মহাসচিবের চিঠির সম্মান জানানো উচিত ছিল
চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন চিঠি দিয়েছেন। চিঠিতে সংকট সমাধানে সরকারকে সংলাপের উদ্যোগ নিতে আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের সংলাপের আহ্বানকে নাকচ করে দিয়েছে সরকার। ক্ষমতাসীনদের এমন সিদ্ধান্তকে ভালোভাবে নেননি দেশের বিশিষ্টজনেরা। তাদের মতে, জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সরকারকে দেয়া বান কি মুনের চিঠির প্রতি সম্মান দেখানো উচিত ছিল। জাতিসংঘের আহ্বানের পরও সরকার সংলাপের উদ্যোগ না নিলে দেশ আরও গভীর সংকটের দিকে যাবে বলে মন্তব্য করেন তারা। বুধবার বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার সহ বিশিষ্ট জনরা এ কথা বলেন।
No comments:
Post a Comment