http://themonthlymuktidooth.blogspot.com

Sunday, October 30, 2011

Dhaka-Sunetro Long March 28-31






Dear All,
Dhaka-Sunetro Long March 28-31, Running 1st Day 28/10/11. Today held programme of Dhaka-Sunetro Long March by Oil Gas Protection National Committee. It`s start from National Press Club at with Meeting & Rally 11 AM to Nabisco/Tejgaon to Tongi. Next our Long March finished for 1st day in Gajipur-Joydebpur with Rally & Meeting at evening.
শুরু হল ঢাকা-সুনেত্র (২৮-৩১ অক্টোবর) লংমার্চ। আজ ২৮ অক্টোবর ২০১১, সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সন্মুখ হতে জাতীয় কমিটির আহ্বায়ক ইন্জিনিয়ার শেখ শহিদুল্লাহ ও সদস্য সচিব আনু মুহম্মদ এর নেতৃত্বে সমাবেশ ও মিছিল সহকারে লংমার্চের যাত্রা শুরু হল। দুপুর ১২ টায় মিছিলটি তেঁজগাওস্থ নাবিস্কো মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গড়িতে উঠে টঙ্গিতে মিছিল ও মধ্যাহ্ন ভোজন সমাপ্ত করে। অতপর বিকেল চারটায় লংমার্চ গাজিপুর চৌরাস্তায় সংক্ষিপ্ত পথসভা শেষে গাজিপুর রাজবাড়ি মাঠে মিছিল সহকারে এসে উপস্থিত হয়। সন্ধ্যায় রাজবাড়ি মাঠে বিশাল জনসভায় কেন্দ্রিয় ও স্থানিয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে লংমার্চ গাজিপুরে রাত্রি যাপন করে।
http://www.facebook.com/media/set/?set=a.237222943002433.59114.100001441878306&type=3

--
Dear All,
Dhaka-Sunetro Long March 28-31, Running 2nd Day 29/10/11. Today held programme of Dhaka-Sunetro Long March by Oil Gas Protection National Committee. today start Long March from Gajipur with Meeting & Rally 10 AM to Maona to Valuka to Trishal to Mymenshing. Long March finished for 2nd day in Mymenshing with Rally & Meeting at evening.
ঢাকা-সুনেত্র (২৮-৩১ অক্টোবর) লংমার্চ এর আজ দ্বীতিয় দিন। আজ ২৯ অক্টোবর ২০১১, সকাল ১০ টায় গাজিপুর রাজবাড়ি মাঠ এর সন্মুখ হতে জাতীয় কমিটির আহ্বায়ক ইন্জিনিয়ার শেখ শহিদুল্লাহ ও সদস্য সচিব আনু মুহম্মদ এর নেতৃত্বে সমাবেশ ও মিছিল সহকারে লংমার্চের যাত্রা শুরু হল। দুপুর ১২ টায় মিছিলটি মাওনা চৌরাস্তা, ২টায় ভালুকায় ও ৪টায় ত্রিশালে সমাবেশ ও মিছিলের মাধ্যমে বিকেল ৫টায় ময়মনসিংহে এসে জাতীয় কমিটির লংমার্চ পৌঁছায়। চরপাড়া হতে বিশাল মিছিল নিয়ে ময়মনসিংহ রেলষ্টেশন চত্বরের মাঠে মিছিল সহকারে এসে উপস্থিত হয়। সন্ধ্যায় রেলষ্টেশন এর সামনের মাঠে বিশাল জনসভায় কেন্দ্রিয় ও স্থানিয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে লংমার্চ ময়মনসিংহে রাত্রি যাপন করে।

http://www.facebook.com/media/set/?set=a.237705442954183.59230.100001441878306&type=3

http://www.facebook.com/media/set/?set=a.237222943002433.59114.100001441878306&type=3

--

No comments: