প্রতিষ্ঠাতা সম্পাদক/প্রকাশক/মুদ্রাকর : ইশফাকুল মজিদ সম্পাদনা নির্বাহী /প্রকাশক : মামুনুল মজিদ lপ্রতিষ্ঠা:১৯৯৩(মার্চ),ডিএ:৬১২৫ lসম্পাদনা ঠিকানা : ৩৮ এনায়েতগঞ্জ আবু আর্ট প্রেস পিলখানা ১ নং গেট,লালবাগ, ঢাকা ] lপ্রেস : ইস্টার্ন কমেরসিএল সার্ভিসেস , ঢাকা রিপোর্টার্স ইউনিটি - ৮/৪-এ তোপখানা ঢাকাl##সম্পাদনা নির্বাহী সাবেক সংবাদ সংস্থা ইস্টার্ন নিউজ এজেন্সী বিশেষসংবাদদাতা,দৈনিক দেশ বাংলা
http://themonthlymuktidooth.blogspot.com
Monday, March 5, 2012
CELEBRATING INTERNATIONAL WOMAN'S DAY
বিষয়:- ৬ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মানব বন্ধন ও র্যালি কর্ম সূচীতে সাংবাদিক ও চিত্র সাংবাদিক প্রেরন প্রসঙ্গে।
জনাব,
আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আগামিকাল ৬ই মার্চ ২০১২ আমরা চারটি সংগঠনের যৌথ উদ্দ্যোগে “নারীর প্রতি সহিংসতা ও অবমাননা রুখে দাও” স্লোগানকে ধারন করে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সন্মুখে এক মানব বন্ধন ও র্যালি কর্মসূচীর আয়োজন করেছি। উক্ত কর্মসূচীতে আপনার প্রতিষ্ঠানের একজন সাংবাদিক ও চিত্রসাংবাদিক প্রেরনের জন্য অনুরোধ জ্ঞাপন করছি।
চারটি সংগঠন যথাক্রমে:- ১) মুক্ত শিশু ও নারী শ্রমিক ফোরাম, ২) স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারি ফেডারেশন, ৩) বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ৪) টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স র্ইউনিয়ন ফেডারেশন
কর্মসূচী:- মানব বন্ধন ও র্যালি
স্থান:- জাতীয় প্রেসক্লাবের সন্মুখ প্রাঙ্গন
সময়:- সকাল ১১টা, ৬ই মার্চ, ২০১২
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment