http://themonthlymuktidooth.blogspot.com

Monday, February 11, 2013

[BOI-MELA]NEW BOOK IN BENGALI NATIONAL BOOK FAIR


দেশে এখন তারুণ্যের জোয়ার লেগেছে। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে সবাই অলি-গলি কাঁপিয়ে রাখছে। ঠিক এমন সময় একাত্তরের গণহত্যা নিয়ে তরুণ ছড়াকার লুৎফুর রহমান প্রকাশ করেছেন ‌''লাল-সবুজের ছড়া, বিয়ানীবাজারে গড়া' বইটি। বইটি মেলায় পরবাসী স্টলে পাওয়া যাচ্ছে। প্রকাশ করেছে ঢাকার আমার প্রকাশনী ও প্রচ্ছদ করেছেন কিশোর। উল্লেখ্য, সাংবাদিক ও গবেষক আজিজুল পারভেজের ''একাত্তরের গণহত্যা: রাজধানী থেকে বিয়ানীবাজার'' বইকে কেন্দ্র করে এ ছড়ার বইটি রচনা করা হয়েছে। দেশের তরুণরা এ বই পাঠে জেগে ওঠবে।

No comments: