https://www.facebook.com/
http://www.youtube.com/watch?
অর্থনৈতিক মুক্তিবিহীন নারী অধিকার প্রতিষ্ঠা অসম্ভব, এই স্লোগানকে সামনে রেখে শুরু হয় "তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর ২য় ঢাকা সন্মেলন। তোপখানাস্থ শহীদ আসাদ মিলনায়তনে আজ দিনব্যাপি সন্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের এমপি মাননীয় সাংসদ সদস্য জনাব রাশেদ খান মেনন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ জনাব ইস্রাফিল আলম, তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটির উপদেষ্টা জনাব আবুল হোসাইন, যুব মৈত্রী'র কেন্দ্রীয় সাধারন সম্পাদক জনাব মোস্তফা আলমগীর রতন, এ. আই. টি. ব্যান্কের গবেষক মোসাদে। নারী উদ্যোক্তা সোসাইটি'র কেন্দ্রীয় সাধারন সম্পাদিকা বেবি ফাতেমা বেনজির, সাউথ এশিয়ান গ্রাসরুটস ডেভেলপমেন্ট ফোরামের যুগ্ন আহ্বায়ক লাভলী ইয়াসমিন, বাঁচতে শেখ নারী এর সাধারন সম্পাদিকা ফিরোজা বেগম, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নে'র সাধারন সম্পাদিকা মুর্শেদা আক্তার নাহার ও অন্যান্য নারী নেতৃবৃন্দ। সন্মেলনের মুল দাবী প্রাতিষ্ঠানিক খাতে কর্মরত: নারীদের শ্রমের অধিকার ও মর্যাদা প্রদান। এর পক্ষে সতল বক্তাগন সমর্থন প্রদান করে বক্তব্য প্রদান করেন।
No comments:
Post a Comment