৬০ দশকে ছাত্রলীগের নেতা হিসাবে সুমন মাহমুদ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বিএলএফ-এর সদস্য হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, জাসদের প্রতিষ্ঠালগ্ন থেকেই জাসদের সাথে যুক্ত ছিলেন এবং ১৯৭৯-৮১ সালে জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সক্রিয় দলীয় রাজনীতি ছেড়ে সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহণ করেন। তিনি ভোরের কাগজসহ বিভিন্ন জাতীয় দৈনিকে যুক্ত ছিলেন। তিনি করোনা আক্রান্ত হয়ে আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ২২ মে ২০২০ বিকাল ৪টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না......রাজেউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রীএক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী প্রফেসর ডা. পারভীন শাহীদা আকতার দেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ।
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক

Press Release of Nirmul Committee 22 May 2020 from Kazi Mukul

প্রেস বিজ্ঞপ্তি
                                                                                                                            ঢাকা, ২২ মে ২০২০

আজ (২২ মে) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে উত্তরবঙ্গের ৪টি স্থানে শতাধিক প্রান্তিক আদিবাসী সাঁওতাল ও বাউল/কীর্তন শিল্পী পরিবারের ভিতর ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়¾
করোনা সংক্রমণ বিস্তার রোধে দেশব্যাপী ধারাবাহিক লক ডাউনের কারণে খেটে-খাওয়া সাধারণ মানুষের জীবন ও জীবিকা সম্পূর্ণ অনিশ্চিত ও বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকার এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি দেশব্যাপী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বিভিন্ন শাখা এপ্রিল মাসের শুরু থেকে লক ডাউনের কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর নিকট স্বাস্থ্য-সুরক্ষা ও ত্রাণসামাগ্রী পৌছে দিচ্ছে। গত ৫০ দিনের এই ত্রাণ কার্যক্রমের ধারাবাহিকতায় আজ (২২ মে) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখা উত্তরবঙ্গের ঠাকুরগাঁও সদর, গোবিন্দনগর, চন্ডীপুর ও ফাড়াবাড়ির শতাধিক আদিবাসী সাঁওতাল এবং বাউল ও কীর্তন শিল্পীদের ভেতর ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপহার হিসেবে প্রতি পরিবারের জন্য প্রদত্ত এই ত্রাণসামগ্রীর ভেতর রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৪ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি আটা, ১ প্যাকেট বিস্কুট ও ১টি সাবান। এর আগে নির্মূল কমিটির ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষে থেকে জেলা প্রশাসন ও নির্বাচিত জনপ্রতিনিধিদের চিঠির মাধ্যামে তালিকা সহ জানানো হয়েছে¾ এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দরিদ্র শিল্পী পরিবারের ভেতর কাদের জরুরী ভিত্তিতে ত্রাণ সহযোগিতা প্রয়োজন। ঠাকুরগাঁও জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ এর আগেও নিজস্ব উদ্যোগে এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ সহ স্বাস্থ্য-সুরক্ষা ও ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। এই ত্রাণ কার্যক্রমে নির্মূল কমিটির ঠাকুরগাঁও জেলার আহ্বায়ক মোঃ অব্দুল মান্নান ও সদস্য সচিব সুচরিতা দেবের নেতৃত্বে এক দল তরুণ কর্মী অংশ গ্রহণ করেছেন।
আমরা নির্মূল কমিটির সকল শাখার নিকট আহ্বান জানাচ্ছি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকটকালে ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের জন্য যে বিশাল প্যাকেজ ঘোষণা করেছেন তা প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর নিকট পৌছাচ্ছে কিনা তা দেখার জন্য এবং ত্রাণ বিতরণে কোনও অনিয়ম বা দুর্নীতি হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি গণমাধ্যমকে জানানোর জন্য। একই সঙ্গে সরকারের পাশাপাশি সকল বিত্তবান মানুষ এবং দল ও সংগঠনকে রাজনৈতিক মতপার্থক্য ভুলে মানবতার স্বার্থে বিপন্ন মানুষের পাশে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি।

সংবাদদাতা

Thursday, May 21, 2020

ঘূর্ণিঝড়ে আমফাংয়ে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের কাজ জোরদার করার জন্য সরকারের প্রতি জাসদের আহবান

ঘূর্ণিঝড়ে আমফাংয়ে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের কাজ জোরদার করার জন্য সরকারের প্রতি জাসদের আহবান
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে ঘূর্ণিঝড় আমফাংয়ে নিহতদের পরিবার, আহত, ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, করোনা সংকটকালে ঘূর্ণিঝড় আমফাং বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য মরার উপর খাড়ার ঘা হিসাবে আবির্ভূত হয়েছিল। তারা বলেন, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ে ও অস্বাভাবিক জলোচ্ছ্বাসে মানুষের প্রাণহানি ও আহত হবার ঘটনা কম হলেও ঘরবাড়ি, ফসল, গাছপালা, গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে। বেড়িবাঁধ ভেঙ্গে সমুদ্রের নোনা পানি ঢুকে অনেক স্থানেই দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা ও ফসলের জমি নষ্ট হবার আশংকা দেখা দিয়েছে। কয়েক লক্ষ মানুষ করোনা মহামারির মধ্যেই সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক ছাড়াই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। তারা খাদ্য ও স্বাস্থ নিরাপত্তা সংকটে আছেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে প্রবাহিত হবার সময় ঘূর্ণিঝড়ে ফসল, ফলবাগান, ঘরবাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে। 
তারা ঘূর্ণিঝড় মোকাবেলায় আগাম সতর্কতা ও নিরাপত্তামূলক প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা সঠিকভাবে প্রণয়ন করে পুনর্বাসন কার্যক্রম জোরদার করা এবং ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধগুলো দ্রুত মেরামত করে ফসলের জমি নোনাপানি ও লবনাক্ততা থেকে মুক্ত করার দাবি জানান। তারা একই সাথে সুন্দরবন রক্ষা ও সম্প্রসারিত এবং সুন্দরবনের জন্য ক্ষতিকর সকল ধরণের কর্মকান্ড বন্ধ, উপকূলীয় সবুজ বেষ্টনী সম্প্রসারিত করার আহবান জানান।
বার্তা প্রেরক 


সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক

Tuesday, May 19, 2020

জাসদ নেতা ধীমন বড়ুয়ার পিতা বৌদ্ধ নাগরিক ফোরামের মহাসচিব পি কে বড়ুয়ার মৃত্যুতে জাসদের শোক



জাসদ নেতা ধীমন বড়ুয়ার পিতা বৌদ্ধ নাগরিক ফোরামের মহাসচিব পি কে বড়ুয়ার মৃত্যুতে জাসদের শোক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সম্পাদক ও জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ধীমন বড়ুয়ার পিতা বৌদ্ধ নাগরিক ফোরামের মহাসচিব, সাংবাদিক, সমাজসেবক পি কে বড়ুয়া আজ মঙ্গলবার ১৯ মে ২০২০ সকাল ১০টায় ঢাকার বাসাবো কদমতলাস্থ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানের আবরখীলা। আজ বিকালে বাসাবো রাজারবাগ কালিবাড়ি শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ১৯ মে ২০২০ মঙ্গলবার এক শোকবার্তায় পি কে বড়ুয়ার মৃত্যতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। তারা বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের একজন নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে তিনি নিজ সম্প্রদায়ের বাইরেও সাধারণ মানুষের জন্য সমাজসেবামূলক কর্মকান্ড পরিচালনার জন্য সকলের কাছে শ্রদ্ধা সম্মানের আসন অর্জণ করেছিলেন।
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক

Monday, May 18, 2020

ঈদের আগে শ্রমিক-সাংবাদিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধ কর - বাম ঐক্য ফ্রন্ট

ঈদের আগে শ্রমিক-সাংবাদিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধ কর - বাম ঐক্য ফ্রন্ট

ঈদের আগে শ্রমিক-সাংবাদিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধদের দাবি জানিয়ে বাম ঐক্য ফ্রন্ট। ফ্রন্টের সমন্বয়ক, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব) এর আহবায়ক সন্তোষ গুপ্ত, সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সারওয়ার মোর্শেদ, কমিউনিস্ট ইউনিয়নের আহবায়ক ইমাম গাজ্জালী এক বিবৃতি এই দাবি করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শ্রমিক-কর্মচারী-সাংবাদিকদের নিয়ে নিষ্ঠুর খেলা খেলছে সরকার ও মালিকপক্ষ। চরম বিপদজনক জেনেও কাজ করতে বাধ্য করে শ্রমিকদের-তো বটেই গোটা দেশটাকে সংক্রমণের ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। এভাবে একের পর এক অন্যায় ও অমানবিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। শুরুতে শ্রমিকদের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার কার্যত অর্ধেক উৎসব ভাতা কেটে নেওয়া আরও এক অমানবিক সিদ্ধান্ত নিয়েছে। গার্মেন্টে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের কথা বলে ৫ কোটি টাকা প্রণোদনা দেওয়ার পর ৭০ শতাংশ কারখানার এখনও মার্চ - এপ্রিলের বেতন পরিশোধ করেনি। সরকার মালিকদের এসমস্ত সিদ্ধান্তের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেনা।
অন্যদিকে করোনা প্রথম সারির যুদ্ধাদের মধ্যে অন্যতম সাংবাদিকদের গত ২/৩ মাস থেকে বেতন বকেয়া রয়েছে। ঈদে বোনাস দেয়ার বিষয়েও কোন উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না।
নেতৃবৃন্দ মালিকদের সমস্ত অন্যায়, নিষ্ঠুর সিদ্ধান্ত ও সরকারের পক্ষপাতদুষ্ট আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা, শতভাগ বোনাস সহ ঈদের আগে শ্রমিক-সাংবাদিকদের সকল বকেয়া পাওনা বেতন পরিশোধের জোর দাবি জানান।
একই সাথে দেশবাসীকে সকল প্রকার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এগিয়ে আসারও আহ্বান জানান।
 
বার্তা প্রেরক-

(মহিনউদ্দিন চৌধুরী লিটন)
সদস্য, বাসদ, কেন্দ্রীয় কমিটি


Sunday, May 17, 2020

নগদ সহায়তা গ্রহিতা ৫০ লক্ষ জনের তালিকা জনসম্মুখে প্রকাশ ও ভুয়া তালিকার সাথে জড়িত দুর্নীতিবাজ আত্মসাৎকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাসদ

নগদ সহায়তা গ্রহিতা ৫০ লক্ষ জনের তালিকা জনসম্মুখে প্রকাশ ও ভুয়া তালিকার সাথে জড়িত দুর্নীতিবাজ  আত্মসাৎকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাসদ
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ রবিবার ১৭ মে ২০২০ এক বিবৃতিতে ৫০ লক্ষ পরিবারকে মোবাইল ফোনে নগদ/বিকাশ/রকেটের মাধ্যমে ২৫০০ টাকা নগদ সহায়তা প্রদানের গ্রহিতা তালিকা প্রণয়নে দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও আত্মসাতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এই ৫০ লক্ষ নগদ সহায়তা গ্রহিতার তালিকা জনসম্মুখে প্রকাশ করা এবং যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সঠিক ও নির্ভূল তালিকা প্রণয়নের আহবান জানান। তারা একইসাথে প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগকে দুর্নীতি-স্বজনপ্রীতি-স্বেচ্ছাচারিতা-আত্মসাতের মাধ্যমে কালিমালিপ্ত করেছে তাদের ত্রানের চালচোরদের মতই অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানান।
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক

বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামী অধ্যাপিকা মমতাজ বেগমের মৃত্যুতে জাসদের শোক

বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামী অধ্যাপিকা মমতাজ বেগমের মৃত্যুতে জাসদের শোক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শোকবার্তায় বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা সংগ্রামী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত নারীদের জন্য গঠিত নারী পুনর্বাসন বোর্ডের পরিচালক এবং ব্যক্তিগত জীবনে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ রেজাউর রহমানের স্ত্রী অধ্যাপিকা ও এডভোকেট মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। তারা বলেন, মমতাজ ৬০ দশকে ছাত্রলীগের নেতা হিসাবে ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থানে মাঠের আন্দোলন এবং মুক্তিযুদ্ধে বিএলএফ-এর সদস্য হিসাবে দুঃসাহসিক ও বীরত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। তারা বলেন, অধ্যাপিকা মমতাজ বেগমের অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুরূপ পৃথক এক বিবৃতিতে জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা বেগম অধ্যাপিকা মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
বার্তা প্রেরক


সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক