প্রতিষ্ঠাতা সম্পাদক/প্রকাশক/মুদ্রাকর : ইশফাকুল মজিদ সম্পাদনা নির্বাহী /প্রকাশক : মামুনুল মজিদ lপ্রতিষ্ঠা:১৯৯৩(মার্চ),ডিএ:৬১২৫ lসম্পাদনা ঠিকানা : ৩৮ এনায়েতগঞ্জ আবু আর্ট প্রেস পিলখানা ১ নং গেট,লালবাগ, ঢাকা ] lপ্রেস : ইস্টার্ন কমেরসিএল সার্ভিসেস , ঢাকা রিপোর্টার্স ইউনিটি - ৮/৪-এ তোপখানা ঢাকাl##সম্পাদনা নির্বাহী সাবেক সংবাদ সংস্থা ইস্টার্ন নিউজ এজেন্সী বিশেষসংবাদদাতা,দৈনিক দেশ বাংলা
http://themonthlymuktidooth.blogspot.com
Saturday, December 3, 2011
সুন্দরবনে রয়েছে ৪শ ৪১টি বাঘ সুন্দরবনে বাঘ সংরক্ষণে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-ROYAL BENGAL TIGER
শত বছর ধরে অস্থিত্ব হুমকির মুখে থাকা সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার (বাঘ) সংরক্ষণে করণীয় ও সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনা সৃষ্টির লক্ষ্যে মংলায় শুরু হয়েছে দু'দিনব্যাপী 'টাইগার বায়োলজী এন্ড ষ্ট্রে টাইগার ইমমোবিলাইজেশন' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।
বন অধিদপ্তরের আয়োজনে ও 'গ্লোবাল টাইগার ইনিশিয়েটিভ'র সহযোগিতায় শুক্রবার সকালে পূর্ব সুন্দরবন বিভাগের রেস্টহাউজে এ কর্মশালার উদ্বোধন করেন খুলনা সার্কেলের বন সংরক্ষক মোঃ আকবর হোসাইন। এ প্রশিক্ষণ কর্মশালায় সহকারী প্রধান বন সংরক্ষক মোজাহারুল ইসলাম, পূর্ব সুন্দরবন'র বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার দো ও চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা সাহাবুদ্দিনসহ বনবিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা অংশ নেয়।
পৃথিবীর ১৩টি দেশে মোট বাঘের সংখ্যা সাড়ে ৩ হাজার, এরমধ্যে বাংলাদেশের সুন্দরবনে রয়েছে ৪শ ৪১টি বাঘ। যা রয়েছে বর্তমানে হুমকির মুখে তাই জাতীয় এ সম্পদ রক্ষায় বিশেষজ্ঞরা বাঘ সংরক্ষণে সকলের সহযোগীতা প্রয়োজন বলে মত দেন। কর্মশালায় বিশেষজ্ঞরা আরো বলেন, ১ শ আগে পৃথিবীতে বাঘের সংখ্যা ছিল প্রায় ১ লাখ, আর ১শ বছর পর বর্তমানে সেই সংখ্যা এখন মাত্র সাড়ে ৩ হাজার।
এভাবে বাঘের সংখ্যা কমতে থাকলে আগামী ২০ বছরে বিশেষ করে সুন্দরবন বাঘ শূণ্য হয়ে পড়বে। এতে পরিবেশের পাশাপাশি ধ্বংস হবে সুন্দরবন। কারণ সুন্দরবনের ৫০ ভাগ সম্পদ রক্ষা পায় বাঘের কারণে আর বাকী ৫০ ভাগ রক্ষায় ভূমিকা পালন করে থাকে বন বিভাগ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment