http://themonthlymuktidooth.blogspot.com

Saturday, June 27, 2015

প্রেস রিলিজে - ইনু সাহেব সংযত ভাষায় কথা বলুন খালেদা কে কাশিমপুর কারাগারে তথ্যমন্ত্রী ইনুর হুমকি হাস্যকর ছাড়া আর কিছু নয় ঃ এনডিপি



২৭ জুন শনিবার ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে বলেন-২০ দলীয় জোট নেত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে জঙ্গীবাদের মূল শেকড় বলে অভিহিত করেছেন ভোটারবিহীন সরকারের অবৈধ তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। তিনি দেশনেত্রীকে কাশিমপুর কারাগারে রাখা হবে বলেও হুমকি দিয়েছেন। এই হুমকি দেওয়ার আগে ইনু সাহেব আয়নায় নিজের চেহারা দেখার কথা ভূলে গেছেন হয়তো। আওয়ামীলীগের নৌকায় ভর করে পর পর দুই বার এমপি মন্ত্রী হওয়ায় দিশেহারা হয়ে তিনি যে সমস্ত বক্তব্য রাখছেন জাতির কাছে তার একদিন জবাব দিহি করতেই হবে। নেতৃবৃন্দ বলেন, জাসদের রক্তের সাথে বেইমানি করে তিনি এখন তাদেরই খুনির সাথে হাত মিলিয়ে সংসার করছেন। আর সে কারনেই বিভিন্ন সময়ে যে সমস্ত বক্তব্য দেন তা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। ইনু সাহেব কে এনডিপির পক্ষ থেকে সংযত ভাষায় কথা বলার জন্য আহাবান করা হয়েছে।  নেতৃবৃন্দ আরো বলেন বন্যা-পাহাড় ধসে ১৫জন নিহত হয়েছে, হাজার হাজার মানুষ পানি বন্দী অবস্থায় মানবেতর জীবন যাপন করছে সেদিকে সরকারের কোন খেয়াল নেই। নেতৃবৃন্দ অবিলম্বে পানি বন্দী মানুষের পাশে সরকারকে দাড়ানোর জন্য আহবান জানিয়ে বলেন-জনগনের টাকা লুটপাট না করে অসহায় মানুষের পাশে গিয়ে দাড়ান, বন্যা দুর্গতদের মাঝে জরুরি ভিত্তিতে ত্রান সামগ্রি পৌছে দিন। নেতৃবৃন্দ বন্যা ও পাহাড় ধসে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকা আহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।নেতৃবৃন্দ অপর এক শোক বিবৃতিতে দোহার উপজেলার চেয়ারম্যান কামরুল হুদারইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

No comments: