http://themonthlymuktidooth.blogspot.com

Saturday, April 21, 2012

WE WANT PEACEFUL STRIKE :KHANDEKAR MOSSARRAF OF BNP

হরতালে অপ্রত্যাশিত ঘটনায় সরকারই দায়ি হবে: মোশাররফ নিজস্ব প্রতিবেদক বার্তা২৪ ডটনেট ঢাকা, ২১ এপ্রিল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকারমোশাররফহোসেনবলেছেন,“আমরাশান্তিপূর্ণভাবে হরতাল করতে চাই। এতে বাধা দিলে অপ্রত্যাশিত কোনো ঘটতে পারে এবং তার জন্য সরকারই দায়ি থাকবে।” শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বিচার বহির্ভুত হত্যাকাণ্ড আইনের শাসনের জন্য হুমকি’ শীর্ষক এ সভার আয়োজন করেজাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতিমেজরঅব.এমএমেহবুবরহমান।রোববারবিএনপিরসাংগঠনিকসম্পাদকইলিয়াসআলীরসন্ধানেরদাবিতেহরতালডেকেছেবিএনপি।এতে১৮দলীয়জোটওযুগোপযোগীদলগুলোওসমর্থনজানিয়েছে।খন্দকার মোশাররফবলেন, “গততিনবছরে৪০৪জনক্রসফায়ার, ৭১জন গুম এবং ১১শ’ ৮০জনকে অপহরণ করাহয়েছে। এছাড়া নয় হাজার ৫০০জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দিয়ে সরকার।” তিনি বলেন, “হঠাৎ করে ক্রসফায়ার বন্ধ হয়ে গুম-হত্যা বেড়ে গেছে। গুমের তালিকা আস্তে আস্তে বাড়ছে। ইলিয়াস আলীকে গুমের ঘটনা তারই প্রমাণ।” “সুরঞ্জিত সেনগুপ্ত ও ইলিয়াস আলীর ড্রাইভারের কোনো খোঁজ নেই। নাগরিক হিসেবে তাদেরও নিরাপত্তা দিতে সরকার বাধ্য।” –উল্লেখ করেন মোশাররফ।প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “আপনি জানেন ইলিয়াসআলীকে বিরোধীদলীয় নেত্রী লুকিয়ে রেখেছেন। সরকার প্রধান হিসেবে এখন আপনার দায়িত্ব তাকে বের করে জনসম্মুকে প্রকাশ করা।” সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেড আই মোস্তফা আলী মুকুল এমপি, আবু নাছের মো.রহমতুল্লাহ, মো. মঞ্জুর হোসেন, হুমায়ুন কবির ব্যাপারী প্রমুখ। বার্তা২৪ ডটনেট/কেএমআর/

No comments: