হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে নাস্তিক-ব্লগার বিরোধী শ্লোগানের পাশাপাশি চলছে ইসলামী সংগীত। রাত আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে চলছিল ইসলামী সংগীত। “নাস্তিক-ব্লগার এই মূহুর্তে বাংলা ছাড়” ধ্বনিতে মুখরিত ছিল কোর্ট পয়েন্ট ও বন্দর বাজার এলাকা। সাথে চলছিল হামদ ও নাথে রাসুল সাঃ। এর আগে সেখানে এসে সংহতি প্রকাশ করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী। শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধাবন জনগন রিক্সা ও গাড়ীতে করে খাবার, পানি, কেতলি ভর্তি চা ও ফলমুল সরবরাহ করছেন। এসময় সিলেটের অনেক সাংবাদিকদেরকেও কোর্ট পয়েন্টে খাবার ও পানি সরবরাহ করতে দেখা যায়। এছাড়া, সমাবেশে রাতভর চলে ওয়াজ নসিহত, কোরআন তেলাওয়াত ও জিকির। লংমার্চে যেতে না পেরে শুক্রবার বাদ আসর থেকে কোর্ট পয়েন্টে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। সেখানে বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে তাদেরকে খাবার পরিবেশন করা হয়। সংগঠনের নেতারা কোর্ট পয়েন্টে ‘ইসলামী গণজাগরণ চত্বর’ ঘোষণা করেন। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথেই থাকবেন।
Complementary reproduce from: Surma Times
No comments:
Post a Comment