http://themonthlymuktidooth.blogspot.com

Thursday, June 20, 2013

PRESS RELEASE FROM SPB


তারিখ : ২০//২০১৩

গার্মেন্টসে গণহত্যার বিচার, শ্রমিকদের জীবনের নিরাপত্তা, ন্যায্য মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নসহ অন্যান্য দাবিতে

শ্রমিক গণকনভেনশন অনুষ্ঠিত

রানা প্লাজা, তাজরিন ফ্যাশনসসহ সকল শ্রমিক হত্যার বিচার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গার্মেন্টস শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, ট্রেড ইউনিয়ন অধিকারসহ বিভিন্ন দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চা বাসদ (কনভেনশন প্রস্তুতি কমিটি)-এর উদ্যোগে আজ ২০ জুন শ্রমিক গণকনভেনশন অনুষ্ঠিত হয় শ্রমিক গণকনভেনশন থেকে শ্রমিক হত্যাকাণ্ডের বিচার, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, ট্রেডইউনিয়ন অধিকার আদায়সহ শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবিতে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করা হয়

আজ বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে (নীচতলা) অনুষ্ঠিত গণকনভেনশনে বক্তব্য রাখেন তেল-গ্যাস-খনিজ সম্পদ বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, জ্বালানি বিশেষজ্ঞ বি. ডি. রহমতুল্লাহ, দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়কারী মোশরেফা মিশুর সভাপতিত্বে গণকনভেনশনে আরো বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্ত্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা অধ্যাপক আব্দুস সাত্তার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মাহবুব)এর নেতা ইয়াসিন মিয়া এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা হামিদুল হক এছাড়াও কনভেনশনে বিভিন্ন বাম প্রগতিশীল রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবীগণ উপস্থিত ছিলেন

আলোচকগণ বলেন, বাংলাদেশের শ্রমিকদের মধ্যে সবচেয়ে করুণ দুর্দশাগ্রস্ত দশায় আছে আমাদের গার্মেন্ট শ্রমিকরা বিশ্বের সবচেয়ে কম মজুরিতে তারা কাজ করে গার্মেন্টগুলোর কর্মপরিবেশের কি হাল সেটা সকলেই জানেন কারখানাগুলো যেন একেকটা মৃত্যুকূপ কিন্তু এই শ্রমিকদের দাবি নিয়ে কথা বলবার পর্যন্ত উপায় নেই তাদের ট্রেডইউনিয়ন অধিকার নেই মালিকের লেলিয়ে দেয়া গুন্ডা-মাস্তান তো আছেই, শ্রমিকরা রাস্তায় নামলে পুলিশ-শিল্প পুলিশ-র্যাব সব শক্তি নিয়ে রাষ্ট্র এদের উপর ঝাঁপিয়ে পড়ে অবস্থায় গার্মেন্ট শ্রমিকদের রক্ষা, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সম্মিলিত আন্দোলন গড়ে তোলার প্রতি নেতৃবৃন্দ আহ্বান জানান

পরবর্তী কর্মসূচিঃ

২৩ জুন : জাতীয় স্বার্থবিরোধী টিকফা চুক্তি বাতিলের দাবিতে ২৩ জুন বিকেলে ঢাকায় বিক্ষোভ সমাবেশ

২৭ জুন : অগণতান্ত্রিক শ্রম আইন (সংশোধনী) বাতিলের দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চা বাসদ আগামী ২৭ জুন জাতীয় সংসদ অভিমুখে মিছিল এবং জাতীয় সংসদের স্পিকারকে স্মারকলিপি পেশ করবে

 

বার্তা প্রেরক

ফখরুদ্দিন কবির আতিক

No comments: